
চুয়াডাঙ্গার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের পরিকল্পনা করেছে চুয়াডাঙ্গা নাগরিক কমিটি। গতকাল রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের শুভতারা ভবনে এক সভা থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন, চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সভাপতি তৌহিদ হোসেন। সভা উপস্থাপন করেন, কমিটির সাধারণ সম্পাদক শেখ সেলিম।
সভায় বক্তারা বলেন, চুয়াডাঙ্গা শহরে কোনো ফুটপাত নেই। হাসপাতালে চিকিৎসা মেলেনা। হাসপাতালের দেয়ালে দেয়ালে পানের পিক। চারদিকে নোংরা আবর্জনা। পুরো শহর আবর্জনার শহর হয়ে পড়েছে। চুয়াডাঙ্গা পৌরসভা যখন তৃতীয় শ্রেণীর পৌরসভা ছিল তখনও এতো নোংরা ছিল না চুয়াডাঙ্গা শহর। আগে শহর পরিস্কার করতে দেখা যেতো। এখন আর দেখা যায় না। শহর দাপিয়ে বেড়ায় অবৈধ যানবাহন। বৈধ যানবাহন ধরে জরিমানা করা হয়। অবৈধ যানবাহন বন্ধ করার কোনো উদ্যোগ চোখে পড়ে না। উন্নয়নের তালিকায় সবসময়ই চুয়াডাঙ্গাকে রাখা হয় ৬৪ নম্বরে।
জনগণ, রাজনীতিবিদ, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে চুয়াডাঙ্গার উন্নয়নে ভূমিকা রাখবে চুয়াডাঙ্গা নাগরিক কমিটি। এজন্য যেসব পদক্ষেপ দরকার তা নেওয়া হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট বজলুর রহমান, আবুল কাশেম, আবু বক্কর সিদ্দিক, শাফায়েতুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, লিটু বিশ্বাস, নাজিম উদ্দিন, শফিকুর রহমান, লাবলুর রহমান, আছির উদ্দিন, ইকবাল আতাহার তাজ, রেজাওয়ানুর রহমান, অ্যাডভোকেট কাইজার হোসেন জোয়ার্দ্দার ও মানিক আকবর।


