
আলমডাঙ্গায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। “মাদক ছাড়, মাঠে এসে খেলা ধর” স্লোগানকে সামনে রেখে আয়োজিত ১২ ওভারের এই খেলায় অংশ নেয় আলমডাঙ্গা থানা একাদশ এবং ওল্ড স্টার ক্রিকেট একাদশ।
উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ওল্ড স্টার ক্রিকেট একাদশকে হারিয়ে জয়লাভ করে আলমডাঙ্গা থানা ক্রিকেট একাদশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। এমন আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পথে এগিয়ে নিয়ে যায়।”
খেলা শুরুর পর থেকেই মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। দুই দলের খেলোয়াড়দের দারুণ লড়াইয়ে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। খেলোয়াড় ও দর্শকদের উচ্ছ্বাসে মাদকবিরোধী বার্তাও আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এসময় উপস্থিত ছিলেন থানা একাদশের পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, এসআই শীতল বিশ্বাস, এসআই বাবলু খান, এএসআই রমেন সরকার, এএসআই রাসেল, এএসআই রোকন, এএসআই আসাদ, এএসআই আনোয়ার হোসেনসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা।
ওল্ড স্টার একাদশের পক্ষে উপস্থিত ছিলেন মামুন অর রশিদ মণ্ডল, মানিক, মাহমুদুল হক তন্ময়, শুকুর, মিলন, শামীম, বাদশা, সামাউন প্রমুখ।
প্রীতি ম্যাচটি মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সফল ভূমিকা রাখে।


