
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দামুড়হুদা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার সময় উপজেলার মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, বর্তমানে বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে থাকায় সারাদেশের ন্যায় দামুড়হুদা উপজেলার নেতাকর্মীরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য এ দোয়ার আয়োজন করা হয়েছে।
দোয়া শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আমাদের মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।” স্থানীয় নেতাকর্মীরা জানান, সামনে আরও দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে।
জেলা উলামা দলের সদস্য সচিব হাফেজ মো: মাহবুবুল আলম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম। হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনছার আলী, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন,নোতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,নাটুদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি,কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল হক সবুজ, সদস্য সচিব এমডি কে সুলতান, দামুড়হুদা থানা উলামা দলের সভাপতি হাফেজ রায়হান, যয়েন্ট সেক্রেটারি হাফেজ মো: জাকারিয়া আলম, হাউলী ইউনিয়ন উলামা দলের সভাপতি আবু হাসান, মডেল মসজিদের পেশ ঈমাম মামুনুর রশীদ। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা উলামা দলের সদস্য নাজমুল হাসান বিপ্লবী।


