
আলমডাঙ্গা উম্মুল ক্বুরা হাফিজিয়া কওমিয়া মহিলা মাদরাসা’র উদ্যোগে ১ দিনব্যাপী ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাউসপুর জানাযার মাঠ, ২ কপাট সংলগ্নে গতকাল বাদ আসর হতে রাত ১২ টা পর্যন্ত চলে এ মাহফিল।
এ মাহফিলে ১১ জন মেয়েকে হিফজুল কুরআন শেষ করায় তাদেরকে সনদ ও বোরকা প্রদান করা হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের আয়োজনে ও হাউসপুর-আলমডাঙ্গাবাসীর সার্বিক সহযোগীতায় মাহফিলে মহিলাদের পর্দার সাহায্যে দেখানো হয়েছে। প্রধান মেহমান হিসেবে বয়ান করলেন, নারায়ণগঞ্জের মুহতামিম ও শাইখুল হাদীস, জামিয়া হাজী শাহজাদী বাইতুল কুরআন, শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী (রহঃ)’র সুযোগ্য খলিফা মুফতি নূরুল আমিন তালিমী।
প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ঢাকা খাদিজাতুল কুবরা (রাঃ) বালক বালিকা মাদরাসার প্রিন্সিপাল মুফতি সৈয়দ জুনায়েদ আযহারী- সিলেটী, বিশেষ বক্তা ছিলেন আলমডাঙ্গা জান্নাতুল বাকী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের, বি-বাড়িয়ার মুফতি মুযযাম্মিল হক আমিনী,নারায়ণগঞ্জের মুফতি যোবায়ের আহমাদ। উম্মুল ক্বুরা হাফিজিয়া কওমিয়া মহিলা মাদরাসা’র পরিচালক মুফতি ইয়ামিনের উপস্থাপনায় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ আব্দুর রব,হাজী মোঃ নিজাম উদ্দিন মুন্সি, হাজী রেজা আহমাদ, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী,বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম,এবিএম মকসেদুল আমীন সোহাগ।
এছাড়াও স্থানীয় সুধীজনেরা ও উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১১জন হাফেজা হলেন হাফেজা মোছাঃ আয়েশা সিদ্দিকা, হাফেজা খাদিজা তুল কোবরা, হাফেজা উম্মে খাদিজা, হাফেজা মোছাঃ আনিসা বিনতে আজিজ, হাফেজা জয়নব আহমেদ, হাফেজা ফাতেমা খাতুন, হাফেজা মোছাঃ তাসনিম আক্তার, হাফেজা খাদিজাতুল কুবরা সুমাইয়া, হাফেজা মোছাঃ মাহফুজা খাতুন,হাফেজা আল আশরাফিজ্জামান রোজা,হাফেজা মাইমুনা।


