
মেহেরপুরের মুজিবনগরে প্রচন্ড শীতে মানুষের মাঝে একটু উষ্ণতা এনে দিতে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে
পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির আয়োজনে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে ১৫০ জন অসহায় দরিদ্র প্রবীণ মানুষের মাঝে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির উপ নির্বাহী পরিচালক কামরুজ্জামান, পরিচালক কামরুল আলম ও বাগোয়ান ইউনিয়নের প্রবীন ইউনিয়ন সভাপতি।


