
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে শৈলকুপা শহরের সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন কোর্টপাড়া জামে মসজিদের ইমাম আবু সাঈদ রহমান।
গায়েবানা জানাজার নামাজে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


