
বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে আলমডাঙ্গা উপজেলা পুজাউদযাপন ফ্রন্টের উদ্যোগে সত্যনারায়ন মন্দিরে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টে আলমডাঙ্গা শাখার আহবায়ক মরিমল কুমার কালু ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত। তিনি বলেন, দেশ নেন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সনাতন ধর্মাবলম্বীর গভীর ভাবে শোকাভিভূত। তার আত্মার শান্তি কামনা করছি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জয় কুমার বিশ্বাস, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিপন কুমার বিশ্বাস, সম্পাদক পলাশ আচার্য, বিজয় কুমার সিহি, হারান অধিকারি, উৎপল দত্ত, শম্ভু দত্ত, দিপ্তি দত্ত, অশ্বিনী পরামানিক, গোপেন ভট্টাচার্য, রতন সাহা, আনন্দ পাল, সন্দিপ কর্মকার, শুশিল কর্মকার, রাবিন্দ্র দাস, অনুপ ঘোষ, নিরঞ্জন পরামানিক, জন বিশ্বাস, কল্লোল অধিকারি, মিহির বিশ্বাস, সহ সনাতন ধর্মাবলম্বী ভক্ত বৃন্দ। প্রার্থনা পরিচালনা করেন, সত্য নারায়ণ মন্দিরের পুরোহিত সনু শর্মা।


