
আলমডাঙ্গায় মকিম–হাজেরা শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এক শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।গতকাল ৭ জানুয়ারি আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক কমনরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সুতাইল
গ্রামের মেয়ে ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ৩ মাসের মোট ২৪ হাজার টাকা প্রদান করা হয়।
বৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা সরকারি কলেজের সিনিয়র প্রভাসক ড. মো মাহবুব আলম এবং সমাজসেবক হাবিবুল করিম চঞ্চল।
উল্লেখ্য অসচ্ছল ও লেখাপড়ায় আগ্রহী বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সম্পূর্ণ শিক্ষা ব্যয়ভার বহনের লক্ষ্যে আমেরিকার পেনসিলভানিয়ার চেনি বিশ্ববিদ্যালয়ে ছিয়াশি বছর বয়সে অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোনায়েম চৌধুরী, তাঁর প্রয়াত পিতা-মাতা মীর আব্দুল মকিম চৌধুরী এবং বেগম হাজেরা খাতুনের স্মৃতির উদ্দেশ্যে “মকিম–হাজেরা শিক্ষা বৃত্তি” পুনরায় চালু করেছেন।
ড. চৌধুরী বিশ্বাস বলেন, অসচ্ছলতা ও প্রতিকূল পরিবেশ সফলতার বড় অন্তরায়। তাই তিনি এই বৃত্তি প্রদানে আর্থিকভাবে অসচ্ছল, এতিম, অসহায় ও নারী শিক্ষার্থীদের বিশেষ প্রাধান্য দিচ্ছেন। আগামী সপ্তাহের প্রথম দিন স্কুল-কলেজ পড়ুয়ার সকল বৃত্তিপ্রাপ্তদের স্কুল ভর্তি, মাসিক বেতন (পুরো বছরের একসাথে), প্রাইভেট টিউশন ফি, পরীক্ষার ফিস ও বই কেনা টাকা বৃত্তি হিসেবে প্রদান করা হবে (২য় ফেজ) বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

