
চুয়াডাঙ্গার দর্শনায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্য হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা পৌরসভার আজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আবু সাঈদ(৩) দর্শনা আজমপুরের রুবেল হোসেনের ছেলে।
ঘটনার বিবরণে জানা গেছে, আজ শুক্রবার বাড়ির পাশে রাস্তার উপর ছেলে মেয়েদের সাথে খেলা খেলছিলো। খেলতে খেলতে সবাই বাড়ি চলে গেলেও আবু সাঈদ বাড়ি ফেরেনি। তখন আবু সাঈদের মা খুজতে থাকে। খুজতে খুজতে দেখে বাড়ির পাশে গর্তে শিশু আবু সাঈদ পানির উপর ভাসছে তাকে উদ্ধার করে সাথে সাথে তাকে তুলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে দর্শনা খানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা।

