
আগামী ২৬ জানুয়ারি জাময়াতের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের ঝিনাইদহে আগামন উপলক্ষ্যে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয় মিডিয়ার সাংবাদিকদের সাথে ঝিনাইদহ-২ আসনের ১০দলীয় জোট প্রার্থী জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবু বকরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় শহরের কাঞ্চনপুর জেলা জামায়াতের কার্যালয়ে এই সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ -২ আসনের ১০দলীয় জোট মনোনিত প্রার্থী আলী আজম মোঃ আবু বকর।
এছাড়া সভায় অতিথি হিসেবে জেলা জাময়াতের নায়েবে আমীর আব্দুল আলীম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) জেলার যুগ্ম সমন্বয়কারী আরেফিন কায়ছার ও আলাউদ্দীন জোয়ার্দ্দার। শহর শাখার জামায়াতের আমীর এ্যাড. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি আব্দুল আওয়াল ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিএনপির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বৃদ্ধি ভঙ্গের অভিযোগ তুলে ধরেন। এছাড়া আগামী ২৬ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীরের ঝিনাইদহে আগমন উপলক্ষে সকল সাংবাদিকদের উপস্থিত থাকার আহবান জানান।

