
মেহেরপুর বড়বাজারের কাঁচাবাজারে খুচরা আর পাইকারি সবজি বাজার মাত্র কয়েক মিটার দুর। আর এই কয়েক মিটার দুর যেতেই কেজি প্রতি সবজির দাম বেড়ে যায় সবজি ভেদে ১০ থেকে ৩০ টাকা বেশি। গতকাল শুক্রবার মেহেরপুরের কাঁচাবাজারের খুচরা ও পাইকারি বাজার পরিদর্শন করে এমন চিত্র দেখা যায় ।
পাইকারিতে আলু ১৬ টাকা খুচরা বাজারে ২০ টাকা, পাইকারিতে পেয়াজ ৩২ টাকা খুচরা বাজারে ৪০ টাকা, পাইকারিতে রসুন ৫০ টাকা খুচরা বাজারে ৬০ টাকা, পাইকারিতে কাঁচা মরিচ ৭২ টাকা খুচরা বাজারে ১০০ টাকা পাইকারিতে আদা ১৩০ টাকা খুচরা বাজারে ১৬০ টাকা।
সবজির মধ্যে পাইকারিতে বেগুন ৩০ টাকা খুচরা বাজারে ৪০ টাকা, পাইকারিতে শিম ২০ টাকা খুচরা বাজারে ৩০ টাকা, পাইকারিতে পটল ১৩৫ টাকা খুচরা বাজারে ১৬০ টাকা, পাইকারিতে মূলা ৩০ টাকা খুচরা বাজারে ৪০ টাকা, পাইকারিতে টমেটো ৩২ টাকা খুচরা বাজারে ৪০ টাকা, পাইকারিতে পেঁপে ২০ টাকা খুচরা বাজারে ৩০ টাকা, পাইকারিতে শশা ৬৫ টাকা খুচরা বাজারে ৮০ টাকা।
শীতকালীন সবজির মধ্যে পাইকারিতে ফুলকপি ২০ টাকা খুচরা বাজারে ৩০ টাকা, পাইকারিতে বাধাকপি ১২ টাকা খুচরা বাজারে ২০ টাকা,পাইকারিতে পালংশাক ১৫ টাকা খুচরা বাজারে ২০ টাকা।
গতকাল শুক্রবার মাছের বাজার ছিলো রুই ২৫০টাকা , তেলাপিয়া ১৪০ টাকা, পাঙাস ১৫০ টাকা, সিলভার ১২০ টাকা, জিওল ২৩০ টাকা, ইলিশ ৫০০-৩০০০ টাকা, বাগদা চিংড়ী ১২০০ টাকা,গলদা চিংড়ী ৭০০ টাকা, দেশি চিংড়ী ৮০০-১০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মুরগীর বাজারে ব্রয়লার মুরগি ১৮০, সোনালি মুরগি ২৭০ টাকা , লেয়ার মুরগি ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷ ছাগলের মাংস ১১০০ টাকায় এবং গরুর মাংস ৭৫০ টাকায় অপরিবর্তিত।

