
মেহেরপুরে ৫ বোতল ফেন্সিডিলসহ রেনুকা(৩৫) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
এস আই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রেনুকা একই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি একটি চৌকশ দল রেনুকা নামের এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে।
এসময় তার কাছে থেকে ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আরও ৪টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

								
				
