ঝিনাইদহের শৈলকুপায় ৪র্থডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয় শনিবার বেলা ১১ টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান নিলুফা ইয়াসমিন,বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, ওসি তদন্ত মোহসিন হোসেন প্রমুখ।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা। আলোচনা অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
শৈলকুপায় ৪র্থডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপলক্ষে সেমিনার
