দুর্নীতিবাজ শিক্ষককে মেহেরপুরে বদলি করার বিরুদ্ধে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
২,০৭৬
অক্টোবর ১৫, ২০১৯ · ১১:৫৫ অপরাহ্ণ
ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষক মিজানুজ্জামানকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের বদলি করেছে সংশ্লিষ্ট বিভাগ।
আর এই বদলির প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিকলীগ। মঙ্গলবার দুপুরের দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় আওয়ামীলীগের জেলা পর্যায়ের নেতাকর্মীরা ও সাধারণ জনগন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিক্ষক মিজানুজ্জামান এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়ম স্লোগান সম্বলিত ফেস্টুন বহন করে সেই সাথে তাকে মেহেরপুরে থেকে অন্যত্র বদলি করার দাবি জানায়।