মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদের সংলগ্ন স্থানে স্কুল কর্তৃপক্ষের বাথরুম নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন মসজিদের মুসল্লিরা।
শনিবার বাদ জোহর মুসল্লিরা সেখানে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ওই স্থানে বাথরুম করার কোন প্রয়োজন না থাকলেও কর্তৃপক্ষ সেখানে বাথরুম করছেন। এখানে বাথরুম তৈরি করা হলে দুর্গন্ধে নামাজ পড়া দুরূহ হয়ে পড়বে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, মসজিদ কমিটির সদস্য মাসুদ রানা প্রমূখ। মানববন্ধন সঞ্চালনা করেন ইয়ানুস আলী।
এবিষয়ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন (এমপি) সহ জেলা প্রশাসক, জেলা পরিষদ, পৌর মেয়র, উপজেলা পরিষদ, শিক্ষা অফিস বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান বক্তারা। সেই সাথে মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী এই মসজিদ সংলগ্ন স্থানে বাথরুম তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
৭
মসজিদের পাশে বাথরুম নির্মাণ বন্ধের প্রতিবাদে মানববন্ধন
