
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মোমিনুল ইসলাম স্মরণে সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমী সহ-সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, অরণির সভাপতি নিশান সাহেবের, মৃত্তিকার সভাপতি মানিক হোসেন, অবসরের সভাপতি জানে আলম, বন্ধনের আব্দুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।
নিজস্ব প্রতিনিধি


