গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাপস আলী (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত তাপস বাদিয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার (২৭মে) বিকেলের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
জানা গেছে, তাপস হোসেন আজ শুক্রবার (২৭ মে) দুপুরের দিকে গ্রামের ভিটের মাঠে আমগাছের ডালে উঠে আম পাড়ছিলেন। হঠাৎ গাছের ওই ডালটি ভেঙ্গে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল রেফার করেন। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাপস।
বামন্দী ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল বিষয়টি নিশ্চিত করেছেন।
গাংনীর বাদিয়াপাড়াতে আম গাছ থেকে পড়ে যুবক নিহত
