ফেসবুকে কোনো বার্তা, ছবি বা ভিডিও পোস্ট করলেই বন্ধু তালিকায় থাকা ব্যক্তিরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন। কেউ আবার বিভিন্ন ইমোজি বা ছবির মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করেন। তবে মন্তব্য বা লাইকের সংখ্যা বেশি হলে সব সময় সব ব্যক্তির দেওয়া মন্তব্য পড়া সম্ভব হয় না। কনটেন্ট নির্মাতাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। বিষয়টি অজানা নয় ফেসবুকের কাছেও। আর তাই এবার কনটেন্ট নির্মাতাদের জন্য কমেন্ট মডারেশন টুল চালু করেছে সামাজিক যোগাযোগের মাধ্যমটি।
কমেন্ট মডারেশন টুলটি কাজে লাগিয়ে নির্মাতারা নিজেদের কনটেন্ট বিষয়ে অন্যদের মতামত সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ অসংখ্য মন্তব্যের মধ্যে চাইলেই প্রশংসামূলক বা নেতিবাচক মন্তব্যগুলো আলাদাভাবে দেখতে পারবেন। চাইলে তারিখ ও নির্দিষ্ট ব্যক্তির নাম দিয়েও মন্তব্য খোঁজা যাবে। শুধু তা–ই নয়, নিজেদের বিভিন্ন কনটেন্টে নির্দিষ্ট ব্যক্তি কতবার লাইক দিয়েছেন তা–ও জানা যাবে।
কমেন্ট মডারেশন টুলটির মাধ্যমে কনটেন্ট নির্মাতারা নিজেদের কনটেন্টের নিচে করা মন্তব্যের ধরনও নির্বাচন করতে পারবেন। ফলে কেউ অশ্লীল বা অরুচিকর মন্তব্য করলে সেগুলো অন্যরা দেখতে পারবেন না। গত ৩০ দিনে কতটি মন্তব্য আড়াল করা হয়েছে, সে সংখ্যাও জানতে পারবেন কনটেন্ট নির্মাতারা। ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে কমেন্ট ম্যানেজার বিভাগে প্রবেশ করে টুলটি ব্যবহার করা যাবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, নতুন টুলটি কনটেন্ট নির্মাতাদের সহায়তা করবে। এর মাধ্যমে নির্মাতারা তাদের কমিউনিটির সঙ্গে আরও নিরাপদে যোগাযোগ করতে পারবেন।
সূত্র: টাইম অব ইন্ডিয়া