মেহেরপুরে জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গাজিউর রহমান ডালিম (৫৫) ও অভিযুক্ত মুনজা রহমান (৪৫) একই গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই সহোদরের মধ্যে জমি ও বাড়ির জায়গা ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ওই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় বড় ভাই ডালিমের গলায় থাকা মাফলার ধরে টান দেন ছোট ভাই মুনজা। অপর প্রান্তে মাফলারের অংশ ধরে ছিলেন মুনজার স্ত্রী আনজেরা খাতুন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ডালিম।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সদর থানার ওসি হুমায়ুন কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে থানা সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই অভিযুক্ত মুনজা রহমান ও তার স্ত্রী আনজেরা খাতুন পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

 ময়নাতদন্ত শেষে নিহত ডালিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে

শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ঋণ খেলাপির মামলায় হরিণাকুণ্ডু উপজেলার এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

গত সোমাবার মোছা: রিজিয়িা খাতুন নামে সহকারী শিক্ষক গ্রেপ্তার হয় এবং মঙ্গলবার বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ১ম আদালত তার জামিন না মুঞ্জুর করে আদালতে প্রেরণ করেন।

মোছা: রিজিয়া খাতুন উপজেলার দুর্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কন্যাদহ এলাকার গাজীপুর স্কুলপাড়ার নজরুল ইসলামের কন্যা।

মামলার এজাহার থেকে জানা যায়, শিক্ষক রিজিয়া খাতুন শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: হরিণাকুণ্ডু শাখা থেকে নিজ প্রয়োজনে ঋণ গ্রহন করেন। এই পরিশোধে ব্যর্থ হয়ে গত ২০২২ সালের ৯জুন তারিখে টাকা পরিশোধের জন্য ৩,৯৯,৭০০/- (তিন লক্ষ নিরানব্বই হাজার সাতশত) টাকার চেক প্রদান করেন। সেই চেক ১৫জুন ২০২২ তারিখে হরিণাকুণ্ডু সোনালী ব্যাং থেকে ডিসঅনার করেন। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৬নভেম্বর তার অভিযোগ সন্ধ্যাতিত ভাবে প্রমানিত হওয়ায় ৫মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩লক্ষ ৯৯হাজার ৭শত টাকা অর্থদন্ডে দন্ডিত হয়।

এই অর্থ অনাদায় এবং আদালত অবমাননার দায়ে সোমবার তার নিজ বাড়ি থেকে হরিণাকুণ্ডু থানা পুলিশ রিজিয়াকে গ্রেপ্তার করে। পরে বিজ্ঞ আদালত তার জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।




ঝিনাইদহে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঝিনাইদহে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে হরিণাকুণ্ডুর ভিক উদ্দিন-সারা খাতুন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা ও ঝিনাইদহ শহরের ব্যাপারি পাড়ার স্কুল অফ লাইফ এর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এই শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (অব:) ও সাংবাদিক খুরশিদ মোহাঃ সালেহ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোঃ শাহানুর আলম, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ও নবগঙ্গা ফিটনেস একাডেমির সত্বাধিকারী কাজী আলী আহমেদ লিকু এবং প্রাক্তন শিক্ষার্থীদের এ অঞ্চলের সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান।

এই অনুষ্ঠানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাধে খাতা, কলম, পেন্সিল ও স্কেলবক্রসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় অতিথিরা সুবিধাবঞ্চিত এসব দরিদ্র শিশুদের জন্য এমন সহযোগীতা অব্যাহত রাখার জন্য সমাজের বিত্তবানদের আহবান জানান।




ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণী

ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রাণিসম্পদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ,এস,এম আতিকুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক মোহাঃ মসিউর রহমান, ঝিনাইদহ জেলা ভেটেরিনারি অফিসের ভেটেরিনারি অফিসার ডাঃসঞ্জীব কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাগন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মিনাক্ষী নাগ। এসময় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিভিন্ন ক্যাটাগারীতে ক্রেস্ট, সার্টিফিকেট, গিফটসহ নগদ অর্থ প্রদান হয়।




কক্ষ সংকটে কোটচাঁদপুরের সাবদারপুর মুনসুর আলী একাডেমির ৭শ শিক্ষার্থী

কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর মুনসুর আলী একাডেমিতে প্রায় ৭শ শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

দীর্ঘদিন ধরে কক্ষ সংকট নিরসনে একাডেমিক ভবন নির্মাণ কাজ চলমান থাকলেও তা আজও শেষ হয়নি। এ অবস্থায় দ্রুত সমাধান চেয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন বলেন, কোটচাঁদপুর উপজেলার একটি পুরাতন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলো সাবদারপুর মুনসুর আলী একাডেমি। আশপাশের অন্তত ১০টি গ্রামের ছেলে-মেয়েরা এখানে লেখাপড়া করে। ১৯৬০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ছয়শ থেকে সাতশ শিক্ষার্থী এখানে অধ্যয়নরত।

তিনি জানান, এত শিক্ষার্থীর জন্য যেখানে ১৮ থেকে ২০টি শ্রেণিকক্ষ প্রয়োজন, সেখানে বিদ্যালয়ে রয়েছে মাত্র ১৪টি কক্ষ। ফলে বাধ্য হয়ে কমন রুম, বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ল্যাব ও শিক্ষকদের অফিস কক্ষেও পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে।

কক্ষ সংকট নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনের বরাদ্দ পাওয়া যায়। যার প্রথম তলার নির্মাণকাজ ২০২১ সালের ১৩ জানুয়ারি শুরু হলেও আজ পর্যন্ত শেষ হয়নি।

প্রধান শিক্ষক আরও বলেন, আগে থেকেই বিদ্যালয়ে কক্ষ সংকট ছিল। নতুন শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায় সমস্যা আরও প্রকট হয়েছে। দ্রুত নির্মাণাধীন ভবনের কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে রিফাত আরা ট্রেডিং নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ওবায়দুর রহমান বলেন, কাজটি তার লাইসেন্সে হলেও তিনি নিজে কাজটি করেননি। তিনি কাজটি শৈলকূপা উপজেলার ঠিকাদার শহিদুল ইসলাম নামের একজনের কাছে বিক্রি করে দেন।
তিনি জানান, কাজ শুরুর পর কিছুদিন চললেও পরে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে অর্থনৈতিক সংকটে পড়ে কাজ বন্ধ করে দেওয়া হয়।

ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার পাল বলেন, ২০২১ সালের ১৩ জানুয়ারি নির্মাণকাজ শুরু হয় এবং ওই বছরের ১৩ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থনৈতিক সমস্যার অজুহাতে বারবার কাজ বন্ধ করে দেয়। একাধিকবার তাগাদা দেওয়ার পরও কাজ না করায় প্রকল্পটি বাতিল করা হয়েছে। বর্তমানে কাজটি পুনরায় টেন্ডারের জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমোদন পেলে পুনরায় নির্মাণকাজ শুরু করা হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার জানান, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ধারণক্ষমতা বিষয়ে সরকারি কোনো নির্দিষ্ট নীতিমালা নেই। কর্তৃপক্ষ তাদের সক্ষমতা অনুযায়ী শ্রেণিকক্ষে বসিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করে থাকেন।




মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভুট্টোর বহিষ্কারাদেশ প্রত্যাহার

মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।

আজ বুধ্বার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জুলফিকার আলী ভুট্টোকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে জুলফিকার আলী ভুট্টো তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের কাছে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধ্বার (১৪ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




জীবননগরের বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু’র মৃত্যুতে উত্তপ্ত শহর, অবরোধ 

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু’র মৃত্যু সংবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শহরের প্রধান সড়কগুলো অবরোধ করে শহরে বিক্ষোভ মিছিল করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

গত সোমবার রাত ১০টায় সেনাবাহিনীর একটি টিম জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটি কক্ষে জিজ্ঞাসাবাদ এর এক পর্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরে সেনাবাহিনীর একটি টিম তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শামসুজ্জামান ডাবলু জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। মৃত্যুর খবর প্রকাশের সঙ্গে সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শহরের প্রধান সড়কগুলো অবরোধ করে। এই অবরোধ রাত ১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে।

সকাল ১০টায় সেনাবাহিনীর একটি টিম স্থানীয় শান্তি বজায় রাখার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর সকাল ১১টায় জীবননগর থানার একটি টিম স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে বিক্ষিপ্ত জনতা তাদের উপর হামলা চালায়। এ সময় জীবননগর থানার ওসি সহ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন।

দুপুর ১টায় লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এবং পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম । লাশ নেওয়ার পরপরই জীবননগরের প্রধান সড়কগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং ব্যবসায়ীরা দোকান খুলতে থাকেন।

জেলা প্রশাসন মোঃ কামাল হোসেন বলেন, ময়না তদন্ত করা হবে ময়না তদন্ত শেষে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিকে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক দিলারা আফরোজ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলারা আফরোজ।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলা পর্যায়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গাংনী উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন তিনি। পরে জেলার তিনটি উপজেলার নির্বাচিত তিনজন শিক্ষকের মধ্য থেকে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতা অভিজ্ঞতা, প্রশ্নপত্র প্রণয়ন দক্ষতা, চারিত্রিক দৃঢ়তা, আইসিটি জ্ঞান, সহযোগিতামূলক মনোভাব, পাঠ্যপুস্তক প্রণয়নসহ মোট ১২টি মানদণ্ডের ভিত্তিতে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের নির্ধারিত বিচারক প্যানেল তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করে।

দিলারা আফরোজ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের জ্যেষ্ঠ কন্যা। সংসার জীবনে প্রবেশের পরও তিনি অদম্য পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এসএসসি, এইচএসসি, বিএ, এমএ ও বিএড ডিগ্রি অর্জন করেন। পরিবারের বড় সন্তান হিসেবে চার বোনের পড়াশোনা ও পারিবারিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি একজন দক্ষ অনুষ্ঠান উপস্থাপক। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও জাতীয় দিবসে নিয়মিত অনুষ্ঠান সঞ্চালনা করেন। উপজেলা ও জেলা পর্যায়ে তিনি মাস্টার ট্রেইনার হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা ও সংসার সামলানোর পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করেন বিভিন্ন জাতীয় দৈনিকে।

সাহিত্যচর্চায়ও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। তিনি উপন্যাস ‘দহনের দিন’, কাব্যগ্রন্থ ‘দহনের দিন’, এবং যৌথ কাব্যগ্রন্থ ‘দহনের কাব্য’, ‘বাংলার উদীয়মান কবি’ ও ‘সমকালের কবিকণ্ঠ’ রচনা করেছেন। তার কবিতায় প্রকৃতি ও জীবনবোধের প্রতীকী প্রকাশ লক্ষণীয়।

১৯৭৫ সালের ২৩ অক্টোবর জন্মগ্রহণকারী দিলারা আফরোজ বই পড়া ও সংগ্রহে আগ্রহী। ব্যক্তিগত উদ্যোগে একসময় তিনি নিজ বাড়িতে বয়স্ক ও নিরক্ষর নারীদের বিনামূল্যে স্বাক্ষরজ্ঞান শিক্ষা দিতেন এবং বই-খাতা সরবরাহ করতেন। করোনাকাল পরবর্তী সময়ে সেই কার্যক্রম বন্ধ থাকলেও তার সামাজিক অবদান আজও প্রশংসিত।

২০২২ সালে আন্তর্জাতিক নারী দিবসে গাংনী উপজেলায় তিনি শ্রেষ্ঠ সংগ্রামী নারী পুরস্কার অর্জন করেন।

ব্যক্তিজীবনে তিনি কৃষি ব্যাংকের উজলপুর শাখার ব্যবস্থাপক মো. আল আমিনের সহধর্মিণী। তিনি দুই কন্যা সন্তানের জননী। বড় মেয়ে ডা. মাহজাবীন শাহীদি ঐশি এমবিবিএস সম্পন্ন করে বর্তমানে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। ছোট মেয়ে মুবাসসারাহ শাহিদী এশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিভাগে অধ্যয়নরত।

মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় দিলারা আফরোজকে অভিনন্দন জানিয়েছেন জেলার শিক্ষক সমাজসহ বিভিন্ন মহল।




জাতীয় শিক্ষা সপ্তাহে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রোভার আল মুতাকাব্বির সাকিব

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে শ্রেষ্ঠ রোভার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট আল মুতাকাব্বির সাকিব।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের পর এবার জেলা পর্যায়েও তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এ নিয়ে জেলা পর্যায়ে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ রোভারের খ্যাতি অর্জন করে বিভাগীয় পর্যায়ের জন্য মনোনীত হয়েছেন তিনি।

আল মুতাকাব্বির সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মেম্বার শহিদুল ইসলামের পুত্র। তার এই সাফল্যের পেছনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান এবং তার অভিভাবকসহ সকল শিক্ষাগুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন এই কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।




তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কারিগরি) রফিকুল আলম বকুল

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ মেহেরপুর জেলায় কারিগরি শাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল ।

রফিকুল আলম বকুল একজন দক্ষ স্কাউটার। তিনি স্কাউটস এর রোভার শাখার একজন উডব্যাজার। এছাড়া তিনি মেহেরপুর জেলা রোভার স্কাউটস এর সাবেক কোষাধ্যক্ষ ও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে করেছেন। তিনি মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের রোভার স্কাউটস গ্রুপ এর ইউনিট লিডার। তিনি প্রতিষ্ঠানের একজন জনপ্রিয় শিক্ষক। শিক্ষার্থীদের কাছে অত্যান্ত জনপ্রিয় এ শিক্ষক ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, ২০২২ সালে সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালেও তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

তিনি কলেজের বিভিন্ন জাতীয় দিবসসহ বিভিন্ন দিবসে একজন ভাল উপস্থাপক হিসেবে ও অনুষ্ঠান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এছাড়া মেহেরপুর প্রতিদিনের আয়োজনে জেলার জনপ্রিয় শিক্ষা বিষয়ক সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান শিক্ষা ভাবনার একজন উপস্থাপক। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক ও নিরীক্ষক।

জাতীয় দিবস ছাড়াও যে কোন অনুষ্ঠানে একজন দক্ষ সংগঠক হিসেবে ও তিনি কাজ করে থাকেন। শিক্ষকতার বাইরে তিনি বিভিন্ন বিষয়ে বিশেষ করে শিক্ষা সংশ্লিষ্ট ও রোভারিং নিয়ে লেখালেখি করে থাকেন। তিনি যৌথভাবে এইচএসসি (বিএম) এর হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ (দ্বিতীয় পত্র) বই রচনা ও সম্পাদনা করেছেন।

রফিকুল আলম বকুল আইসিটি জ্ঞানে অত্যন্ত দক্ষ। তিনি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, বগুড়া থেকে আইসিটির উপর একাধিক কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া তিনি ব্যানবেইস এর অধীনে ও আইসিটির উপর প্রশিক্ষণ গ্রহন করেছেন। তিনি জাতীয় শিক্ষক বাতায়নের একজন সদস্য। এটুআই আইসিটি ডিভিশনের মাধ্যমে আইসিটির বিভিন্ন অনলাইন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এছাড়া তিনি স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরের ডাক এর উপদেষ্টা, কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উপদেষ্টা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব এর মেহেরপুর জেলা প্রেসিডেন্ট ও ২০২৬ সালের ডিস্ট্রিক্ট -৬ এর গভর্নর। জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভ সংঘের মেহেরপুর জেলার সভাপতি তিনি। দি হাঙ্গার প্রজেক্টের এর সংগঠন পিস ফ্যাসিলিটিটর গ্রুপ (পিএসজি) গাংনী উপজেলা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন । ব্যক্তিগত জীবনে তার ওয়াইফ গাংনীর চৌগাছা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এক ছেলে ও মেয়ে সন্তানের জনক তিনি। অত্যন্ত দক্ষ ও পরিশ্রমী এ শিক্ষক জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় সহকর্মী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাকে। জনাব রফিকুল আলম বকুল তার প্রতিক্রিয়ায় বলেন , সর্বপ্রথম মহান আল্লাহুর কাছে শুকরিয়া জানান।

এছাড়া তিনি জেলা ও উপজেলা পর্যায়ের বাছাই কমিটি এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিসসহ এ কাজের সাথে জড়িত ছিলেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানান। প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং পরিবারের সবার কাছে কৃতজ্ঞতা জানান তাদের সকলের সার্বিক সহযোগিতার জন্য। পাশাপাশি সকলের দোয়া কামনা করেছেন তিনি। রফিকুল আলম বকুলের প্রথম সন্তান আব্দুল্লাহ আল জামী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের১০-ম শ্রেনীর শিক্ষার্থী ও কন্যা সন্তান সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ৫-ম শ্রেণির শিক্ষার্থী। অত্র কলেজ থেকে কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন কলেজ অধ্যক্ষ শাহী উদ্দীন ও কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার স্নিগ্ধা।