চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসকের সাথে আলমডাঙ্গা উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৩টার সময় আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জের নির্বাচন। আপনারা যারা দায়িত্ব পালন করবেন তাদের উদ্দেশ্যে বলছি এই নির্বাচন অবশ্যই সুষ্ঠু, সুন্দর এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। এমন নির্বাচন হতে হবে, যা দেখে সবাই প্রশংসা করবে। বিশেষ করে অতীতে যারা সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন তারাও, এবং আগামী ৫ বছর পর যেই ক্ষমতায় আসুক না কেন, তাদেরও ভাবতে হবে নির্বাচন সুষ্ঠু না হলে সাধারণ মানুষ আমাদের ছেড়ে দেবে না।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, ওসি মাসুদুর রহমান পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা পলাশ কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ, সোনালী ব্যাংকের ম্যানেজার আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা।
এছাড়াও বক্তব্য রাখেন খাদ্য কর্মকর্তা জিনাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম খান,
আবাসিক প্রকৌশলী সাহিনুর রহমান, পল্লী উন্নয়ন ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন, অ্যাকাউন্টস অফিসার শহিদুল ইসলাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আলমডাঙ্গা উপজেলায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভা শেষে আলমডাঙ্গা ব্যামাগারের সভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।