মেহেরপুর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে কিছু সবজি ও নিত্যপণ্যের দামে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কম-বেশি দেখা গেছে। শীতকালীন সবজির দাম স্বাভাবিক রয়েছে।
গতকাল শুক্রবার মেহেরপুর কাঁচাবাজার পরিদর্শন করে প্রত্যেকটা সবজি, মাছ, মাংস ও মুরগির দাম ওঠানামা লক্ষ করা গিয়েছে।
পাইকারি বাজারে নতুন আলু ২৫ টাকায় অপরিবর্তিত, পেয়াজের দাম কমে ৩০ টাকায়, রসুন ৫০ টাকায় , কাচা মরিচ ৯০ টাকা স্থিতিশীল, আদা ১৩০ টাকা।
বেগুন ৪৫ টাকা স্থিতিশীল, শিম ও মূলা ১০ ও ৩০ টাকায় স্থিতিশীল, পটল ১১৫ টাকায় স্থিতিশীল, টমেটো ও শশা ৭০ টাকায় স্থিতিশীল, পেঁপে ২০ টাকায় স্থিতিশীল রয়েছে।
শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ২০ টাকা কেজি, বাধাকপি ১৫ টাকা কেজি ও পালংশাক ১৫ কেজিতে বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে নতুন আলু ৩০ টাকায় অপরিবর্তিত, পেয়াজ ৬০ টাকা থেকে কমে ৪০ টাকায় , রসুন ৬০ টাকায় অপরিবর্তিত, কাচা মরিচ ১২০ টাকায় স্থিতিশীল, আদা ১৬০ টাকা।
বেগুন ৬০ টাকায় অপরিবর্তিত , শিম ও মূলা ১৫ ও ৪০ টাকায় স্থিতিশীল, পটলের দাম ১৪০ টাকায় অপরিবর্তিত, টমেটো ৮০ টাকায় অপরিবর্তিত , শশা ৯০ টাকা, পেঁপে ৩০ টাকায় স্থিতিশীল রয়েছে।
শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ৩০ টাকা কেজি, বাধাকপি ২৫ টাকা কেজি ও পালংশাক ১০ টাকা কমে ২০ কেজিতে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে রুই ২০০টাকা , তেলাপিয়া ১৫০ টাকা, পাঙাস ১৫০ টাকা, সিলভার ১৩০ টাকা, জিওল ৩০০ টাকা, ইলিশ ৬০০-৩০০০ টাকা, বাগদা চিংড়ী ৭০০ টাকা,গলদা চিংড়ী ৭০০ টাকা, দেশি চিংড়ী ৮০০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মুরগীর বাজারে ব্রয়লার মুরগি ১৮০, সোনালি মুরগি ২৬০ টাকা , লেয়ার মুরগি ২৭০টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷
ছাগলের মাংস ১১০০ টাকায় এবং গরুর মাংস ৭৫০ টাকায় অপরিবর্তিত।
সবজি বিক্রেতারা বলেন, অন্য সকল সবজির দাম মোটামোটি ঠিকই আছে, শুধু কাঁচা মরিচের দাম বেশি। শীতকালে মেহেরপুরে মরিচ হয় না, তাই বাইরে থেকে মরিচ আমদানি করতে হয়। পরিবহন খরচ তারপর লেবার খরচ দিয়ে দোকান পর্যন্ত নিয়ে আসতে বেশি টাকায় কেনা পরে যায়। আমার নিরুপাই হয়ে বেশি দামে বিক্রি করি।
বাজারে আসা ক্রেতারা বলেন, সকল সবজির দাম ঠিক আছে, দুই-একটা সবজির দাম একটু ওঠানামা আছে। কিন্তু কাঁচা মরিচের দাম গত সপ্তাহের মতোই বেশি।
মেহেরপুর তহ-বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, আবহাওয়া পরিবর্তন এবং সরবরাহ সংকটের কারণে কাঁচা মরিচ আর পটলের দাম বেড়েছে। এই সময়ে আমাদের মেহেরপুরে কাঁচা মরিচ এবং পটল হয় না। এছাড়া অন্যান্য সকল সবজির দাম স্থিতিশীল রয়েছে।