আলমডাঙ্গার চিৎলায় গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা 

আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের মরজেম আলি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় চিৎলা সরকারি কবরস্থানের পাশে মুচিপাড়ার মাঠের মধ্যে এক নির্জন স্থানে এই ঘটনাটি ঘটে।

গ্রামবাসী সুত্রে জানা গেছে, চিৎলা গ্রামের শুকুর আলির মেয়েকে বিবাহ করে দীর্ঘদিন ধরে ঘরজামাই হিসেবে মরজেম আলি বসবাস করছিলেন। তিন কন্যা সন্তানের পিতা এই মরজেম আলি পারিবারিক কলহের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় গাংনী তদন্তকেন্দ্রের পুলিশ মরজেমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা জেলা হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে।




চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৭তম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।

গত ৯ই ডিসেম্বর নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস স্মরণে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়।

আসরে স্বরচিত কবিতা পাঠ করেন, আব্বাস উদ্দিন, লতিফা রহমান বনলতা, ফুয়াদ আল মুকতাদির, মর্জিনা খাতুন, চিত্ত রঞ্জন শাহা চিতু, খালেকুজ্জামান, হুমায়ুন কবীর, মো: আবু নাসিফ খলিল, মিম্মা সুলতানা মিতা।

পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন, ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর, গোলাম কবীর মুকুল ও আবু নাসিফ খলিল।

আসরে উপস্থিত ছিলেন, রাবেয়া খাতুন রাবু। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯৭তম পর্বের সমাপ্তি ঘটে।




নিবার্চন কমিশনকে অভিনন্দন জানিয়ে দশর্নায় আনন্দ মিছিল

জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষনা করার পর দশর্না পৌর বিএনপি নিবার্চন কমিশনকে অভিনন্দন জানিয়ে দশর্নায় আনন্দ মিছিল করেছে।

শুক্রবার সন্ধ্যায় দশর্না সরকারি কলেজের সাবেক জিএস ও দশর্না বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল ও দশর্না পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বযক কমিটির সদস্য ইকবাল হোসনের নেত্রীত্বে এ আনন্দ মিছিলটি বের হয়।

দশর্না পুরাতন বাজার থেকে আনন্দ মিছিলটি বের হয়ে দশর্না শহর প্রদক্ষিণ করে। মিছিলে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয় এবং জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নিবার্চন কমিশনকে দশর্না পৌর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জনানো হয়।

এ সময়ে মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপি’র আরিফ উজ্জামান আরিফ, অপু সুলতান, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুবদলের নেতা ইকবাল হোসেন, দশর্না কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ইকবাল, মৎসজীবি দলের সদস্য সচিব শাহীন আহম্মেদ। এছাড়া আরো উপস্থিতি ছিলেন, নসীর উদ্দীন, আব্দুল জলিল ও রবিউল ইসলাম রবি প্রমুখ।




আলমডাঙ্গার ঘোলদাড়ীতে গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার

আলমডাঙ্গা ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পাইকপাড়া গ্রামের ফিরোজকে গাঁজাসহ গ্রেফতার করেছে।

গত বৃহস্পতিবার দিনগত রাতে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, উপজেলার বড় পাইকপাড়া গ্রামের মাহাবুল হকের ছেলে ফিরোজ আলী (৩০) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈলের নেতৃত্বে ঘোলদাড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফিরোজের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে।




আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদল নেতা আটক

আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ লিখন নামের এক ছাত্রদল নেতা গ্রেফতার হয়েছে।

আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প হারদী ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ লিখন নামের একজন ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর ক্যাপ্টেন তোফাজ্জেল হকের নেতৃত্বে গভীর রাতে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বাবুপাড়ার একটি টংঘর ঘিরে ফেলে অভিযানে অংশ নেয় সেনা ও পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে টংঘরের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল, এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সময় সেখানেই অবস্থানরত মৃত তারাচাঁদের ছেলে মোঃ লিখন হাসান হিরক(২৬) কে আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পুলিশ জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরায়েল জানান, সেনাবাহিনীর নির্দেশনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।




সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ডা: আবুল কাশেম

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইএনটি কনসালটেন্ট ডা: আবুল কাশেম সহকারি অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ডা: আবুল কাশেম মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

ডা: আবুল কাশেম ১৯৯৭ সালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে বরিশাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। ইএনটি বিষয়ে তিনি উচ্চতর ডিগ্রি এফ সি পি এইচ সম্পন্ন করেছেন দীর্ঘদিন ধরে তিনি মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইএনটি স্পেশালিস্ট হিসেবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

তাঁর এ পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন ১৯৯৭ এসএসসি ব্যাচের বন্ধু ও সহকর্মীরা ।




মেহেরপুরের ৪ নং ওয়ার্ডের হঠাৎ পাড়ায় বিএনপি’র উঠান বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে মেহেরপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ৪ নং ওয়ার্ডের হঠাৎপাড়ায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

জেলা মহিলা দলের সভাপতি সায়েদাতুন্নেসা নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের মনোনীত পার্থী মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা দল এবং ৪নং ওয়ার্ডের বিএনপি কর্মীরা।




গাংনীতে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গাংনীতে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে সমাজের অসহায় দুস্থ সুবিধাবঞ্চিত ও সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে কসবা বাজার চত্বরে কসবা ও আশেপাশের গ্রামের মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সর্বমোট ৮৬ জন মানুষকে শীতবস্ত্র (কম্বল) উপহার দেওয়া হয়েছে। কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা.শহীদুল্লাহর সভাপতিত্বে এবং শিক্ষক ও বিশিষ্ট সংগঠক কামাল হোসেন লাল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বকুল, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, শহিদুল ইসলাম, আমারত ইসলাম, আব্দুল মজিদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো: সাগর ইসলাম, মারুফ মীর, সিয়াম, মামুন, সজলসহ সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যরা সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের কল্যাণে সহযোগিতার মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে কসবা ব্লাড ব্যাংক সোসাইটি শীতের সময় কম্বল বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণ, ইফতার বিতরণ ও জরুরি প্রয়োজনে ব্লাড সংগ্রহসহ সংগঠনের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করেন।

সংগঠনের উপদেষ্টা রফিকুল আলম বকুল বলেন, সমাজের কম সুবিধাভোগী ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। নিজের পরিবারের জন্য যেমন সহযোগিতা ও তাদের জন্য কাজ করতে হয় তেমনিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই সমাজেরই অংশ, তাদের জন্যও সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের কে সমাজের পিছিয়ে পড়া ও কম সুবিধাভোগী মানুষের সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে কসবা সহ এই অঞ্চলের মানুষ যারা এলাকার বাইরে চাকরি করেন ও বিদেশে অবস্থান করেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা এই গ্রাম বা এই এলাকার সন্তান হিসেবে দায়িত্ব রয়েছে আপনাদের। সেইজন্য আপনারা সবাইকে কসবা ব্লাড ব্যাংক সোসাইটি কে সহযোগিতা ও বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।




তরুণ ভোটাররা প্রভাব ফেলবে নির্বাচনে  

যতই দিন ঘনিয়ে আসছে ত্রয়োদশ নির্বাচন নিয়ে মানুষের মঝে বাড়ছে নির্বাচনী উত্তাপ। আগামী বছর ফেব্রুয়ারী মাসের প্রথম প্রান্তিকে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এলক্ষ্যে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি নিতে রাতদিন মাঠে কাজ করে যাচ্ছে।

গত ৩ নভেম্বর বিএনপির পক্ষ থেকে ২৩৭ জন এবং ৩৬জনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেই তালিকায় ঝিনাইদহ জেলার মাত্র ১টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকী ৩টি অসনের প্রার্থীর নাম চুড়ান্ত না করায় বিএনপির মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে ঝিনাইদহ-২ আসনে বিএনপির মধ্যে এই বিষন্নতা বেশি দানা বাধার কারণ হলো সমমনাদের নিয়ে জোটগত ভাবে নির্বাচন করার ঘোষণাকে কেন্দ্র করে।

চুড়ান্ত প্রার্থী ঘোষণা না হলেও অনেকে মনে করছেন স্বৈরাচার হাসিনা সরকারের পতনের সময় যুগপথ আন্দোলনের শরিক বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে এই আসনটি ছেড়ে দিতে পারে। আবার বিএনপি তৃনমূল নেতা কর্মীরা মনে করেণ ঝিনাইদহ-২ আসনটি জেলার রাজনীতিতে ব্যাপক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, ফলে নমিনেশন যদি অন্য দলকে দেয়া হয় তাহলে জেলার রাজনীতিতে বিএনপির উপরে নেতিবাচক প্রভাব পড়বে, দলে বিভক্তি রাড়বে। এমনকি এই ছিট বিএনপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে জামায়াতের অবস্থান ভাল এবং স্বতন্ত্র প্রার্থী দাড়ানোর সুযোগ পেলে তিনিও  পাশ করার সম্ভবনা রয়েছে। তবে বিএনপির প্রার্থীকে মনোনয়ন দিলে পাশের ব্যাপারে তারা শতভাগ আশাবাদ ব্যক্ত করেণ।

ঝিনাইদহ সদরের ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ও হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-২ আসন। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা একাধিক থাকলেও কেন্দ্র কাউকে প্রার্থী ঘোষণা করেনি। মনোনয়ন দৌড়ে এ আসন থেকে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ প্রচার প্রচারনায় অনেক এগিয়ে রয়েছে, তাছাড়া সাবেক এমপি মসিউর রহমানে ছেলে ডা: মো: ইব্রাহীম রহমান (বাবু)’র প্রচারণাও লক্ষ্য করা যায়। এ ছাড়া গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান অলোচনায় রয়েছে। তিনি জোটের প্রার্থী না হলেও গণঅধিকার থেকেই নির্বাচন করবেন এবং সে লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও জাতীয় নাগরিক পাটি’র (এনসিপি) মোঃ হামিদ পারভেজ মিয়া এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় মনোনয়ন কিনেছেন। সরকার পতনে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ব্যাপক ভূমিকা থাকায় তাদের রাজনৈতিক দল এনসিপি নির্বাচনী আলোচনায় রয়েছে। নতুন দল হলেও মানুষের ভাগ্য উন্নয়ন বেকারদের কর্মসংস্থানে তারা ব্যাপক ভূমিকা রাখবেন বলে হামদি পারভেজ মিয়া দাবি করেণ। অন্য দিকে গুরুত্বপূর্ণ এ আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির জেলা আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। তিনি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলের নেতা কর্মীরা প্রত্যাশা করেন। তিনি প্রতিনিয়ত দলের নেতাকর্মীদের নিয়ে পিআর ও জুলাইসনদের আন্দেলনের পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

তাছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হচ্ছেন জেলা সভাপতি ডা: মমতাজুল ইসলাম। তাছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য মো: নাসের শাহরিয়ার জাহেদী মহুল এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি  বছরাধিকাল ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সহসভাপতি হিসেবে দেশের ফুটবলের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন।

এবিষয়ে নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, ভোট গণতান্ত্রিক অধিকার রাষ্ট্রের নিষেধাজ্ঞা ছাড়া সবাই নির্বাচনে অংশগ্রহন করতে পারেন, জনগণ যাকে বেছে নিবেন তিনিই নির্বাচিত হবেন। তিনি এই সরকারের অধিনে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হবে বলে বিশ্বাস করেন। তবে এবছর নতুন ভোটাররা নির্বাচনে জয়পরাজয়ে ব্যাপক প্রভাব ফেলবে। সাধারণ ভোটারদের ধারণা শেষমেষ বিএনপি জামায়াতের মধ্যেই এই আসনে জয়-পরাজয়ের লড়াই হবে।




মেহেরপুরে পেঁয়াজের দাম কেজিতে কমলো ২০ টাকা

মেহেরপুরে পাইকারি বাজারে পেঁয়াজের কেজিপ্রতি দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে। নতুন মৌসুমের দেশি পেঁয়াজ বাজারে ওঠা ও সরকার আমদানির সিদ্ধান্ত নেওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। ফলে স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে।

গতকাল বৃহস্পতিবার মেহেরপুর শহরের বড়বাজারের আড়ত ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যে পুরোনো পেঁয়াজ কেজিপ্রতি ৯০ টাকায় বিক্রি হতো, এখন তা কমে ৭০ থেকে ৭২ টাকায় নেমে এসেছে।

ব্যবসায়ীরা জানান, নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় এবং আমদানির প্রভাব বাজারে পড়ায় স্বাভাবিকভাবেই দাম কমছে।

আনছার সবজি ভান্ডারের আনছার শেখ বলেন, নতুন মৌসুমের দেশি পেঁয়াজ বাজারে উঠতেই দাম কমে গেছে। আগে সরবরাহ কম থাকায় আমরা বেশি দামে কিনে বিক্রি করতাম। এখন সরবরাহ বাড়ছে, তাই দামও ধীরে ধীরে কমছে। কৃষকরাও এখন ভালো দামে বিক্রি করতে পারছেন।

মিয়ারুল সবজি ভান্ডারের মিয়ারুল ইসলাম বলেন, আমদানিকৃত পেঁয়াজ ঢুকতে শুরু করেছে, আর দেশি পেঁয়াজও উঠছে এই দুইয়ের কারণে বাজারে এখন সরবরাহ প্রচুর। তাই দাম স্বাভাবিকভাবে কমে এসেছে।

ক্রেতারা অভিযোগ করেন, সরবরাহ কমের অজুহাতে হঠাৎ দাম বাড়িয়ে দেওয়া হয়, এতে বাজারে অস্থিরতা তৈরি হয়। তাঁদের মতে, দেশি পেঁয়াজের দাম ৫০-৬০ টাকা মধ্যে থাকলে স্বস্তি মিলবে।

খুচরা বাজারেও কমেছে দাম। বর্তমানে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৯৫ থেকে ১০০ টাকা।
স্থানীয় ক্রেতা রফিকুল ইসলাম বলেন, দাম কমেছে ঠিকই, কিন্তু বাজারে স্থিতিশীলতা নেই। সপ্তাহে তিনবার দাম ওঠানামা করে। দেশি পেঁয়াজ দাম আর একটু কমলে সাধারণ মানুষের নাগালে থাকবে।

পেঁয়াজ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, কয়েক দিন ধরে দাম বেশি থাকায় আমরা অল্প করে কিনে বিক্রি করছিলাম। এখন দাম একটু কমায় বিক্রি বাড়ছে।