মেহেরপুরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তুহিন আর নেই

মেহেরপুর শহরের মল্লিকপাড়া মোড়ের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তুহিন গতরাত সোয়া ১১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি একমাত্র ছেলে, স্ত্রী, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ‘আমরা ৮৫’ সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালের পাশে সিগারেট বিক্রি করলে পাঁচ হাজার টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ অধ্যাদেশ জারি করা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না।

সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় সময় সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে এ সীমানার পরিধি বাড়াতে পারবে বলে আর অধ্যাদেশে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি এ বিধান লঙ্ঘন করলে তিনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার মুখে পড়বেন। দ্বিতীয়বার বা বারবার-এ অপরাধ করলে দ্বিগুণ হারে শাস্তি পেতে হবে।




মেহেরপুরে এক বছরে ৬ খুন, উদ্ধার ১০ মরদেহ

মেহেরপুর জেলার তিনটি উপজেলায় গত এক বছরে আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা, পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ও মাদক সংশ্লিষ্ট বিরোধের জেরে অন্তত ৬ জন খুন হয়েছেন।

একই সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে গাংনী উপজেলায়।

সূত্রে জানা গেছে, গত এক বছরে গাংনী উপজেলায় ৪টি এবং মেহেরপুর সদর উপজেলায় ২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় গাংনী উপজেলায় ৫টি, সদর উপজেলায় ৪টি এবং মুজিবনগর উপজেলায় ১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাংনী উপজেলার হাড়াভাঙ্গা হাজিপাড়া মাঠের একটি পেঁপে বাগান থেকে তপন (২৮) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত তপন এক সন্তানের জনক।

এছাড়া গাংনীর ফতাইপুরে একটি তালাবদ্ধ কারখানার ভেতর থেকে কাঠমিস্ত্রি বিপ্লব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা দুই সহযোগী ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

কাজিপুর গ্রামে দুই সন্তানের জননী টলি খাতুন (৩৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, যদিও স্বজনদের পক্ষ থেকে আত্মহত্যার দাবি করা হয়েছে। পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে।

এছাড়া বামুন্দি বাগানপাড়া, গোপালনগর মাঠ, ছাতিয়ান-বাদিয়াপাড়া মাঠসহ বিভিন্ন স্থান থেকে ঝুলন্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামে রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে মফেজ আলী নামের এক কৃষক নিহত হন। এছাড়া আমঝুপি দক্ষিণপাড়ায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই বাপ্পি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সদর উপজেলার পাটকেলপোতা, শোলমারি সীমান্ত ও বাজিতপুর সীমান্তসংলগ্ন এলাকা থেকে একাধিক ঝুলন্ত ও অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই আত্মহত্যা ও দুর্ঘটনার আলামত পাওয়া গেছে।

মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এক বছরে ধারাবাহিক হত্যাকাণ্ড ও মরদেহ উদ্ধারের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




দর্শনা আকন্দবাড়িয়ার জামাত আলি ঢাকা পঙ্গু হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছে

চুয়াডাঙ্গা জেলার দর্শনার আকন্দবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা পুত্র জামাত আলিকে হত্যা প্রচেষ্টা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালোও গত প্রায় এক মাসেও তাদের গ্রেফতার করা হয়নি বলে বাদি পক্ষ অভিযোগ করেছে। মারাত্বক যন্ত্রনায় ঢাকা পঙ্গু হাসপাতালে ছটফট করছে বলে জানান।

পুলিশ ও এলাকাবাসিরা জানায়, দর্শনা আকন্দবাড়িয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে মোঃ জামাত আলি পাশের উথলি গ্রামের খোকন বিশ্বাসের কয়েক বিঘা জমি দীর্ঘদিন লিজ নিয়ে চাষ করে আসছে।

এসব বিষয় নিয়ে উথলি আমতলা পাড়ার ফজলুর রহমানের ছেলেদের সাথে জামাত আলির প্রায় সময় কথা কাটাকাটি হয় এবং জামাত আলিকে জমি ছেড়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। কোনো কথায় যখন কাজ না হয় তখন চলতি মাসের ৬ ডিসেম্বর বিকালে উথলি গ্রামের ফজলুর রহমানের লোকজন জামাত আলিকে উথলি বাসস্ট্যান্ড কৃষি ব্যাংকের কাছে আসতে বল্লে সে চলে আসে। কথা কাটাকাটির এক পর্যায়ে জামাত আলিকে দিনের বেলায় প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে তারা চলে যায়।

স্হানীয়রা উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা পরে অবস্হার অবনতি হলে পরদিন ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে রেফার্ড করা হয়। অসংখ্য কোপের যন্ত্রনা ও ক্ষত নিয়ে জামাত আলি এখন মারাত্বক যন্ত্রনায় হাসপাতালের বেডে ছটফট করছে।

গত ১১ ডিসেম্বর আহত জামাত আলির ছোট ভাই ফয়সাল হোসেন বাদি হয়ে জীবননগর থানায় ১৪৩/৩২৩/৩২৬/৩০৭ ধারায় (হত্যা প্রচেস্টা) একটি মামলা দায়ের করে(মামলা নং ৯)। জীবননগর থানার ওসি মোঃ সোলায়মান শেখ মামলাটি আমলে নিয়ে রেকর্ড করেন এবং মামলার তদন্তকারি কর্মকর্তা হিসেবে থানার সাব ইন্সপেক্টর  রকি মন্ডলকে দায়িত্ব প্রদান করেন।

মামলার ভিকটিম জামাত আলির স্ত্রী সাংবাদিকদের জানান, হত্যা চেষ্টা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের হুমকি ধামকি দিচ্ছে। বিষয়টি পুলিশ সুপার মহদ্বয় দেখবেন বলে নিরীহ পরিবারের লোকজন ও এলাকাবাসিরা মনে করেন।




কোটচাঁদপুরে মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা  

কোটচাঁদপুর উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন মুদি দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার কোটচাঁদপুর শহরের চৌগাছা স্ট্যান্ডে বিভিন্ন মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ২ জন দোকান মালিককে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এজাজ আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক এক হাজার টাকা এবং নাফিসকে একই আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন, কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সোহেল রানা। এসময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।




কোটচাঁদপুরে বিশিষ্ট ব্যাক্তিবর্গের সম্মাননা স্মারক প্রদান করেছেন শিশু নিলয় ফাউন্ডেশন 

১১ বছরের ধারাবাহিকতায় এ বছরও বিশিষ্ট ব্যাক্তিবর্গের সম্মাননা স্মারক প্রদান করেছেন শিশু নিলয় ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠিকভাবে এ সম্মাননা স্মারক প্রদান হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শিশু নিলয় ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসুচীর আওতায় ২০১৪ সাল থেকে উপজেলা পর্যায়ে বিশিষ্ট ব্যক্তি বর্গের সম্মাননা প্রদান করে আসছে সংস্থাটি। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। যার মধ্যে রয়েছেন, সমাজসেবক হিসেবে আলী আকবর, বিশিষ্ট সাংবাদিক হিসেবে সুব্রত কুমার, রোকনুজ্জামান ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হিসেবে ইউনুস আলী মোল্লা, শিক্ষক মফিজুর রহমান ও মশিয়ার রহমান।

এছাড়া যুব সম্মাননা স্মারক পান শিমুল হাসান, শাকিল খান, উজ্জাল হোসেন এবং যুব মহিলা হিসেবে পান, সুমি খাতুন, সাদিয়া ইসলাম, সাথী আনতারা।

এছাড়া ওই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয় তারুণ্যের উৎসবে আয়োজিত খেলায় বিজয়ীদের মাঝেও।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলুহরের শেখ মোজাফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, শিশু নিলয় ফাউন্ডেশনের সমন্বয়কারী বজলুর রশিদ, ম্যানেজার রাকিবুল হাসান, জোনাল হিসাব রক্ষক নুরুল আমিন, সহকারি উপজেলা প্রগাম অফিসার সবুজ আহম্মেদ, স্বাস্থ্য কর্মকর্তা মোতালেব হোসেন।




সীমান্তে পুশইন হওয়া মুনতাজ যাত্রী ছাউনিতে আশ্রিত, মানবিক সংকট চরমে

মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস সীমান্তে পুশ ইন ভারতীয় অবাঙালি মুসলমান মুনতাজ আলী বর্তমানে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে একটি সরকারি যাত্রী ছাউনিতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রবল শীত ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি।

জানা যায়, মুনতাজ আলীর ভাই ইনসান আলী সম্প্রতি আত্মহত্যা করেছেন। একমাত্র বোন আমেনা বেগম বর্তমানে বাংলাদেশ পুলিশের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে রয়েছেন। তবে মুনতাজ আলীর বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের সহযোগিতায় যাত্রী ছাউনিতে বসবাস করছেন মুনতাজ আলী। শীতের তীব্রতা থেকে বাঁচাতে স্থানীয়রা ছাউনির চারপাশে পলিথিন ও কাপড় দিয়ে ঘিরে দিয়েছেন। পাশাপাশি কম্বল ও খাবার সরবরাহ করে যতটুকু সম্ভব মানবিক সহায়তা করছেন গ্রামবাসী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মুনতাজ আলী কখনো কখনো স্বাভাবিকভাবে কথা বললেও অনেক সময় তাকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হয়। সীমান্ত এলাকায় তিন দিন না খেয়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘোরাঘুরির কারণেই তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাতভর তাকে আল্লাহ-রাসূলের নাম ধরে ডাকা এবং বাবা-মাকে স্মরণ করে চিৎকার করতে শোনা যায়।

গ্রামবাসীদের দাবি, হয় তাকে তার নিজ দেশ ভারতে ফেরত পাঠানো হোক, নতুবা বাংলাদেশেই তার জন্য যথাযথ মানবিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের উড়িষ্যা রাজ্যের একটি কেন্দ্রীয় শহর থানার অধীনে তার বাড়ি। এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা জানান, বিষয়টি আন্তর্জাতিক ও সীমান্ত-সংক্রান্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

অন্যদিকে আনন্দবাস বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, তিনি মুনতাজ আলীর বিষয়ে অবগত, তবে বর্তমানে তিনি স্থানীয় জনগণের আশ্রয়ে রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য ওমর আলী বলেন, “বিষয়টি অত্যন্ত অমানবিক। একজন বৃদ্ধ মানুষকে এভাবে খোলা জায়গায় প্রচণ্ড ঠান্ডায় থাকতে দেওয়া দুঃখজনক। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

স্থানীয় মানবাধিকার ও উন্নয়ন কর্মী ওয়াজেদ আলী খান বলেন, “সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলছে। বোনকে কারাগারে পাঠিয়ে ভাইকে এভাবে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখাও সংশ্লিষ্ট বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করছে।”

এ ঘটনায় দ্রুত মানবিক ও কূটনৈতিক সমাধানের দাবি জানিয়েছে স্থানীয়রা।




আলমডাঙ্গার বাঁশবাড়িয়ায় ঋণের বোঝা কাঁধে নিয়ে কৃষকের আত্মহত্যা

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কৃষক ইকরামুল হক মোহন (৩৫)। গতকাল মঙ্গলবার সকালে নিজের বাড়িতে এই করুণ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিকসূত্রে জানা গেছে, মোহন ওই গ্রামের কাউসার আলির ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। প্রায় এক বছর আগে তার মেরুদণ্ডে হাড়ক্ষয় রোগ ধরা পড়ে, যার ফলে তিনি ভারী কাজ বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না।

চিকিৎসার ব্যয় এবং সংসারের খরচ চালাতে মোহন স্থানীয় কয়েকটি এনজিও থেকে ঋণ নেন। কিন্তু অসুস্থতার কারণে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় কিস্তি পরিশোধ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। প্রতিবেশী ও আত্মীয়রা জানান, শেষ কয়েক মাসে এনজিও কর্মীদের ধারাবাহিক চাপ ও ঋণের ভয় তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।

বাঁশবাড়িয়ার স্থানীয়রা বলেন, “মোহন খুবই সহজ-সরল মানুষ ছিলেন। অসুস্থ হওয়ার পর তাকে মানসিকভাবে খুব বেশি ভেঙে পড়তে দেখেছি। আজ তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া ফেলেছে।”

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটি খতিয়ে দেখছেন। তবে এই সংবাদ লেখা পর্যন্ত সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, এ বিষয়ে প্রাথমিকভাবে থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।




দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দরিদ্র রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

টানা কয়েকদিনের প্রচণ্ড শীতের মধ্যে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে সরকারের উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। নিজ হাতে শীতবস্ত্র বিতরণ ও রোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবাইদুর রহমান সাহেল।

এ সময় তিনি বলেন, শীতের কষ্ট লাঘবে সরকার অসহায় মানুষের পাশে রয়েছে এবং এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলমান শৈত্যপ্রবাহে উপজেলার বিভিন্ন এলাকায় ইউএনও উবাইদুর রহমান সাহেল নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শীতবস্ত্র পেয়ে চিকিৎসাধীন রোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




আলমডাঙ্গায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার হয়েছে। গতকাল নাগদাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আলমডাঙ্গা থানার, ১০ই নভেম্বর ২০২৪ এর এফআইআরকৃত মামলা নং-১০, তদন্তে সাজাপ্রাপ্ত আসামী নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দার (৪৫)‌ গ্রেফতার হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা নাগদাহ গ্রামের জোয়ার্দার পাড়ার নজরুল ইসলাম জোয়ার্দ্দারের ছেলে রাসেল জোয়ার্দার।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরায়েল বলেন, নাশকতা মামলায় রাসেল জোয়ার্দার কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।