গাংনীতে সাব-রেজিস্টার অফিসে মানববন্ধন ও কর্মবিরতী

মেহেরপুরের গাংনী সাব-রেজিস্টার অফিসের কর্মকর্তা ও দলিল লেখকবৃন্দ মানববন্ধন করেছে। সেই সাথে অনির্দিষ্ট কালীণ কর্মবিরতীর ঘোষণা দিয়েছেন তারা। চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্টারকে ইউএনও কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত ও পরবর্তী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে নের্তৃত্বদানকারী সাব-রেজিস্টার মাহফুজ রানা বলেন, গত ১০ জানুয়ারী শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার ইউসুফ আলীকে তার নিজ এজলাসে ঢুকে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তী সময়ে ইউএনওর নির্দেশে ও উষ্কানীতে কতিপয় দুষ্কৃতিকারী সাব-রেজিস্টার ইউসুফ আলীর উপর হামলা করে।

এ ঘটনায় বাংলাদেশ রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সেই সাথে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্তও সকল জেলা রেজিস্টার ও সাব-রেজিস্টার অফিসে অনির্দিষ্ট কর্মবিরতীর ঘোষণা দেয়া হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন সাব রেজিস্টার অফিসের কর্মকর্তা ও দলিল লেখক সমিতির নের্তৃবৃন্দরা।




সব ভুলে একসঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন রাজ-পরী

ঢাকাই সিনেমার তারকা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি একসঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন।

মা-বাবা হওয়ার পর একমাত্র ছেলেই যেন সব তারকা দম্পতির। নিজেদের মধ্যে ভালোবাসার মান-অভিমান থাকলেও সেসব ভেঙে ফিরে আসতে হয় তাদের। শুধুই একমাত্র ছেলের টানে। ছেলেও দিন দিন বড় হচ্ছে। দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল।

ছেলে রাজ্যের পাঁচ মাস উপলক্ষ্যে দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন রাজ-পরী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের পোস্টই বলছে সেই কথা।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে ছেলের পাঁচ মাস উপলক্ষ্যে পাঁচটি কেক কাটা হয়েছে দেখা যায়।

এদিকে বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে রাজ্যের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে তারকা মা ছেলেকে নিয়ে লেখেন— ‘বাজানের হাসি। আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’

গত ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। ওই দিন বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরী। ঠিক এক সপ্তাহ পর ১৮ আগস্ট আকিকা সম্পন্ন করেন নবজাতকের। ছেলের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।

সূত্র: যুগান্তর




আগামী বিশ্বকাপে খেলতে পারে মেসি: স্কালোনি

অবশেষে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। দীর্ঘ বর্ণিল ক্যারিয়ারে যা তার প্রথম সোনালি ট্রফি অর্জন। সেই সঙ্গে গোল্ডেন বলও জিতেছেন এ ফুটবল জাদুকর।

বয়স এখন ৩৫। তবে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন মেসি। মাঠের খেলায় বয়সের ছাপ একটুও বোঝা যায়নি। খেলেছেন টগবগে তরুণের মতোই।

বিশ্বকাপ শেষেও আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেসি। তবে আলবিসেলেস্তেদের হয়ে আর কতদিন মাঠ মাতাবেন তা স্পষ্ট করেননি তিনি।

২০২৬ বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯। স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের সায়াহ্নে এসে পৌঁছেছেন ভিনগ্রহের ফুটবলার। এ সময়ে বুটজোড়া তুলে রাখার প্রস্তুতি নেন খেলোয়াড়রা। তবে আগামী বৈশ্বিক আসরে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আর্জেন্টনাইন কোচ লিওনেল স্কালোনি।

সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, রেডিও কালভিয়াকে স্কালোনি বলেছেন, পরবর্তী বিশ্বকাপে যেতে পারবে মেসি।

বিশ্বকাপজয়ী কোচ বলেন, এটি পুরোপুরি নির্ভর করবে মেসির ওপর। আসলে সে কি চায়, সেটি দেখার বিষয়। ও কেমন অনুভব করে তা দেখতে হবে। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। মাঠে এখনো দুর্দান্ত দলের প্রাণভোমরা। আর্জেন্টিনার সঙ্গে সে থাকলে আমাদের জন্য দারুণ হবে।

কাতারে ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে মেসি বলেছিলেন, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তবে ২০২৬ সালে তাকে খেলার জন্য চাপ দিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ২৩তম আসর।




রাজনগরে সাবেক ইউপি সদস্য আরমান আলীর নিজ উদ্যোগে কম্বল বিতরন

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য আরমান আলীর ব্যক্তিগত উদ্যোগে ৮শ শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০ টার সময় রাজনগর গ্রামে শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। সাবেক ইউপি সদস্য আরমান আলী বারাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডে পরপর ৩ বার মেম্বর নিবার্চিত হন।

এ সময় ইউপি সদস্য আরমান আলী বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ৮শ দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। তিনি বলেন সমাজের বিত্তবানরা ভালো কাজে আমার মতো এগিয়ে আসতে পারেন।

তিনি আরো বলেন, সারা দেশের তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে আজ ৮ শত দরিদ্র-বৃদ্ধ, নারীদেরকে শীতের কম্বল বিতরণ করেছি। জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। তাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় জনগণের পাশে রয়েছি। তিনি আরও বলেন, শীতার্তদের শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। বারাদি ইউনিয়নের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।

এ সময় নবগঠিত বারাদি ইউনিয়নের বর্শিবাড়িয়া, পটাপোকা, হাসনাবাদ, মোমিনপুর, কলাইডাঙ্গা বারাদি গ্রাম, পাটকেলপোতা, সিংহাটি, শিমুলতলা, দরবেশপুর, জুগিন্দা শেখপাড়া, কলোনী, রাজনগর গ্রামসহ প্রতিটি গ্রামের অসহায় শীতার্তদের মাঝে ৮ শত কম্বল বিতরন করেন ইউপি সদস্য আরমান আলী।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত বারাদী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ইউ পি সদস্য খাকছার আলী, ২ নং ওয়ার্ডের শফি মীর, ৭ নং ওয়ার্ডের আনারুল, আওয়ামীলীগ নেতা কাউছার আলী, মিয়াসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মেহেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (জুমের মাধ্যমে)’র সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম , সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মান্নান, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাচ আলী, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু বক্তব্য রাখেন।




মেহেরপুরের পুলিশ সুপার পিপিএম সেবা পদক পাওয়ায় ইউনিট কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা

রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম সেবা প্রাপ্তি পুলিশ সুপার মো: রাফিউল আলম ফুলেল শুভেচ্ছা জানান পুলিশের সকল ইউনিট কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে পুলিশ সুপার পুলিশ সপ্তাহ শেষে মেহেরপুরের কর্মস্থলে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল, ডিবির ওসি সাইফুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর শামিম ফেরদৌস উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইউনিটের প্রধানরা পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, মেহেরপুর জেলার পুলিশ সুপার মো: রাফিউল আলম, পিপিএম-সেবা তাঁর অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৩ এ রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম-সেবা পদকে ভূষিত হন। এছাড়াও মেহেরপুর জেলা পুলিশ সমগ্র বাংলাদেশের পুলিশ ইউনিট সমূহের মধ্যে মেহেরপুর জেলা পুলিশ চোরাচালান মালামাল উদ্ধার অভিযানে ২য় স্থান অধিকার করে।




দর্শনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

দর্শনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দর্শনা পৌর আ.লীগের উদ্দ্যগে দর্শনা রেলবাজারে অবস্থিত পৌর আ.লীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষেবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিক তুলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব ও পৌর আ.লীগের যুগ্ন সম্পাদক গোলাম ফারুক আরিফের সভাপতিত্বে ও উপস্থাপনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিক তুলে সংক্ষিপ্ত আলোচনা করেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌর ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জয়নাল আবেদীন নফর, ২নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল হাকিম, ৬নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি সোলায়মান কবীর, দর্শনা সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও আ.গীগ নেতা আতিয়ার রহমান হাবু, আখচাষী কল্যান সমিতির সভাপতি ও আ.লীগ নেতা আব্দুল হান্নান, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগ নেতা হীরণ, দর্শনা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, অপু সরকার, লোমান, রায়হান, প্রভাত আলম সহ আ.লীগ, যুবলীগ, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।




সাধারণ সম্পাদক প্রার্থী জয়নাল আবেদীনের মত বিনিময় সভা

দর্শনা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী জয়নাল আবেদীন নফর। মঙ্গলবার সন্ধায় দর্শনা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে সাংবাদিকদে সাথে মতবিনিময় করেন শ্রমিক ইউনিয়নের ২০২৩-২৪ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জয়নাল আবেদীন নফর।

এসময় তিনি বলেন, দেশের বিভিন্ন চিনিকল থেকে শ্রমিক নিয়ে এসে স্থানীয় চুক্তি ভিত্তিক যারা দীর্ঘদিন কাজ করে আসছে তাদেরকে বাদ দিয়ে বিভিন্ন মিল থেকে শ্রমিক নিয়ে এসেছে সিবিএ নেতারা। বর্তমান সম্পাদক মাসুদুর রহমান চুক্তি ভিত্তিক কর্মচারীদের তাদের দিন হাজীরা অথচ তাদেরেক বড় সুবিধা দিয়ে ষাট বছর অর্ডার করে নিয়ে এসেছে হেড অফিস থেকে নিজের সুবিধার জন্য। কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারী ২ হাজার ৫শত ছিল, কিন্তু বর্তমান সম্পাদক মাসুদুর রহমান শ্রমিক কুমিয়ে ১ হাজার ২ শত ৬০ জনকে নিয়ে আসেন। কেরু এন্ড কোম্পানি দীর্ঘদিন (বছরের পর বছর) চুক্তি ভিত্তিক আছে তাদেরকে স্থায়ী না করে বর্তমান সিবিএ নেতারা অতিরিক্ত আরো ৩শ ২০ জনকে নিয়োগ দেন।

এসময় জয়নাল আবেদীন নফর আরও বলেন, আমি যদি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে চুক্তিভিত্তিক যারা আছে তাদেরকে আমি স্থায়ী করার জন্য আমার প্রথম কাজ। মিলে শ্রমিক লাগলে এলাকার যোগ্য ছেলের নেওয়া হবে। আমি এই প্রেসক্লাবে কথা দিচ্ছি আমি জয়লাভ করতে পারলে, যে সমস্ত শ্রমিকদের ছাটাই করা হয়েছে তাদের বর্তমান পরিবার ও সন্তানদের নিয়ে কষ্টে আছে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শ্রমিক ফারুক আহমেদ, অবসরপ্রাপ্ত শ্রমিক আমির হোসেন সিআইসি, ট্রাক চালক সাগর, দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওসমান আলী, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নজরুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল, ইকরামুল হক পিকুল, সাংবাদিক সমিতির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, সিনিয়র সাংবাদিক এফএ আলমগীর, মাসুম বিল্লা, হাসমত আলী, মাহমুদুল হাসান রনি, আব্দুর রহমান, ওয়াসিম রয়েল, আবিদ হাসান রিফাত, ফরহাদসহ প্রমুখ।




যতারপুর ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

মুজিবনগরে যতারপুর ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসার উদ্যোগে ৩৩ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই ওয়াজ মাহফিলে অত্র মাদ্রাসার হেফজ বিভাগ থেকে সদ্য পাশ করা ১৭ জন হাফেজ ছাত্রকে দস্তরবন্দী বা পাগড়ী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় যতারপুর ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসার কর্তিপক্ষের আয়োজনে, মাদ্রাসার প্রাঙ্গনে আয়োজিত ওয়াজ মাহফিলে যতারপুর ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসার সভাপতি ও মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের (সাবেক) সাধারণ সম্পাদক এবং মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলু এবং ওয়াজ মাহফিলের প্রধান বক্তা মুফতি আবিদ আল আহসান ওয়াজ মাহফিলে উপস্হিত অসংখ্য মানুষের সামনে পাশ করা সকল হাফেজদের কে পাগড়ী পরিয়ে দেন এবং পকেট কোরআন শরিফ উপহার দেন। সেই সাথে তাদের লজিং মাষ্টার ও অভিভাবকদের কেও পবিত্র কোরআন শরিফ ও ইসলামী বই উপহার প্রদান করেন।

এ সময় উপস্হিত ছিলেন, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল খাদেমুল ইসলাম,মহাজনপুর ইউপির ১ নং ওয়ার্ড সদস্য জয়নাল আবেদিন,২নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলামসহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ।




দামুড়হুদায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধান রোপন ও আলোচনা সভা

দামুড়হুদায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধান রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মিশন পাড়ায়।

দামুড়হুদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উক্ত আলোচনা সভায় চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনির, দামুড়হুদা উপজেলা সিআইজি কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলাম সহ স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।