স্বর্বনাশা ডেঙ্গু ভেঙ্গে দিল দিন মজুর পিতা মাতার স্বপ্ন

ডেঙ্গুর কাছে পরাজিত এক অদম্য মেধাবী যমুনা খাতুন অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেলো না ফেরার দেশে। আর সেই সাথে ভেঙ্গে চুরমার করে দিল দিন মজুর দরিদ্র পিতা মাতার সব স্বপ্ন।

গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের দিন মজুর আমিরুল ইসলামের মেয়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বি, এস, সি নার্সিং এঁর ছাত্রী যমুনা খাতুন সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হন। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েও ওঠেন। ডেঙ্গু পরবর্তি সময়ে তার শরীরে দেখা দেয় নানা উপসর্গ। এক পর্যায়ে আবারও অসুস্থ্য হয়ে পড়েন। কিছুদিন চিকিৎসাধীন থাকার পর এক পর্যায়ে সব চিকিৎসা উপক্ষো করে গতকাল মঙ্গলবার সকালে চলে যান না ফেরার দেশে।

যমুনা খাতুনের মা সুখি খাতুন বলেন, দারিদ্রতার সাথে যুদ্ধ করে আমার সংসার চলে। চরম অভাব বলতে যেটা বোঝায় আমার সংসারে আছে। অভাবের মধ্যে দিয়েই চলে দিনাতিপাত। এত কিছুর মধ্য দিয়েই মেয়ে যমুনার অদম্য ইচ্ছায় এস এস সি, এবং এইচ এস সি তে কৃতিক্তের সাথে জি, পি, এ ফাইভ পেযে উত্তীর্ন হয়। ২০২২ সালে মেধা তালিকায় ১৩তম স্থান পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বি, এস, সি নার্সিং এ ভর্তি হওয়ার সুযোগ পাই। তখন থেকেই যমুনাকে নিয়ে আমাদের স্বপ্ন বেড়ে যায়।

প্রতিবেশী এনামুল হক এনাম বলেন, আমার প্রতিবেশী হওয়ায় তাদের পরিবারের আর্থিক দৈন্যতার কথা আমার সাথে সবিই শেয়ার করতেন তার বাবা মা। আমিও তাদের সাহষ যোগাতাম। যমুনা খাতুন তার বাবা মাকে বলতেন তোমরা আর কয়েকটি বছর ধৈর্য ধরো। আমি নার্সিং বিএসসিতেও ভাল রেজাল্ট করবো। তোমাদের দু:খ কষ্ট সব শেষ হয়ে যাবে। পিতা মাতাও আশায় বুক বেধে ছিল। কিন্তু স্বর্বনাশা ডেঙ্গু তাদের সব আশা ভেঙ্গে চুরমার করে দিল।

ঢাকা থেকে আসা যমুনা খাতুনের বান্ধবী সাহারা খাতুন বলেন, যমুনা আমাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল। তাকে সবাই খুব ভাল বাসতো। তার এই অকালে চলে যাওয়া আমাদের ক্লাসের সবাই শোকার্ত হয়ে পড়েছে।

এদিকে যমুনার লাশ এলাকায় এসে পৌছালে প্রতিবেশীদের মাঝে নেমে আসে শোকের ছাঁয়া। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১১ টার দিকে হিজলবাড়িয়া গ্রামের কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়।




৪০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। প্রতিষ্ঠানটিতে সেলসম্যান/ ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলসম্যান/ ক্যাশিয়ার (ময়মনসিংহ)।

পদসংখ্যা

এই পদে সর্বমোট ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ২৮ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে।শিফ্ট/রোস্টার অনুযায়ী ডিউটি করতে হবে।

কর্মস্থল

ময়মনসিংহ, ময়মনসিংহ (ময়মনসিংহ সদর)

বেতন

৮,০০০ – ১০,০০০/- (মাসিক )

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৭ সেপ্টেম্বর ২০২৩

সূত্র : বিডিজবস




গাংনীতে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাংনীতে মুক্তিযোদ্ধাদের মতনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত সচিব আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ড.আশরাফুল ইসলাম।

মুক্তিযোদ্ধারা বলেন,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নত কারণে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সঞ্চালনায় এ সময় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আব্দুল জলিল ও ইদ্রিস আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত।




রাজকে ডিভোর্স নোটিশ পাঠালেন পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসারে অনেকদিন থেকেই ঝামেলা চলছিল। বিচ্ছেদের গুঞ্জনও উঠেছিল এর আগে। এবার সব জল্পনা শেষে জানা গেল রাজকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন পরীমণি।

গত ১৭ সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করে রাজকে পাঠিয়েছেন বলে পরীমণির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে পরীমণি এবং শরিফুল রাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ১৬ আগস্ট মান-অভিমান ভুলে একত্রিত হয়েছিলেন আলোচিত এ দম্পতি। ছেলে রাজ্যের জন্মদিনকে কেন্দ্র করে একসঙ্গে দেখাও মিলেছিল তাদের।

পরে ১৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তাপস। এর মধ্যে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা যায় পরীমণিকে।

২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

সূত্র: ইত্তেফাক




অডিও-ভিডিও কল আসছে এক্সে

টুইটারের (এক্স) মালিকানা নিজের হাতে নিয়ে, একের পর এক চাল দিয়েছেন ইলন মাস্ক। ফেসবুকের জমি কেড়ে নেওয়ার জন্য তিনি কোমর বেঁধে নেমেছেন। এবার তিনি নতুন আরেক ফিচার নিয়ে আলোচনায়।

সহজ ভাষায় এবার ফোন নম্বর ছাড়াই এক্স থেকে করা যাবে অডিও-ভিডিও কল। ইলন এও পরিষ্কার করে দিয়েছেন যে, এই জোড়া ফিচার ব্যবহারের জন্য প্ল্যাটফর্ম কোনও বাধা হবে না। মানে আপনি অ্যান্ড্রয়েড, আইওএস, পিসি ও ম্যাক থেকেও করতে পারবেন অডিও-ভিডিও কল। এক্স দ্রুত এই পরিষেবা যোগ করতে চলছে ইউজার্সদের জন্য। এক্সের ডিজাইনার আন্দ্রেয়া কনওয়ে সম্প্রতি বেশ কিছুবার তার এক্স হ্যান্ডেল থেকে এই জোড়া ফিচারের সুকৌশলে ঘোষণা করেছেন।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

মেহেরপুরে পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ১৬ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলার ৪, সিআর মামলার ৫ ও নিয়মিত মামলার ১ আসামি, মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলার ২ ও চুরির মামলার ২ আসামি এবং গাংনী থানা পুলিশের অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার করেছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতভর ও আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন। সংশ্লিষ্ট থানা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




ছুটিতে হাথুরুসিংহে, দায়িত্বে নিক পোথাস

আর মাত্র একদিন পরই মিরপুর শেরেবাংলায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের প্রথম দুই ম্যাচে টাইগারদের সঙ্গে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার স্থলবর্তী হিসেবে থাকবেন সহকারী কোচ নিক পোথাস।

এশিয়া কাপের পর পারিবারিক কারণে ছুটি নিয়েছেন হাথুরুসিংহে।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘যেহেতু তার স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরুসিংহে দুইটা ওয়ানডেতে থাকবে না। যেহেতু তার স্ত্রীর সার্জারি আছে, ২৫ সেপ্টেম্বর আসবে। ২৬ সেপ্টেম্বর যোগ দেবে। এই সময়ে আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি।’

২১ সেপ্টেম্বর বেলা দুইটায় শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। তাই শেষ ওয়ানডেতে হাথুরুসিংহেকে পাবেন তামিম-লিটনরা।

উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে টাইগারদের ভারতে যাওয়ার কথা আছে। এর মধ্যেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার কথা আছে বিসিবির। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের আসর।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

৭৮ পিচ ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী ক্যাম্প।

আটককৃতরা হলেন মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের ইউনুস আলী বিশ্বাসের ছেলে রিন্টু বিশ্বাস (৩৫) ও একই গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে সাইদ আহমে্দ (৩৩)। তাদের কাছ থেকে ৭৮ পিচ ইয়াবা একটি টিভিএস মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকালের দিকে গাংনী-আমঝুপি রাস্তার পাঙ্গাসীপাড়া নামক গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১২ সিপিসি-৩ গাংনী ক্যাম্পের কমান্ডার সহকারি পুলিশ সুপার মো: মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাঙ্গাসপাড়া গ্রামের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুজন মাদক কারববারিকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




মেহেরপুর সরকারি কলেজে পাবলিক পরীক্ষার সাথে চলছে অভ্যন্তরিণ পরীক্ষা

মেহেরপুর সরকারি কলেজে জারিকরা ১৪৪ ধারা ভেঙ্গে পাবলিক পরীক্ষার সাথে নিচ্ছেন এইচএসসি পরীক্ষা। তবে অধ্যক্ষ বলেছেন, শুধু এই কলেজ নয় দেশের বড় বড় কলেজেও বোর্ড পরীক্ষার সাথে তাদের ইন্টারন্যাল পরীক্ষা নেওয়া হচ্ছে।

মেহেরপুর সরকারি কলেজে গিয়ে দেখা গেছে সারা দেশের ন্যায় এই কলেজটিতেও চলছে এইচএসসি (পাবলিক) পরীক্ষা। তবে, পাবলিক পরীক্ষার পাশাপাাশি একই সময়ে চলছে এইসএসসির বাৎসরিক পরীক্ষা ও। কলেজের একাডেমিক ভবনে চলছে পাবলিক পরীক্ষা এবং পুরাতন ভবনে চলছে বাৎসরিক পরীক্ষা।

একটি সূত্র জানিয়েছেন, কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সর্দার এলপিআরে যাবেন। এজন্যই তড়িঘড়ি করে এই পাবলিক পরীক্ষার মধ্যেই কলেজের পরীক্ষা নিয়ে নিচ্ছেন। কলেজের পরীক্ষা নেওয়াতে ছাত্র ছাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা উঠবে। সেটা পকেটস্থ করতেই এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

মেহেরপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কমিটির সদস্য নাহিদ আন্দালিব জানান, এখন পাবলিক পরীক্ষার্থী কম রয়েছে। পরীক্ষার কারনে শিক্ষার্থীদের পরীক্ষার সময় দেরি হয়ে যাচ্ছে। তাই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে পাবলিক পরীক্ষা ও ইন্টারন্যাল পরীক্ষা এক সাথে গ্রহণ করা হচ্ছে। ১৪৪ ধারা ভেঙ্গে এক সাথে পরীক্ষা নেওয়া যায় কিনা এমন প্রশ্নের উত্তর দেননি তিনি।

গাংনী সরকারি ডিগি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহা: মনিরুল ইসলাম বলেন, পাবলিক পরীক্ষা চলাকালিন সময়ে প্রশাসনের পক্ষ থেকে কলেজের চারপাশে ১৪৪ ধারা জারি করে থাকেন। এর মধ্যে কোনোভাবে ইন্টারন্যাল পরীক্ষা নেওয়া মানে ১৪৪ ধারা ভঙ্গ করা।

কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সর্দার বলেন, কলেজে অনেক বিল্ডিং আছে। সেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। অন্যান্য বড় কলেজগুলোতেও একই সাথে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। ১৪৪ ধারা ভঙ্গ হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি।

মেহেরপুর জেলা প্রশাসক মো: শামীম হাসান বলেন, পাবলিক পরীক্ষার সাথে ইন্টারন্যাল পরীক্ষা চলছে কিনা আমার জানা নেই। এ ধরনের পরীক্ষা নিলে সেটা ক্ষতিয়ে দেখা হবে।




আলমডাঙ্গা স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার সমাপনি ও পুরস্কার বিতরনী

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা সমাপনি সভা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেল ৩ টার দিকে উপজেলা মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩ টার সময় আলমডাঙ্গা উপজেলা পরিষদ মঞ্চে, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ খন্দকার সালমুন আহমেদ ডন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা, উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি,উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা,,জনস্বাস্থ প্রকৌশলী আব্দুর রশিদ,মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ,প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, সমবায় অফিসার, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ ফজলুল হক,ইউপি চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা,,ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, সোহানুর রহমান সোহান,আশিকুর রহমান ওল্টু,আবু সাইদ পিন্টু,মুন্সি ইমদাদুল হক,,মোজাহিদুর রহমান,মখলেছুর রহমান শিলন,এজাজ ইমতিয়াজ বিপুল,তাফসির আহমেদ লাল,মিনহাজ উদ্দিন বিশ্বাস,আসাদুল হক মিকা,তরিকুল ইসলাম,নজরুল ইসলাম,জেলা ইউপি সচিব সমিতির সভাপতি চিৎলা ইউপি সচিব মুছাব আলী,সহকারি শিক্ষক বকুল,সহকারি শিক্ষক সীমা সাহা,প্রধান শিক্ষক খন্দকার রাকিবুল ইসলাম,, সহ উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।সভায় উপজেলা কৃষি অফিস সেরা স্টল হিসেবে ১ম পুরস্কার পান,উপজেলা প্রানী সম্পদ অফিস ও উপজেলা প্রকৌশলী অফিস যৌথ ভাবে ২য় স্থান,এবং উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস যৌথ ভাবে ৩য় স্থান অধিকার করেন।

অন্যদিকে ইউনিয়ন পরিষদের মধ্যে চিৎলা ইউনিয়ন ১ম স্থান,খাসকররা ইউনিয়ন ২য় স্থান ও হারদী ইউনিয়ন ও নাগদাহ ইউনিয়ন যৌথ ভাবে ৩য় স্থান অধিকার করায় তাদের সকলকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথি বৃন্দ।

এছাড়াও মেলায় যে সকল প্রতিষ্টান স্টল দিয়েছে তাদেরকে সান্তনা পুরস্কার দেওয়া হয়,এবং উপজেলা ভাইস চেয়ারম্যান, সহকারি কমিশনার ভুমি,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ,প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম ও উপস্থাপক শামিম রেজাকে বিশেষ পুরস্কার ক্রেস্ট প্রদান করা হয়।