জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ

জীবননগরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে মিজানুর রহমান (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে।

নিহতের পরিবার সুত্রে যানা যায়, নিহত মিজানুর রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের নবী ছদ্দিনের ছেলে তিনি জীবননগরের সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আয়ুব আলীর জামাতা। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, মিজানুর রহমান কিছুদিন ধরে ভারতীয় গরুর ব্যবসা করত। সাম্প্রতিক সময়ে সে অবৈধভাবে মানুষ পারাপারের কাজ করে আসছিল। পরিবার সূত্রে আরও যানা যায়, গত বৃহস্পতিবার মিজানুর ও তার সহযোগীরা কয়েকজন মানুষ নিয়ে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান জানান, মিজানুর রহমানের স্ত্রী ইসনাহার থানায় এসে মৌখিকভাবে জানিয়েছেন তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। তিনি ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার দুপুরে মরদেহের একটি ছবি দেখে নিহত মিজানুরের স্ত্রী সনাক্ত করে এটা তার স্বামীর মৃত দেহ।

এ ঘটনার বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গতকাল শনিবার বেলা ১১ টার সময় এক মহিলা মৌখিকভাবে তার স্বামী মিজানুর তিনদিন ধরে নিখোঁজের বিষয়টি আমাদের কাছে জানিয়েছেন। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে গতকাল শনিবার বিকালে পতাকা বৈঠকের চিঠি দিয়েছি পতাকা বৈঠকে জানতে পারবো মিজানুর নামে তারা কোনো বাংলাদেশীকে হত্যা করেছে কি না? বিষয়টির সত্যতা বিএসএফ নিশ্চিত করলে আপনাদের জানানো হবে।




এশিয়া কাপ ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করবে শ্রীলঙ্কা। রোববার কলম্বোর প্রেমাদাসায় (১৭ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক দাসুন শানাকা।

‘এ’ গ্রুপ থেকে রার্নার আপ হয়ে সুপার ফোরে আসে ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়। এবং দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে বৃষ্টির আইনে ১০ উইকেট জয় নিয়ে সুপার ফোরে যায় ভারত।

সুপার ফোরের নিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে প্রথম দল হিসাবে এশিয়া কাপের ফাইনালে যায় রোহিত শর্মার দল। তবে শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে ৬ রানে হারে ভারত।

অন্যদিকে, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পায় লঙ্কানরা। এবং দ্বিতীয় ম্যাচে আফাগিস্তানের সঙ্গে ২ রানে জয় পায় লঙ্কানরা।

সুপার ফোরের নিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ হারানোর পর ভারতের কাছে ৪১ রানের হার। এবং পাকিস্তানের সঙ্গে বৃষ্টির আইনে ২ উইকেট জয় নিয়ে ফাইনালে যায় শ্রীলঙ্কা।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ৪র্থ লেখক-পাঠক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

আড়ম্বর পরিবেশে গাংনীতে বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক-পাঠক ফোরামের ৪র্থ সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী বৃহত্তর কৃষ্টিয়া জেলা লেখক পাঠক ফোরামের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজনের মধ্যে ছিল লেখক পাঠকদের পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠ।

সম্মেলনে গাংনী উপজেলা, চুয়াডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা, কুষ্টিয়া, আলমডাঙ্গা, মেহেরপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কবি-সাহিত্যিক ও পাঠকবৃন্দ অংশ গ্রহণ করেন।

দিনব্যাপি এ আয়োজনে সভাপতিত্ব করেন, বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক-পাঠক ফোরামের আহ্বায়ক শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম।

এস এম সায়েম পল্টু ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের যৌথ সঞ্চালনায় সম্মেলনের ১ম পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, প্রথিতযশা সাহিত্যিক চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, কুষ্টিয়া সাহিত্য সাংস্কৃতি সংগঠক ও সাবেক শিক্ষক আলম আরা জঁই, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি নজমুল হেলাল, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিষ্ট ও জেলা লেখক পাঠক ফোরামের সেক্রেটারী সাংবাদিক রফিক উল আলম, হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আবুল কাশেম, চুয়াডাঙ্গা থেকে আগত সাহিত্যিক, ছড়াকার দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, সাংস্কৃতিক সংগঠক ও কবি তৌহিদ হোসেন, শিক্ষক আবুল কাশেম, রাবেয়া খাতুন রাবু, হাফিজুর রহমান, শফিউল ইসলাম, আলমডাঙ্গার সাবেক সাংসদ মকবুল হোসেন, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সেক্রেটারী সাহিত্যিক খন্দকার হামিদুল ইসলাম আজম, জামসিদুল হক মনি, জাহাঙ্গীর হোসেন, গাংনীর নুরজাহান বেগম, জাকিয়া আক্তার আলপনা, দিলারা আফরোজ, তানিয়া জামান পিংকী, শিশু কবি নওরিন জাহান রুষা, স্নেহা, প্রমুখ।

২য় পর্বে সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম ও এসএম সায়েম পল্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক ফজিলা ইসলাম ফৌজি, সৈয়দ জাকির হোসেন, শফি কামাল পলাশ, আবুল কাশেম অনুরাগী, গীতিকার শহিদুল ইসলাম শাওন, গীতিকার আব্দুল হামিদ, গীতিকার আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, গীতিকার ও সাংবাদিক জুলফিকার আলী কাননসহ বৃহত্তর কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহন করেন । উপস্থিত সকল কবি সাহিত্যিক বৃন্দ তাদের স্ব-রচিত কবিতা উপস্থাপন করেন।

পরিশেষে কুষ্টিয়া জেলা লেখক পাঠক ফোরামের পক্ষ থেকে বিশিষ্ট ছড়াকার -কবি হিসাবে স্বীকৃতি লাভ করায় চুয়াডাঙ্গার দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সিনিয়র সাংবাদিক ও বার্তা সম্পাদক কবি আহাদ আলী মোল্লাকে সম্মাননা স্মারক ক্রেষ্ট উপহার প্রদান করা হয়।

শেষে অতিথিবৃন্দ সম্মেলনের ভূঁয়শী প্রশংসা করে মূল্যায়ন বক্তব্য রাখেন।




রোনালদোর গোলে বড় জয় আল-নাসরের

ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি জমান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মৌসুমটা শিরোপা ছাড়াই পার করেছেন এই তারকা ফুটবলার। তবে চলতি মৌসুমের শুরু থেকে ফর্মের তুঙ্গে আছেন তিনি। আন্তর্জাতিক ব্যস্ততা থেকে ফিরেই আল-নাসরের জার্সিতে গোল করেছেন তিনি। তার গোলের সুবাদে ৩–১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সৌদি প্রো লিগের ম্যাচে আল-রাইদের মুখোমুখি হয় আল-নাসর। দলের প্রধান তারকা গোল পেলেও বেশ আলোচিত হচ্ছে অ্যান্ডারসন তালিসকার করা গোলটি। তখনও অবশ্য গোল পাননি রোনালদো।

প্রথমার্ধে ম্যাচের ৪৫ মিনিটে প্রথম গোল পায় আল নাসর। ডি বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো শটে বল জালে জড়ান সেনেগাল তারকা। এর দুই মিনিট পর মানেকে বক্সের বাইরে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন আল-রাইদের বান্দের হোয়াইশি। ফলে ১০ জনের দল নিয়েই বাকি সামলাতে হয় ক্লাবটিকে। যার সুবিধাও নিয়েছেন আল-নাসর।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় তারা। ৪৯ মিনিটে ডি-বক্সের বেশ বাইরে ফাঁকায় বল পেয়ে জোড়ালো শটে বল জালে পাঠান তালিসকা। তবে একের পর এক শট আর ফ্রি-কিকে হতাশ রোনালদো। তবে গোল পান ৭৮ মিনিটে। বক্সের ভেতর থেকে এবারও বাঁ-পায়ের শটে গোল করলেন। এটি এবারের লিগে তার সপ্তম গোল।

পেনাল্টি থেকে আল-রাইদের হয়ে এক গোল শোধ করেন মোহাম্মদ ফুজাইর। শেষ পর্যন্ত আর কোন গোল না হইলে রাইদের বিপক্ষে ৩–১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নাসর। এটি লিগে আল নাসরের ৬ ম্যাচে চতুর্থ জয়। ১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৬ নম্বরে।

সূত্র: ইত্তেফাক




টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

ইউরোপীয় ইউনিয়নের ডেটা আইন লঙ্ঘনের (জিডিপিআর) অভিযোগে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার অংক ৪ হাজার ৩৯ কোটি টাকারও বেশি।

গত ১৫ সেপ্টেম্বর আমেরিকান প্রযুক্তি সংবাদ ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্ল্যাটফর্মটির ডিফল্ট অ্যাকাউন্ট সেটিংস; ‘ফ্যামিলি পেয়ারিং’ সেটিংস; এবং বয়স যাচাইকরনে ডেটা সুরক্ষায় ত্রুটি পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ডের সাথে পরামর্শ করার পরে, DPC দেখতে পেয়েছে যে প্ল্যাটফর্মে সাইন আপ করার সময় টিকটক বাচ্চাদের অ্যাকাউন্টগুলিকে ডিফল্টভাবে সর্বজনীন হিসাবে সেট করে। অর্থাৎ অ্যাপে যে ডিফল্ট সেটিং রাখা হয়েছে তাতে ১৩ থেকে ১৭ বছর বয়সী টিকটক ব্যবহারকারীদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিশুদের গোপনীয় তথ্য নিয়ে শর্ত লঙ্ঘন করেছে টিকটক— এমন অভিযোগ উঠে টিকটকের বিরুদ্ধে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে অভিযোগের তদন্ত শুরু করে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। তদন্তে দেখা যায়, টিকটকে ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষা বলে কিছু নেই। যে কেউ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ঢুঁ মেরে যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নম্বরসহ যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছেন।

অভিযোগ প্রমাণিত হওয়ার পরই টিকটককে বিশাল জরিমানার সিদ্ধান্ত হয়।




গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের বিদায় সংবর্ধনা

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাককে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনীর শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাংনী থানার বিদায়ী ওসি আব্দুর রাজ্জাক।

সাংবাদিক জুলফিকার আলী কাননের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আমিরুল ইসলাম অল্ডাম, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, তুলা উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকতার আব্দুল ওয়াদুদ, দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক কমী আজিজুল হক রানু ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক এস এম সেলিম রেজা, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী সাহাজুল ইসলাম সাজু, চ্যানেল আই ক্ষুদে গানরাজ কন্ঠশিল্পী উদয় বাউল, প্রভাষক ও সাংবাদিক রফিকুল ইসলাম বকুল, কণ্ঠশিল্পী রোজিবুল ইসলাম, ও সাংবাদিক সাইদ হাসান প্রমুখ।

উল্লেখ্য, গাংনী থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বদলীজনিত কারনে যশোরের কতোয়ালী থানায় যোগদান করবেন। তিনি গাংনীতে ১ বছর ১০ মাস কর্মরত ছিলেন।




মুজিবনগরে গাঁজাসহ যুবক আটক

২৫০ গ্রাম গাঁজাসহ মনিরুল ইসলাম ওরফে রানা (২৪) নামের এক যুবককে আটক করেছে মুজিবনগ থানা পুলিশ। আটক মনিরুল ইসলাম মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের নুরন্নবী বাঙ্গালের ছেলে।

মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মানিকনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করেন।

এসআই আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানিকনগর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ রানাকে আটক করা হয়েছে।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি দিয়ে রানাকে আজ রবিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না মেহেরপুরের ব্যবসায়ীরা

সরকারের নির্ধারণ করে দেওয়ার পরও ৫টি পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে মেহেরপুরে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে রবিবার থেকে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিসি।

নিত্যপণ্য ডিম, আলু ও পেয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় গত বৃহস্পতিবার প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা , দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৬৪ থেকে ৬৫ টাকা, সয়াবিন তেল ১৫৯ থেকে ১৬৯ টাকা, চিনি ১২০ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু গতকালও মেহেরপুরের বিভিন্ন বাজার ও পাড়া মহল্লার দোকানগুলো বেশি দামে বিক্রি হচ্ছে এসকল পণ্য।

জেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় পাইকারিতে বড় বাজারে এলসি পেয়াজ ৭০ থেকে ৭৫ টাকা,দেশি পেয়াজ ৮০ থেকে ৮৫ টাকা, আলু ৪৫ টাকা, চিনি ১৩০ টাকা, সয়াবিন তেল ১৭০ টাকা লিটার, পামওয়েল ১৪৫ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না মেহেরপুরের ব্যবসায়ীরা

সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না মেহেরপুরের ব্যবসায়ীরা

পাড়া মহল্লার মুদি দোকানে এলসির পেয়াজ ৮০টাকা, দেশি পেয়াজ ৯০ টাকা, আলু ৪৫ টাকা, ডিম আকার ভেদে ৫২ থেকে ৫৪ টাকা হালি, চিনি ১৩০ টাকা কেজি, সয়াবিন তেল ১৭৫ থেকে ১৮০ টাকা লিটার ও পামওয়েল ১৪৫ থেকে ১৫০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

বড়বাজারের আলু ও পেয়াজের পায়কারী ব্যবসায়ী সিরাজ বানিজ্যালয়ের সত্ত্বাধিকারী সিরাজ জানান, জেলা প্রশাসন থেকে ব্যবসায়ীদের ১৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত সময় বেধে দিয়েছে বেশি দামে ক্রয়কৃত মুজুদে থাকা পণ্য বিক্রি করে শেষ করতে। সরকার নির্ধারিত মুল্যে নতুন সবজির চালান রবিবার থেকে সরকার নির্ধারিত মুল্যে বিক্রি করা হবে।

মেহেরপুর বড়বাজার কাচাবাজারে ক্রেতা আরিফুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাধারন চাকুরি করি। বর্তমান বাজারে সংসারের চাহিদা মেটাতে যেয়ে বেতনের পাশাপাশি সঞ্চয় ভেঙে চলতে হচ্ছে। ‘

হোটেল বাজারে মুদি দোকানে আসা ক্রেতা শামিম বলেন, বর্তমান বাজারে প্রতিটি পন্য আড়ত থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত আসতে আসতে মূল্য ২০ থেকে ২৫ টাকা বেড়ে যায়। এগুলো দেখার কেউ নেই। আর নিউজ করে কি করবেন। দু’এক দিন লোক দেখানো অভিজান হবে। এরপর আবার বাজার আগের অবস্থায় ফিরে যাবে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে অসম্ভব।

বাজার করতে আসা রিক্সা চালক আব্দুল মালেক ক্ষোভের সাথে বলেন,’ সারাদিন রিক্সা চালিয়েও এখন দুইবেলার খাবারের যোগান হয়না। ব্যবসায়িরা এতো খারাপ, ওরা ৫০০ টাকার পণ্য বিক্রি করলে ৩০০ টাকা লাভ করে।’

বড় বাজারের সবজি দোকানী মন্টু বলেন, আমার পাইকারি আড়তেই নির্ধারিত দামে মালামাল পাইনা। তাহলে ঐ দামে বিক্রি করবো কিভাবে।

মল্লিক পাড়ার মুদি দোকানি টোকন বলেন, আমি প্রতিদিন সকালে আড়ৎ থেকে পণ্য কিনে এনে আমার দোকানে বিক্রি করি। আড়ৎ মূল্যের সাথে পরিবহনের খরচ থাকে। এর পর হয়তো পণ্যভেদে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা লাভ হয়। আসলে মূল্যবৃদ্ধি ঘটে মহাজন ও পাইকারি পর্যায়ে।

মেহেরপুর জেলা প্রশাসক শামিম হাসান বলেন, ‘ বানিজ্য মন্ত্রনালয়ের দেওয়া চিঠির প্রেক্ষিতে মেহেরপুর জেলার ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মুল্যে পন্য বিক্রয় করা সহ দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়কৃত পণ্যের ভাওচার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকেই বাজার নিয়ন্ত্রণে জেলাপ্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।




শেষ পৃষ্ঠা




তৃতীয় পৃষ্ঠা