কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে অন্যেরা তা স্বপ্নেও দেখবে না। দেশের উন্নয়ন দেখে বিএনপি জামাত দিশেহারা হয়ে পড়েছে। মাছ না পেয়ে ছিপে কামড় খাচ্ছে তারা। বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্দগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।

তিনি আরও বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখে দিতে আওয়ামী লীগ রাজপথে থাকবে। কোনোভাবেই তাদেরকে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার সুযোগ দেওয়া হবে না।বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করে এবং জনগণের সমর্থন নিয়েই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে পৌর শহরের আখ সেন্টার মোড়ে সনি আবাসিকের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে একি স্থানে এসে সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সহ-সভাপতি লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, পৌর আওয়ামিলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, সাবেক যুবলীগ সভাপতি মীর কাশেম, পৌর সভার প্যানেল মেয়র ও পৌর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদ হোসেন, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। সে সময় সরকারের পক্ষে বিভিন্ন স্লোগানে স্লোগানে শহর মুখরিত করে তোলেন নেতা কর্মীরা।

এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগেসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’- শীর্ষক প্রতিপাদ্যে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা শিশু একাডেমীর কর্মকর্তা মখলেসুর রহমান, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন শিশু-কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে শেখ রাসেল দিবসে সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেলে দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




রিজার্ভ নিয়ে চিন্তিত হবার কিছু নেই : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘রিজার্ভ নিয়ে চিন্তিত হবার কিছু নেই। ২০০৯ সালের ৬ জানুয়ারী সরকার গঠন করে যাত্রা শুরু করেছিলাম। সেই সময় বাংলাদেশের বিজার্ভ ছিলো- এক বিলিয়ন ডলারের নীচে। এখন সেই রিজার্ভ আমরা নিয়ে গিয়েছিলাম ৪০ বিলিয়ন ডলারের উপরে। ২ বছর করোনাকালীন মহাদুর্যোগ কাটিয়ে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যেখানে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা যাচ্ছে, যার প্রভাবে কিছুটা প্রভাব বাংলাদেশের উপরেও আছে।

বুধবার সকালে “গৌরবের এক যুগ পেরিয়ে,এসো মিলি প্রানের স্পন্দনে” শ্লোগানকে ধারণ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১২তম দিবস পালনে আয়োজিত অনুষ্ঠানে যোগদেয়ার প্রাক্কালে হানিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সংকট কাটিয়ে উঠতে আমাদের অনেক বিনিয়োগ করতে হয়েছে আমদানি করতে হয়েছে। এতে রিজার্ভ কিছুটা কমে আসছে। কিন্তু এখন যা আছে তাতে রিজার্ভ নিয়ে শংকার কিছু নেই। ইতোমধ্যে আইএমএফ ও বিশ্বব্যাংকের পর্যবেক্ষন থেকে প্রত্যেকেই বলেছেন সংকট কাটিয়ে বাংলাদেশের রিজার্ভ যে পর্যায়ে আছে তাতে এখন পর্যন্ত স্বস্তিদায়ক অবস্থায় আছে, এটি নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’।

এসময় হানিফ বৈদেশিক ঋণ সংক্রান্ত বিষয়ে বলেন, ‘বৈদেশিক ঋন বিষয়ে পৃথিবীর আরও অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। ঋণ পরিশোধে বাংলাদেশ আজ পর্যন্ত ঋনের যে পে-ব্যাক তাতে কখনও খেলাপী হয়নি’।

হানিফ আরও বলেন, ‘বিএনপির দুই শীর্ষ নেতা হলেন- বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, দু’জনেই দন্ডপ্রাপ্ত। এরকম একটা দলকে কোন মানুষ গ্রহন করবে ? এইটা বিএনপি জানে যে তাদের জয়লাভের কোন সুযোগ নেই। সেকারণেই নানা তালবাহানা দেখিয়ে বিএনপি নির্বাচন থেকে দুরে থাকছে’।

এসময় সেখানে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




সংবিধান অনুযায়ী নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে: ইনু

সংবিধান অনুযায়ী নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

তিনি বলেন, সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচনের ট্রেন আগামী দ্বাদশ নির্বাচন চালু হয়ে গেছে। রাজপথে দখল বেদখলের খেলায় মেতে থাকলে নির্বাচনের ট্রেন ষ্টেশনে পৌঁছে যাবে। বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে রাজপথে থাকবে না নির্বাচনে ট্রেনে উঠবে। বিএনপি দেশী বিদেশের গায়েবী শক্তির উপর আশা করে রাজপথে বসে থাকবে তারা নির্বাচনের ট্রেন ফেল করবে।

আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি স্বপ্ন দেখছেন সরকার দখলের যে চেষ্টা চলছে সেটা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে। ৭১’র খুনি, ৭৫’র খুনি, ২১শে আগষ্টের খুনের ঠিকাদার হচ্ছে বিএনপি। বিএনপি গণতন্ত্র নিয়ে চিৎকার করে জঙ্গী ও রাজাকারদেরকে পুনরায় তাদেরকে আবারও রাজনৈতিক মাঠে আনতে চায়।

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে তিনি জাসদের এই নেতা আরও বলেন, অতিতে যারা জঙ্গী সন্ত্রাসীদের সাথে জড়িত, আগুন সন্ত্রাস, ২১ আগষ্ট ভয়াবহ খুনের সাথে জড়িত ছিল এবং মামলা থাকায় তাদের বিচার কার্য করার আটক করছে পুলিশ। বিএনপির সাধারণ কর্মী বা কোন নেতাকর্মীকে হয়রানী করা হচ্ছে না।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী, মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)হারুন অর রশীদ,মিরপুর উপজেলার নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিনসহ জাসদের নেতাকর্মীরা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




ঝিনাইদহে শেখ রাসেল দিবস পালিত

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথিন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাস, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার সুমি, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান প্রমূখ।

সেসময় বক্তারা, শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়। দেশের মানুষের মাঝে শেখ রাসেল সারাজীবন বেঁচে থাকবে।




কুষ্টিয়ার মিরপুরে শেখ রাসেল দিবসের আলোচনা সভা

মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফীন বলেছেন, শেখ রাসেল ছিলেন প্রাণচঞ্চল, বন্ধুবৎসল ও নির্মল ব্যক্তিত্বের অধিকারী। প্রতিটি শিশুর মাঝেই শেখ রাসেল বেঁচে আছে এবং আজীবন বেঁচে থাকবেন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মিরপুরের সহযোগিতায় শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে্য তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, শেখ রাসেলের শিশুসুলভ অনন্য ব্যক্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামসেদ আলী প্রমুখ।

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী বের করা হয়। এরআগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয় বারের মতো আজ পালিত হচ্ছে শেখ রাসেল দিবস। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে রাত দেড়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল জন্মগ্রহণ করেন।




মেহেরপুরে দুটি প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার পৌর এলাকায় থানারোড ও মুখার্জিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার থানারোড ও মুখার্জিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় তাকে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
অভিযানে তেল মিল, ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযান কালে মুখার্জি পাড়ার মেসার্স শফি ওয়েল মিল নামক প্রতিষ্ঠানে তদারকিতে লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর প্রক্রিয়ার তেল উৎপাদন, বোতলজাত করা সহ মোড়কীকরণ বিধি অমান্য করায় প্রতিষ্ঠানটির মালিক ওমর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে থানারোডে মেসার্স মেডিসিন পয়েন্ট নামক একটি ফার্মেসীতে তদারকি কালে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: হাফিজুর রহমানকে ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, ‘অভিযান পরিচালনা কালে আইন অমান্যকারী ব্যবসায়ীদের জরিমানা করার পাশাপাশি তৎকালে সেখানে উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।




মেহেরপুর আনসার ও ভিডিপির কার্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কার্যালয়ে  ‘শেখ রাসেল দিবস-২০২৩’ পালিত হয়েছে।

আজ বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১ টার সময় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রশিক্ষণ শ্রেণিকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ ফেরদৌসী বানুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোছাঃ নাসরিন আক্তার ও সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আল-মামুন ।

আলোচনা সভা শেষে শেখ রাসেল সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি, মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের আত্মার শান্তি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বাদ যোহর আনসার ক্যাম্প জামে মসজিদে মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় সকল কর্মসূচিতে কর্তব্যরত ব্যতিত সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা-কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য ও তৃণমূল পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।




এসএসসি পাসে নিয়োগ দেবে ব্যুরো বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যুরো বাংলাদেশ। সংস্থাটিতে অ্যাসোসিয়েট -গেষ্ট সার্ভিস পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অ্যাসোসিয়েট -গেষ্ট সার্ভিস

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। স্বনামধন্য প্রতিষ্ঠানে দুই বৎসর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

১৪,০০০/- (মাসিক )।

বাৎসরিক ৩টি উৎসব বেনাস প্রদান করা হবে। প্রধান ২টি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ। এছাড়াও নির্ধারিত পোশাক দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

আবেদনের শেষ তারিখ

৩১ অক্টোবর ২০২৩

সূত্র : বিডিজবস




বাইদুর চ্যাটবট আর্নি

সম্প্রতি চীনের জনপ্রিয় টেক কোম্পানি বাইদু একটি চ্যাটবট উন্মুক্ত করেছে। নামকরণে যে চীনের জুড়ি নেই তা ‘আর্নি’ নামটিই বলে দেয়। শুধু নাম নয়, উত্তরের ব্যাপারেও চ্যাটবটটি সংবেদনশীল। ঠিক মানুষের মতোই। কারণ অন্যান্য চ্যাটবটকে প্রশ্ন করলে একটি উত্তর মেলে। আর্নিকে প্রশ্ন করলে কিছু ঝামেলা থাকে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সংবেদনশীল কিছু নিয়ে কথা বললেই হলো। বেচারা চ্যাটবট বলবে, আমরা বরং অন্য কিছু নিয়ে আলোচনা করি। সম্প্রতি চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতা করে নতুন এই চ্যাটবট চালু হয়। আর চালু হওয়ার পরই বাজিমাত চ্যাটবটের।

আর্নি চালু হওয়ার একদিনের মধ্যে ৩৩.৪২ মিলিয়ন মানুষ এই চ্যাটবট ব্যবহার শুরু করে। ওই দিনে গড়ে ২৩ হাজার প্রশ্ন এই চ্যাটবটের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে। চীনা সরকার এখন আর বেকারত্বের হার নিয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করছে না। এতে কি তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে?’ এ প্রশ্নের উত্তরে চ্যাটবট জানায়, ‘আমি দুঃখিত! আমি এখনও এ প্রশ্নের উত্তর কিভাবে দেব জানি না।’

এছাড়া, আর্নিকে বিতর্ক সৃষ্টি করতে পারে এমন শব্দ ও বাক্যাংশের দিকেও নজর রাখতে শেখানো হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।