২৮ অক্টোবর ঢাকায় নৈরাজ্যের পরিকল্পনা করছে বিএনপি-জামায়াত

আগামী ২৮ অক্টোবর নিয়ে উদ্বেগে আছে ঢাকাবাসী। যদিও আইনশৃঙ্খলা রাক্ষা বাহিনীর কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের বলছেন ভয়ের কিছু নেই। তারা সব সময় মানুষের পাশে আছে। কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করলে সমস্যা নেই। কিন্তু মানুষের জানমাল ক্ষতি করার চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে।

কী নিয়ে এত উদ্বেগ, জানতে চাওয়া হয়েছিল পল্টন এলাকার একজন ফুটপাথের ব্যবসায়ীকে। তিনি জানান, তাদের সামনে ভাসছে আজ থেকে ১৭ বছর আগে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়ঙ্কর স্মৃতি। সেদিন যেদিন পুরো রাজধানী রণক্ষেত্রে পরিণত করেছিল ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোট সরকারের কর্মীরা। সেদিনের বিরোধী দল আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলোর ওপর চড়াও হয়েছিল ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসা বিএনপি-জামায়াতের কর্মীরা।

ওই সময়ের গণমাধ্যমগুলোতে দেখা যায়, শুধু ২৮ অক্টোবরই নয়, ২৯ অক্টোবরও দেশজুড়ে সহিংসতা হয়। এই সিহিংসতা সারাদেশে শুরু হয়েছিল, আগেরদিন, অর্থৎ ২৭ অক্টোবর। তিন দিনের ওই সংঘর্ষে সারাদেশে অন্তত ২৩ জন মারা যান। এরমধ্যে ২৮ অক্টাবরেই নিহত হন ১১ জন।

নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসনের মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো এবং সরকার পতনের দাবিতে বিএনপি আগামী ২৮ অক্টোবর শনিবার রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, এই দিন থেকে শুরু হবে সরকার পতনের মহাযাত্রা। তাই বিএনপির পাশাপাশি তাদের জোট শরিক জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলোও ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশের ডাক দিয়েছে।

এদিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাছিম জানান, বিএনপিসহ বিরোধীদলের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করার পরিকল্পনা করছে। তাই আওয়ামী লীগও রাজপথ পাহারায় থাকবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম গণমাধ্যমে জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত জোট ঢাকার রাজপথ নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে ওঠেছিল। অপরদিকে আওয়ামী লীগ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে নেমেছিল বিএনপির ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রতিবাদে। তারা ওই দিন পল্টন ময়দানে সমাবেশের ডাক দিলে বিএনপির, জামায়াত, শ্রমিকদলসহ সরকার সমর্থক বিভিন্ন সংগঠন পল্টন, বায়তুল মোকাররামের দক্ষিণগেটসহ বিভিন্ন এলাকা নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে ওঠে। তখনই আওয়ামী লীগ ও তাদের জোট শরিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। তাণ্ডব হয় গোটা নগরীতে।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান জানান, ২৮ অক্টোবর রাজধানীবাসীর নিরাপত্তায় ১০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে। ঢাকার প্রবেশপথগুলোতে কঠোর নজরদারি করা হবে। যাতে কেউ আগ্নেয়াস্ত্র কিংবা জনস্বার্থ বিঘ্নিত করে- এমন ধরণের অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে। তিনি আরও জানান, রাজধানীর গুরুত্ত্বপূর্ণ স্থানগুলোতে জলকামান, বেরিকেড, সাঁজোয়া যান, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিয়ে প্রস্তুত থাকবে আইনশৃংখলাবাহিনী। গণপরিবহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের চিহ্নিত করা হবে।

র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ওই দিন পুলিশের পাশাপাশি সক্রিয় থাকবে র্যাব। রাজনৈতিক দলগুলো যাতে শান্তিপূর্ণভাবে নিজেদের কর্মসূচি পালন করতে পারে সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, দিনটিকে ঘিরে নাশকতার আশঙ্কা নেই। যদিও আশঙ্কা ধরে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নানা নিরাপত্তা পরিকল্পনা করে। ২৮ অক্টোবর সব দল যেন নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে পারে, সেই ব্যাপারে আরও নানা পরিকল্পনা রয়েছে তাদের।




মেহেরপুরে সরকারের উন্নয়ন তুলে ধরে তাঁতী লীগের আনন্দ র‍্যালি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে আনন্দ র‍্যালি ও লিফলেট বিতরণ করেছে সদর থানা তাঁতী লীগ।

আজ বুধবার বিকালে শহরের কাথুলী সড়ক থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মোড়ে গিয়ে শেষ হয়।

মেহেরপুর জেলা তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদের নেতৃত্বে জেলা তাঁতী লীগের সদস্য সচিব আরিফুল ইসলাম মানিক, সদর থানা তাঁতী লীগের আহবায়ক রতন শেখ, সদস্য সচিব মিজানুর রহমান আবু, মুজিবনগর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ খালেক, মেহেরপুর পৌর তাঁতী লীগ সভাপতি মো: রাজিব, সাধারণ সম্পাদক রক্তিম, আমদহ ইউনিয়ন তাঁতী লীগ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সুমন, মহাজনপুর ইউনিয়ন তাঁতী লীগ সভাপতি মো: আক্কাস আলী, সাধারণ সম্পাদক ইসরাফিল, মোনাখালী ইউনিয়ন তাঁতী লীগ সভাপতি সাহেব জোয়াদ্দার, সাধারণ সম্পাদক জমির, তাতী লীগ নেতা মো: বিজন, পালু শেখ মেম্বার, ফয়সাল, মনিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ র‌্যালীতে অংশ নেন।




ঝিনাইদহে পাচঁ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক মামলার পাঁচ বছরের সাজা প্রাপ্ত আসামি টিপু সুলতানকে গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সাজাপ্রাপ্ত পালাতক আসামি টিপু সুলতান ডিসি কোট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিত্বে এএসআই সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দুপুরে তাকে গ্রেফতার করে। সে এসসি- ৪৮৮/১৭, ঝি:জিআর- ১০৪/১৭, ১৯৯০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (খ) ধারার পাঁচ বছরের সাজা প্রাপ্ত আসামি।

টিপু সুলতান সদর উপজেলার ব্যাপারীপাড়্ াএলাকার (কোরবানের বাড়ির ভাড়াটিয়া) ও মৃত আব্দুল গাফফারের ছেলে। গ্রেফতারকৃত টিপু সুলতানকে আদালতে সোপর্দ করা হয়েছে।




সমাবেশ ঘিরে কোন সহিংসতা করা হলে ব্যবস্থা নেওয়া হবে

বিএনপি জামায়াতের কাছে দেশ নিরাপদ নয়। তারা আগামীতে ক্ষমতায় এলে দেশে হত্যাযজ্ঞ চালাবে, আগামী ২৮ অক্টোবর বিএনপি সমাবেশ ঘিরে কোন সহিংসতা করা হলে সরকার ও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণে নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বিরোধীরা যারা দেশের উন্নয়ন চায়নি। যারা দেশে অগ্নিসন্ত্রাসী, গ্রেনেড হামলা, লুটপাট করেছে তারা আবারো একই চিন্তা চেতনা নিয়ে রাস্তায় নেমেছে। তাই আমাদের সাবধান হতে হবে। আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

মন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবর বিএনপি সমাবেশ ঘিরে কোন সহিংসতা করা হলে সরকার ও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিকে বার বার নির্বাচনে আসার জন্য বার বার আহ্বান করা হচ্ছে। তাদের কোন কর্মসূচীতে বাঁধা দেওয়া হচ্ছে না। তারা জনগণের ক্ষতি করার চেষ্টা করলে আমরা দলীয় ভাবেও প্রস্তুত আছি। আমরা রাজনৈতিকভাবে সবকিছুই মোকাবেলা করবো।’

ঝিনাইদহের সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ্িস্থত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম,অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, অতিরিক্ত মহাপরিচালক ডাঃ রাশেদা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ। নব-নির্মিত ভবন উদ্ভোধনের আগে আয়োহক ও অতিথিরা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। বিকেলে মহেশপুরের ভৈরবায় ২০ শয্যা হাসপাতালের উদ্বোধন করেন মন্ত্রী।




মহাসমাবেশ সফল করতে মেহেরপুরে বিএনপির প্রস্তুতি সভা, সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মেহেরপুরে বিএনপি’র এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকাল পাঁচটায় মেহেরপুর কাথুলী সড়কের একটি কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি মেহেদী আহমেদ রুমি।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে রয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিলটন। প্রস্তুতি সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা গেছে। তবে প্রস্তুতি সভা থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানা যায়নি।

তবে, প্রস্তুতি সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। তিনি বলেন, প্রস্তুতি সভাটি ঘরোয়া। যে কারণে সাংবাদিকদের প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে।




মেহেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের শিক্ষক ও সুপারভাইজারদের মাসিক সমন্বয় সভা

উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসুচীর আওতায় মেহেরপুর সদর উপজেলার শিক্ষক ও সুপারভাইজারদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০ টার দিকে আমঝুপিতে মউকের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ সুরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন। কর্মসুচীর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সাদ আহম্মেদ।

সভায় বর্তমান শিখন কেন্দ্র গুলোর শিখন শেখানো অবস্থা, কেন্দ্রের পড়া লেখার মান যাচাইসহ কেন্দ্রের পরিবেশ ও ছাত্র ছাত্রীর উপস্থিতি বিষয়ে আলোচনা করা হয়। মেহেরপুর সদর উপজেলার ৭০ জন শিখন কেন্দ্রের শিক্ষক ও সুপারভাইজারগণ অংশগ্রহণ করেন।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক মেহেরপুর জেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসুচী বাস্তবায়ন করছে।




কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনী

আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বলে দেশের সব ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। বুধবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি- জামায়াতের উদ্যেশে এ কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক (এমপি)।

তিনি বলেন,আপনারা অনেক ভাগ্যবান। আর আপনাদের এমপি অনেক কর্মঠ,যে কারনে আজ আপনাদের এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিএনপি- জামাত জোটের কথা ভূলি নাই। তারা যখন ক্ষমতায় ছিল,দেশের সব কমিউিনিটি ক্লীনিক বন্ধ করে দিয়ে ছিল। কারন ক্লীনিক গুলো শেখ হাসিনা করেছিল। ওই ক্লীনিকে সেবা নিলে, ভোট সবাই আওয়ামী লীগে দিবে। এখন তারাই আবার মাঠে নামছে,দেশের অরাজকতা সৃষ্টি করতে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানি দেবনাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-৩ আসনের সাংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম,স্বাস্থ্য সেবা বিভাগের
অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব ডাঃ রাশেদা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ রিজাওয়ানুল রহমান, পরিচালক স্বাস্থ্য বিভাগের খুলনার পরিচালক ডাঃ মনজুরুল মরশিদ, ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল আহসান, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুন্নেছা মিকি,উপজেলা নির্বাহী অফিসার উঠছে মে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী,অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।




১১৮ জনকে নিয়োগ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে অস্থায়ী ৩০টি পদে সর্বমোট ১১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা

সর্বমোট ১১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

সহকারী পরিচালক (প্রশাসন/এস্টেট ও ভূমি)।

পদসংখ্যা

৮টি (গ্রেড-৯)

যোগ্যতা

প্রার্থীকে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল

২২০০০-৫৩০৬০ টাকা।

পদের নাম

সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল)।

পদসংখ্যা

১টি (গ্রেড-৯)

যোগ্যতা

প্রার্থীকে সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া বাংলায় ও ইংরেজিতে প্রেস ব্রিফিং ও প্রতিবেদন তৈরিতে পারদর্শী এবং জনসংযোগ কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম

সহকারী পরিচালক (হিসাব)।

পদসংখ্যা

২টি (গ্রেড-৯)

যোগ্যতা

প্রার্থীকে ব্যবস্থাপনা, ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

সহকারী পরিচালক (ভূমি ব্যবহার)।

পদসংখ্যা

২টি (গ্রেড-৯)

যোগ্যতা

প্রার্থীর ভূগোল ও পরিবেশবিদ্যা বা সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

সহকারী পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ণ)।

পদসংখ্যা

১টি (গ্রেড-৯)

যোগ্যতা

প্রার্থীর অর্থনীতি, পরিসংখ্যান, ফিন্যান্স বা হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

সহকারী অথরাইজড অফিসার।

পদসংখ্যা

১৮টি (গ্রেড-৯)।

যোগ্যতা

প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

সহকারী স্থপতি।

পদসংখ্যা

৬টি (গ্রেড-৯)।

যোগ্যতা

প্রার্থীর স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

সহকারী আইন কর্মকর্তা।

পদসংখ্যা

২টি (গ্রেড-৯)।

যোগ্যতা

প্রার্থীরএলএলবি (সম্মান)সহ এলএলএম ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

সহকারী প্রকৌশলী (সিভিল)।

পদসংখ্যা

৩টি (গ্রেড-৯)।

যোগ্যতা

প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে থাকতে হবে।

পদের নাম

সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)।

পদসংখ্যা

১টি (গ্রেড-৯)।

যোগ্যতা

প্রার্থীর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

সহকারী নগর পরিকল্পনাবিদ

পদসংখ্যা

১৪টি (গ্রেড-৯)

যোগ্যতা

প্রার্থীর নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

উপসহকারী প্রকৌশলী (সিভিল)।

পদসংখ্যা

৭টি (গ্রেড-৯)।

যোগ্যতা

প্রার্থীর পুরকৌশল প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে।

পদের নাম

উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)।

পদসংখ্যা

১টি (গ্রেড-১০)।

বেতন স্কেল

১৬০০০-৩৮৬৪০ টাকা।

যোগ্যতা

প্রার্থীর তড়িৎ অথবা তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে।

পদের নাম

প্রধান ইমারত পরিদর্শক।

পদসংখ্যা

২টি (গ্রেড-১০)।

যোগ্যতা

প্রার্থীর স্থাপত্য/সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

পদের নাম

ইমারত পরিদর্শক।

পদসংখ্যা

১৯টি (গ্রেড-১০)।

যোগ্যতা

প্রার্থীর স্থাপত্য বা পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

পদের নাম

কানুনগো।

পদসংখ্যা

১টি (গ্রেড-১০)।

যোগ্যতা

প্রার্থীর চার বছর মেয়াদি সার্ভে (জরিপ) ডিপ্লোমা থাকতে হবে।

পদের নাম

হিসাব রক্ষক।

পদসংখ্যা

১টি (গ্রেড-১১)।

বেতন স্কেল

১২৫০০-৩০২৩০ টাকা।

যোগ্যতা

প্রার্থীর বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে থাকতে হবে।

পদের নাম

ফোরম্যান (যান্ত্রিক)।

পদসংখ্যা

১টি (গ্রেড-১১)

যোগ্যতা

প্রার্থীর যান্ত্রিক বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে।

পদের নাম

ফোরম্যান (বৈদ্যুতিক)।

পদসংখ্যা

১টি (গ্রেড-১১)।

যোগ্যতা

প্রার্থীরতড়িৎ বা তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে।

পদের নাম

সহকারী পরিসংখ্যানবিদ।

পদসংখ্যা

১টি (গ্রেড-১১)।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীর পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

অটোক্যাড অপারেটর।

পদসংখ্যা

৩টি (গ্রেড-১২)।

বেতন স্কেল

১১৩০০-২৭৩০০ টাকা।

যোগ্যতা:

প্রার্থীর স্থাপত্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

পদের নাম

জিআইএস অপারেটর।

পদসংখ্যা

২টি (গ্রেড-১২)।

যোগ্যতা

প্রার্থীর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা স্থাপত্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

পদের নাম

নিরাপত্তা তত্ত্বাবধায়ক।

পদসংখ্যা

১টি (গ্রেড-১৪)।

বেতন স্কেল

১০২০০-২৪৬৮০ টাকা্

যোগ্যতা

প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

সার্ভেয়ার।

পদসংখ্যা

১টি (গ্রেড-১৫)।

বেতন স্কেল

৯৭০০-২৩৪৯০ টাকা।

যোগ্যতা

প্রার্থীর চার বছর মেয়াদি সার্ভে ডিপ্লোমা থাকতে হবে।

পদের নাম

কাটোগ্রাফিক অ্যাসিসটেন্ট।

পদসংখ্যা

১২টি (গ্রেড-১৫)।

যোগ্যতা

প্রার্থীর এইচএসসি বা সমমান ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

জিআইএস টেকনিশিয়ান।

পদসংখ্যা

২টি (গ্রেড-১৫)।

যোগ্যতা

প্রার্থীর এইচএসসি বা সমমান ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

অপারেটর।

পদসংখ্যা

১টি (গ্রেড-১৫)।

যোগ্যতা

প্রার্থীরএইচএসসি বা সমমান ডিগ্রি থাকতে হবে।

পদের নাম

ভারী গাড়িচালক।

পদসংখ্যা

১টি (গ্রেড-১৫)।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীর এসএসসি বা সমমান এবং বৈধ লাইসেন্সসহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম

ট্রান্সপোর্ট সুপারভাইজার।

পদসংখ্যা

১টি (গ্রেড-১৬)।

বেতন স্কেল

৯৩০০-২২৪৯০ টাকা।

যোগ্যতা

প্রার্থীরএইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি

১ থেকে ১১ পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা, ১২ থেকে ১৭ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৫৫৮ টাকা, ১৮ থেকে ২৩ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা, ২৪ থেকে ৩০ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে পারেন।

আবেদনের সময়সীমা

১৯ নভেম্বর ২০২৩

সূত্র : প্রতিষ্ঠানের ওয়েবসাইট




গাংনীতে পিএসকেএসের উদ্যোগে মৎস্য উপকরণ বিতরন

গাংনীতে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) কর্তৃক সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্যখাত এর আওতায় জি-৩ রুই মাছ চাষ ও আধা-নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং প্রদর্শনীর জন্য মৎস্য উপকরণ বিতরন করা হয়েছে। বুধবার বেলা ১১ টার সময় সংস্থার খামারবাড়ি প্রশিক্ষণ কেন্দ্রে উপকরণ বিতরনের আয়োজন করে পিএসকেএস।

তেরাইল, জুগিরগোফা, বানিয়াপুকুর, কাষ্টাদহসহ অন্যান্য গ্রামের ২৫ জন উপকারভোগীর মাঝে জি-৩ রুই ও কার্প জাতীয় মাছের পোনাসহ মাছ চাষ সহায়ক ঝাঁকি জাল, রাসায়নিক সার, জিও লাইট, সবজি বীজ, পেঁপে, বেগুণ, ঝালের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক মোঃ মতিউর রহমান ও সংস্থার কর্মকর্তাসহ চাষীবৃন্দ উপস্থিত ছিলেন। উপকারভোগীদের উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ের অনাবাদি জমিতে সবজি চাষের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। উক্ত কার্যক্রমে আর্থিকভাবে সহায়তা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।




মাইক্রোসফটে আসছে নতুন আপডেট

২০২০ সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন, জিনের ডাটা সংরক্ষণে আলফানিউমেরিক সিম্বলে বদল আনার। কারণ এক্সেলের একটি ফিচার ডাটাগুলোকে রিসেট করে দিচ্ছিল। এই সিকোয়েন্সের নামগুলোকে তারা তারিখ হিসেবে চিহ্নিত করে। সম্প্রতি মাইক্রোসফট নতুন আপডেট নিয়ে আসছে। অটোমেটিক কনভারসনের এই ফিচারের বিষয়টি ঠিক করতে কাজ শুরু করেছে মাইক্রোসফট।

এই ফিচারের কিছু সমস্যা রয়েছে। কারণ যখন অটোমেটিক কনভারসন হয় তখন সিম্বল বা নিউমেরিক ডাটায় পরিবর্তন এনে ফেলে। এই পরিবর্তন হয়তো অনেক সময় এত লক্ষ্যনীয় না। কিন্তু বৈজ্ঞানিক জার্নালে পাবলিশ করলে ও সামান্য ডাটা পরিবর্তনও অনেক বড় পার্থক্য গড়ে দেয়।

গত বছর কোম্পানিটি এক্সেলে ডাটাশিট যখন এমন পরিবর্তন করবে তখন যেন ব্যবহারকারীকে সতর্ক করে দেয় এমন একটি ফিচার যুক্ত করে। নতুন আপডেটের মাধ্যমে এই সমস্যার চিরতরে অবসান হবে বলে জানা গেছে।

সূত্র: দ্য ভার্জ