আলমডাঙ্গায় আন্তঃজেলা তিন চোর সদস্য আটক
আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া লোহার তৈরী দরজা (গ্রিল) জব্দ করেছে পুলিশ। এ সময় চুরির অভিযোগে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ এলাকার ইয়াকুব আলীর ছেলে রবিন আলী (২২), আজাদ শেখের ছেলে রিন্টু শেখ, আব্দুল গনির ছেলে শিহাব (১৯)।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে থানাপুলিশের বিশেষ অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বাস-টার্মিনাল সংলগ্নে পুলিশ অভিযান চালায়। এসময় তিন আন্তঃজেলা চোরচক্রের সদস্যকে সন্দেহজনক ভাবে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের নিকট থেকে লোহার দরজা (গ্রিল) জব্দ করে পুলিশ। যার ওজন প্রায় ৪৭ কেজি ও বাজার মূল্য প্রায় ৩ হাজার ২৯০ টাকা।
আটকৃত তিন আন্তঃজেলা চোরচক্রের সদস্যদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করেছে পুলিশ।