আলমডাঙ্গার মাধবপুরে গাছের গুড়ির আঘাতে স্কুলছাত্রের মৃত্যু

আলমডাঙ্গার মাধবপুরে গাছের গুড়ি, আলমসাধু গাড়িতে তুলতে গিয়ে ছিটকে পড়ে আঘাত প্রাপ্ত হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হযরত (১৪) উপজেলার ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে। সে স্থানীয় মাধবপুর মডেল মাধ্যমিক হাইস্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মাধবপুর গ্রামের গাছ ব্যবসায়ী নুরজার হোসেন গাছের কাটা অংশ আলমসাধু গাড়িতে তুলছিলেন। একটি বড় গাছের কাটা অংশ গাড়িতে তুলতে স্কুলছাত্র হযরত ডেকে নেয়। এসময় গাড়ি থেকে একটি গাছের গুড়ি ছিটকে হযরতের শরীরে আঘাত করে । এতে সে মাথা ও মুখে গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত গাছ ব্যবসায়ী নুরজার পালিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আনিসুজ্জামান জানান, স্কুলছাত্রের বাড়ির পাশেই গাছ ব্যবসায়ীরা আলমসাধু গাড়িতে গাছের গুড়ি তুলছিল। ওই স্কুল ছাত্র গাছের গুড়ি তুলতে সাহায্য করতে গেলে গাড়ি থেকে গাছের কাটা গুড়ি তার শরীরের উপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সে মারা যায়।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, সকালে গাছের গুড়ি তুলতে গিয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশের সুরতহাল করেন। অভিযোগ পেলে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ঝিনাইদহে নার্সদের ইন্টার্ন ভাতার দাবীতে কর্মবিরতি ও মানববন্ধন

ইন্টার্নকালীন সময়ে ভাতা প্রদানের দাবীতে ঝিনাইদহে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ রোববার (০১ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও ইন্টার্ন নার্স ও ইন্টার্নমিডওয়াইফ সেবক-সেবিকারা অংশ নেয়। সেসময় শিক্ষার্থী নাজমুস সাকিব, সুরাইয়া পারভীন রানী, তায়েফ মাহমুদ, তিথি খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, হাসপাতালগুলোতে ইন্টার্নী করার সময় কর্তৃপক্ষ কোন প্রকার ভাতা প্রদাণ করেন না। কিন্তু দিন-রাত পরিশ্রম করে সেবা দিতে হচ্ছে তাদের। তাই ইন্টার্ন চলাকালীন সময়ে ভাতা প্রদাণের দাবী জানান তারা। দ্রুত এই দাবী মানা না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা। এতে ভোগান্তিতে পড়ে হয় রোগীদের।




মেহেরপুর আমঝুপিতে লিংকেজ শেয়ারিং সভা অনুষ্ঠিত

সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সেবা গ্রহীতাদের সেতুবন্ধনে গতকাল সকাল ১০টার দিকে মউকের হলরুমে এক লিংকেজ শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।

এএলআরডি’র সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সরকারি সেবার ধরণ ও করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সাইদুর রহমান।

সভায় প্রাণী সম্পদ এর মাধ্যমে বিভিন্ন সেবার ধরণ, সেবার পরিধি ও সেবা প্রাপ্তির অধিকার বিষয়ে বিশদ আলোচনা করেন। সভায় জনসমবায় দলের ৩০জন নারী দলের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন মউকের উন্নয়ন কর্মী মোঃ শাহিনুর হোসেন বিপ্লব।




লাদাখের সর্বোচ্চ উচ্চতায় আন্তর্জাতিক ফ্যাশন শো

ভারতের লাদাখের উমলিং লা, ১৯,০২৪ ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা। এই সর্বোচ্চ উচ্চতায় একটি আন্তর্জাতিক ফ্যাশন শো সফলভাবে আয়োজন করে বিশ্ব রেকর্ড করেছে। শো-টি লাদাখ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যালায়েন্সের অংশীদারিত্বে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ দ্বারা আয়োজন করা হয়েছিল।

গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভ্যালের অধীনে শোটি অনুষ্ঠিত হয়েছিল, এতে বিশ্বের ১৪টি দেশের মডেলরা অংশগ্রহণ করেন।

শো-টি সফল করতে ভারতীয় সেনাবাহিনী এবং সীমান্ত সড়ক সংস্থা সহায়তা করে। রেকর্ড উচ্চতায় রানওয়েতে হেঁটেছেন যে সব মডেলরা তাদের মধ্যে দুজন লাদাখি মডেলও ছিলেন।

শোয়ের আয়োজকরা জানিয়েছেন, উমলিং লা ফ্যাশন শোটির উদ্দেশ্য ছিল ‘বসুধৈব কুটুম্বকম’-এর ‘এক বিশ্ব এক পরিবার’ ধর্মের প্রচারের পাশাপাশি অত্যন্ত মূল্যবান জিআই ট্যাগড লাদাখের পশমিনা।

তারা বলেছেন, মডেলদের পরিধান করা পোশাকগুলো এক রঙের প্যালেট যা বসন্ত এবং গ্রীষ্মের রঙগুলোকে প্রতিফলিত করে এবং চাংথাং অঞ্চলে উৎপাদিত পশমিনা পণ্যগুলোও প্রদর্শন করে।




উত্তরা ও খিলখেত শাখায় নিয়োগ দেবে মীনা বাজার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। প্রতিষ্ঠানটিতে সেলসম্যান/ ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলসম্যান/ ক্যাশিয়ার (সরাসরি সাক্ষাৎকার), উত্তরা ও খিলখেতের জন্য।

যোগ্যতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ২৮ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে। শিফ্ট/রোস্টার অনুযায়ী ডিউটি করতে হবে।

কর্মস্থল

ঢাকা (আশকোনা, উত্তরা, উত্তরা সেক্টর ১১, উত্তরা সেক্টর ১৪, উত্তরা সেক্টর ৩, উত্তরা সেক্টর ৪, খিলক্ষেত)।

বেতন

৮,০০০ – ১০,০০০/- (মাসিক )।

আবেদন প্রক্রিয়া

উত্তরা ও খিলখেত এরিয়ায় আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারের জন্য আসুন।

পদের নামঃ সেলস পার্সন/ ক্যাশিয়ার (আউটলেট)

তারিখ: ০৫ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়: সকাল ১০:০০ থেকে ২:০০ টার মধ্যে আসুন।

সরাসরি সাক্ষাতকারের ঠিকানা: বাড়ী-৪৪, রোড-১৬(নতুন), ২৭(পুরাতন), ধানমণ্ডি, ঢাকা (মীনা বাজার আউটলেট বিল্ডিং, ২য় তলা)

গুগল ম্যাপ: https://goo.gl/maps/xxTEJhb26EDw6BSv8

পুর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ০২ কপি ছবি ও জাতীয় পরিচয়পএ অথবা জন্ম নিবন্ধন এর কপিসহ সরাসরি সাক্ষাৎকারের জন্য উল্লেখিত ঠিকানায় আসুন।

আবেদনের শেষ তারিখ

৪ অক্টোবর ২০২৩

সূত্র : বিডিজবস




চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরাে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিজ্ঞ বিচারক মাসুদ আলী। রবিবার (১ অক্টাবর) দুপুরে এ রায় ঘােষনা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামী হলাে চুয়াডাঙ্গা সদর উপজলার আলুকদিয়া গ্রামের রবিউলের ছেলে লালন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৬ জুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের রবিউলের ছেলে লালনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা ৮৪ পিস বুপ্রেনরফাইন এ্যাম্পুলসহ আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেন। স্বাক্ষী গ্রহণ শেষে সন্দেহতীতভাবে প্রমানিত হওয়ায় এ রায় ঘােষণা করা হয়। দুই জন আসামীর মধ্য লালনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও অপর আসামী আযুব আলীক বেকসুর খালাস দেওয়া হয়েছে।




মুজিবনগরে জাতীয় কন্যাশিশু দিবস পালন

“বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিস চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয় র‍্যালীটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়ে, অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর ম্যানাজার বিভোব দেওয়ান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।

আলোচনা সভায় উপস্হিত থেকে বক্তব্য রাখেন,বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক, বল্লভপুর মিশন মাধ্যমিক লুক হরেন্দ্র বিশ্বাস, গুডনেইবারর্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: শুভকুমার,এডমিন অফিসার অশোক মালাকার, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন। আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ দিবসটি উদযাপনের উদ্দেশ্য ও দিবসের তাৎপর্য, বর্তমান প্রেক্ষাপটে কন্যা শিশুদের অবস্থান অধিকার, বয়:সন্ধিকালে কন্যা শিশুদের শারিরীক ও মানসিক যত্ন, কন্যা শিশুদের স্বপ্ন পূরণে শিক্ষার গুরত্ব,কন্যা শিশুদের সুরক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ, সামাজিকভাবে শিশু শ্রম প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পরিশেষে দিবস সংক্রান্ত ২ জন অংশগ্রহণকারীর মতামত প্রকাশ এবং পরিশেষে আলোচনার উপর কুইজ ও কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। জাতীয় কন্যা শিশু দিবস পালন অনুষ্ঠানে এলাকার শিশু কিশোর ও মায়েরা অংশগ্রহন করে।




মুজিবনগরের মোনাখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

“সর্বজনীন মানবাধিকার ঘোষনায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতিপূরণে প্রজন্মের ভ’মিকা”প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে মোনাখালী ইউনিয়নে “আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩”পালন করা হয়েছে।

আজ রবিবার (১ অক্টোবর) প্রবীণ জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন করার লক্ষ্যে পিএসকেএস এর মোনাখালী শাখায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মোনাখালী ইউনিয়নের প্রবীণ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রবীণ কমিটির সাধারন সম্পাদক মোঃ আশকার আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ আলীসহ বিভিন্ন প্রবীণ ওয়ার্ড কমিটির সভাপতিগন।

এছাড়াও উপস্থিত ছিলেন মোনাখালী শাখার সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মোহাঃ হাসানুজ্জামান সহ স্বাস্থ্য কর্মকর্তা ও সমাজ উন্নয়ন কর্মকর্তা।




খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি জানানো হয়। মন্ত্রণালয় বলছে, ‘বিদেশে যেতে হলে আগে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে আইনি মতামতের জন্য খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আবেদন এসেছে। আমরা সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৪০১ ধারা অনুযায়ী যদি কোনো সরকার নির্বাহী আদেশ দেন, তবে সেটা আদালতে চ্যালেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে তাকে আবার জেলে যেতে হবে। তারপর আদালতে আবেদন করতে হবে।’

একই দিন দুপুর ১২টার দিকে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সেটা হলো আইনের অবস্থান। আমি মনে করি সেটা সঠিক। প্রধানমন্ত্রী আরও বলেছেন যে খালেদা জিয়ার আগে নির্বাহী আদেশের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ক্ষমতাবলে সাজা স্থগিত করেছেন ও শর্তযুক্তভাবে প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে তাকে মুক্তি দিয়েছেন। এটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশন। এখন এটা ওপেন করার কোনো উপায় নাই আইনগতভাবে। এটা স্পষ্ট বলে দিয়েছেন। সেটাই আইনের অবস্থানই।’

এর আগে নিউ ইয়র্ক সফরকালীন ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, ‘বিদেশে চিকিৎসা নিতে হলে আগে তাকে (খালেদা জিয়া) আবার জেলে যেতে হবে।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

“বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয় সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি শেষ হয়ে, উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।