মেহেরপুরে উদীচী শিল্পিগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উদীচী মেহেরপুর জেলা সংসদের আয়োজনে, মেহেরপুর জেলা সাধারণ সম্পাদকের কার্যালয়ে গতকাল বুধবার সন্ধ্যা ৭.৩০ টার সময় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা সংসদের সভাপতি সুশীল চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম কানন, আমজাদ হোসেন, সাবিনা খাতুন, মাহফুজ, রাজন, আঃ মতিন, রফিকুল ইসলাম, সজল, মনিরুল ইসলাম, আকিব সহ অনেকে।

মূল অনুষ্ঠানটি জেলা শিল্পকলা হলরুমে হবার কথা থাকলেও জাসাস নেতা বাকা বিল্লাহ (অ্যাডঃ কামরুল হাসান গ্রুপ)’র বাধা দেবার কারণে আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন শিল্পকলা হলরুমে অনুষ্ঠানের অনুমতি প্রদান করেন নাই। সে কারণে ব্যপক পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা থাকলেও তা সম্ভব হয় নাই।




গাংনীতে ধানের শীষের কর্মীসভায় নেতকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান 

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে ধানের শীষের পক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়ীয়া ফুটবল মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গ্রাম পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।

সাহারবাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মোল্লা, মেহেরপুর জেলার কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, মেহেরপুর জেলা যুবদলের সহ-সভাপতি মফিজ উদ্দিন, গাংনী পৌর যুবদলের যুগ্ম  আহবায়ক মনিরুজ্জামান মনি, গাংনী উপজেলা জাসাসের সদস্য সচিব সুরেলি আলভী, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, সহ-সভাপতি রেজানুল ইমন, কাজিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বকুল সহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নেতাকর্মী।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না। সেজন্য সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মব্যবসায়ী একটি দল থেকেও সাবধান হতে হবে যাতে কেউ ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করতে না পারে।




মুজিবনগরের কোমরপুর বাজারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্র ঘোষিত ৩১ দফা দাবি প্রচারের অংশ হিসেবে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৫টার দিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে তিনি বাজারের সাধারণ মানুষের হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলমগীর খান ছাতু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মশিউর রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, মহাজনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দিন কালু ও সাধারণ সম্পাদক সোনা গাইন, আমদহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, মুজিবনগর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, বাগোয়ান ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চলমান কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নে ধাপে ধাপে একই ধরনের গণসংযোগ ও প্রচারণা চালানোর ঘোষণা দেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।




দর্শনায় তুলা চাষী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

দর্শনায় তুলা চাষী প্রশিক্ষণ ২০২৫-২৬ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪ টার পুরাতন বাজারে তুলা চাষীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তুলা উন্নয়ন বোর্ড (চুয়াডাঙ্গা জোন) এর কটন ইউনিট অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ কুতুব উদ্দীন। এসময় তিনি চাষীদের বলেন, আমাদের দেশে যে পরিমাণ তুলা উৎপাদন হয় তা এদেশের চাহিদা মেটাতে পারে না। এজন্য বাইরের দেশ থেকে তুলা আমদানি করতে হয়। ফলে আমাদের দেশের টাকা বাইরের দেশে চলে যাচ্ছে।

সরকার তুলা চাষে চাষীদের আগ্রহ বাড়াতে অন্যান্য চাষের মতো তুলা চাষেও আধুনিক চাষ পদ্ধতি ও সরকারি প্রণোদোনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছেন। যাতে করে আধুনিক তুলা চাষে অধিক লাভবান হওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এ কে. এম হারুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুজিবনগর ইউনিটের কটন ইউনিট অফিসার আমজাদ হোসেন ও দর্শনা ইউনিট অফিসার মোক্তার হোসেন। এসময় দর্শনা ইউনিটের তুলা চাষীরা উপস্থিত ছিলেন।




মুজিবনগরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি 

জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে দেশব্যাপী জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক জনসভা ও র‍্যালির অংশ হিসাবে মেহেরপুরের মুজিবনগরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকাল ৪ টায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে বাবুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেহেরপুর জেলা জাকের পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি নাজরুল ইসলাম এর সভাপতিত্বে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী।

জনসভা ও র‍্যালিতে  উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের কৃষক ফান্ডের সভাপতি রিয়াজ উদ্দিন সিকদার, মেহেরপুর জেলা জাকের পার্টির সভাপতি সাইদুল আলম শাহিন, মেহেরপুর জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি কামরুজ্জামানসহ জাকের পার্টির মূল দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।




মেহেরপুরে রেড ক্রিসেন্ট নির্বাচনে বিজন-বকুল প্যানেলের মনোনয়ন উত্তোলন

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও আলামিন বকুলের নেতৃত্বাধীন প্যানেল। গতকাল বুধবার দুপুরে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন এবং ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জিনিয়াস স্কুলের প্রিন্সিপাল আলামিন বকুল। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন— নুর রহমান, আনোয়ারুল হক কালু, মাজাহারুল ইসলাম, নজরুল ইসলাম, আবু সাইদ ও কাজী রুহুল আমিন।

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, প্যানেলের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। আসন্ন নির্বাচনে এ প্যানেলটি সংগঠনের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিয়েছে।




চেক প্রতারণা মামলায় ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড ও ১ কোটি ২ লাখ টাকার অর্থদণ্ড

চেক প্রতারণা মামলায় এক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আাসামী হলেন, খুলনা দৌলতপুরের মোঃ সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ সাজেদুর রহমান সুমন।

মামলার সূত্রে জানা যায়, ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে আসামি ভুক্তভোগীর কাছে উল্লেখিত অর্থের একটি চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে জমা দেওয়ার পর চেকটি পর্যাপ্ত অর্থ না থাকার কারণে অনাদায়ী হিসেবে ফেরত আসে। পরবর্তীতে আইনগত নোটিশ পাঠানোর পরও অর্থ পরিশোধ না করায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে Negotiable Instrument Act 1881-এর ১৩৮ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট মোখলেছুর রহমান স্বপন ও আসামীর পক্ষে খ ম ইমতিয়াজ হারুন বিন জুয়েল।




আলমডাঙ্গায় নকল জৈব সার উৎপাদনের অভিযোগ

আলমডাঙ্গা উপজেলার বাড়াদি এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়া ‘সান এগ্রো ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠান নকল জৈব সার ও কম্পোস্ট উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন প্রায় ১৮০ থেকে ২০০ বস্তা সার নামিদামী কোম্পানির মোড়কে বিক্রি হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানটিতে নেই কোনো সাইনবোর্ড বা বৈধ কাগজপত্র, কোন অনুমোদন। রাস্তার পাশে ফাঁকা জমিতে গোবরের শ’ শ’ বস্তা স্তূপ করা রয়েছে। কয়েকজন শ্রমিক সেখানে গরুর গোবর শুকিয়ে বস্তায় ভরে দিচ্ছেন। শ্রমিকদের অভিযোগ, এখানে থাকা সার বিভিন্ন প্রতিষ্ঠান সংগ্রহ করে নিজেদের নামে বিক্রি করে। ফার্মের পাশের একটি ঘরের ওপর ইস্পাহানি এগ্রো লিমিটেড লেখা প্রায় একশ বস্তা রাখা অবস্থায় দেখা যায়।

স্থানীয় লিংকন নামের একজন বলেন, “এই বস্তাগুলো আমরা পিটিআই মোড়ের এগ্রো সল প্রজেক্টে পাঠাই। তৌফিক আংকেল ওনার মালের সঙ্গে মিক্স করে বিক্রি করেন। ইস্পাহানি কোম্পানির বস্তাগুলো আসলে স্থানীয় আরেকটা ট্রেডার্সের মালিক দিয়ে গেছে।”

ফার্মের কর্মচারী নুহু নবী জানান, “আমি পাঁচ মাস ধরে এখানে কাজ করছি। ইস্পাহানি এগ্রো লিমিটেডের বস্তা প্রায়ই আসে। আমরা বস্তা ভর্তি ও সেলাই করি, পরে গাড়ি এসে নিয়ে যায়।”

প্রতিষ্ঠানের মালিক রকিবুল ইসলাম আকাশ বলেন, “আমি এগ্রো সল ও মন্ডল ট্রেডার্স থেকে কম্পোস্ট তৈরি শেখেছি। ইউনিয়ন পরিষদ থেকে ‘সান এগ্রো ফার্ম ফার্টিলাইজারের’ নামে ট্রেড লাইসেন্স নিয়েছি।” তবে তিনি সার উৎপাদনের জন্য কোনো সরকারি অনুমোদনপত্র বা পরিবেশ ছাড়পত্র দেখাতে পারেননি।

তিনি আরও জানান, “আমাদের উৎপাদিত সার পিটিআই মোড়ের এগ্রো সলসহ একাধিক ট্রেডার্স ক্রয় করে। ইস্পাহানি লিমিটেডের বস্তাগুলো তারাই দিয়েছিল। আমরা শুধু ভর্তি করে দিয়েছি।”

স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নামিদামী কোম্পানির বস্তা দেখে আমরা সার কিনেছিলাম। কিন্তু জমিতে প্রয়োগের পর ফলন কমে গেছে। পরে বুঝি এটা আসল কোম্পানির নয়।”

কৃষি বিশেষজ্ঞদের মতে, সরকার গঠনের অননুমোদিতভাবে উৎপাদিত এসব সার মাটির জৈব গুণ নষ্ট করছে এবং ফসলের ক্ষতি করছে। তাছাড়া, ‘সান এগ্রো ফার্ম’-এ নেই কোনো মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, পরীক্ষাগার বা পরিবেশ সুরক্ষার সুবিধা।

কৃষি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, অননুমোদিতভাবে উৎপাদিত এসব সার মাটির জৈব গুণ নষ্ট করছে এবং ফসলের ক্ষতি করছে। এছাড়া, ‘সান এগ্রো ফার্ম’-এ নেই কোনো মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, পরীক্ষাগার বা পরিবেশ সুরক্ষার সুবিধা।

তবে, স্থানীয় কৃষকদের অনেকেই দাবি করেন যে, স্থানীয় কৃষি অধিদপ্তরের ঊন্নাষিকতায় বছরের পর বছর ধরে নকল জৈব সার উৎপাদন সম্ভব হচ্ছে।




মেহেরপুরে গ্রাম আদালত বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা

মেহেরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণার অংশ হিসেবে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান।

গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক আসাদুজ্জামানের সঞ্চালনায় অংশীজনদের মধ্যে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রতিদিন-এর সম্পাদক ইয়াদুল মোমিন, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক মনিরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, গ্রাম এলাকার ছোট ছোট বিরোধ বা সমস্যাগুলো আদালত বা পুলিশের শরণাপন্ন না হয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করা সম্ভব। এজন্য সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে। যেসব ইউনিয়নে গ্রাম আদালতে মামলা কম হয়েছে, সেগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে। সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জানতে পারে, সে জন্য প্রচারণা আরও বাড়াতে হবে।




মহেশপুরে সাংবাদিক পরিবারের উপর হামলা, নারীসহ ৩ জন আহত

ঝিনাইদহের মহেশপুর উপজলার মাদারবাড়িয়া ইউনিয়নের হুদা-শ্রীরামপুর গ্রামের আনোয়ার হোসনের ছেলে মোঃ হাসান আলী দৈনিক প্রতিদিনর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তার নিজ বাড়িতে ঐ একই গ্রামের প্রতিবেশী ইছাহাক বিশ্বাসের ছেলে মনা বিশ্বাস পূর্বশক্রতা জের ধরে বাড়ির উপর গিয়ে হামলায় চালায়। এত নারী সহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে।

এজাহার ও এলাকাবাসী সুত্র জানা যায়, সোমবার সকালে পূর্বশক্রতার জের ধরে হাসান আলীর প্রতিবেশী মনা বিশ্বাস তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে তার মা নিষেধ করলে মনা বিশ্বাস রাগান্বিত হয়ে বাঁশের লাঠি, রড দিয় হাসান আলীর মা ও স্ত্রীকে মারধর কর।এত ঘটনাস্থলে তার মা গুরুতর আহত হন। পরে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসান আলী জানান পূর্ব পরিকল্পিত ভাবে আমার বাড়ি এসে অকথ্য ভাষায় গালি গালাজ করছে নিষেধ করলে মনা বিশ্বাস হুকুম দেয়,খুন করে ফেল সাথে সাথে মনা বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস,শফিকুল বিশ্বাসর ছলে রুবল,শিমুল, রেকসনা, হাসি খাতুন ,পাখি খাতুন আমার মায়ের চুলের মুঠি ধরে টানতে থাকে আর বাঁশের লাঠি, লাহার রড দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলাপাতারী মারপিট কর। মনার হাতে থাকা লোহার রড দ্বারা আমার মাকে হত্যার উদ্দ্যশে মাথা লক্ষ্য করিয়া আঘাত করলে উক্ত আঘাত আমার মা বাম হাত দিয়ে ঠেকাইলে তার বাম হাতের কব্জির উপর লাগে যা হাঁড় ভাঙ্গা জখম হয়। আমার স্ত্রী মদিনা খাতুন (২৫) ডকতে আসলে, তাকেও রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলাপাতারী মারত থাকে এবং তার গলায় বিদশি ০২ ভরি ওজনর স্বর্ণের চেইন যার আনুঃ মূল্য ৪,২০,০০০/= (চার লক্ষ বিশ হাজার) টাকা নিয়ে নেয়। আমার মাতা ও স্ত্রীর ডাক চিৎকার আশ পাশ লোক ছুট আসে আমাকে খবর দয় আমি আমার মা ও স্ত্রীকে পাঁখি ভ্যান যাগে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এবিষয় মহশপুর থানার এসআই হান্নানের সাথ যাগাযাগ করলে তিনি বলেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।