অনৈতিক সম্পর্কের অভিযোগ, মসজিদ কমিটি থেকে অব্যাহতি

আলমডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক শিক্ষকের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সালিশ বৈঠকে হাতাহাতির পর মোটা অঙ্কের টাকা লেনদেনের ঘটনায় মসজিদ কমিটির সভাপতি পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আলমডাঙ্গা উপজেলার জামজামি গার্লস স্কুলের এক শিক্ষক এবং স্থানীয় কাজী জহুরুল ইসলামের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

ঘটনার জেরে শুক্রবার বিকেলে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক বসে। বৈঠকে এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে কথাকাটাকাটি থেকে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, অভিযুক্তদের আচরণে গ্রামজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রবাসীর স্ত্রীকে জড়িয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগ দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং সামাজিকভাবে ব্যাপক সমালোচনা শুরু হয়। গ্রামবাসীর দাবি, ওই শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের কারণে মসজিদ কমিটির সভাপতি পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, সালিশ বৈঠকে শালিসদাররা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে। এ নিয়ে গ্রামের পরিবেশ এখনো উত্তপ্ত।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, বিষয়টি ধামাচাপা দিতে কিছু আর্থিক লেনদেন করেছেন বলে ওই শিক্ষক স্বীকার করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জহুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি সঠিক নয়। স্থানীয়রা চক্রান্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে।

আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক জানান, এখনও কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি সম্পর্কে তদন্ত করা হবে। তিনি দায়ী প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




সাংবাদিক আইয়ুবের ওপর হামলার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে নরসিংদীর যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় দর্শনা প্রেসক্লাব ভবনে এ প্রতিবাদ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। বক্তব্য রাখেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আওয়াল হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল প্রমুখ।

জানা গেছে, বৃহস্পতিবার নরসিংদীর যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার বিএনপি-র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকাল থেকে নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইউয়ুমের সমর্থকরা লাঠিসোটা দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি।

এ ঘটনার পর শুক্রবার রাত ৭টায় দর্শনা প্রেসক্লাবে জরুরি প্রতিবাদ সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামীকাল শনিবার বেলা ১১টায় দর্শনা প্রেসক্লাবের সামনে এ ঘটনার প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আওয়াল হোসেন, সাবেক সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, ইমতিয়াজ রয়েল প্রমুখ। উপস্থিত ছিলেন মাহমুদ হাসান রনি, আব্দুল হান্নান, রিফাত রহমান, শ্রী শুকমল বাধন, ওয়াসিম রয়েল, রাজিব আহমেদ, সাব্বির আলিম প্রমুখ। সভা পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।




দর্শনায় উপদেষ্টামণ্ডলী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

দর্শনা “পুরাতন বাজার সমাজ কল্যাণ সংঘ” এর উদ্যোগে উপদেষ্টামণ্ডলী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৫টায় দর্শনা পুরাতন বাজার হাজী লাল মোহাম্মদের বাড়ির সামনে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুরাতন বাজার সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এনামুল হক শাহ মুকুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি রমিজ উদ্দিন মল্লিক, মোঃ আরিফুল্লাহ তরফদার, সাংগঠনিক সম্পাদক অপু সুলতান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান রনি, সদস্য রাসেদ মল্লিক, জহির উদ্দিন স্বপন, উপদেষ্টা পরিষদের সদস্য সোহেল মনিরুজ্জামান মনি এবং অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

পরে উপদেষ্টা কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মহল্লার এসএসসি ও ৫ম শ্রেণি পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।




আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তরুণ রাকিবের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার গাংনি গ্রামের মো. হাসান উদ্দিনের ছোট ছেলে রাকিব হোসেন গাংনি থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন।

গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে গাংনি পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে তার মোটরসাইকেলের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।

স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।




ঝিনাইদহে মোবাইল চুরি সন্দেহে গণপিটুনির দুইদিন পরে যুবকের মৃত্যু

ঝিনাইদহে মোবাইল চুরি সন্দেহে গণপিটুনিতে সুজন (৩৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। সুজন শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে এবং বর্তমানে ঝিনাইদহ পৌরসভার পাওয়ার হাউজ পাড়ায় স্ত্রী নিয়ে বসবাস করছিল।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ফারহানা শারমিন বলেন, এই রোগীকে অজ্ঞাত নামে গতকাল বৃহষ্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয় ফিজিক্যাল অ্যাসাল্ট হওয়ার কারণে। তার চিকিৎসা চলছিল। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সে মারা যায়।

জানা গেছে, গত বুধবার ভোরে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৭ম তলায় রোগীর স্বজনদের মোবাইল চুরির অভিযোগে সুজনকে গণপিটুনি দেয় রোগীর স্বজনরা। তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত বুধবার সকালে তাকে সদর থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শুক্রবার হাসপাতাল থেকে বলেন সেদিনই তার স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে চুরির বিষয়ে বা তাকে মারা বিষয়ে কোন পক্ষই কোন অভিযোগ দেয়নি।

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, গতকাল বৃহষ্পতিবার দুপুরে একজন রোগী অসুস্থ অবস্থায় হাসপাতালের সিড়ির মধ্যে শুয়ে আছে জানতে পেরে তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দিই। তার চিকিৎসা চলছিল। আমি আজ ছুটিতে আছি। দুপুর পৌণে দুইটার দিকে আমার স্টাফরা আমাকে জানান রোগীটি মারা গেছে। তবে গত বুধবার ভোরে মোবাইল চুরি নিয়ে গণপিটুনির বিষয়ে আমার কিছুই জানানেই।

এদিকে, আজ শুক্রবার দুপুরে হাসপাতালে লাশ ঘরে নিহতের মরদেহ রাখা হয়। তবে সেখানে তার কোন আত্মীয় স্বজনকে পাওয়া যায়নি। ঝিনাইদহ পাওয়ার হাউজ পাড়ায় তার শ্বশুর বাড়িতেও যেয়েও তার স্ত্রীকে পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল তদন্ত করেন সদর থানার এই আই তাইফুল।

এই ঘটনায় আইনী প্রক্রিয়া কি হবে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এই বিষয়ে এখনই বলা যাচ্ছে না।




মুজিবনগরে পতাকা বৈঠকে শিশু-সহ ৪ বাংলাদেশিকে হস্তান্তর

মেহেরপুরের মুজিবনগর সীমান্তের স্বাধীনতা সড়কে বাংলাদেশ-ভারত সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অনুপ্রবেশকারী এক শিশুসহ চার বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হয়। তারা হলেন- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার শহিদুল্লাহর ছেলে রতন হোসেন (৩৭), রতনের স্ত্রী রাবেয়া আক্তার (৩৪), মেয়ে হাবিবা খাতুন ও ছেলে ইমাম হোসেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচাললক অধিনায়ক লে: কর্ণেল মো: নাজমুল হাসান জানান, বিজিবির মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার মিয়া এবং বিএসএফের কৃশানগর কোম্পানি কমান্ডার ধর্মবীর সিং বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।




আলমডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-৫

আলমডাঙ্গায় ২০১ বোতল বাংলা মদ সহ ৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী স্কুল পাড়ার আলোচিত মাদক কারবারী আরতী দাসের বাড়িতে সেনাবাহিনী ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খুদিয়াখালি গ্রামের মাদক করবারী আরতি দাস (৩০) ও তার স্বামী চয়ন দাস (৩৩) এবং একই এলাকার মাধব দাসের দুই ছেলে সঞ্জয় দাস (২৫) ও জয় দাস (২০) ও মৃত অধির দেবনাথের ছেলে অখিল দেবনাথ (৩৫)।

পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত ১২ টার দিকে হারদী সেনাবাহিনী ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের একটি দল পশুহাট সংলগ্ন খুদিয়াখালী স্কুলপাড়ার মাদক কারবারী আরতি দাসের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে চিহ্নিত মাদক কারবারী আরতি দাস, তার স্বামী চয়ন দাস, সঞ্জয় দাস, জয় দাস ও অখিল কুমার দেবনাথকে গ্রেফতার করা হয়। এসময় আরতী দাসের বাড়ি থেকে ২শ’ ১ বোতল বাংলা মদ উদ্বার করে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।




নির্বাচন সঠিক সময়ে হবে – ড. বদিউল আলম মজুমদার

জাতীয় ঐক্যমতের কমিশনার ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‌‌নিম্মকক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চ কক্ষ হবে পিআর পদ্ধতিতে। আমরা মনে করি দুটি পদ্ধতিতেই নির্বাচন হওয়া দরকার। নির্বাচন সঠিক সময়ে হবে। নির্বাচনের কোনো বিকল্প নেই।

নির্বাচন হতে হবে। নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে হবে। তার মাধ্যমে গণতান্ত্রিক উত্তোরণের পথ প্রসস্ত হবে। পিআর পদ্ধতি এবং আসন ভিত্তিক পদ্ধতি দুটোতেই কিছু ত্রুটি এবং ইতিবাচক দিক রয়েছে। তারপরেও দুটো পদ্ধতি দরকার। নির্বাচন কমিশন ও সংবিধান কমিশনের পক্ষ থেকে আমরা সংস্কারের প্রস্তাব করেছি ।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় মেহেরপুরের গাংনী উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ঐক্যমতে পৌছাতে পারবো। একটি সুষ্ঠ নির্বাচন হবে। তার মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

এ সময় প্রধান উপদেষ্টার একান্ত সচিব ঐক্যমত সাংবাদিক মনির হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, সুজনের মেহেরপুর জেলা শাখার সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এএসএম সায়েম পল্টু, গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভট্ট, বিএনপি নেতা আব্দাল হক।

এসময় দি হাঙ্গার প্রজেক্ট, সুজন, পিএফজি, নারী নেটওয়ার্ক, ইয়ূথ এন্ডিং হাঙ্গারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গা স্ট্যন্ডার্ড ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব উৎযাপন

স্ট্যান্ডার্ড ব্যাংকের আলমডাঙ্গা শাখার উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল দশটার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,  ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক আব্দুল মোনয়েম। বিশেষ অতিথি ছিলেন, সহকারি অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মহিতুর রহমান।

শিক্ষক পরিষদের সহ সম্পাদক ডঃ মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের পিএলসি আলমডাঙ্গা শাখার বিনিয়োগ কর্মকর্তা শরিফুল ইসলাম। স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, ব্যাংকের মূল লক্ষ্য ছিল যুব সমাজকে ব্যাংকিং সেবা ও তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের প্রতি উৎসাহিত করা ও ডিজিটাল লেনদেন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা। তারুণ্যের উৎসবের আলোচনা সভায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




দর্শনা ডি.এস ফাজেল (ডিগ্রী) মাদরাসার সবক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান 

দর্শনা দারুস সুন্নাত সিদ্দীকিয়া ফাজেল (ডিগ্রী) মাদরাসার গভর্নি বডির সভাপতি ও জেলা জামায়াতের আমীর জননেতা মোঃ রুহুল আমিন বলেছেন- একজন মাদরাসার শিক্ষার্থীদের হবে কুরআনের ঘোষণা অনুযায়ী বাবা-মায়ের চক্ষু শীতলকারী ও গড়ে উঠবে মুত্তাকিদের ইমাম হিসেবে। কারণ একজন মুসলমানের তাহজীব তামাদ্দুন অনুযায়ী সে মুসলমান হিসেবে নিজের পরিচয় দেবার সাথে সমাজের মানুষ তার সর্ম্পকে একটা ভালো ধারনা যেন পায়। সমাজ যেন জানে মুসলমান মানে সে একজন ভালো নামাজি, সে সত্য কথা বলে, সুদ খায়না, ঘুষ খায়না, ব্যাভিচার করেনা, চাঁদাবাজী করেনা বরং সর্বদা মানুষের উপকার করার চেষ্টা করে। এরকম একটা পরিচয় যদি বহন করতে পারি তবেই আমি মুসলমান।

তিনি গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দর্শনা দারুস সুন্নাত সিদ্দীকিয়া ফাজেল (ডিগ্রী) মাদরাসার মিলনায়তনে ২০২৫ সালের আলিম ১ম বর্ষ ও ফাজেল ১ম বর্ষের সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মুত্তাকি অর্থাৎ আল্লাহভীতি অর্জন করার পরামর্শ দেন। কারন যার হৃদয়ে আল্লাহভীতি থাকে, তার হৃদয়ে পৃথিবীর কোন ভয় জায়গা পায়না। একজন ছাত্রকে উত্তম আলেম হতে হলে উত্তম বেশভুষা, উত্তম জ্ঞান, উত্তম আচরনের অধিকারী হতে তবেই তোমাদেরকে দেখে সমাজের মানুষ উদ্বুদ্ধ হবে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফি উদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাদরাসার গভর্নি বডির সহসভাপতি ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, গভর্নি বডির সদস্য ও সাংবাদিক এফ, এ আলমগীর, শিক্ষক প্রতিনিধি মোঃ আবুল হোসেন, গভর্নিং বডির সদস্য মাওলানা শাহ আলম, মোঃ মনির হোসেন, দর্শনা সাংবাদিক সমিতির সেক্রেটারী মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আবু সাঈদ প্রমুখ। পরে সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেম ও দর্শনা পৌর ইমাম সমিতির সভাপতি মাওলানা নূরুল ইসলাম।