শৈলকুপায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত-৫

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় গণ অধিকার পরিষদের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রদল।

এতে অন্তত ৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলা শহরের শৈলকুপা ব্রীজ এলাকায় সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরে’র উপর হামলার প্রতিবাদ শুক্রবার রাত ৯ টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। মিছিলটি পাইলট স্কুলের সামনে থেকে বের হয়ে ব্রীজের উপর আসলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনেরে নেতৃত্বে ১০/১৫ জন মোটরসাইকেলে এসে হামলা করে। এতে গণঅধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ ৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যরা জেলা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামের ছাত্রদলের একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




নুরের উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা না, এটি সুগভীর ষড়যন্ত্র

নুরুল হক নুরের উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা না, এটি সুগভীর ষড়যন্ত্র ও একটি চক্রান্তের একটি অংশ বলে মন্তব্য করেছেন এ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শনিবার (৩০ আগষ্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নুরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে এ্যাটর্নী জেনারেল বলেন, জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেঈমানী করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগীতা করেছে। তারা তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। তাই নিষিদ্ধের যে দাবী উঠেছে তা আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সকাল ১০ টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন এ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। পরে শহরের সরকারি কেশবচন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন প্রমূখ।




মেহেরপুর জেলা বিএনপি’র সম্মেলন শুরু

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মেহেরপুর জেলা বিএনপি’র সম্মেলন। আজ শনিবার মেহেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ সম্মেলনের সূচনা হয়।

জেলা বিএনপি’র আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও খুলনা বিভাগ আহ্বায়ক, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, সাবেক এমপি আমান উল্লাহ আমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, সাবেক এমপি আমজাদ হোসেন।

জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন প্রমুখ।




মেহেরপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৬, জেলা সম্মেলন আজ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। বিএনপির কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর মধ্যেই আজ শনিবার জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংঘর্ষে জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন পক্ষের মোস্তাফিজুর রহমান (৪৯) ও আমিনুল ইসলাম (৬৫) গুরুতর আহত হন। দু’জনেরই মাথায় জখম হওয়ায় চিকিৎসকরা সেলাই দিয়েছেন। আহত মোস্তাফিজুর রহমান আমঝুপি ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি। অপরদিকে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পক্ষের রনি (২০), দেলোয়ার (৩৬), নাফিজ (১৯) ও শাওন (২৬) আহত হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে আমঝুপি কালিতলায় সাইফুল ইসলাম ও উমর ফারুক লিটন পক্ষের কয়েকজন মুখোমুখি হলে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

পরবর্তীতে উত্তেজিত সাইফুলপক্ষের কয়েকজন আমঝুপি বাজারে লিটনের অফিসে হামলা চালায়। এসময় লিটনপক্ষের আমিনুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, “যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে আজ শনিবার মেহেরপুর সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলন ঘিরে জেলা বিএনপি প্রস্তুতি শেষ করেছে। তবে সম্মেলনের আগের দিন এমন সংঘর্ষের ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।




কাঁচা মরিচের দাম কমলেও বেড়েছে সবজি-মাছের দাম

মেহেরপুরের পাইকারি ও খুচরা বাজারে গত সপ্তাহের তুলনায় সবজি, মুরগি ও মাছের দামে ওঠানামা দেখা গেছে। বর্ষার কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

পাইকারি বাজারে গত সপ্তাহের তুলনায় আলুর দাম কমে কেজি ১৭ টাকায় নেমেছে, যা গত সপ্তাহে ছিল ২০ টাকা। পেঁয়াজ গত সপ্তাহে ৭০ থাকলেও এ সপ্তাহে বেড়ে ৮০ টাকা। রসুনের দাম ৮০ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা। কাঁচামরিচ ১৬০ থেকে নেমে ১০০ টাকায়। বেগুন ৭০ টাকা কেজিতে অপরিবর্তিত রয়েছে। আদার দাম বেড়ে ১৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৬০ টাকা। তবে শশার দাম ৭০ টাকায় স্থিতিশীল রয়েছে।

মুরগির মধ্যে ব্রয়লার মুরগির পাইকারি দাম কমে ১৬০ হয়েছে, যা গত সপ্তাহে ছিল ১৭০ টাকা, সোনালী মুরগির দাম কমে ২৬০ টাকা হয়েছে, যা গত সপ্তাহে ছিলে ২৭৫ টাকা এবং লেয়ার মুরগি কেজি ২৮৫ টাকায় অপরিবর্তিত রয়েছে।

খুচরা বাজারে আলুর দাম ২০ টাকায় স্থিতিশীল। পেঁয়াজ ৭০ টাকা থেকে বেড়ে ৮০ টাকায়, রসুন ৭০ থেকে বেড়ে ১৪০ টাকায়, কাঁচা মরিচ ১৮০ থেকে ১২০ টাকায় নেমেছে। তবে শশার দাম ৭০ থেকে বেড়ে ৮০ টাকায় বিক্রি হয়েছে।
পটল, ঢেঁড়স, কলা ও পেঁপের দাম স্থিতিশীল থেকে যথাক্রমে ৬০, ৫০, ৬০ ও ৩০ টাকায় বিক্রি হয়েছে। আদার দাম ২০০ থেকে বেড়ে ২২০ টাকায় উঠেছে।

মুরগির খুচরা বাজারে ব্রয়লার কমে ১৮০ টাকায় বিক্রি হয়েছে যা গত সপ্তাহে ছিল ১৯০ টাকা, সোনালী মুরগির দাম কমে ২৮০ টাকা যা গত সপ্তাহে ছিলে ৩০০ টাকা এবং লেয়ার মুরগির দাম ৩১০ টাকায় স্থিতিশীল থেকে বিক্রি হয়েছে।

মাছের বাজারে রুই ২৫০, তেলাপিয়া ১৮০, বাটা ২০০, পাঙাশ ১৬০, সিলভার ১৫০, জিওল ৩৫০, চিংড়ি ১১০০, টেংরা ৮৫০ এবং ইলিশ ৭০০-২৮০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

ছাগলের মাংস শুক্রবারে শুরুর দিকে ১০০০ টাকায় বিক্রি হলেও বেচা কেনা কম হওয়ায় ৯০০ টাকায় বিক্রি হয়েছে। গরুর মাংস সর্বদা ৭৫০ টাকায় অপরিবর্তিত।

মাছ বিক্রেতা নাহিদ বলেন, আমদানি কম হওয়ার কারণে মাছের দাম গত সপ্তাহের তুলনায় একটু বেশি।

সবজি বিক্রেতা হাফিজুর রহমান বলেন, গত কয়েক সপ্তাহ সবজির দাম প্রায় একই রকম আছে, আমদানি কম হওয়ার কারণে দাম একটু ওঠানামা করছে। অতিরিক্ত বৃষ্টি এই আমদানি কমের মূল কারণ।

সবজি বিক্রেতা মোঃ মহির উদ্দিন বলেন, গত সপ্তাহের তুলনায় এ সাপ্তাহে শুধু কাচা মরিচের দাম কমেছে বাকি সব একই আছে। দাম বেশি থাকার কারণে ক্রেতারা বাজারে আসছেন না তাই আশানুরূপ বেচা-কেনা হচ্ছে না। সবজি বিক্রেতা মোঃ নবাব বলেন, বৃষ্টি এবং জিনিসপত্রের দাম বেশি হওয়ায় বেচা-কেনা কম। অনেক ক্ষেত্রে বৃষ্টি কারণে গ্রাম থেকে সবজি গাড়ি করে আনা যায় না।

মুরগি বিক্রেতা রিপন বলেন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সব ধরনের মুরগীর দাম ১০ টাকা করে কমেছে, তবে লেয়ার মুরগির দাম একই আছে। দাম কমলে ক্রেতা ও আমাদের উভয়েরই সুবিধা হয়। ক্রেতারা বেশি করে কিনতে পারেন।

ক্রেতারা অভিযোগ করেছেন, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের জন্য এভাবে প্রতিদিন দাম ওঠানামা খুবই কষ্টকর এবং সংসার চালানো হুমকির মুখে।

সবজি ক্রেতা কৃষ্ণ দাস সাহা বলেন, গত সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম কমলেও অন্যান্য সবজিতে ১০-২০ টাকা করে কম বেশি রয়েছে।

সবজি ক্রেতা লিজন বলেন, সবকিছুর দাম এতোই বেড়েছে যে ৫০০ টাকার বাজারে ২ দিনও চলে না। গত সপ্তাহে যে রসুন ৮০ টাকায় কিনলাম এই সপ্তাহে ১৪০ টাকা টাকায় কিনতে হচ্ছে।

সবজি ক্রেতা বুজাইফা বলেন, এখন বাজারে প্রতিদিনই দাম ওঠানাম করছে। গত সপ্তাহে যে সবজি কম দামে কিনেছি, এই সপ্তাহে তার দাম বেড়েছে। এতে আমাদের মতো সাধারণ ক্রেতাদের কষ্ট হচ্ছে।

মেহেরপুর তহ বাজারের সভাপতি হাফিজুর রহমান হাফি বলেন, বর্তমানে কাঁচামালের বাজার নিয়ন্ত্রণে, গত সপ্তাহে যে কাঁচা মরিচ ১৭০ টাকা ছিল, এই সপ্তাহে ওই কাঁচা মরিচ ৯৫ টাকা। আর অন্যান্য সবজিগুলোর মধ্যে সবগুলোর দাম মোটামুটি স্বাভাবিক। কিছু কিছু সবজি বৃষ্টির কারণে আমদানি কম হওয়ায় দাম একটু বেশি আবার কিছু সবজির দাম কম।

তিনি আরও বলেন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছু সবজির বাজার দাম তুলনামূলক কম। কাঁচামালের দাম সাধারণত আমদানি রপ্তানির উপর নির্ভর করে। আমদানি স্বাভাবিক থাকলে দাম স্বাভাবিক থাকে। বর্তমানে কিছু কাচাঁমালের আমদানি স্বাভাবিক থাকায় সেগুলোর দাম স্বাভাবিক রয়েছে আর বাকি গুলোর সামান্য অস্বাভাবিক রয়েছে।




মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন আজ

১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মেহেরপুর জেলা শাখার সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় মেহেরপুর সরকারি কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন শেষে ভোটের মাধ্যমে জেলা কমিটি গঠণ করার কথা থাকলেও সবকটি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি রয়েছে।

সভাপতি পদে জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে আখেরুজ্জামান, ওমর ফারুক লিটন ও রোমানা আহমেদ বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্র জানায়, সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। উদ্বোধন করবেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ বক্তা থাকবেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

এছাড়া অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এবং জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

সম্মেলনের সভাপতিত্ব করবেন জেলা বিএনপি’র আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। আয়োজকরা জানিয়েছেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেবেন।




দর্শনায় জামায়াতে ইসলামী’র নির্বাচনী সভা 

বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌরসভার ২নং ওয়ার্ডের আয়োজনে চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন আলহেরা ইসলামী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

দর্শনা পৌর শাখার ২নং ওয়ার্ড সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট আয়কর আইনজীবি মোঃ রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীরও চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতের জেলা টিম সদস্য মোঃ আব্দুর রউফ, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল করিম, থানা সেক্রেটারী মাহাবুবুর রহমান টুকু, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার গিফারী, থানা নায়েবে আমীর জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক থানা আমীর মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা আমীর রুহুল আমিন তার বক্তব্যে উপস্থিত নেতা কর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে এখন থেকে মাঠে ময়দানে সুপরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান, যেন কোনো ভোটারের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে বাকি না থাকে।




দশর্নায় জামায়াত ইসলামীর নিবার্চনী প্রচারনা সভা 

দশর্নায় জামায়াত ইসলামী বাংলাদেশের ৫ নং ওয়ার্ডের রিফিউজি কলনী বটতলায় নিবার্চনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরীব নিবাচর্নী সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ডের সভাপতি মনিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে নিবার্চনী সভায় উপস্থিত ছিলেন দশর্না থানা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকি।

তিনি সবার উদেশ্য বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন    কে সামনে রেখে সবাইকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জামায়াত প্রার্থী রুহুল আমীন ভাইকে পাশ করানোর জন্য কাজ করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমজাদ হোসেন, দশর্না পৌর আমির সাইকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক দবির উদ্দিন ও প্রচার সম্পাদক আহমেদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভুট্টা।




চুয়াডাঙ্গার দর্শনায় ছাত্র সমাবেশে জেলা আমীর রুহুল আমিন

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন বলেছেন, ইসলামী আন্দোলনের সফলতার মূলমন্ত্র হলো পরিশ্রম করা। আগামী নির্বাচনে নতুন প্রজন্মের প্রথম ভোট দাড়িপাল্লার পক্ষে নেয়ার জন্য গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আমাদের ছড়িয়ে পড়তে হবে।

তরুণ প্রজন্মের কাছে তাদের সমস্যা জানতে হবে এবং তাদের সমস্যা সমাধানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তাদের ভোট দাড়িপাল্লার পক্ষে আনতে হবে। আমরা যাই বলি, যাই করি প্রকৃত পক্ষে আমরা স্বপ্ন দেখি তোমাদের মতো তরুণদের নিয়ে। তোমরা আমাদের ভবিষ্যত, তোমরা আমাদের অনুপ্রেরণা। তোমাদের এগিয়ে যাওয়া, তোমাদের সফলতা আমাদের খুশির কারণ। বাংলার এই জমিন ত্রুটি মুক্ত, বৈষম্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত তোমরা করতে চাও। বাংলার জমিন অপসাংস্কৃতির ছয়লাব থেকে বাঁচানোর জন্য তোমরা সবার আগে এগিয়ে যেতে চাও। সুতরাং তোমাদের প্রত্যেকটি পদক্ষেপ আলী এবং উমরের উত্তসূরীর মতো হতে হবে। তোমাদের প্রতিটি কথা যেন মুক্তার মালার মতো হতে হবে। তোমরা এগিয়ে আসো, আমরা তোমাদের অপেক্ষায় আছি।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা-২ আসনের উদ্যোগে অনুষ্ঠিত ছাত্রসমাবেশে এ কথা বলেন।

গতকাল শুক্রবার সকাল ৯টায় দর্শনা পৌর অডিটোরিয়াম-কাম কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট আয়কর আইনজীবি মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমান এবং জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান আসাদ।

এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতের জেলা প্রশিক্ষন সম্পাদক মোঃ জিয়াউল হক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ মাহফুজুর রহমান, সাবেক জেলা সভাপতি হাফেজ মহাসিন, জামায়াতের দামুড়হুদা থানা আমীর নায়েব আলী, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল করিম, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপু, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা সরকারী কলেজ শাখার সভাপতি পাভেজ আলম, দামুড়হুদা থানা সভাপতি আল ফাহাদ সবুজ, জীবননগর থানা সভাপতি রাসেল আহমেদ, দর্শনা পৌর সভাপতি লোকমান হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন শিবিরের জেলা সেক্রেটারী হাফেজ আমিরুল ইসলাম।




মেহেরপুরে জমি বিক্রি করায় ৩০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ

মেহেরপুর সদর উপজেলার পৌর কলেজ সংলগ্ন ঝাউবাড়িয়া সড়কে জমি বিক্রির জেরে ৩০টি আমগাছ ও ৩টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ জাহাঙ্গীর হোসেন (৩২) মেহেরপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহারে বলা হয়, ১৯ আগস্ট ২০২৫ তারিখে মেহেরপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল নং-৪৯২৬/২০২৫ মূলে বাবু নামের এক ব্যক্তির জমি ডাঃ মোঃ মাহফুজ্জামানের কাছে বিক্রি হয়। এ জমি বিক্রিতে মধ্যস্থতা করেন এজাহারকারী জাহাঙ্গীর হোসেন।

এ অভিযোগে বলা হয়, জমি বিক্রির পর ২৮ আগস্ট সন্ধ্যায় শামীম, জহিরুল ইসলাম বাবু, ফজলুল হক, ডিটুসহ অজ্ঞাতনামা কয়েকজন জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গিয়ে তাকে হত্যার হুমকি দেয় এবং তার বাগানের গাছ কাটার হুমকি দেয়। পরদিন ২৯ আগস্ট সকালে জাহাঙ্গীর হোসেন তার বাগানে গিয়ে দেখেন রাতের মধ্যে তার বাগানের প্রায় ৩০টি আমগাছ ও ৩টি কলাগাছ কেটে ফেলা হয়েছে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে মেহেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন জাহাঙ্গীর হোসেন। অভিযোগ পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।