মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণের শিকার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের আবাসন প্রকল্পে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত কিশোর রাকিব হোসেন (১৬) নামের এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই শিশুটি তার বন্ধুদের সাথে খেলছিল। এসময় একই এলাকার বাবু হোসেনের ছেলে রাকিব হোসেন শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানেই সে শিশুটিকে ধর্ষণ করে।

ধর্ষণের পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসলে। তার পরনের পোশাকে রক্তের দাগ দেখে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। সেসময় পরিবারের লোকজন দ্রুত তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ঘটনার পর স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত রাকিবকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

মহেশপুর ও কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস আজ শুক্রবার সকালে জানান, স্থানীয় জনতা অভিযুক্ত রাকিবকে ধরে আমাদের সদস্যদের হাতে সোপর্দ করেছে। তবে এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা রাহাজ উদ্দিনের ইন্তেকাল

বীর মুক্তিযুদ্ধা হাজী রাহাজ উদ্দিন ইন্তেকাল করেছেন। রাষ্ট্রীয় মার্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা বাবুপাড়া নিবাসী, একতা ক্লিনিকের স্বত্বাধিকারী, বীর মুক্তিযোদ্ধা হাজী রাহাজ উদ্দিন (৮০) গতকাল বৃহস্পতিবার, ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল আলমডাঙ্গা দারুস ছালাম ঈদগাঁ মাঠে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে।

বীর মুক্তিযুদ্ধা হাজী রাহাজ উদ্দিন কুষ্টিয়া মীরপুর উপজেলার আম্বাড়িয়া ইউনিয়নের কুর্শা হাই স্কুলের সাবেক শিক্ষক ছিলেন। তিনি আলমডাঙ্গা থানাপাড়া নিবাসী মরহুম আক্কাস আলি (সাবেক ওসি আলমডাঙ্গা)-এর মেজ জামাতা ছিলেন। মরহুমের গ্রামের বাড়ি কুর্শা মিরপুর, কুষ্টিয়া। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। সম্প্রতি রোগে আক্রন্ত হলে কিছুদিন তার চিকিৎসা চলছিল। হটাৎ গতকাল অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপালে নেওয়ার চেষ্টা কালে ইন্তেকাল করেন।

গতকাল বাদ যোহর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মার্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। গার্ড অব অনারে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, ওসি দতন্ত আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা সমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

তারা বীর মুক্তিযোদ্ধা রাহাজ উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজা গার্ড অফ অনার শেষে গতকাল দুপুর ২টায় আলমডাঙ্গা দারুসসালাম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।




মেহেরপুরের পিরোজপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় যাদুখালি স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।

পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল এনামুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ৩নং ওয়ার্ড (পিরোজপুর) ও ৬নং ওয়ার্ড (কাঁঠালপোতা)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করার জন্য এই ধরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি অনলাইন ক্যাসিনো, মাদক এবং বাল্যবিবাহ থেকে দূরে থাকার জন্য যুবসমাজকে আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সচিব এরশাদ আলী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ইস্কান্দার মাহমুদ বিপ্লব, ইউপি সদস্য আসাদুল ইসলাম, রহিদুল ইসলাম, আমিরুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন, মনিরুজ্জামান রিপন। খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় ১-০ গোলে ৬নং ওয়ার্ড (কাঁঠালপোতা) জয়লাভ করে।




আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানায় কাজ করার সময় ঘটে দুর্ঘটনা, এলাকায় শোকের ছায়া। আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পচা (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গকতাল বৃহস্পতিবার ভোরে উপজেলার হাটবোয়ালিয়া আমতৈল পালপাড়ায় একটি মাটির রিং স্লাব (পাট) তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে প্রতিদিনের মতো পচা কারখানায় কাজে যোগ দেন। কাজের একপর্যায়ে টিউবওয়েলের সঙ্গে লাগানো মোটরে হাত দিলে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দৌড়ে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তিনি পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। হঠাৎ মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”




মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিনের মায়ের ইন্তেকাল

মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন ধুমকেতুর মা জাহানার বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:ম্বাস ত্যাগ করেন। তিনি গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের প্রয়াত শিক্ষক আকবর আলীর স্ত্রী। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।




আলমডাঙ্গায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক এক

আলমডাঙ্গায় ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শিয়ালমারী গ্রামের বানাতখাল মোড়ে এ অভিযান চালানো হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান, পিপিএম জানান, সকালে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হন তাঁরা।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আহম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

অভিযানে শিয়ালমারী উত্তরপাড়ার একটি চায়ের দোকানের সামনে থেকে বটিয়াপাড়া গ্রামের মৃত আহম্মদ আলী বিশ্বাসের ছেলে মো. মশিউর রহমান মন্টু (৬০)-কে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

পরে ঘটনাস্থলেই জব্দ তালিকা মূলে আলামত জব্দ করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নং-১১, তারিখ- ০৪/০৯/২০২৫) দায়ের করা হয়েছে।

ওসি মাসুদুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।”




আলমডাঙ্গা মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

আলমডাঙ্গায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে কৃষি অফিস কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলমডাঙ্গা কৃষি অফিসার রেহেনা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। তিনি বলেন, ‍‍”মানব দেহে পুষ্টি সাধনে ডালের গুরুত্ব অপরিসীম।মাসকলাই দেহের প্রোটিন ও ফ্যাটের চাহিদা মেটাতে সাহায্য করে। তাই আমাদের জনবহুল দেশে মাসকলাই সহ অনান্য ডালের চাষে কৃষকদের উৎসাহিত করতে আমাদের এই প্রয়াস।”

এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রানী সম্পদ কর্মকর্তা জেড এম মাহমুদউল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা,মাকসুরা জান্নাত,ইনেস্ট্রাক্টর জামাল হোসেন , যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন আলী,তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস,উপ-সহকারি কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমান, আহসানুল হক শাহীন প্রমুখ।




গাংনীতে আগাছানাশক দিয়ে ধানের ক্ষেত বিনষ্ট

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামের মাঠে আগাছানাশক ছিটিয়ে ২৭ কাঠা জমির ধান বিনষ্ট করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আলাল উদ্দীন নামের এক কৃষকের জমিতে আগাছানাশক স্প্রে করে।

পুরো জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ওই কৃষক।

জানা গেছে, শিমুলতলা গ্রামের আলাল উদ্দীন সহড়াবাড়ীয়া গ্রামের মাঠে নিজ জমিতে ধান আবাদ করেছিলেন। তিন দিন আগে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে ধানের ক্ষেতে আগাছানাশক স্প্রে করে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আগাছানাশকের প্রতিক্রিয়ায় ধান গাছ শুকিয়ে মারা যেতে শুরু করে।

এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী কৃষক।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




মেহেরপুরে মাদক মামলায় ২ আসামির জেল-জরিমানা

মেহেরপুরে মাদক রাখার অপরাধে মোঃ জনিরুল ইসলাম ওরফে জনি ও মোঃ শাহাবুদ্দিন শেখকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার গোভিপুর থেকে হরিরামপুর এলাকায় অভিযান চালান। এ সময় আসামি মোঃ জনিরুল ইসলাম ওরফে জনি ও মোঃ শাহাবুদ্দিন শেখকে গোভিপুর-হরিরামপুর সড়কের কালভার্টের কাছ থেকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ১নং আসামি জনির জিন্সের ডান পকেট থেকে ৩ গ্রাম এবং ২নং আসামি শাহাবুদ্দিনের লুঙ্গির ডান পাশের কোচর থেকে ২ গ্রাম মোট ৫ গ্রাম হেরোইন তারা নিজেরাই বের করে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নথি ও সাক্ষ্য পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।




মেহেরপুরে সংঘর্ষের মামলায় ৮ আসামির জেল-জরিমানা

সংঘর্ষের মামলায় মেহেরপুরের ৮ আসামিরকে জেলা-জরিমানা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী এ আদেশ দেন।

মামলার প্রধান আসামি মোঃ সেন্টু মিয়াকে ২ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অন্য আসামি শুকুর আলী, রইস উদ্দিন, মোঃ বাবলু মিয়া, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আতিয়ার রহমান, মোঃ মজিবর রহমান ও মোঃ তোজাম্মেল হক প্রত্যেককে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে আসামি মোঃ আনারুল ইসলামকে খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২০ এপ্রিল সকালে গাংনীর কল্যাণপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীর বাড়িতে আসামিরা হামলা চালায়। এ সময় কাঠের বাটাম, লোহার রড, বাঁশের লাঠি, দা ও হাসুয়া দিয়ে একাধিক ব্যক্তিকে আঘাত করে গুরুতর জখম করে।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার নথি ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে উপরোক্ত রায় দেন। রায় ঘোষনার পরে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।