মহেশপুর সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ৬ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশী ৬ নাগরিক বিজিবি’র হাতে আটক হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) আনুমানিক সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মো. লাবু মিয়ার মেহগনি বাগান থেকে হাবিলদার মো. জিনারুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ২ জন পুরুষ, ১ নারী এবং ৩ শিশুসহ মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত পুরুষরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার মো. ওসমান গণির ছেলে মো. আলমগীর হোসেন (৩৫) এবং ঢাকা জেলার উত্তর খান থানার চানপাড়ার গোকুল মন্ডলের ছেলে পরিমলচন্দ্র মন্ডল (৫২)।




ঝিনাইদহে অবৈধ মজুদকৃত সার কৃষকদের মাঝে বিক্রয়

ঝিনাইদহে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০৬ বস্তা অবৈধ মজুদকৃত রাসায়নিক সার কৃষকদের মাঝে সরকারী মূল্যে বিক্রয়ের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত সোমবার বিকালে এই সার জব্দ করা হয়েছে।

অভিযানে অবৈধ মজুদকারী বিসিআইসি সারের সাব ডিলার নুর জালাল প্রধানকে ভ্রাম্যমাণ আদালতে নগদ ১ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।

গত রবিবার সকাল থেকে বৈধ কৃষকদের মাঝে এই সার বিক্রয় করা হয়। গতকাল সোমবার বিকালে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামসহ আশপাশের এলাকায় রাসায়নিক সারের অবৈধ মজুদের সন্ধানে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা, সদর কৃষি কর্মকর্তা নূর নবী, অন্যান্য কৃষি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিতে এই সার জব্দ করা হয়।

জানা গেছে, নুর জালাল প্রধান হলিধানী বাজারের মেসার্স মতিন টেডার্সের সত্ত্বাধিকারী ও বিসিআইসি’র সাব ডিলার। তিনি দীর্ঘদিন ইউনিয়নের মূল ডিলারের কাছ থেকে তার বরাদ্দের সার উত্তোলন করলেও কৃষকদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি না করে বিভিন্ন জায়গায় মজুদ করে অবৈধভাবে বেশিদামে কালো বাজারে বিক্রি করে আসছিলেন এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে অভিযান চালানো হয়।

অভিযানে তার গোডাউন থেকে ৪৩ বস্তা টিএসপি ও ৪৬৩ বস্তা ডিওপি সার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হোসনে আরা ২০১৮ সালের কৃষি বিপণন আইনের ১৯ এর দ ধারায় কৃত্রিম সার সংকট সৃষ্টির দায়ে নুর জালাল প্রধানকে নগদ ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করেন।

ইউএনও হোসনে আরা বলেন, জব্দকৃত সারসমূহ উপ-সহকারী কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে হলিধানী ইউনিয়ন ও তার পার্শ্ববর্তী সাগান্না এলাকার প্রকৃত কৃষকদের নিকট সরকারি মূল্যে বিক্রয় করা হবে। সেই আদেশ বলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মঙ্গলবার সারাদিন এই সার কৃষকদের মাঝে বিক্রয় করা হয়েছে। এ ধরনের কার্যক্রমে কোন ডিলার জড়িত হলে তার ডিলারশিপ বাতিল করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।




মেহেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ

মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৬০০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।

এ সময় প্রতিটি কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার সাহাদুল ইসলাম এবং অতিরিক্ত কৃষি অফিসার রাজিবুল হাসান।

আয়োজকরা জানান, প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধি করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।




এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩ টাকা

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। গত মাসে দাম ছিল এক হাজার ২৭৩ টাকা। ১২ কেজিতে দাম কমেছে ৩ টাকা।

পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারে ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করেন। সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।

বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০৫ টাকা ৮৭ পয়সা।

এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। সরকারি কম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।

সূত্র: কালের কণ্ঠ




গাংনীতে কৃষকদের বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ

মেহেরপুরের গাংনীতে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার সময় কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন।

গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১ হাজার কৃষককে এ প্রণোদনা দেওয়া হবে।

প্রতি কৃষক পাবেন ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার।

বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোতালেব আলী এবং উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক।




গাংনী থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পদে চারজনকে যোগদানের আদেশ!

মেহেরপুরের গাংনী থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য দুটি পদে অধিদপ্তর থেকে চারজনকে যোগদান করায় সৃষ্টি হয়েছে নানা জটিলতা।

বর্তমানে চারজন শিক্ষকই প্রতিযোগী হয়ে ক্লাস নিচ্ছেন বিদ্যালয়টিতে। কেউ বলছেন অনলাইনে আবেদন করে যোগদানপত্র পেয়েছেন আবার কেউ বলছেন সরাসরি অফলাইনে যোগাযোগ করে আদেশপত্র নিয়েছেন। চার শিক্ষকই হয়ে উঠেছেন বিদ্যালয়ে একে অপরের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী।

যোগদানকৃত শিক্ষকরা সকলেই বৈধতা দাবি করলেও বিদ্যালয়ে দুটি শূন্য পদে যোগদান করবেন মাত্র দুইজন শিক্ষক।

এমন পরিস্থিতিতে বিদ্যালয়টিতে একদিকে যেমন লেখাপড়া বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে বদলির জটিলতায় বিপাকে পড়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। দাপ্তরিক আদেশে তিনি সকলেরই যোগদানপত্র নিয়েছেন। তবে প্রতিযোগিতায় চারজনই থাকতে চান একই বিদ্যালয়ে। তবে কর্তৃপক্ষ বলছেন, প্রথমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই সঠিক পন্থায় যোগদান করেছেন, বাকিরা যারা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছেন তাদের নিয়ে বিতর্ক রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গাংনী থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা খাতুন অবসরে যান গত ১৫ নভেম্বর ২০২৪ এবং ফেরদৌসী আরা অবসরে যান ২ জানুয়ারি ২০২৫ তারিখে। অবসরজনিত কারণে শূন্য দুটি পদে যোগদান করতে অনলাইনে আবেদন করেন আকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমাইয়া নাসরিন, ষানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিউলি খাতুন, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিলুফা ইয়াসমিন, বড়গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিউলি খাতুনসহ মোট ৩১ জন শিক্ষক-শিক্ষিকা। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমাইয়া নাসরিন (স্বারক নং-১২০(২১) ও শিউলি খাতুনকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি আদেশে গাংনী থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন এবং সেখানে যোগদানের নির্দেশ দেন। সে মোতাবেক সুমাইয়া নাসরিন ১৬-০২-২০২৫ তারিখে গাংনী থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ০১ নম্বর শূন্য পদে যোগদান করেন। অপর একটি আদেশে শিউলি খাতুন যোগদান করলেও তথ্য গোপনের অভিযোগে শিউলি খাতুনকে স্থগিত করা হয়।

ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিলুফা ইয়াসমিন প্রথমে অনলাইনে আবেদন করেন। পরে তার বদলির আদেশ না পেয়ে তিনি অফলাইনে সংশ্লিষ্ট দপ্তরের কতিপয় কর্মকর্তাকে আর্থিক সুবিধা দিয়ে যোগদানপত্র নিয়ে আসেন। অপর শিক্ষিকা শিউলি খাতুনকেও দেওয়া হয় উক্ত পদে নিয়োগ। তবে একে একে চার শিক্ষিকাকে যোগদানপত্র দেওয়া হয়েছে। এতে মহা বিপাকে পড়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বদলি হয়ে আসা আকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমাইয়া নাসরিন জানান, আমি অনলাইনে আবেদনের মাধ্যমে নিয়মনীতি ও সকল শর্ত পূরণ সাপেক্ষে গাংনী থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছি। কিন্তু অজানা এক ক্ষমতার বলে আমাকে আগের স্থলে যেতে বলা হচ্ছে। আমি যেহেতু সর্বপ্রথম এখানে অনলাইনে যোগদান করেছি, সেহেতু আমি এখানেই থাকতে চাই। আমাকে এখান থেকে সরানোর জন্য জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা চাপ সৃষ্টি করছেন। শুধু তাই নয়, আমার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরকে ভুল তথ্য সরবরাহ করেছেন।

ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিলুফা ইয়াসমিন বলেন, আমি গাংনী থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি যোগদান করতে প্রথমে অনলাইনে আবেদন করি। সে আবেদন ত্রুটির কারণে বাতিল হয়ে যায়। পরে অফলাইনে (সরাসরি) যোগাযোগের মাধ্যমে আদেশ নিয়ে আসি। অফলাইনে যোগাযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার একটি মাধ্যম আছে, যা বলা যাবে না, বুঝে নিতে হবে?

সদ্য বদলি হয়ে আসা শিক্ষিকা শিউলি খাতুন বলেন, আমি ষানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছর চাকরি করেছি। বয়স ও দূরত্বের বিষয়টি বিবেচনা করে আমাকে অধিদপ্তর থেকে গাংনী থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের আদেশ দিয়েছেন। এখানে যোগদানপত্র দিয়ে যোগদান করেছি। এখন শুনছি এখানে চারজনকে একই পদে বদলি করা হয়েছে। তবে এটি উপজেলা ও জেলা কর্মকর্তাদের ভুলের কারণে এমন বিড়ম্বনা হয়েছে বলেও জানান ওই শিক্ষিকারা।

শিক্ষিকারা জানান, অধিদপ্তর যোগদান করাচ্ছেন ঠিকই, কিন্তু পদ শূন্য করে রাখা হয়েছে। যার ফলে একাধিক পদে সংযুক্ত করা হয়েছে। তবে জেলা শিক্ষা অফিসারের অতি চতুরতার কারণেও মেহেরপুরের বিভিন্ন স্কুলে এমন ঘটনা ঘটে বলেও অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে।

গাংনী থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান কাজল বলেন, ২০২৪ ও ২০২৫ সালে দুটি শিক্ষকের পদ শূন্য হয়। বিষয়টি জেলা শিক্ষা অফিসারকে জানালে কয়েকদিন পর শাম্মিয়ারা দিপ্তিকে ডেপুটেশনে দেন। কয়েকদিন পর অনলাইনের আবেদনের ভিত্তিতে ১৬-০২-২০২৫ তারিখে যোগদান করেন সুমাইয়া নাসরিন। তিনি প্রতিদিনই স্কুল করছেন। তার কিছুদিন পর লিলুফা ম্যাডাম অধিদপ্তর থেকে ডেপুটেশনে আসেন। পরে তিনি অফলাইনে যোগাযোগ করে বদলির আদেশ নিয়ে আসেন। এভাবে মোট চারজনকে অধিদপ্তর এখানে যোগদানের নির্দেশ দিয়েছেন। তবে এদের মধ্যে একজন জেলা ট্রান্সফার্ড আছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনকে জানতে চাইলে বিষয়টি কিছুই জানেন না বলে এড়িয়ে যান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, এটা দাপ্তরিক বিষয়। এখানে মন্তব্য করার কিছু নেই।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ সামসুদ্দিন বলেন, অনলাইনে যিনি আগে আদেশ পেয়েছেন, তিনিই বৈধ। সরাসরি বা অফলাইনে বদলির কোনো সুযোগ নেই।




বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হলেন জাকির হোসেন

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠণ করা হয়েছে। কমিটিতে মেহেরপুর-১ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রাথী ও শিক্ষক নেতা জাকির হোসেনকে সদস্য করা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহবায়ক প্রফেসর ডা. জেড এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিদ্যামান আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

আগামী ৯০ দিনের মধ্যে এ পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য ইসমাইল জবিউল্লাহকে আহবায়ক করে ১১ সদস্যর কমিটি গঠণ করা হয়েছে।

বাকি সদস্যরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, কাদের গণী চৌধুরী, ইঞ্জি. শাহরিন ইসলাম তুহিন, ডা. জহিরুল ইসলাম শাকিল, প্রফেসর আব্দুস সালাম, প্রফেসর মোস্তাফিজ, জাকির হোসেন, রফিকুল ইসলাম, মোকসেদুল মোমেনিন মিথুন।




আলমডাঙ্গায় ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

আলমডাঙ্গায় পনেরো পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) পবিত্র মন্ডল, বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্র, আলমাডাঙ্গা থানা ও সংগীয় ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হন।

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১০টা ১৫ মিনিটে নান্দবার মাঠপাড়া গ্রামের জনৈক মৃগেল সাহার ফাঁকা জমির সামনে ইটের সলিং রাস্তা থেকে মোঃ ফজলুল হকের ছেলে মোঃ নাজমুল হক (৩৯) কে পনেরো পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার আলমডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।




দামুড়হুদায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

২০২৫-২৬ ইং অর্থ বছরে খরিপ-২ মৌসুমে দামুড়হুদা উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে মাষকলাই চাষ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১ টার সময় দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বীজ ও সার বিতরণ করা হয়।

এবার উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১১০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি মাষকলাই (বারি-৩ জাত) বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, ইউনিয়ন ব্লক সুপার ভাইজারসহ সুবিধা ভোগী প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক – কৃষাণীবৃন্দ।




দর্শনা পৌর বিএনপি’র সম্বনয়ক ইয়াবাসহ আটকের ৪ ঘন্টা পর মুক্ত

চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র নেতৃত্বে অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দর্শনা পৌর বিএনপি’র সম্বনয়ককে আটক করছে।

জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র নেতৃত্বে দর্শনা ক্যাম্পের বিজিবি অভিযান চালায় দর্শনা পুরাতন বাজার টুকু মিয়ার ‘স’ মিলের সামনের দর্শনা-মুজিবনগর সড়কের পাকা রাস্তার উপর।

এ সময় দশর্না মুজিবনগর সড়কের উপর থেকে তাকে আটক করে। পরে তার মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য লোকজন তার এ আটকের ঘটানাটি ষড়যন্ত্রমুলোক বলে তাঁকে ছেড়ে দিতে বিজিবি’র কাছে আবেদন করলে ৪ ঘন্টা ধরে বিজিবি ব্যাপক তদন্ত শেষে তাকে ছেড়ে দেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসান জানান, দশর্নার স্থানীয় নেত্রীবৃন্দ বিষয়টি ষড়যন্ত্রমুলোক ভাবে, কে বা কাহারা ফাঁসাতে এমনটি করেছে বলে জানান। এরপরও ব্যাপক তদন্ত শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

দশর্না থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে বিজিবি একটি লেখা নিয়ে এসে তদন্তের সার্থে আবার বিজিবি ক্যাম্পে চলে যায়। এছাড়া আর কিছুই জানি না। রামনগর গ্রামের লোকজন জানান, রেজাউল ইসলাম এর বিরুদ্ধে ইতোপুর্বে এ ধরনের কোনো অভিযোগ আমরা পায়নি।