আলমডাঙ্গায় সার বিতরণ নীতিমালা বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সভা

আলমডাঙ্গা উপজেলা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি তবারক হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।

স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। তিনি বলেন, সরকারের নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে একজন ব্যক্তির নামে একাধিক সার ডিলারশিপ রাখা যাবে না। কোনো ডিলার মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা সন্তান ডিলারশিপের মালিক হবেন। এছাড়া আলমডাঙ্গা উপজেলায় প্রায় ১০-১২ জন নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে, যা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সম্পন্ন হবে।

সভায় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. তবারক হোসেন, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, ইইপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওটু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো. শফিউল আলম বকুল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইকুম ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন সার ডিলার হাজী রফিকুল ইসলাম, হাজী হারুনার রশিদ, হাজী আব্দুল বারী, হাজী জনিরুদ্দিন, মো. আসিফ আস নূর (মেসার্স নূর মোহাম্মদ ট্রেডার্স), মো. দেলোয়ার হোসেন, শেখ আব্দুল জব্বার, সাইদ হাসান, বেলগাছি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মেহেরাজ আলী, মো. ফরিদ হোসেন, দিলিপ কুমার আগরালা, মো. আমিনুল হক, উত্তরা ট্রেডার্সের পক্ষ থেকে অসিত কুমার এবং মীর অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে ডা. আদনীন নাহার মীম প্রমুখ।

আলমডাঙ্গা উপজেলা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সার ডিলারশিপে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।




দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও তিথি মিত্রকে বিদায় সংবর্ধনা

দামুড়হুদা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র আইসিটি মন্ত্রণালয়ে উপপরিচালক হিসেবে যোগদান করবেন।

বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোজাম্মেল শিশির, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য হাবিবুর রহমান হবি, তাসীর আহমেদ, শেখ হাতেম, জহুরুল ইসলামসহ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।

বিদায় সংবর্ধনায় বক্তারা ইউএনও তিথি মিত্রের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে বলেন, তিনি ছিলেন সৎ, দক্ষ, যোগ্য ও সাংবাদিকবান্ধব একজন নির্বাহী কর্মকর্তা। দাপ্তরিক কাজে আন্তরিকতা, স্বচ্ছতা ও মানুষের কল্যাণে তার নিবেদন তাকে সবার কাছে শ্রদ্ধার স্থানে পৌঁছে দিয়েছে। স্বল্প সময়ে তিনি উপজেলার উন্নয়ন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থল ঢাকার আইসিটি অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিথি মিত্র সুযোগ হলে দামুড়হুদা উপজেলার উন্নয়ন ও কল্যাণে সহযোগিতা করে যাবেন।

শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।




বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাংনীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

গাংনীতে রাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে রাইপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম।

\প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, ইমন হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোনাজাত পরিচালনা করেন হাসানুজ্জামান সিদ্দিকী এবং রাইপুর জামে মসজিদের ইমাম ও সাইফুল ইসলাম। এ সময় নেতাকর্মীরা দুই হাত তুলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।




মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

জেলা প্রশাসন এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কর্মরত সহযোগী সংস্থাগুলোর আয়োজনে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় “বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫” পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিডিপি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবাহ নির্বাহী পরিচালক মঈন-উল-আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশাদুল ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মেহেরপুর। সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিনিধিত্বকারী সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মউকের উন্নয়ন কর্মী মুরাদ হোসেন, পল্লী জনউন্নয়ন কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া, আরভির নির্বাহী পরিচালক জনাব আনারুল ইসলাম, পলাশিপাড়া সমাজকল্যাণ সমিতির পরিচালক মোঃ কামরুজ্জামান, সিডিপির পরিচালক জন প্রভঞ্জন এবং সুফিয়া খাতুনসহ আরও অনেকে।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিডিপি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন সংস্থার প্রধান, কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।




মুজিবনগরে জামায়াত প্রার্থী তাজউদ্দিন খানের গণসংযোগ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের পরানপুর গ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন মেহেরপুর-১ আসন (মেহেরপুর সদর, মুজিবনগর) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাজউদ্দিন খান।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাজউদ্দিন খান পরানপুর গ্রামে পৌঁছালে স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকে স্বাগত জানায়। এ সময় তিনি গ্রামজুড়ে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতি-সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দেশ গঠনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ শেষে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় মহাজনপুর ইউনিয়ন আমির আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের কল্যাণে, ন্যায় ও নীতির ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আমরা উন্নত ও সুশাসনভিত্তিক সমাজ গড়তে সক্ষম হবো।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী বায়তুল মাল সেক্রেটারি জারজিস হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা,

সেক্রেটারি জাব্বারুল ইসলাম,‌ মুজিবনগর উপজেলা আমির খানজাহান আলী, সেক্রেটারি খাইরুল বাশার, মুজিবনগর উপজেলা নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম, উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মোশাররফ হোসেন, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি আমির হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি ফজলুল হক গাজী এছাড়াও জামায়াতে ইসলামী নেতাকর্মী এবং পরানপুর গ্রামের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ছাত্রদলের আয়োজনে কেদারগঞ্জ বাজারের রামনগর মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাজন, দপ্তর সম্পাদক লিজন আলী, মিরপুর ছাত্রদলের সভাপতি তৌফিক এলাহী, মুজিবনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আফিরুল ইসলাম,

এছাড়া মুজিবনগর উপজেলা ছাত্রদল, মেহেরপুর কলেজ ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।




১০ বছর আগে হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

দীর্ঘ ১০ বছর আগে চা খাবার কথা বলে নিজ বাড়ী থেকে বের হয়ে আজও বাড়িতে ফিরে আসেনি ফিরোজ মিয়া নামের এক বৃদ্ধ। ফিরোজ মিয়া বিগত ২০১৫ সালের ১৯ অক্টোবর মাগুরা সদর উপজেলার রায়গ্রাম তার নিজ বাড়ী থেকে চা খাবার কথা বলে বের হয়ে আজও বাড়ীতে ফেরেনি।

তার ছেলে নাহিদুজ্জামান ঐ বছরের ৪ নভেম্বর মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নম্বর-১৯৫। তার পরও তার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। হারিয়ে যাবার সময় ফিরোজ মিয়া’র বয়স ছিলো ৬৬ বছর। দীর্ঘ ১০ বছর আগে চা খাবার কথা বলে নিজ বাড়ী থেকে বের হয়ে হারিয়ে যাওয়া বাবাকে ঝিনাইদহে খুঁজে বেড়াচ্ছে ছেলে নাহিদুজ্জামান।

বর্তমানে ফিরোজ মিয়া’র বয়স প্রায় ৭৬ বছর হবে। ছোটবেলার স্মৃতি মনে করে দীর্ঘ ১০ বছর পর নাহিদুজ্জামান তাঁর বাবাকে খুঁজতে ঝিনাইদহ জেলা শহরে এসেছে।

নাহিদুজ্জামান এর সাথে কথা বলে জানা যায়, বিগত ২০১৫ সালের ১৯ অক্টোবর তাঁর বাবা চা খাবার কথা বলে নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। সে সময়ই নিকটতম আত্মিয়-স্বজনের বাড়িসহ অনেক জায়গাতে খোঁজাখুঁজি করেও তার বাবার কোন সন্ধান পায়নি। আমার মা মনোয়ারা বেগম, বোন পপি খাতুন, আমি ও আমার ভাই রোকনুজ্জামান রকি বাবাকে না পেয়ে মানবেতর এবং উৎকন্ঠার মধ্যদিয়ে দিনযাপন করে আসছি। এমনকি আমরা পরিবারের সকলেই আমার বাবাকে না পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছি।

নাহিদুজ্জামান জানায়, তাঁর বাবা হারিয়ে যাওয়ার সময় গায়ে সাদা রঙ্গের গেঞ্জি ও পড়নে সবুজ রঙ্গের লুঙ্গী পরিহিত ছিলো। তার বাবার গায়ের রং ফসাঁ, মুখে ছোট ছোট চাপ দাঁড়ি ছিলো। শরীরের স্বাস্থ্য হালকা পাতলা ,উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, ডান ও বাম পায়ে দূর্ঘটনার দাগ আছে।

তিনি আরও জানান, আমার বাবা ফিরোজ মিয়াকে ফিরে পাওয়ার আশায় এখন ঝিনাইদহ জেলা শহর এলাকায় খোঁজাখুঁজি করছি। আমাদের ধারণা ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল, ঢাকা, ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকাতে থাকতে পারে আমার বাবা। এছাড়াও আমি আমার বাবাকে দেশের বিভিন্ন জেলাতে আজ দশ বছর ধরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে আসি।

যাতে আমি আমার বাবাকে ফিরে পেতে পারি এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বর্তমানে আমার বাবা বেঁচে আছে কিনা সেটাও আমরা জানিনা, যদি বেঁচে থাকে তাহলে আমরা আমার বাবাকে ফিরে পেতে পারি সেই কামনায় করি মহান আল্লাহর কাছে। যদি আমার বাবাকে কেউ দেখে থাকেন বা পেয়ে থাকেন তাহলে আমার ০১৮৬৭-৮৩২৩৯৩ নাম্বার মোবাইলে যোগাযোগ করার অনুরোধ করছি। অথবা আপনার নিকটতম থানা পুলিশকে অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।




ঝিনাইদহে পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১০ দিনের কর্মবিরতি শুরু করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলা কার্যালয়সহ বিভিন্ন উপজেলায় কর্মবিরতি দিয়ে অবস্থান নেয় পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীররা। আন্দোলনকারীরা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়ে অবস্থান নেন।

সেসময় পরিবার কল্যাণ সহকারী রেহেনা পারভীন, কেয়া রানী প্রামানিক, পরিদর্শক জিয়াউর রহমান, পরিদর্শিকা অর্চনা রানী বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, পরিবারকল্যাণ কর্মীরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না।

তাই দ্রুত নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়ন করার দাবী জানান তারা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।




ঝিনাইদহে আদিবাসী যুবককে কুপিয়ে জখম

ঝিনাইদহে অতর্কিত ভাবে হামলা করে কুপিয়ে জখম করেছে সুফল বিশ্বাস(৩৫) নামের এক আদিবাসী যুবককে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার হরিপুর গ্রামের হুমোদরপুর বিলে এ ঘটনা ঘটায় দুবৃর্ত্তরা। আহত সুফল বিশ্বাস সদর উপজেলার মাধবপুর গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে।

সুফলের বাবা বিষ্ণু বিশ্বাস বলেন, গতকাল বিকেলে আমার ছেলে সুফল মাছ ধরতে পার্শ্ববর্তী হুমোদর বিলে যায়। সেসময় হরিপুর গ্রামের আজিবরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সদর থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফন্ট্রের নেতৃবৃন্দ।




লটারিতে মেহেরপুরের ৩ থানায় নতুন ওসি

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। মেহেরপুরের তিন থানায়ও নতুন ওসি পদায়ন করা হয়েছে। এর মধ্যে সদর থানায় হুমায়ন কবির, গাংনী থানায় উত্তম কুমার দাস এবং মুজিবনগর থানায় জাহিদুল ইসলামকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।