খাদ্য মন্ত্রণালয়ের রেকর্ড পরিমাণ ধান ও চাল সংগ্রহ

খাদ্য মন্ত্রণালয়ের ‘বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ এর অধীনে’ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ।

কর্মসূচিতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি।

এ ছাড়া সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন যা লক্ষ্যমাত্রা ১৪ লাখ মেট্রিক টনের তুলনায় বেশি।
সরকার এবার আতপ চাল সংগ্রহ করেছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন যা লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টনের তুলনায় বেশি। কর্মসূচিটি গত ১৫ আগস্ট শেষ হয়েছে।

মন্ত্রণালয় এবার ধান ৩৬ টাকা কেজি দরে এবং চাল ৪৯ টাকা কেজি দরে কিনেছে।

 

সূত্র: কালের কন্ঠ




বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা

মেহেরপুর জেলা রোভার স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজকে সভাপতি, মেহেরপুর সরকারি কলেজের আরএসএল মোঃ আলমগীর হোসেনকে সম্পাদক এবং মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীরকে কমিশনার করে ২৯ সদস্য বিশিষ্ট জেলা রোভার কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরীফ উদ্দিন (এল.টি) এবং রোভার অঞ্চলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. তৌফিক আহমেদ (এল.টি)। এছাড়া উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রোভার এডহক কমিটির সদস্য সচিব এ কে এম আশিকুজ্জামান।

মেহেরপুর জেলা রোভার এর সাবেক সম্পাদক অধ্যাপক ফররুখ আহমেদের সঞ্চালনায় এছাড়াও এসময় রোভারের রেজিস্ট্রেশন নবায়নকৃত বিভিন্ন কলেজ ও মুক্তদলের সভাপতি এবং প্রতিটি দলের আরএসএলগণ কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করেন।




ঝিনাইদহের সাবেক সাংসদ শফিকুল ইসলাম অপুর ২ দিনের রিমান্ড মঞ্জুর

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুলই সলাম অপুকে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলায় ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে সনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদা আমলী আদালতে হাজির করা হলে বিচারক ওয়াজিদুর রহমান দুই দিনের এ রিমান্ড মঞ্জুর করেন।

সদর থানা সুত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরবর্তিতে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঢাকা থেকে শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহে নিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞাসা বাদেও জন্য ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্টে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে ছিলাম। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেএবং থানা হেফাজতে রেখে জিজ্ঞাসা বাদের নির্দেশ দেন।

উল্লেখ, সফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়। পওে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী অপুকে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়।




কোটচাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন

অভয়াশ্রম গড়ে তুলি”দেশি মাছে দেশ ভরি”এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ সোমবার সকালে বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে বলুহর বাওড়ে গিয়ে মাছের পোনা অবমুক্ত করেন পরে হ্যাচারি কমপ্লেক্সের ট্রেনিং সেন্টারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক,জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তাজুল ইসলাম, মৎস্য হ্যাচারি কমপ্লেক্সের প্রশিক্ষক কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বীন ইসলাম,কৃষি অফিসার জাহিদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, জনস্বাস্থ প্রকৌশলী জিল্লুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন খান, সাধারণ সম্পাদ আব্দুল্লাহ বাশার, বৈষম্য ছাত্র আন্দোলনের হৃদয় আহসান, সাংবাদিক আবুল হাসান, রোকনুজ্জামান প্রমুখ।

সে সময় স্হানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি উদ্যোক্তা প্রতিষ্ঠানের ৩ জন কে ক্রেস্ট দেওয়া হয় ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য কর্মকর্তা তানিয়া সুলতানা।

এ সময় মৎস্য চাষী, বাওড় ইজারাদার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।

আজ সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সদর উপজেলা মৎস কর্মকর্তা গোলাম সরোয়ারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তুললে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীববৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশি মাছে ভরবে দেশের বাজার। তাই সকলকে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে জেলার ৪ জন শ্রেষ্ঠ মৎস্য চাষী ও খামারিকে সম্মননা প্রদাণ করা হয়।




ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

“সবুজ পৃথিবী গড়ার দায়িত্ব আমাদের সবার” -এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া কনেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গাছের চারা বিতরণ করেন ইত্যাদির সাড়া জাগানো পরিবেশবিদ জহির রায়হান। সেসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক হায়দার আলী, আলমগীর হোসেন, ইসমত আরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জহির রায়হান বলেন, “প্রতিদিন আমরা যেমন নিঃশ্বাস নেই, তেমনি প্রতিদিনই পৃথিবীকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। গাছ লাগানো তার সবচেয়ে সহজ উপায়। শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করতেই এ গাছের বিতরণ করা হচ্ছে।
পরে বিদ্যালয়ের ১’শ ১৪ জন শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।




টস জিতেও খেলার সুযোগ পেলেন না সাকিবরা

একাদশে ছিলেন সাকিব আল হাসান। টসও জিতেছিলেন দলের অধিনায়ক ইমাদ ওয়াসিম। তবে শেষ পর্যন্ত মাঠেই নামা হয়নি তাদের। কেননা, বৃষটির কারণে একটি বলও যে গড়ায়নি।

ভেজা মাঠের কারণে সেন্ট লুসিয়া কিংস ও অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের মধ্যকার ম্যাচটির টস হয় দেড় ঘণ্টা পর। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম।

এ ম্যাচেও সাকিবকে নিয়ে একাদশ সাজিয়েছিল অ্যান্টিগা। তবে শেষ পর্যন্ত মাঠেই নামতে পারেনি কোনো দল। জয় হয়েছে বৃষ্টির।

ম্যাচের দিন সকালে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় দুই দলকেই অপেক্ষায় থাকতে হয়েছিল। টসের ঠিক পরই আবার বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টি থেমে গেলেও ম্যাচ আয়োজন করা আর সম্ভব হয়নি। বেশ কয়েক দফা মাঠ পরিদর্শন করলেও আম্পায়াররা সুখবর দিতে পারেননি। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।
প্রথম দুই ম্যাচে ব্যর্থ সাকিব আজ দলের হয়ে জ্বলে উঠতে চাইতেন। তবে বৃষ্টির কারণে তার খেলা উপভোগ করতে পারল না ভক্তরা।

এবারের সিপিএলে তিন ম্যাচের একটিতেই জয় পেয়েছে অ্যান্টিগা। অন্যদিকে আজকের ম্যাচ দিয়েই পয়েন্টের খাতা খুলেছে সেন্ট লুসিয়া। এটাই ছিল দলটির প্রথম ম্যাচ।

সেন্ট লুসিয়া কিংসের অধিনায়ক ডেভিড উইসে টসের সময় বলছিলেন, ‘খুব উদগ্রীব হয়ে আছি। অনেক বড় দায়িত্ব নিতে হচ্ছে। ফ্যাফ (ডু প্লেসিস) একটি দারুণ ভিত্তি গড়ে দিয়েছে। আর আমি আশা করি সেই সাফল্যকে ধরে রাখতে পারব। আমি জানি শিরোপা জেতা কঠিন এবং সেটা ধরে রাখা আরও কঠিন। আমরা একেকটা ম্যাচ ধরে এগোতে চাই।’

অন্যদিকে অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম বলেন, ‘অনেক বৃষ্টি হয়েছে। তাই উইকেট থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চাই। আমরা শুধু চাই গতকালের মতো খেলতে। ১৩০ বা ১৪০ রানও আমরা মেনে নেব। টানা ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমরা তাদের আন্ডার-পার স্কোরে আটকে রাখতে পারব’।




পাবনা ভাঙ্গুড়ায় গাড়িচাপায় ২ নারীর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহত দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তাদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জান গেছে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ভোরে সড়কের পাশে তাদের লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




মুজিবনগরে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগরে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা মৎস্য উদযাপন কমিটির আয়োজনে এ মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে দুইজন সফল মৎস্য চাষীকে পুরস্কার দেওয়া হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারেক আজিজের সভাপতিত্বে এবং মুজিবনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম এবং মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক।

এর আগে একটি মৎস্য র‍্যালি শেষে মুজিবনগর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।




নাইজেরিয়ায় নৌকা ডুবে নিখোঁজ ৪০, চলছে উদ্ধার অভিযান

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো প্রদেশে নৌকা ডুবে ৪০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ হয়েছে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) স্থানীয় সময় গতকাল রবিবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাডুবির কারণ হতে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য পান্চ’ এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে। নদীপারের এই অঞ্চলে নৌযানগুলোতে অতিরিক্ত যাত্রী তোলার প্রবণতা দীর্ঘদিন ধরেই বড় ঝুঁকি তৈরি করেছে।

নেমার মহাপরিচালক জুবাইদা উমর জানান, একটি নৌকা ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে গোরোনিও বাজারে যাচ্ছিল, পথে সেটি উল্টে যায়। এ পর্যন্ত প্রায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে বাকি ৪০ জনেরও বেশি যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার তৎপরতা চালাতে সোকোতো অফিস থেকে ঘটনাস্থলে একটি বিশেষ দল পাঠানো হয়েছে।

বর্তমানে সোকোতো প্রদেশে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও নেমার যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
নাইজেরিয়ায় মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকালে নদী ও হ্রদ প্লাবিত হয়ে যায়। তখন নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। গত বছরের আগস্টে সোকোতো রাজ্যেই একই ধরনের একটি দুর্ঘটনায় অন্তত ১৬ কৃষক প্রাণ হারান।

তারা কাঠের নৌকায় চড়ে ধানক্ষেতে যাচ্ছিলেন। এ ছাড়া গত মাসে উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশে প্রায় ১০০ যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেলে অন্তত ১৩ জন মারা যান। এ ছাড়া আরো অনেকে নিখোঁজ হন। এর মাত্র দুই দিন পর, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিগাওয়া রাজ্যে খেতের কাজ শেষে বাড়ি ফেরার পথে ছয় কিশোরী মেয়ে নৌকাডুবিতে ডুবে যায়।

সূত্র : আলজাজিরা