২০০৮ থেকে প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল রিয়াল মাদ্রিদ

লা লিগার নতুন মৌসুমে শুভ সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে তারা। একমাত্র গোলটি করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও জালের দেখা পাচ্ছিল না রিয়াল।

তবে বিরতির ছয় মিনিট পর হুয়ান ক্রুজের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। বাকি সময়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।
ওসাসুনা শেষ সময়ে ১০ জনে খেলতে বাধ্য হয়। যোগ করা সময়ে আবেল ব্রেটোনেস লাল কার্ড দেখেন বল ছাড়া ফাউলের জন্য।

যদিও বাকি সময়ে সমতায় ফেরার মতো সুযোগ এসেছিল তাদের কাছে, কিন্তু আন্তে বুদিমির ছয় গজ বক্স থেকে হেড করে লক্ষ্যভ্রষ্ট করেন।
এ জয়ের ফলে ২০০৮ সালের পর থেকে লা লিগার উদ্বোধনী ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখল রিয়াল মাদ্রিদ।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘মৌসুমটা জয় দিয়ে শুরু করা গুরুত্বপূর্ণ ছিল। ওসাসুনা আমাদের জন্য কঠিন করে তুলেছিল।

তবে শেষ পর্যন্ত জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
রিয়াল কোচ জাবি আলোনসোর জন্যও এটি ছিল স্মরণীয় দিন। লা লিগার প্রথম ম্যাচেই জয় দিয়ে কোচিং অভিষেক করলেন তিনি। চোটের কারণে জুড বেলিংহাম, কামাভিঙ্গা, মেন্ডি ও এন্দ্রিককে ছাড়াই নামতে হয় তাকে। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না রুডিগারও।

তবু তিন নতুন সাইনিংকে নিয়ে সাজানো দলে জয় তুলে নিতে পেরেছেন আলোনসো।
আলোনসো ম্যাচশেষে বলেন, ‘কোচ হিসেবে এখানে ফিরে আসা বিশেষ কিছু। আশা করি, এটা হবে আরো অনেক সাফল্যের শুরু।’

বার্সেলোনা তাদের প্রথম ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে হারানোর পর রিয়ালের জন্যও জয় পাওয়া ছিল জরুরি। এমবাপ্পের একমাত্র গোলই এনে দিল কাঙ্ক্ষিত তিন পয়েন্ট।

সূত্র: কালের কন্ঠ।




মেহেরপুরের পিরোজপুরে ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

দলকে সুসংগঠিত ও ঐক্য ধরে রাখার জন্য মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পিরোজপুর হাট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর ইউনিয়ন যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর জেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ, বিশেষ অতিথি পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম খান। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান বিপ্লব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল ইসলাম।

বক্তারা বলেন, দলকে সংগঠিত ও দলের আভ্যন্তরীণ ঐক্য ধরে রাখার জন্য আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলী, কৃষক দলের সভাপতি আানারুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিক আলী সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




দর্শনা পৌর এলাকায় মোশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত

দর্শনা পৌর এলাকায় মোশক নিধন কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন পৌর কতৃপক্ষ। আগামী ২৪/০৮/২০২৫ ইং তারিখ দর্শনা ২ নং ওয়ার্ড থেকে এ মোশক নিধন কার্যক্রমের উদ্বোধন করবেন পৌর মেয়রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা ভুমি কমিশনার এ এইচ এম তাসফিকুর রহমান। আগামী ২৪ আগষ্ট থেকে ১৫ সেপ্টেম্বর-২০২৫ তারিখ পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।

এসময় মোশক নিধন সভায় উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মুকুল হোসেন।

এছাড়া দর্শনা পৌর কর্মকর্তা শাহ আলম, পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আরেফিন হোসেন ও জাহিদুল ইসলাম।




দর্শনা থানার আয়োজনে ওপেন হাউজ ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দর্শনা থানার আয়োজনে ওপেন হাউজ ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা শাহারিয়ার মুক্ত মঞ্চের সামনে এ ওপেন হাউজ ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় দর্শনা থানা অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এসময় এলাকাবসীর পক্ষে সাজ্জাদ হোসেন বলেন, দর্শনা এলাকায় দ্রুতগামী মোটর-সাইকেল শব্দ করে চালানো, গভীর রাতে বিকট শব্দ করে সাউন্ড বক্স বাজানো বন্ধ করা, মাদক চোরাচালান বিষয়ে পুলিশ প্রতি নজর দেওয়ার দাবী করেন।

এছাড়া দর্শনা থানা অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জনতার উদ্যেশে বলেন, আমাদের দর্শনা থানার পুলিশের দায়িত্ব পালনে কোনো ত্রুটি থাকলে আমার কাছে নিরদিধায় জানাবেন। আমরা সেগুলোকে আমলে নিয়ে আমাদের দায়িত্ব পালনে অবিচল থাকবো। ইতোপূর্বে দর্শনা থানাধীন হিজলগাড়ী ও গড়ায়টুপি এলাকায় সাধারণ মানুষের উপস্থিতিতে ওপেন হাউজ ডে মতবিনিময় সভা করেছি। এ ওপেন হাউজ ডে মতবিনিময় সভা অব্যহত থাকবে। দর্শনা থানার প্রতিটি এলাকায় এ মতবিনিময় সভা করে যাবেন বলে জানান।




মেহেরপুরে জেলা বিএনপি’র সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল ও কোলা গ্রামে বিএনপি’র ৩১ দফা দাবির প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।

গণসংযোগকালে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “আপনারা অবগত আছেন, আগামী ফেব্রুয়ারি মাসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন হলো সরকারের একটি অংশ, তবে কোনো রাজনৈতিক দল সরকার কাঠামোর অংশ হতে পারে না। একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না থাকলে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আমরাও সরকারের এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”

এসময় তিনি আমঝুপি ইউনিয়নের চাঁদবিল ও কোলা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগ অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন, জেলা বিএনপি’র সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, রোমানা আহম্মেদ, সদর উপজেলা বিএনপির’ সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, হামিদ খান গাজু, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপি’র সভাপতি লতিব বিশ্বাস, জেলা মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপন, মৎস্যজীবী দল নেতা মাজেদ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মীর জাহাঙ্গীর আলম, নাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাচন বিভাগের পরিচালক মুহা. মামুন রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের বেকার যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সমাজে বৈষম্য দূর করে ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শফিউল আলম বকুল।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা তারবিয়াত সেক্রেটারি বিলাল হুসাইন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, আইন ও আদালত সম্পাদক মোহাম্মদ আলী, মানব সম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীর-সেক্রেটারি ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও দায়িত্বশীলগণ। কর্মশালায় বক্তারা আসন্ন উপজেলা ও জাতীয় নির্বাচনে সংগঠনের কৌশল, কর্মপরিকল্পনা এবং মাঠ পর্যায়ের সংগঠন শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করেন।




সরোজগঞ্জে কারেন্ট জালসহ ৫০ হাজার টাকার সরঞ্জাম ধ্বংস

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সরোজগঞ্জ বাজারের জাহাঙ্গীর স্টোর থেকে প্রায় ৫০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ছিল মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট জাল, প্রায় ১০ কেজি জাল, জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম, ভারা ও মাদলী, আতশবাজি এবং পটকা। পরে উদ্ধারকৃত সব মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আশিক মমতাজের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। তবে এ ঘটনায় কাউকে কোনো আর্থিক জরিমানা করা হয়নি বলে জানা গেছে। অভিযান চলাকালে বিজিবি ও পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সরোজগঞ্জ বাজারে গোপনে কারেন্ট জাল ও নিষিদ্ধ সরঞ্জামের বেচাকেনা চলছিল। অভিযানের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।




বারাদী খামারে অনিয়মের অভিযোগে পিপিও রাজ্জাকের অপসারণ দাবি 

মেহেরপুর বীজ উৎপাদন খামার বিএডিসি বারাদী দপ্তরের পাওয়ার পাম্প অপারেটর (পিপিও) আব্দুর রাজ্জাকের অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে খামার শ্রমিকেরা।

গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু করে ২ টা পর্যন্ত  বারাদী খামারের অফিস প্রাঙ্গনে এ, বি ও সি ব্লকের শ্রমিকেরা এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত গত ১৫/০৪/২৫ ইং শ্রমিক নীতিমালার ৫ এর  খ’তে বলা হয়েছে শ্রমিকের বয়স সীমা হইবে ১৮- ৫৮ বছরের মধ্যে হতে হবে। এবং ৪ এর গ’তে বলা হয়েছে একজন সাময়িক শ্রমিক দৈনিক ভিত্তিতে নিয়োজিত হইবে এবং মাসে ২২ দিনের বেশি সময়ের জন্য কোনক্রমেই নিয়োজিত রাখা যাবে না।

খামারের শ্রমিকেরা ২০২৫ সালের  এই নীতিমালা বাতিল ও ২০১৭ সালের নীতিমালা বহালের দাবীতে  কয়েকদিন যাবৎ সারা দেশব্যাপী আন্দোলন করছে। এবিষয়ে শ্রমিক নেতৃবৃন্দ খামারের উপ-পরিচালক বরাবর তাদের একাউন্টে ২২ দিনের বেতন না দেওয়ার অনুরোধ জানান। শ্রমিকেরা বলেন, আমরা ৩০ দিন কাজ করে কেন ২২ দিনের বেতন নেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

তারা বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে খামারের পিপিও আব্দুর রাজ্জাক হিসাব শাখা, স্টোর শাখা সহ একাধিক শাখার দায়িত্ব পালন করছে। এরই মাঝে ক্ষমতার দাপট দেখিয়ে সে আমাদের একাউন্টে ২২ দিনের বেতন ঢুকিয়ে খামারের শ্রমিকদের সাথে স্বার্থবিরোধী কাজ করেছে।  আব্দুর রাজ্জাক পিপিও হয়ে একা কেন এতো দায়িত্ব নিয়ে বসে আছে। আমরা তার অতিরিক্ত দায়িত্ব থেকে অপসারণ ও বদলীর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে খামারের উপ-পরিচালক বরাবর একটি লিখিত আবেদন পেশ করেন শ্রমিকরা। পরে খামারের উপ-পরিচালক মিনহাজ উদ্দীন আহমেদ চৌধুরী এ বিষয়ে তাদের আশ্বস্ত করেন। তিনি সাংবাদিকদের বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কৃষি মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে কথা হচ্ছে। পরবর্তী নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া অফিসে জনবল কম থাকায় পাম্প অপারেটর আব্দুর রাজ্জাককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।




স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী মেহেরপুরে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজমুল হোসেন মিন্টুর নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সজিব, ইলিয়াস হোসেন, হারুন অর রশিদ বাচ্চু, মোঃ ফিরোজুর রহমান, মোঃ রাকিবুল ইসলাম সজল, মোঃ চঞ্চল, এম এম সালাউদ্দিন, ইকবাল হাসান প্রমুখ।

এছাড়াও এসময় সদস্য এড. মিজানুর রহমান, এডাম সুমন, এড. এশবার জাহান (তমা), বাশিরুল আজিজ হাসান, বুলবুল আহমেদ, মোঃ কায়কোবাদ, মনিবুল খান, মোঃ টিটোন, মোঃ হারুন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ লাবলু রহমান, মোঃ বাদশা মিয়া, মোঃ ফুর্তি হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে মাদক মামলায় একজনের জেল-জরিমানা

মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে মোঃ আব্দুল লতিফকে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৮ জুলাই বিকেলে মেহেরপুর সদর থানার এস.আই অর্জুন কুমার সরকার বুড়িপোতা তিনরাস্তার মোড়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে বুড়িপোতা উত্তরপাড়ার জামাত আলীর বাড়ির সামনে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে।

ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে এস.আই অর্জুন কুমার সরকার তাকে আটক করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামি নিজের নাম মো. আব্দুল লতিফ বলে পরিচয় দেন এবং তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। তল্লাশির একপর্যায়ে আসামি তার গেঞ্জির বুকপকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো হেরোইন বের করে দেন।

এ ঘটনায় মেহেরপুর সদর থানায় এফআইআর নং-১৯/১৪৭, তারিখ ২৮ মে ২০২০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার নথি ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে তার বিরুদ্ধে উপরোক্ত রায় দেন।

রায় ঘোষনার পরে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।