যাত্রীবাহী বাস উল্টে নদীতে, নিহত ১৮

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার পূর্বাঞ্চল এল হাররাচে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে উল্টে নদীতে পড়ে গেছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

হতাহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতদের মৃতদেহ মর্গে স্থানান্তর করা হয়েছে। সিভিল প্রোটেকশন ঘটনাস্থলে ২৫টি অ্যাম্বুলেন্স, ১৬ জন ডুবুরি এবং চারটি আধা-অস্থির নৌকা মোতায়েন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী দল আসার আগে বেসামরিক নাগরিকরা আংশিকভাবে ডুবে যাওয়া বাস থেকে হতাহতদের উদ্ধার করতে পানিতে নেমে যাচ্ছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সরকারি তথ্য অনুসারে, আলজেরিয়ায় বছরে প্রায় ৪ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা, ৯১ শতাংশ দুর্ঘটনার জন্য মানবিক ত্রুটি, বিশেষ করে চালকের ক্লান্তি এবং ট্রাফিক আইন না মানাকে দায়ী করে। পরিবেশগত কারণগুলোর পাশাপাশি রাস্তাঘাট এবং যানবাহনের খারাপ অবস্থাও এর জন্য দায়ী।




কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধারের পর বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। ওই বাড়িতে অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে এ অভিযান চালানো হয়। পাশাপাশি বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলির একটি দল।

অভিযানে সংশ্লিষ্ট সেনাবাহিনীর একটি সূত্রে জানা গেছে, অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভালবার, একটি কার্তুজ, তিন বক্স ইয়ারগানের শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, মাদকদ্রব্যসহ আরো বহু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেননি।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না। তবে তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।




মেহেরপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক ২ যুবক

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর হঠাৎপাড়ায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে দুই যুবক। শনিবার (১৬ আগস্ট) ভোর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে চুরির উদ্দেশ্যে ওই এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের নজরে পড়ে তারা। এসময় দ্রুত স্থানীয়রা তাদের আটক করে ফেলে।

আটককৃতরা হলো, পৌর শহরের কালাচাঁদপুর জামে মসজিদ পাড়ার খুকার ছেলে জসিম ও পোস্ট অফিস পাড়ার জনির ছেলে দাতা
পরে এলাকাবাসী তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




মেহেরপুরে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি ইমান ডাকাত গ্রেপ্তার

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত আসামি ইমান আলী ওরফে ইমান ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ইমান আলী শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে তার বাড়ি ঘেরাও করে। পরে তল্লাশির সময় তার কাছ থেকে মার্কিন তৈরি একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনা সূত্রে আরও জানা যায়, ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক ও নাশকতাসহ মোট ১১টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




মুজিবনগরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

মুজিবনগরে সাবেক প্রধানমন্ত্রী  বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে  মুজিবনগর উপজেলা বিএনপি’র আয়োজনে, কেদারগঞ্জ বাজারে মুজিবনগর উপজেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম। মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মশিউর রহমানের সঞ্চালনায়, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্হিত ছিলেন, উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, বাগোয়ান ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, মোনাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক আনিছুজ্জান টুটুল, দারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহাজনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আশরাফুল হক কালু, সাধারণ সম্পাদক সোনা গাইন। উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলামসহ মুজিবনগর উপজেলা বিএনপি’র ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি’র নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকীতে তার সুস্বাস্থ্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।




মেহেরপুরে জিসান স্মৃতি ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

মেহেরপুরের মল্লিকপাড়ায় জিসান স্মৃতি ক্লাবের উদ্যোগে একদিনব্যাপী জিসান স্মৃতি ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল লতিফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন, মেহেরপুর জেলা যুবদলের সদস্য ও জিসান স্মৃতি ক্লাবের সভাপতি মোঃ মেহেদী হাসান রোলেক্স।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় কুষ্টিয়া ফ্যামিলি ফুটবল একাদশ ও কুষ্টিয়া শান্তি সংঘ ক্লাব। জমজমাট খেলায় কুষ্টিয়া শান্তি সংঘ ক্লাব বিজয়ী হয়।

পরে, অতিথিদের হাত দিয়ে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




বেগম খালেদা জিয়া সারাজীবন জনগণের পক্ষেই সংগ্রাম করেছেন

জনগণের স্বার্থে বিএনপি’র অপশক্তিকে যেমন আমরা রুখব, তেমনি যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধেও রাজপথে দাঁড়াতে হবে। বেগম খালেদা জিয়া সারাজীবন জনগণের পক্ষেই সংগ্রাম করেছেন। তাঁর জন্মদিনে, এই শুভ দিনে, এই অঙ্গীকার আমাদের করা উচিত গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা ছাড়া, রাজপথ থেকে আমরা সরে যাব না।

গতকাল শুক্রবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন এ কথা বলেন।

তিনি আরো বলেন, অপশক্তিকে কমিটি দেওয়া হয়েছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। একদিন হুকুম দিলে কেউ বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না। এই অপশক্তির পাশাপাশি আরেকটি শক্তি আছে, যারা নির্বাচনকে বানচাল করতে চায়। ১৭ বছর যে নির্বাচনের জন্য আমরা জেল-জুলুম খেটেছি, ৫০ লক্ষ বিএনপি’র নেতা-কর্মী জেল-জুলুমের শিকার হয়েছে সেই নির্বাচনের সুযোগ যেন আমাদের কোনো ভুল সিদ্ধান্তে হাতছাড়া না হয়, জনগণ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় এ ব্যাপারে খেয়াল রাখতে হবে।

কোনো কিছুতেই আমাদের দমানো যাবে না। দুই-একজন বিক্রি হবে এটা অস্বাভাবিক কিছু নয়। ১২৭টি গ্রামে তিনজন বিক্রি হয়েছে সেই বিক্রিতে কারা কারা আছে পচা মাল, ভালো মাল সব আপনারা জানেন।

জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিসহ বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।




তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জনগণ সাংবিধানিক অধিকার ফিরে পাবে

দীর্ঘ ১৭ বছর আপনারা কোনো সাংবিধানিক অধিকার পাননি, আপনাদের ছেলে-মেয়েরা চাকরি পাননি, আপনাদের নাতি-নাতনিরাও চাকরি পাননি। আপনারা নিরাপদে চলাফেরা করতে পারেননি, ব্যবসা-বাণিজ্য করতে পারেননি। ইনশাআল্লাহ, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তাহলে জাতীয়তাবাদী আদর্শের শক্তিতে দেশের সমস্ত মানুষ সাংবিধানিকভাবে তাদের প্রাপ্য সবকিছু ফিরে পাবে বলে আমি মনে করি।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা বিএনপি’র কার্যালয়ে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

তিনি আরো বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যের কোন বিকল্প নেই। এই আহ্বায়ক কমিটি দেওয়ার পর অনেকেই মনে করেছিলেন, হয়তো বিএনপিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে না। কিন্তু মেহেরপুরের বিএনপি চেয়েছে একটি মুক্ত, স্বাধীন দল যাদের লক্ষ্য মুক্ত ও স্বাধীনভাবে রাজনীতি করা। তাই আজ সবাই একটি দলের পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়েছে, সেটি হলো জাতীয়তাবাদী দল। ৩১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির মাধ্যমে আপনারা ঐক্যবদ্ধ রয়েছেন।

জেলা বিএনপি’র সদস্য আনছার উল হকের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, কে.এম. খায়রুল বাশার, সাবেক পিপি অ্যাডভোকেট আবু সালেহ মোহাম্মদ নাসিম, রোমানা আহমেদ এবং পৌর বিএনপি’র সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।

মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা।

এছাড়াও এসময় জেলা বিএনপি’র সদস্য মীর ফারুক, ওমর ফারুক লিটন, রেজাউল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন তপু, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপন, সদর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মীর জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।




মুজিবনগরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আলোচনা সভা 

মুজিবনগরে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাত নয়টার সময় উপজেলার কেদারগঞ্জ বাজারের মোল্লা মার্কেটে অবস্থিত উপজেলা বিএনপি’র কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেহেরপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বর্তমান জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ অরুন।

আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মোনাখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মজনু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজিম উদ্দিন গাজী, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেম্বার রমজান আলী, উপজেলা কৃষকদলের সভাপতি আরমান আলি, সাধারণ সম্পাদক কুন্নুত আলী, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজিরসহ উপজেলা বিএনপি’র নেতাকর্মীবৃন্দ।




মুজিবনগর সীমান্তে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দরবাস সীমান্তে অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলার ও একটি বাইসাইকেলসহ জাহাঙ্গীর শেখ (৪০) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি’র একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে ডলার সহ চোরাকারবারীকে আটক করে। আটক জাহাঙ্গীর শেখ মুজিবনগরের আনন্দবাস গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হাসান গোপন সংবাদে জানতে পারেন, ভারত থেকে অবৈধভাবে ডলার পাচার হবে। পরে তার নির্দেশে সহকারী পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের ২০০ গজ ভেতরে ফাঁসিতলা মাঠ নামক স্থানে অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরে তাকে তল্লাশি করে তার কাছে থাকা ৫টি প্যাকেটে মোট ৫১ হাজার মার্কিন ডলার, একটি বাইসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের আনুমানিক মূল্য প্রায় ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর শেখ দীর্ঘদিন ধরে চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত ডলার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা ও আটককৃত আসামিকে মুজিবনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।