রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেল সংযোগ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে রেল লাইনম মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীরা অংশ নেয়।
মানববন্ধন শেষে এক সমাবেশে, ঝিনাইদহ জেলা জজ আদালতের পিপি এ্যাড এস এম মশিয়ূর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদ এ্যাড আলাউদ্দীন আজাদ, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, এন এম শাহজালাল, সাবেক কমিশনার মাহবুবুর রহমান শেখর, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদ মনিরুজ্জামান খান মিঠু, মাওলানা মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা মমতাজুল করিম, কামরুজ্জামান পিন্টু ও এ্যাড মনিরুল ইসলাম মিল্টনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহবাসীর বহু দিনের স্বপ্ন রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনো বাস্তবায়িত হয়নি। এসব স্থাপনা হলে শুধু জেলার মানুষ নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তাছাড়া এসব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অনেক সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।
বক্তাদের দাবি, অবিলম্বে এ উদ্যোগ গ্রহণ করতে হবে। নইলে আন্দোলন আরও তীব্র আকারে ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মিছিল বের হয়।




বিভিন্ন দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন

ঝিনাইদহ জেলা শহরে রেল সংযোগ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে রেল লাইনম মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীরা অংশ নেয়।

মানববন্ধন শেষে এক সমাবেশে, ঝিনাইদহ জেলা জজ আদালতের পিপি এ্যাড এস এম মশিয়ূর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদ এ্যাড আলাউদ্দীন আজাদ, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, এন এম শাহজালাল, সাবেক কমিশনার মাহবুবুর রহমান শেখর, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদ মনিরুজ্জামান খান মিঠু, মাওলানা মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা মমতাজুল করিম, কামরুজ্জামান পিন্টু ও এ্যাড মনিরুল ইসলাম মিল্টনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহবাসীর বহু দিনের স্বপ্ন রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনো বাস্তবায়িত হয়নি। এসব স্থাপনা হলে শুধু জেলার মানুষ নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তাছাড়া এসব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অনেক সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

বক্তাদের দাবি, অবিলম্বে এ উদ্যোগ গ্রহণ করতে হবে। নইলে আন্দোলন আরও তীব্র আকারে ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মিছিল বের হয়।




ঝিনাইদহে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন

আজ ১৬ আগস্ট শনিবার শুভ জন্মাষ্টমী। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার্থে মহাবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।

সেই উপলক্ষে প্রতিবছরের মতো এবারও শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে পালন করা হয় জন্মাষ্টমী। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেছে।

প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও অসুরদের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের রক্ষার লক্ষ্যে তিনি মথুরার কংসের কারাগারে জন্মগ্রহণ করেন।

শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। অবতার হয়ে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে।

ঝিনাইদহে শ্রী শ্রী মদন মোহন মন্দির থেকে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।

র‌্যালিতে ঝিনাইদহের বিভিন্ন মন্দির ও এলাকা থেকে ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানসূচির মধ্যে প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা ছিল।

শ্রী শ্রী মদন মোহন মন্দিরের সভাপতি অলোক কুণ্ডু ও সাধারণ সম্পাদক সুশান্ত সরকার জানা, প্রতি বছরের ন্যায় এ বছরও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আমরা জন্মাষ্টমীর র‌্যালি সম্পন্ন করেছি।




বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুর জেলা শাখার যুব সমাবেশ

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুরে জেলা শাখার যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুরে জেলা যুব সমাবেশ আয়োজন করা হয়েছে।

যুব সমাবেশ অনুষ্ঠানে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুরে জেলার সভাপতি নাজমুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হাদীছ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি শায়েখ শরিফুল ইসলাম মাদানী, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক শায়েখ আব্দুর রশিদ আখতার, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আল-আওন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমাদ আব্দুল্লাহ শাকিরসহ বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহমান গণ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে আজ শনিবার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম।

সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত থেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সব বক্তব্য শুনেন এবং সমাধানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “পুলিশ বাহিনী জনগণের আস্থা ও সেবার প্রতীক। তাই প্রতিটি সদস্যকে সততা, আন্তরিকতা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানে পর্যায়ক্রমে অবসরে (পিআরএল) গমনকারী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।




মুজিবনগরে গ্রাম ডাক্তার কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা

মেহেরপুরের মুজিবনগরে আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি (গ্রাম ডাক্তার) মুজিবনগর শাখার কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার সময় কুদরত-ই-খোদা ক্লিনিক ও ল্যাবের আয়োজনে, উপজেলার গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রাম ডাক্তার শামিম শিশিরের সঞ্চালনায় এবং আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মুজিবনগর উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার সাফায়েত হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মেহেরপুর জেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার আব্বাস উদ্দীন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মেহেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাক্তার জালাল উদ্দীন,আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার আসমাউল হক বিল্টু, জনসেবা ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ডা. আব্দুস সামাদ, আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মুজিবনগর শাখার উপদেষ্টা ও কুদরত-ই-খোদা ক্লিনিক ও ল্যাবের স্বত্বাধিকারী কামরুল হাসান চান্দু।

সভায় আলোচনায় উঠে আসে গ্রাম ডাক্তারদের সংগঠিত থেকে সাধারণ জনগণের সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখা, তৃণমূল জনগোষ্ঠীকে সর্বোচ্চ সেবা প্রদান, গ্রাম, সমাজ, দেশ ও জাতির সেবায় এবং দেশ গঠনে ভূমিকা রাখা, কমিটিকে কার্যকর করা, প্রত্যেক গ্রাম ডাক্তারকে কমিটিতে অন্তর্ভুক্ত করা এবং সরকারি আইন মেনে চিকিৎসা সেবা প্রদানসহ নানা বিষয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মুজিবনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাক্তার শফিকুল ইসলাম, সহ-সভাপতি গ্রাম ডাক্তার আরোজ আলী, সহ-সভাপতি গ্রাম ডাক্তার সুরুজ খান, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক গ্রাম ডাক্তার আশরাফুল ইসলামসহ আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মুজিবনগর উপজেলা শাখার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।




যাত্রীবাহী বাস উল্টে নদীতে, নিহত ১৮

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার পূর্বাঞ্চল এল হাররাচে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে উল্টে নদীতে পড়ে গেছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

হতাহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতদের মৃতদেহ মর্গে স্থানান্তর করা হয়েছে। সিভিল প্রোটেকশন ঘটনাস্থলে ২৫টি অ্যাম্বুলেন্স, ১৬ জন ডুবুরি এবং চারটি আধা-অস্থির নৌকা মোতায়েন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী দল আসার আগে বেসামরিক নাগরিকরা আংশিকভাবে ডুবে যাওয়া বাস থেকে হতাহতদের উদ্ধার করতে পানিতে নেমে যাচ্ছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সরকারি তথ্য অনুসারে, আলজেরিয়ায় বছরে প্রায় ৪ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা, ৯১ শতাংশ দুর্ঘটনার জন্য মানবিক ত্রুটি, বিশেষ করে চালকের ক্লান্তি এবং ট্রাফিক আইন না মানাকে দায়ী করে। পরিবেশগত কারণগুলোর পাশাপাশি রাস্তাঘাট এবং যানবাহনের খারাপ অবস্থাও এর জন্য দায়ী।




কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধারের পর বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। ওই বাড়িতে অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে এ অভিযান চালানো হয়। পাশাপাশি বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলির একটি দল।

অভিযানে সংশ্লিষ্ট সেনাবাহিনীর একটি সূত্রে জানা গেছে, অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভালবার, একটি কার্তুজ, তিন বক্স ইয়ারগানের শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, মাদকদ্রব্যসহ আরো বহু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেননি।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না। তবে তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।




মেহেরপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক ২ যুবক

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর হঠাৎপাড়ায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে দুই যুবক। শনিবার (১৬ আগস্ট) ভোর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে চুরির উদ্দেশ্যে ওই এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের নজরে পড়ে তারা। এসময় দ্রুত স্থানীয়রা তাদের আটক করে ফেলে।

আটককৃতরা হলো, পৌর শহরের কালাচাঁদপুর জামে মসজিদ পাড়ার খুকার ছেলে জসিম ও পোস্ট অফিস পাড়ার জনির ছেলে দাতা
পরে এলাকাবাসী তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




মেহেরপুরে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি ইমান ডাকাত গ্রেপ্তার

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত আসামি ইমান আলী ওরফে ইমান ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ইমান আলী শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে তার বাড়ি ঘেরাও করে। পরে তল্লাশির সময় তার কাছ থেকে মার্কিন তৈরি একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনা সূত্রে আরও জানা যায়, ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক ও নাশকতাসহ মোট ১১টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।