দামুড়হুদায় মেয়াদোত্তীর্ণ সার জব্দ, দোকান মালিককে জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ সার জব্দ ও জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি সার-কীটনাশক দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এইচ. তাশফিকুর রহমান।

অভিযানে প্রায় ১৪ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ সার জব্দ করা হয়। এসময় সার (ব্যবস্থাপনা) আইন-২০০৬ এর আলোকে দোকান মালিক আশরাফুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং নকল ও মেয়াদোত্তীর্ণ সার-কীটনাশক বিক্রি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত থেকে সার-কীটনাশক ব্যবসায়ীদের আইন মেনে সঠিকভাবে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করেন।




আলমডাঙ্গার ডাউকীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের গণসংযোগ

আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে বিএনপি।

বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর ব্রিজ মোড় থেকে শুরু করে বিনোদপুর, ডাউকি ও পোয়ামারি গ্রামজুড়ে ব্যাপক গণসংযোগ ও সরাসরি প্রচারণা চালান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ।

প্রচারণার শুরুতে হাউসপুর ব্রিজ মোড়ে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন শরীফুজ্জামান শরীফ। এরপর তিনি পথসভা ও গণসংযোগে অংশ নিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এই নির্বাচন শুধু দলের জন্য নয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এজন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এহসানুল হক স্বরাজ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আমানুল্লাহ আমান, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দার হোসেন, সাধারণ সম্পাদক সালাম সিরাজী, যুগ্ম-সম্পাদক সাইদুল আলম বুড্ডু, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক টগর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া হোসেন শান্ত, যুবদল নেতা জাহাঙ্গীর আলম এবং চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।




আলমডাঙ্গা পৌরসভার পাশে অবৈধ বিল্ডিং নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ, কাজ বন্ধ

আলমডাঙ্গা পৌরসভার পাশে অবৈধ নির্মাণাধীন বিল্ডিং তৈরির অভিযোগ উঠেছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
মৃত রফিক খাঁনের ছেলে হেলান উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি পৌর নির্মাণ আইন ও বিল্ডিং কোড অমান্য করে রাস্তার উপর বিল্ডিংয়ের ছাদ নির্মাণ করছিলেন।
বিষয়টি পৌর প্রশাসক ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেন।
তিনি বলেন, আশা করছি, এমন পরিস্থিতি এড়াতে এখন থেকে কেউ আর বিল্ডিং কোড ও পৌর নির্মাণ আইন অমান্য করবে না।
আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব হাবিব করিম চঞ্চল বলেন, পৌর প্রশাসকের নেতৃত্বে আলমডাঙ্গা পৌরসভা সকল দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে। নাগরিকের সহযোগিতা পেলে আশা করছি অচিরেই পৌরসভা আমাদের কাঙ্ক্ষিত শহর উপহার দিতে পারবে।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নির্দেশ দিয়েছেন অবৈধ স্থাপনা ভেঙে নিতে এবং নতুন এস্টিমেট পাশ করিয়ে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করার জন্য।




মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্তে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় সীমান্ত পিলার ১৩০/৩ এস-এর শূন্য রেখার কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। এলাকার মানুষ তাকে খাবার দিতেন এবং তাকে মানসিক ভারসাম্যহীন বলে জানতেন। বুধবার সন্ধ্যার আগে স্থানীয়রা তার মরদেহ সীমান্তের শূন্য রেখায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কিছুদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। নিহতের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।




ঝিনাইদহে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহের শৈলকুপায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০সেপ্টম্বর) সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আলমামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন এসডিএফ’র জেলাব্যবস্থাপক মাহমুদ হাসান, জেলা স্বাস্থ্য ও পুষ্টিকর্মকর্তা ডা. অনুদীপা রানী, আইটি এন্ড এসআইএস মো. সাদ আহম্মেদ, ক্লাস্টার অফিসার বাণী বৈরাগীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক সরকারি প্রতিনিধি ও এসডিএফ’ কর্মকর্তাদের অংশ গ্রহণে এই কর্মশালায় সরকারি স্বাস্থ্য সেবা সহজলভ্য করে গর্ভকালীন মাতৃ মৃত্যুহার, অপুষ্টি জনিত শিশু মৃত্যুও হার কমানোসহ সংক্রামক রোগের সংক্রমন প্রতিরোধে প্রশিক্ষণ দেওয়াহয়। পাশাপাশি কর্মশালায় এসডিএফ-এর পক্ষ থেকে খাদ্য ও পুষ্টি, অপুষ্টিজনিত সমস্যার প্রতিকার, কিশোর-কিশোরীদের পুষ্টির গুরুত্ব, ইপিআই কর্মসূচির মাধ্যমে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত ভাবে হাত ধোয়ার অভ্যাস এবং বসত ভিটায় পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয় গুলো বিশেষভাবে উপস্থাপন করা হয়।




ঝিনাইদহে বয়স ভিত্তিক অভিনয়, সংগীত ও নৃত্য কর্মশালা

ঝিনাইদহে স্কুল ও কলেজ ভিত্তিক অভিনয়, সংগীত ও নৃত্য কর্মশালা শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধারাব ৪দিন ব্যাপী এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অংকুর নাট্য একাডেমির সভাপতি আহসান হাবিব রনকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ারুল ইসলাম বাদশা।

এসময় উপস্থিত ছিলেন ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ্র,অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, কলেজ শিক্ষক সাইফুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, দিদার , নৃত্য প্রশিক্ষক যশোরের হুসাইন তারেক, নৃত্য প্রশিক্ষক রেশমা খাতুন, জারা আবেদীন।

আলোচনা শেষে অভিনয়, সংগীত ও নৃত্য কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে প্রধান অতিথি ও অতিথিরা সার্টিফিকেট বিতরণ করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও অংকুর নাট্য একাডেমি ঝিনাইদহের আয়োজনে ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর কর্মশালায় স্কুল-কলেজের ৪০ জন ছাত্রী অংশ গ্রহণ করেন।




সৎ মানুষ হতে পারলে উন্নত দেশ গড়া সম্ভব

ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুরে শরতের সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের কলরবে মুখর হয়ে ওঠে পৌর শহরের কমিউনিটি সেন্টার।

শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে হলরুম। সকলের চোখে-মুখে সাফল্যের জয়গান।

বুধবার সকালে একত্র হয়েছিল ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া জেলার কৃতী শিক্ষার্থীরা। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো-এর পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলো এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের আগে আমন্ত্রণপত্র দেখিয়ে শিক্ষার্থীরা ক্রেস্ট ও স্ন্যাকস সংগ্রহ করে। সময় গড়াতেই দুই শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবককে নিয়ে কমিউনিটি সেন্টার উৎসবমুখর হয়ে ওঠে। প্রথমে রাজধানীর উত্তরায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথি পৌর কলেজের সাবেক অধ্যক্ষ একরামুল আজিম বলেন, “শিক্ষাজীবনের শুরু মূলত এসএসসি পাস করার পর থেকে। এরপর কলেজে ভর্তি হওয়ার সুযোগ ঘটে। প্রকৃত শিক্ষার্থীরা খুব বিনয়ী, মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে ওঠে উচ্চ শিক্ষার মাধ্যমে। কৃতী শিক্ষার্থীরা তোমরা সৎ মানুষ হিসেবে গড়ে উঠবে। কারণ সৎ মানুষই উন্নত দেশ গড়তে পারে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে মানুষের জীবনমান উন্নত করতে এখনই তোমাদের প্রস্তুত হতে হবে। উচ্চ শিক্ষার মাধ্যমে দেশের প্রতিটি ক্ষেত্রে তোমরা নিজেদের সততা দিয়ে সাফল্য অর্জন করবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম। তিনি বলেন,
“সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন সৎ মানুষ হওয়া। আগে আমরা নিজেদের সৎ মানুষ হিসেবে গড়ে তুলব। প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাওয়ার প্রধান শর্ত হলো সততা।”

কৃতী শিক্ষার্থীদের মধ্যে হাসান মাহমুদ বলেন, “প্রথম আলোর কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসে নিজেদের ধারণা আরও মজবুত হলো। সৎ মানুষ হতে হলে আমাদের কী করতে হবে তারও ধারণা পাওয়া গেল। আগামীতে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের কাজে আসবে।”

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্ধুসভার সদস্য এন্ড্রিয়া সরকার। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি আবু সাঈদ। শিক্ষার্থীদের মিথ্যা, মুখস্থ ও মাদককে ‘না’ বলার অঙ্গীকার করান প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আজাদুর রহমান। বন্ধুসভার উপদেষ্টা সাব্বির হোসেন সোহাগের নেতৃত্বে সমবেত নৃত্য পরিবেশিত হয়। পরে ১০ জন কৃতী শিক্ষার্থীকে প্রথম আলোর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বই উপহার দেওয়া হয়। সমাপনী বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন।

আয়োজনটি পাওয়ার্ড বাই কনকা-গ্রি এবং সহযোগিতায় ছিল কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আকিজ টেলিকম লিমিটেড, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।




ঝিনাইদহে খাবার হোটেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুয়েল হোসেন (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্বক জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। জুয়েল ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেনেরে ছেলে।

আহত জুয়েলের ভাই রুবেল জানান, তার ছোট ভাই জুয়েল বিকেলে নাস্তা করতে হোটেল গেলে নাস্তা করাকে কেন্দ্র করে হোটেল মালিক শরিফুল লস্করদের সাথে তর্কবিতর্কে জড়ায়। এসময় মালিক শরিফুল লস্কর, মামুন লস্কর ও সাইফুল লস্করসহ বেশ কয়েকজন তারা হোটেলে মুগলাই পরাটা কাটা দা দিয়ে তার মাথায় ও হাতে উপর্যুপুরি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুরে রেফার্ড করেন।

এ ব্যপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা শুনেছি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মহেশপুরে মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা!

ঝিনাইদহের মহেশপুরে মাত্র ৩ টাকায় পাওয়া যায় সুস্বাদু রসগোল্লা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এ মিষ্টির স্বাদ এমন যে, একবার খেলে আবারও কিনতে ইচ্ছে হবে। আকারে ছোট হলেও স্বাদে বড় বড় দোকানের বড় বড় মিষ্টিকেও হার মানিয়েছে এই রসগোল্লা। খাঁটি ছানার তৈরি হওয়ায় মুখে দিলেই গলে যায়। এতে নেই কোনো ভেজাল, কৃত্রিম রং বা অতিরিক্ত ঘ্রাণ; কেবল খাঁটি দুধের স্বাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের বাসিন্দা সুমাল ঘোষ তিন দশকেরও বেশি সময় ধরে নিজ হাতে তৈরি মিষ্টি বিক্রি করছেন। প্রতিদিন সকালে বাইসাইকেল নিয়ে বের হন তিনি এবং মহেশপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রসগোল্লা বিক্রি করেন। আগে প্রতিটি রসগোল্লা বিক্রি হতো ২ টাকায়, বর্তমানে বিক্রি হচ্ছে ৩ টাকায়। দাম সামান্য বাড়লেও ক্রেতার চাহিদা কমেনি, বরং বেড়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় এক হাজার পিস রসগোল্লা বিক্রি করেন তিনি। সেই আয়ে চলে তার সংসার।

স্থানীয় ক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘৩ টাকায় এত সুস্বাদু রসগোল্লা পাওয়া সত্যিই অবিশ্বাস্য। আমরা প্রতিদিনই তার কাছ থেকে কিনি। দাম কম, স্বাদে অসাধারণ।’ আরেক ক্রেতা স্কুল শিক্ষক মাহবুব হোসেন বলেন, ‘বড় দোকানের রসগোল্লার চেয়ে সুমাল ঘোষের বানানো রসগোল্লা অনেক বেশি খাঁটি ও সুস্বাদু। তাই বাজারে যত মিষ্টির দোকানই থাকুক, মানুষ ওনার কাছেই ভিড় জমায়।’

মহেশপুরের বাসিন্দা রাসেল হোসেন বলেন, ‘সুমাল ঘোষের রসগোল্লা এখন এলাকার একটি জনপ্রিয় নাম। কম দামে মানসম্মত মিষ্টি পাওয়ায় প্রতিদিনই তার ক্রেতা বাড়ছে।’

এ বিষয়ে সুমাল ঘোষ বলেন, ‘কম লাভ, বেশি বিক্রিই আমার ব্যবসার নীতি। দিনে এক হাজার পিস বিক্রি করতে পারলেই সংসার চলে যায়। সৃষ্টিকর্তার কৃপায় মানুষ আমার মিষ্টির স্বাদ পছন্দ করছে, এটিই আমার বড় প্রাপ্তি।’




মেহেরপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুর জেলা মহিলা দলের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় শহীদ ড. সামসুজ্জোহা পার্কে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অতীতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। তিনি বলেন, “আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি, দেশের চলমান সংকট মোকাবিলায় মহিলা দলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে।”

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, ওমর ফারুক লিটন, আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, আনসারুল হক, হাফিজুর রহমান হাফি, আবু সালেহ নাসিম, খাইরুল বাশার, জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, সদস্য সচিব শহিদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব এ. বাঁকাবিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলি, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার রিনা প্রমুখ।

জেলা মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানার সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি’ সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী মশিউর রহমান, গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দিন কালু ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাস, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, গাংনী পৌর বিএনপি’র সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমিনসহ মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।