দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ূন কবিরের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবিরের বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার পরে থানার সকল অফিসার ফোর্সদের আয়োজনে ওসি হুমায়ূন কবিরের কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তাকে বিদায় ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় মুহূর্তে থানার অফিসাররা তার কর্মদক্ষতা, মানবিক আচরণ ও থানার সার্বিক শৃঙ্খলা বজায় রাখার ভূমিকার প্রশংসা করেন।

জানা গেছে, তিনি বদলি হয়ে মেহেরপুর জেলায় যোগদান করবেন। সংবর্ধনা শেষে সহকর্মীরা তার ভবিষ্যৎ কর্মস্থলের জন্য শুভকামনা জানান।




মেহেরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা মহিলা দলের উপদেষ্টা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। সভাপতিত্ব করেন মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক, সাবেক পিপি আবু সালেহ মোহাম্মদ নাসিম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সিনিয়র নেতা আনসারুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, মহিলা দলের নেত্রী নাজমুন নাহার রিনা, নোমিনা, রওশন আরা, সালমা মেরিনা, মনোয়ারা মেম্বারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়।




দর্শনায় বিএনপি-আওয়ামী লীগসহ ১০২ জন কর্মী-সমর্থকের জামায়াতে যোগদান

চুয়াডাঙ্গা সদর থানার দর্শনায় লালনভক্ত বিএনপি-আওয়ামী লীগের ১০২ জন কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জেলা জামায়াতের আমীর রুহুল আমিন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন। জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যোগদান করেন। গতকাল রোববার বিকেলে দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের একটি মাদ্রাসায় এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের রাজনীতির একটি ভিশন আছে। আমাদের রাজনীতি যেনতেনো নয়। আমাদের দর্শন শুধু ভোটাভুটি না। আসমান-জমিন সবকিছু আল্লাহর, তাই এখানে আইন চলবে আল্লাহর। আমরা সকল জায়গায় আল্লাহর আইন ও বিধান কায়েম করতে চাই। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহর বিধান চালু হলে দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তি মিলবে। ৫ তারিখের পরে আমাদের পেশা পরিবর্তন হয়নি, আমরা যেমন ছিলাম তেমনই আছি। কিছু মানুষ আলাদিনের চেরাগ পেয়েছে। আমরা টাকা ইনকামের জন্য রাজনীতি করি না। আমরা মানবতার কল্যাণ সাধন করতে চাই, সত্যের পথে থাকতে চাই। জামায়াতের কর্মীরা সবাই চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত। আমরা বলতে পারি আসুন আখিরাতের চিন্তা করে দুনিয়াতে শান্তি নিয়ে বসবাস করি। তিনি বলেন, সব দল দেখা শেষ দাঁড়িপাল্লার বাংলাদেশ।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা আমীর রেজাউল করিম মাস্টার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম, তিতুদহ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি লিটন হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সভাপতি শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাসুদুর রহমান, ইউনিয়ন টিম সদস্য আলমগীর হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহাবুব হাসান। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমীর রফিজ উদ্দিন মাস্টার।

লালনভক্ত বিএনপি-আওয়ামী লীগসহ ১০২ জন কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

দর্শনার তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর রফিজ উদ্দিন মাস্টার জানান, লালনভক্তরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন। লালনভক্তরা লালনের কৃষ্টি–কালচারের মধ্যে দিন-দুনিয়া এবং ইসলামের কোনো কিছু খুঁজে না পেয়ে ইসলাম ও আল্লাহকে বুকে ধারণ করে যোগদান করেছেন। তাদের পাশে তারা সর্বদা থাকবেন। আজ ১০২ জন যোগদান করেছেন।




আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুর কৃষক নিঃস্ব

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের পাগলা পাড়ায় গতকাল রবিবার রাতে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর কৃষক আনিসুজ্জামান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ তার বাড়ির রান্নাঘর দিক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে বাড়ির রান্নাঘর, গোয়ালঘর ও বসতঘরের গুরুত্বপূর্ণ অংশে।

স্থানীয়রা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কাউকে কিছু বাঁচানোর সুযোগই হয়নি। গোয়ালঘরে থাকা একটি গরু পুড়ে মারা যায়, যা পরিবারের জন্য সবচেয়ে বড় আর্থিক ক্ষতি হিসেবে ধরা হয়েছে। এছাড়া প্রায় পঞ্চাশটি দেশি মুরগি, ধান, চাল, গম, ভুট্টা, আসবাবপত্র, ঘরের টিনসহ ঘরের প্রায় সব মালামালই মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে আনিসুজ্জামান পরিবারের আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফলে পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে এবং শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো পাড়া।

ঘটনার খবর পাওয়ার পর ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। অগ্নিকাণ্ডে প্রাণী ও সম্পদের এমন ধ্বংসযজ্ঞ দেখে তিনি গভীর শোক প্রকাশ করেন।

দিনমজুর আনিসুজ্জামানের পরিবার দৈনিক আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় আগুনে ঘরবাড়ি, খাদ্যশস্য, গরু-মুরগি সব হারিয়ে এখন দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। গ্রামবাসী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি সহায়তা প্রদান করা প্রয়োজন, যাতে তারা পুনরায় ঘরবাড়ি গড়ে তুলে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।




দর্শনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

দর্শনায় জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকেলে আছরের নামাজের পর দর্শনা মুক্তমঞ্চে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। দলের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করেন।

দোয়া পরিচালনা করেন দর্শনা কেন্দ্রী জামে মসজিদের পেশ ইমাম জুনাইদ আল আজাদ।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মোঃ মশিউর রহমান, সমন্বয়ক লুৎফর রহমান, মাহবুবুর উল ইসলাম খোকন, রেজাউল হক, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ ফারুখ, আব্দুল মান্নান, সাবেক ভিপি হারুন অর রশিদ, রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, শ্রমিক নেতা আলমগীর হোসেন, আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের মান্নান মাষ্টার, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মুফা, সাধারণ সম্পাদক পলাশ, সাবেক সেনা সদস্য আব্দুল হামিদ। সেখানে আরও দলের বিভিন্ন নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

দামুড়হুদায় আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সুবিধাজনক সময়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা এবং ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: কুচকাওয়াজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে আলোকসজ্জা, সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তলন। এছাড়া ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যোদ্ধা পরিবারের সংবর্ধনা, বিশেষ আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, হা-ডু-ডু ও ফুটবল খেলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা অন্তর্ভুক্ত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কে. এইচ. তাসফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ, দামুড়হুদা থানা জামাতের আমীর নায়েব আলী, সেক্রেটারি জেনারেল আবেদ উদ্দৌলা টিটন, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, শিক্ষা কর্মকর্তা আবু হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এসআই মাহাবুল হক, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, সুধীবৃন্দ, ছাত্র প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।




দামুড়হুদায় ২৫ বছর পর পৈতৃক জমি ফিরে পেল পরিবার

দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে দীর্ঘ ২৫ বছর মামলা চালানোর পর আদালতের রায়ে ফিরে পেল নিজের পৈত্রিক ১১.৪৭ একর জমি।

গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জজ কোর্টের অ্যাডভোকেট কমিশনার একলাছুর রহমান কাজল, অ্যাডভোকেট কমিশনার আব্দুল আল মামুন এরশাদ এজিপি, জজ কোর্টের নাজির নজরুল ইসলাম, জজ কোর্টের ওভায় প্রসেস সার্ভার হাসেম আলী আমজাদ হোসেন উপস্থিত থেকে জমিটি প্রকৃত মালিকের দখলে প্রদান করেন।

আদালতের রায়ের কপি থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলার পাঠাচোরা গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে আলম বাক্স বাদী হয়ে একই গ্রামের মৃত দেহেত্র আলীর ছেলে আফসার আলীর বিরুদ্ধে ২০০২ সালে চুয়াডাঙ্গা সাব-জজ আদালত-১-এ বদনপুর মৌজার বিভিন্ন দাগ উল্লেখ করে ১৬.৬২ একর জমির মধ্যে ১১.৪৭ একর জমির পওনা মামলার জন্য মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১/২৩)।

দীর্ঘ ২৫ বছর মামলা চালানোর পর গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আলম বাক্সের পক্ষে রায় দেন সাব-জজ আদালত-১ এর যুগ্ম জেলা জজ ইয়ারব হোসেন। পরে জমি দখলের জন্য জজ আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে জজ কোর্টের কমিশনার ও নাজির উপস্থিত থেকে ঢাকঢোল বাজিয়ে জমি প্রকৃত মালিক গোলাম হোসেনের ছেলে সালাউদ্দিন-কে বুঝিয়ে দেন।

ভুক্তভোগী সালাউদ্দিন বলেন, দীর্ঘ ২৫ বছর পর আমরা আমার বাবার জমি ফেরত পেয়েছি। বাবার জীবদ্দশায় তিনি জমি দেখতে পারেননি, এটাই আমাদের আফসোস। দীর্ঘদিন মামলা চালিয়ে মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। তাই আমি মনে করি আইন সবার জন্য সমান। আজ জমি ফিরে পেয়ে আমাদের চোখে আনন্দের অশ্রু চলে আসছে।

জজ আদালতের কমিশনার অ্যাডভোকেট একলাছুর রহমান কাজল বলেন, আমরা মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী প্রকৃত মালিকের জমি বুঝিয়ে দিতে এসেছি। এখানে কেউ কোনো বাধা প্রদান করেনি। আদালতের প্রতি সম্মান জানিয়ে আমরা কাজ করতে পেরেছি, এজন্য বিবাদীদের ধন্যবাদ জানাই। যদি বিবাদীদের কেউ কিছু বলার থাকে, তারা আদালতের মাধ্যমে দাবি করতে পারেন।




মেহেরপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৭ জন

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহিন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শাহিন এবছরের এসএসসি পরীক্ষার্থী ও মালয়েশিয়া প্রবাসফেরত কাজিপুর গ্রামের ছাদিমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শাহিন মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে কাজিপুর থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। কাজিপুর ডিগ্রি কলেজের অদূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গোপালপুর এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে তিন নারীসহ সাতজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন গাংনীর পাকুড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে ইমরান হোসেন (২৪), সদর উপজেলার আলমপুরের মোতালেব হোসেনের ছেলে রাসেল (২২), শ্যামপুরের রইস উদ্দিনের ছেলে জামাত আলী, গাংনী চৌগাছা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী রজনি (৩০), সপাকুড়িয়া গ্রামের ইয়ানুর রহমানের স্ত্রী হীরা (৩২), সদর উপজেলার দিঘীরপাড়ার মফা মন্ডলের ছেলে মন্টু (২৫)।

জানা গেছে, আলমপুর গ্রামের রাসেল মোটরসাইকেলযোগে মেহেরপুরের দিকে আসছিলেন। একই সময় ইমরান পরিচালিত একটি ইজিবাইক যাত্রী নিয়ে গাংনীর দিকে যাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেল উল্টো দিকে চলে গেলে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীসহ ইজিবাইকের যাত্রীরা গুরুতর আহত হন।




মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা ফুলসুরাত মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মেহেরপুর সদর উপজেলার আমদহ দক্ষিণ পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুলসুরাত মন্ডলকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার দুপুরে আমদহ পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

দাফন পূর্ববর্তী আনুষ্ঠানিকতায় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে মেহেরপুর সদর থানা পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন ইউএনও মোঃ খায়রুল ইসলাম। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর, এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

দাফন কার্যক্রমে অংশ নেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

রবিবার ভোরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ফুলসুরাত মন্ডল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




মেহেরপুর সদর থানার ওসিকে ইউএনও এর বিদায় সংবর্ধনা

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের পক্ষ থেকে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেছবাহ উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।