মেহেরপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, মেহেরপুর প্রোগ্রামের নিজস্ব উদ্যোগে এবং ‘বাঁচাও’ এর আর্থিক সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলায় প্রতিবন্ধী, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার অনুষ্ঠিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, মেহেরপুর প্রোগ্রামের প্রশাসক মো. সফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা ম্যানেজার সোহেল আহমেদ। এ সময় ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, মেহেরপুর প্রোগ্রামের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মেহেরপুর সদর উপজেলার পাশাপাশি জেলার মুজিবনগর ও গাংনী উপজেলায় আরও ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত মৌসুমজুড়ে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।




আমরা আলমডাঙ্গার সন্তান সংস্থার পক্ষ থেকে ইউএনও’র কাছে কম্বল প্রদান

ঢাকাস্থ “আমরা আলমডাঙ্গার সন্তান” সংস্থার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ২৫০টি শীতবস্ত্র (কম্বল) আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের কাছে এসব কম্বল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডা. মনজুরুল ইসলাম বেলু, ডা. ওবায়দুল্লাহ, সুইট এগ্রোভেট লিমিটেডের পরিচালক রফিকুল হুদা, নজরুল ইসলাম, শেখ মনজুরুল ইসলাম রঞ্জু, রফিকুল হক বাবলুসহ অন্যান্যরা।

কম্বল প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সে চিন্তা থেকেই গভীর রাতে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।

এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।

এ সময় ঢাকাস্থ “আমরা আলমডাঙ্গার সন্তান” সংস্থার পক্ষ থেকে মীর আব্দুল মতিন চৌধুরী, খন্দকার রায়হান আসলাম ও আব্দুল্লাহ আল মামুন সোহেল শীতার্ত মানুষের জন্য কম্বল দিয়ে প্রশাসনকে সহযোগিতা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।




বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে প্রার্থণা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিকেলে জেলা শহরের মদনমোহন মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন ফ্রন্ট ও জেলা আদিবাসী ফোরামের যৌথ উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহল্লাদ সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপংকর ঘোষ, সদস্য সচিব বিজন কুমার ঘোষ, জেলা আদিবাসী ফোরামের সভাপতি অসিত কুমার বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করেন অতিথিরা। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্তত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




মুজিবনগরে বালিবোঝায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুরের মুজিবনগরে বালি বোঝায় ট্রাকের চাপায় বাঁধন মন্ডল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর আড়াইটায় মুজিবনগর উপজেলার ভবেরপাড়া–সোনাপুর সড়কের মধ্যবর্তী স্থানে, মৃত অনিল মন্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁধন মন্ডল ভবেরপাড়া গ্রামের শিবাস্তিন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, মুজিবনগরের ভবেরপাড়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কেদারগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাঁধন মন্ডল। পেছনদিক থেকে বালি বোঝাই ট্রাককে সাইড দিতে গেলে পাশে রাখা বালিতে সে পিছলে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে থানায় হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




সংখ্যালঘু হত্যার বিচার ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

দীপু চন্দ্র দাস, মণি চক্রবর্তী ও খোকন চন্দ্র দাসসহ সকল সংখ্যালঘু হত্যাকারীদের বিচার ও সকল প্রকার সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা সনাতনী ঐক্যমোর্চা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন, বিপ্লব কুমার দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু, সদস্য সচিব অরুণ কুমার ঘোষ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ, সদস্য সচিব সমীর কুমার হালদার, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কানন কুমার দাসসহ অন্যান্যরা।

সেসময় বক্তারা, সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে উল্লেখ করে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।




মেহেরপুরে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্টিত

মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বর্ধিত সভায় নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রাম জোরদারের আহ্বান জানান। আজ শনিবার সকালে মেহেরপুর শহরের খান কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং দলের মনোনীত প্রার্থী মাসুদ অরুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন।

বক্তারা বলেন, দলের ভেতরে কোনো ধরনের বিভ্রান্তি বা বিভেদ নেই। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বর্ধিত সভা সঞ্চালনা করেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল মঞ্জুর করা হয়। এ সময় নির্বাচন কমিশন তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।




সবজির দাম স্থিতিশীল, কাঁচা মরিচ ঊর্ধ্বমুখী

মেহেরপুর কাঁচাবাজারে গত সপ্তাহ ও এই সপ্তাহে সবজির দাম স্থিতিশীল থাকলেও কাঁচা মরিচের দাম একটু বাড়তি লক্ষ্য করা গিয়েছে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচসহ কয়েকটি সবজির দামে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত ওঠানামা দেখা গেছে।

পাইকারি বাজারে নতুন আলু ২৫ টাকায় অপরিবর্তিত, পেয়াজের দাম কমে ৪০ টাকায়, রসুন ৪৫ টাকায় অপরিবর্তিত, কাচা মরিচ ৭০ টাকা থেকে বেড়ে ৯০-৯২ টাকা, আদা ১০ টাকা বেড়ে ১৩০ টাকা।

বেগুন ৩০ টাকা বেড়ে ৪৫ টাকা, শিম ও মূলা ১০ ও ৩০ টাকায় স্থিতিশীল, পটল ৯০ টাকা থেকে বেড়ে ১১৫, টমেটো ৬০ টাকা থেকে বেড়ে ৭০ টাকায়, শশা ৬৫ টাকায় স্থিতিশীল, পেঁপে ২০ টাকায় স্থিতিশীল রয়েছে।

শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ২০ টাকা কেজি, বাধাকপি ১৫ টাকা কেজি ও পালংশাক ১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে নতুন আলু ৩০ টাকায় অপরিবর্তিত, পেয়াজ ৫৫ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত, রসুন ৬০ টাকায় অপরিবর্তিত, কাচা মরিচ ৮০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, আদা ১৬০ টাকা।

বেগুনে ২০ টাকা বেড়ে ৬০ টাকা , শিম ও মূলা ২০ ও ৪০ টাকায় স্থিতিশীল, পটলের দাম বেড়ে ১৪০ টাকা, টমেটো ৮০ টাকায় অপরিবর্তিত , শশায় ২০ টাকা বেড়ে কেজিপ্রতি ৯০ টাকায়, পেঁপে ২৫ টাকায় স্থিতিশীল রয়েছে।

শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ৩০ টাকা কেজি, বাধাকপি ২৫ টাকা কেজি ও পালংশাকে ১০ টাকা কমে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই ৩৫০, তেলাপিয়া ১২০-১৫০, পাঙাস ১৫০-১৮০, সিলভার ১৬০, জিওল ৩০০, ইলিশ ৪০০-১৪০০, দেশি চিংড়ী ১০০০, গলদা ৮০০ টাকা।

মুরগীর বাজারে ব্রয়লার মুরগি ১৬০, সোনালি মুরগি ও লেয়ার মুরগি কেজিপ্রতি ২৬০ টাকা করে বিক্রি হচ্ছে ৷ ছাগলের মাংস ১১০০ টাকায় এবং গরুর মাংস ৭৫০ টাকায় অপরিবর্তিত।

সবজি বিক্রেতারা বলেন,আমরা তো আর ইচ্ছা করে দাম বাড়াচ্ছি না। পাইকারি বাজার থেকেই আগের চেয়ে বেশি দামে কাচাঁ মরিচ কিনতে হচ্ছে। তাছাড়া অন্য সকল সবজির দাম স্থিতিশীল রয়েছে।

বাজার করতে আসা ক্রেতারা বলেন, গত সপ্তাহ এবং এই সপ্তাহে সবজির দাম ঠিকই আছে তবে কাঁচামরিচ আগের সপ্তাহে কম দামে কিনেছিলাম কিন্তু এই সপ্তাহে অনেকটাই বেড়েছে।

মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় সবজির দাম স্থিতিশীল রয়েছে।




মেহেরপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন 

মেহেরপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলার ৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৪ হাজার ৭শ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষায় ১ হাজার ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন, জেলা প্রশাসক ড. এনামুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এবং মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।

প্রশাসন সূত্র জানায়, সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে পর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষাকালীন সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




মেহেরপুরে জুম্মার নামাজের সময় দুই গ্রামের দুটি মোটরসাইকেল চুরি

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দুটি গ্রাম থেকে জুম্মার নামাজের সময় পৃথক দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে এসব চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে রাসেল জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল নিয়ে স্থানীয় মসজিদে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তিনি দেখতে পান, তার মোটরসাইকেলটি সেখানে নেই। চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর মেহেরপুর-ল-১২-৪২৪৯।

একই সময়ে একই ইউনিয়নের রামদাসপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে শহীদের মোটরসাইকেলও চুরি হয়। শহীদ বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে রামদাসপুর গ্রামের মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বের হয়ে তিনি আর তার মোটরসাইকেলটি খুঁজে পাননি। চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর মেহেরপুর-হ-১৩-১৩৪৪।

এ ঘটনায় ভুক্তভোগীরা মেহেরপুর সদর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”