মেহেরপুরে মনোনয়ন দ্বন্দ্বে নির্বাচনী ব্যয় বাড়ছে

মেহেরপুর-১ ও গাংনী আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নকে ঘিরে বিরাজ করছে অস্বস্তিকর অস্থিরতা। দুই আসনেই মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, গণস্বাক্ষর সংগ্রহ ও পৃথকভাবে কর্মসুচী পালন অব্যাহত আছে।

সংঘর্ষের ঘটনাও ঘটছে। অথচ কথা ছিল দলীয় মনোনয়ন যাকে দেয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে কাজ করবেন। কিন্তু বিপরিত চিত্রের কারণে শুধু রাজনৈতিক উত্তেজনাই বাড়ছে না নির্বাচনী ব্যয়ও অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে বলে জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

মেহেরপুরের দুুটি আসনে সাবেক দুই এমপি দলীয় মনোনয়ন পাবার পর এই বিরোধ তুঙ্গে উঠছে।

মেহেরপুর-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি মাসুদ অরুণ পক্ষ ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসংযোগ করছেন।

মনোনয়ন বঞ্চিত কামরুল হাসান পক্ষ দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা দাবিতে বিভিন্ন কর্মসুচী পালন করছেন। নিজ নিজ অবস্থান জানান দিতে গ্রাম গঞ্জ থেকে বাস ভরে লোকবল আনতে হচ্ছে উভয় পক্ষকে। ব্যানার-ফেস্টুন, মাইকিং, শোডাউন, প্রচারপত্র এসবের পেছনে বাড়তি খরচ পড়ছে উল্লেখযোগ্যভাবে।

অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে সাবেক এমপি আমজাদ হোসেনের মনোনয়নকে ঘিরে আরও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের পক্ষে নেতা কর্মীরা প্রায় প্রতিদিনই সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন।

দলীয় মনোনয়নের দাবিতে পোস্টার, লিফলেট, মোটরসাইকেল শোডাউনসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যয় বাড়ছে কয়েকগুণ। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকেও তৎপর থাকতে হচ্ছে।

মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন মিল্টন-কামরুল পক্ষের চেয়ে অরুণ-আমজাদ পক্ষ জনপ্রিয়তার কারণেই দলীয় মনোনয়ন পেয়েছেন। জাতীয় নির্বাচনে তাদের বিকল্প এখনও কোন নেতা তৈরী হয়নি।

স্থানীয় নেতাদের ভাষ্য, মনোনয়নকে কেন্দ্র করে এমন ধারাবাহিক কর্মসূচি দলের ভেতর বিভাজন বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় আর্থিক চাপ সৃষ্টি করছে। মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে যে প্রতিযোগিতা চলছে, তা শেষ পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের ওপর বাড়তি ব্যয়ের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। বাস্তবে দেখা যাচ্ছে, মনোনয়নের আগে থেকেই নির্বাচনসংশ্লিষ্ট খরচ বাড়তে শুরু করেছে- যেখানে পোস্টার, ব্যানার, লজিস্টিকস ও কর্মসূচি খরচ যোগ হয়ে প্রতিদিনই ব্যয়ের তালিকা দীর্ঘ হচ্ছে।

নেতাকর্মীরা বলছেন, প্রাথমিক মনোনয়নে অসন্তোষ থাকলেও ধারাবাহিক কর্মসূচি ও শক্তির প্রদর্শন করতে গিয়ে যে অর্থনৈতিক চাপ বাড়ছে, তা শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে।

একইসঙ্গে এতে দলে বিভক্তির গভীরতা বাড়বে এবং নির্বাচন পূর্ববর্তী সময় থেকেই অপ্রয়োজনীয় ব্যয় অতিরিক্ত উচ্চতায় পৌঁছে যাবে। দলীয়দ্বন্দ্ব নির্বাচনে জয় হাতছাড়া হবার আশংকাও উড়িয়ে দেয়া যাবে না।

নির্বাচনের এখনও সময় থাকলেও মেহেরপুর জুড়ে এখন মূল আলোচনায় বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন সংকট, এবং তা ঘিরে প্রতিদিন বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপ ও ব্যয়ের চাপ।

মেহেরপুর-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি মাসুদ অরুণ যুগান্তরকে বলেন নির্বাচনের আগে মনোনয়ন নিয়ে এমন পরিস্থিতি অস্বাভাবিক না। দলের জরিপে যোগ্য বিবেচনায় আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। তফশীল ঘোষণার পর সব এক কাতারে চলে আসবে।




দামুড়হুদায় মাছের স্বাস্থ্য ও রোগবালাই প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৎস্য অধিদপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার মাছ চাষীদের নিয়ে মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা, মাছ ও চিংড়ির রোগবালাই, প্রতিকার ও মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” স্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ফরহাদুর রেজা। তিনি বলেন, “আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের আমিষের বড় একটি উৎস। তাই বেশি বেশি মাছ উৎপাদন করতে হবে।”

এসময় তিনি সমন্বিত মৎস্য উৎপাদন ব্যবস্থাপনা, খাবার ব্যবস্থাপনা, রোগবালাই ও প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সরোজ কুমার মিস্ত্রি। প্রশিক্ষণে উপজেলার ৪০ জন মাছ চাষী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার।




বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেহেরপুরে দোয়া মাহফিল

বিএনপি বিএনপি ও আপোষহীন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে মেহেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে মঙ্গলবার বিকেলে রায়পুর গ্রামের তার নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় মাদ্রাসার ছাত্রছাত্রী, গ্রামের শিশু, রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব এ বাঁকা বিল্লাহ, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন, আমদহ ইউনিয়নের রায়পুর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুল খা সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

মোনাজাত শেষে উপস্থিত শিশুদের মাঝে তবারক বিতরণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।




দর্শনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

চুয়াডাঙ্গার দর্শনায় পৌর যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আসরের নামাজের পর দর্শনা মুক্তমঞ্চে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দলের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, অন্যতম সমন্বয়ক মো. মশিউর রহমান, সমন্বয়ক মাহবুব উল ইসলাম খোকন, সমন্বয়ক লুৎফর রহমান, সমন্বয়ক ইকবাল হোসেন, সমন্বয়ক মোমিনুল ইসলাম, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক জাহান আলী, যুগ্ম আহ্বায়ক আপু সুলতান, যুবদল নেতা রাকিবুল ইসলাম ব্রাইট, কৃষকদল নেতা হাতেম আলী, স্বেচ্ছাসেবক দলের মান্নান মাস্টার, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মুফা, সাধারণ সম্পাদক পলাশ, সাবেক সেনা সদস্য আব্দুল হামিদসহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।




আলমডাঙ্গা নন-এমপিওভুক্ত শিক্ষক জোটের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আলমডাঙ্গায় নন-এমপিওভুক্ত শিক্ষক জোটের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আলমডাঙ্গায় নন-এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং ডিআই-এর ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি ঘোষণার পর জোটের সদস্য সচিব দেওয়ার হোসেন আজিজীর প্রতিষ্ঠানে ষড়যন্ত্রমূলক অডিটের উদ্যোগ নেওয়া হয়। এরই প্রতিবাদে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, বিপ্লব হোসেন, আব্বাস উদ্দিন, কোরবান আলী, রফিকুল ইসলাম, আশরাফুল হক, আমিরুল ইসলাম, মহসিন আলী, আকলিমা খাতুন, আয়ুব আলী, আব্দুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।




বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় আলমডাঙ্গায় দোয়া মাহফিল

আলমডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বাদ আছর মোড়স্থ শহিদুল কাউনাইন টিলু মিয়ার চাতালে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়।

আলোচনা সভায় উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান।

জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বিল্লাল হোসেন, মঈন উদ্দিন, জাহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান চাঁদ আলী, লিয়াকত হোসেন, রফি মেম্বার, আব্দুল ওয়াহেদ, আব্দুল মালেক, কাতেব আলী, নওজেস আলী, মুন্তাজ আলী, আব্দুস সালাম, আব্দুল মজিদ, শরিফুল ইসলাম, রশিদুল ইসলাম, নাসির, সোয়াদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিত, শরিফুল মেম্বার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রানা, যুবদল নেতা ময়েন, ক্যাপ্টেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিউল হাসান সানি, গণতন্ত্র পরিষদের পৌর সভাপতি শামিম রেজা সাগর প্রমুখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশপ্রেমিক ও গণতন্ত্রের সংগ্রামী নেত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির দীর্ঘদিনের চেয়ারপার্সন হিসেবে তিনি দলের নেতৃত্বে রেখেছেন সাফল্যের ছাপ। তারা আরও বলেন, শত জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি। বরং মানুষের পাশে থেকে গণতন্ত্রের জন্য অটল থেকেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর উপস্থিতি দেশ ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বক্তারা।
আলোচনার শেষে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল মোতালেব।




আলমডাঙ্গায় সার বিতরণ নীতিমালা বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সভা

আলমডাঙ্গা উপজেলা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি তবারক হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।

স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। তিনি বলেন, সরকারের নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে একজন ব্যক্তির নামে একাধিক সার ডিলারশিপ রাখা যাবে না। কোনো ডিলার মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা সন্তান ডিলারশিপের মালিক হবেন। এছাড়া আলমডাঙ্গা উপজেলায় প্রায় ১০-১২ জন নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে, যা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সম্পন্ন হবে।

সভায় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. তবারক হোসেন, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, ইইপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওটু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো. শফিউল আলম বকুল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইকুম ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন সার ডিলার হাজী রফিকুল ইসলাম, হাজী হারুনার রশিদ, হাজী আব্দুল বারী, হাজী জনিরুদ্দিন, মো. আসিফ আস নূর (মেসার্স নূর মোহাম্মদ ট্রেডার্স), মো. দেলোয়ার হোসেন, শেখ আব্দুল জব্বার, সাইদ হাসান, বেলগাছি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মেহেরাজ আলী, মো. ফরিদ হোসেন, দিলিপ কুমার আগরালা, মো. আমিনুল হক, উত্তরা ট্রেডার্সের পক্ষ থেকে অসিত কুমার এবং মীর অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে ডা. আদনীন নাহার মীম প্রমুখ।

আলমডাঙ্গা উপজেলা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সার ডিলারশিপে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।




দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও তিথি মিত্রকে বিদায় সংবর্ধনা

দামুড়হুদা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র আইসিটি মন্ত্রণালয়ে উপপরিচালক হিসেবে যোগদান করবেন।

বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোজাম্মেল শিশির, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য হাবিবুর রহমান হবি, তাসীর আহমেদ, শেখ হাতেম, জহুরুল ইসলামসহ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।

বিদায় সংবর্ধনায় বক্তারা ইউএনও তিথি মিত্রের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে বলেন, তিনি ছিলেন সৎ, দক্ষ, যোগ্য ও সাংবাদিকবান্ধব একজন নির্বাহী কর্মকর্তা। দাপ্তরিক কাজে আন্তরিকতা, স্বচ্ছতা ও মানুষের কল্যাণে তার নিবেদন তাকে সবার কাছে শ্রদ্ধার স্থানে পৌঁছে দিয়েছে। স্বল্প সময়ে তিনি উপজেলার উন্নয়ন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থল ঢাকার আইসিটি অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিথি মিত্র সুযোগ হলে দামুড়হুদা উপজেলার উন্নয়ন ও কল্যাণে সহযোগিতা করে যাবেন।

শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।




বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাংনীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

গাংনীতে রাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে রাইপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম।

\প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, ইমন হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোনাজাত পরিচালনা করেন হাসানুজ্জামান সিদ্দিকী এবং রাইপুর জামে মসজিদের ইমাম ও সাইফুল ইসলাম। এ সময় নেতাকর্মীরা দুই হাত তুলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।




মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

জেলা প্রশাসন এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কর্মরত সহযোগী সংস্থাগুলোর আয়োজনে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় “বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫” পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিডিপি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবাহ নির্বাহী পরিচালক মঈন-উল-আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশাদুল ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মেহেরপুর। সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিনিধিত্বকারী সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মউকের উন্নয়ন কর্মী মুরাদ হোসেন, পল্লী জনউন্নয়ন কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া, আরভির নির্বাহী পরিচালক জনাব আনারুল ইসলাম, পলাশিপাড়া সমাজকল্যাণ সমিতির পরিচালক মোঃ কামরুজ্জামান, সিডিপির পরিচালক জন প্রভঞ্জন এবং সুফিয়া খাতুনসহ আরও অনেকে।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিডিপি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন সংস্থার প্রধান, কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।