মেহেরপুরে মাদক মামলায় একজনের জেল-জরিমানা

মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে মোঃ আব্দুল লতিফকে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৮ জুলাই বিকেলে মেহেরপুর সদর থানার এস.আই অর্জুন কুমার সরকার বুড়িপোতা তিনরাস্তার মোড়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে বুড়িপোতা উত্তরপাড়ার জামাত আলীর বাড়ির সামনে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে।

ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে এস.আই অর্জুন কুমার সরকার তাকে আটক করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামি নিজের নাম মো. আব্দুল লতিফ বলে পরিচয় দেন এবং তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। তল্লাশির একপর্যায়ে আসামি তার গেঞ্জির বুকপকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো হেরোইন বের করে দেন।

এ ঘটনায় মেহেরপুর সদর থানায় এফআইআর নং-১৯/১৪৭, তারিখ ২৮ মে ২০২০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার নথি ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে তার বিরুদ্ধে উপরোক্ত রায় দেন।

রায় ঘোষনার পরে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।




গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার সময় কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭ এর নিকট বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের ১১ সদস্যের বিএসএফের গান্দিনা ক্যাম্পের এ.সি. সুনিল কুমার এবং বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন কাজিপুর বিওপি নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান।

হস্তান্তরকৃতরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালিয়া উপজেলার মজুতদিয়া গ্রামের অজিত ঘোষের স্ত্রী অঞ্জনা রানি ঘোষ (৪২), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গোড়গাঁও গ্রামের কেটিরাম অধিকারীর ছেলে বিমল অধিকারী (৮৭), তার স্ত্রী মালতি অধিকারী (৭৫), একই গ্রামের প্রধান অধিকারীর ছেলে বর্ণ অধিকারী (৩৭), প্রধান অধিকারীর মেয়ে রিয়া অধিকারী (৪), মাদারীপুর জেলার শিবচর উপজেলার ইসমাইল দেওয়ানের ছেলে এস. ডি. বিলায়েত হোসেন (৩৫), একই জেলার বিয়ামকান্দি গ্রামের বিলায়েত হোসেনের স্ত্রী হামিদা বেগম (২৯), ছেলে ইবরাহিম হোসেন (৪), খুলনার কয়রা উপজেলার ভাগবা গ্রামের অরবিন্দু সেনার ছেলে তরুণ সেনা (৩৮), তার স্ত্রী প্রভাতি সেনা (৩০), দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়ার মিঠুন মিয়ার স্ত্রী রুমা আক্তার (২০), একই গ্রামের ইরফান আলীর মেয়ে সাবিনা শেখ (৩২), যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের আয়ূব খানের স্ত্রী শেফালী খাতুন (৪৩), রংপুরের পীরগঞ্জ উপজেলার হাজিপাড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে লিটন মিয়া (৩৫), ঠাকুরগাঁও জেলার রানীসংকর উপজেলার পূবচর গ্রামের ফরিদের স্ত্রী দুলালী খাতুন (৪৫),লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্য ধুবনী গ্রামের ছফিয়র রহমানের ছেলে মো. সৈয়দ আলী (৩১), লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের রফিকুল ইসলামের ছেলে রমজান আলী (২৮), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর গ্রামের মৃত মন্টু মণ্ডলের ছেলে আরজু আহমেদ (৫০), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেলতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে জয়নাল হক (২৬), একই গ্রামের আব্দুস সালামের ছেলে গোলাম মোস্তফা (২৯), একই উপজেলার চরদিয়ার মানিকচাক গ্রামের মাহাবুর রহমানের ছেলে মো. রুবেল (৩৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার চরআলাতুল উপজেলার লুতারুপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. নেজবাউল (২৬), একই জেলার পাইনেপাড়া গ্রামের আইজুদ্দিনের ছেলে পারভেজ মোসারফ (৩৭), মোড়েলগঞ্জ উপজেলার বাগেরহাট গ্রামের ফিরকানরবাদশার ছেলে মোহাম্মদ ইমরান (২৪), চাঁপাইনবাবগঞ্জের হাকিমপুর গ্রামের আব্দুল গাফ্ফার শেখের ছেলে মোহাম্মদ আসাদুল শেখ (১৮), একই জেলার হরিশপুর গ্রামের সোলেমান শেখের ছেলে ইমদাদুল শেখ (৫০), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাগওয়ান্তাপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মঈন আলী (৩৬), একই জেলার আতাহারী গ্রামের দুরুল হুদার ছেলে খাইরুল ইসলাম বাবু (৪০), শ্রীমান্তাপুর গ্রামের মৃত মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে মোহাম্মদ মনিরুল ইসলাম (৪০), নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাথারিপাড়া গ্রামের নাইমুল আলীর ছেলে গোলাম রাব্বানী (৩১), যশোরের বাঘারপাড়া উপজেলার বারখাদুরা গ্রামের শিশির পালের ছেলে প্রকাশ পাল (৩৪), ঢাকা জেলার সাভারের জাহাঙ্গীর বেদের ছেলে চহালাম বেদ (৩৫), একই স্থানের মৃত আমির মালের ছেলে কেরামত মাল (৫৬), খুলনার বটিয়াঘাটার বারভুইয়া গ্রামের মাহাবুর রহমানের ছেলে মেহেদী হাসান শেখ (২৪), নওগাঁর সাপাহার উপজেলার পশ্চিম কুর্মিডাঙ্গা গ্রামের দুরুল হুদার ছেলে মো. দুলাল হোসেন (৩১), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী গ্রামের মৃত রাসেল আলীর ছেলে আসমাউল হুসাইন (১৯), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরহনুমানতানগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ ইউসুফ আলী (২০), একই এলাকার আরজ আলীর ছেলে মাসুম রেজা (২৯), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সুকাতি গ্রামের মৃত ইকব্বর শেখের ছেলে মোহাম্মদ রইস খান (৩৬)।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল উপস্থিত ছিলেন।

জানা গেছে, হস্তান্তরকৃতরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছিলেন। ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে সীমান্তে এনে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় গাংনী থানায় মামলা দায়ের হয়েছে।




জাফলংয়ে দুই রাতে সাবাড় ৫০ হাজার ঘনফুট পাথর, আসামি অজ্ঞাত

পর্যটন এলাকাখ্যাত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে পাথর লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, বৃষ্টির মধ্যে গত ৭ ও ৯ আগস্ট গভীর রাতে সরানো হয়েছে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর সরিয়েছে একটি চক্র। এতে অজ্ঞাতনামা ১ থেকে দেড়শ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল মুনায়েম। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ।

মামলার এজহারের বরাতে পুলিশ জানায়, ৭ ও ৯ আগস্ট সরকারের জাফলংস্থ গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে একটি চক্র। দুবারই ১টা থেকে ভোররাত ৪টার মধ্যে সরানো হয়েছে পাথর। এতে ব্যবহৃত হয়েছে ৫০ থেকে ৬০টি নৌকা। যেখানে প্রায় ১শ’ থেকে দেড়শ দুর্বৃত্ত অংশ নেয়।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় ইতোপূর্বে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে চলছে অভিযান। বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে। তবে শনাক্ত হওয়া আসামিদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি সূত্রটি।

ওসি সরকার তোফায়েল আহমদ বলেন, জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের শনাক্তে কাজ করছে পুলিশ। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।

এর আগে ১৫ আগস্ট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর লুটের ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল করিম অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে।

সারা দেশে ৫১টি কোয়ারি (পাথর ও বালু উত্তোলনের নির্দিষ্ট স্থান) আছে। এর মধ্যে সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আছে আটটি পাথর কোয়ারি। এর বাইরে সিলেটে সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি, উৎমাছড়াসহ আরও ১০টি জায়গায় পাথর আছে। এসব জায়গা পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।

সীমান্তের ওপারে ভারতের পাহাড়ি নদী থেকে এসব পাথর আসে। ২০২০ সালের আগে সংরক্ষিত এলাকা বাদে সিলেটের আটটি কোয়ারি ইজারা দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হতো। তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে ২০২০ সালের পর আর পাথর কোয়ারি ইজারা দেওয়া হয়নি।

সিলেটের ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা সব সময় পাথর উত্তোলনের পক্ষে জোরালো অবস্থান নেন। বিগত পাঁচ বছরে তারা নানাভাবে কোয়ারি ইজারা আবার চালুর চেষ্টা করেছেন, কিন্তু সরকার অনুমতি দেয়নি। এ অবস্থায় রাতের বেলা আড়ালে মানুষ অবৈধভাবে পাথর তোলা হতো। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর টানা এক বছর দেদার পাথর লুটপাট করা হয়েছে।




বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে গত কয়েকদিন ধরে বৃষ্টি ঝরছে। আজ মঙ্গলবারও দেশের সব বিভাগে বৃষ্টির আভাস রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। আবহাওয়ার এমন পরিস্থতিতে বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আগামী ২৩ অক্টোবর পর্যন্ত টানা বৃষ্টি ঝরতে পারে। এরপর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বুধবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এ ছাড়া বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরদিন শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

সূত্র: কালের কন্ঠ




এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ, ব্যবহারিক শুরু কবে?

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এইচএসসির লিখিত পর্ব।

লিখিত পরীক্ষা শেষ হলেও শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির চাপ এখনো শেষ হয়নি। আগামী ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। একই সঙ্গে অনলাইনে নম্বর এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে তা বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

গত ২৬ জুন শুরু হয়েছিল এবারের এইচএসসি পরীক্ষা। ১০ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে কয়েক দফা স্থগিত হয়। প্রথমে জুলাই মাসের ভয়াবহ বন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে যায়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জ জেলায় সহিংস পরিস্থিতির কারণে তিন বোর্ডের পরীক্ষা স্থগিত হয়। সবশেষ ২১ জুলাই ও ২৪ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দেশে সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে ৮১ হাজারের বেশি কমেছে। তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম।

এছাড়া দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেও সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি।

গতবারের তুলনায় এ বছর এইচএসসিতে প্রায় ৭৩ হাজার পরীক্ষার্থী কমেছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে পরীক্ষার্থী কমেছে প্রায় দুই হাজার। আলিমে এবার পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। কমেছে সাত হাজারের মতো।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন




কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া হাজতির নাম পরিতোষ চন্দ্র (৫০)। তার বাবার নাম যগেন্দ্র চন্দ্র সূত্রধর। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে তথ্য এখনো জানা যায়নি।

হাজতি পরিতোষকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী তোফায়েল বলেন, ‘মঙ্গলবার সকালের দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী মিলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। জরুরি বিভাগের ডাক্তার পরিতোষকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকের বরাত দিয়ে তিনি হাজতি পরিতোষের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত শেষে কারা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




ক্রিকেটারদের সঙ্গে আজ বসছেন বিসিবি সভাপতি

আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শাল সোমবার ঢাকায় এসেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিটকে (আকু) সহায়তা করবেন।

এদিকে ছুটি শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আজ সকালে একটি পাঁচতারা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বসবেন।

সেখানে তিনি ক্রিকেটারদের সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলবেন। অ্যালেক্স মার্শালের সঙ্গেও আজ তার বসার কথা রয়েছে। এর আগে ক্রিকেটারদের কাছে সমস্যাগুলো চিহ্নিত করার জন্য একটি ফরম দেওয়া হয়েছিল বিসিবি থেকে।

সমস্যাগুলো চিহ্নিত করার পর দীর্ঘদিন আইসিসিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করবেন আমিনুল। ক্রিকেটারদের সমস্যা সমাধানে করণীয় পদক্ষেপ গ্রহণ করবে বিসিবি।

তবে নারী ক্রিকেটাররা থাকছেন না বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায়। বিশ্বকাপের প্রস্তুতিতে তারা এখন বিকেএসপিতে।

এদিকে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় ওয়ার্কশপ করবেন অ্যালেক্স মার্শাল।

সূত্র: যুগান্তর




তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে বড় নিয়োগ

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর।

আবেদন ফরম পূরণ ও ফি জমা শুরু হয়েছে সোমবার (১৮ আগস্ট) থেকে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

তবে পরবর্তী সময় এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

পদের নাম ও বেতন স্কেল

১. অফিস সহায়ক

পদসংখ্যা: ৪৯৭

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০- ২০,০১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।

বয়সসীমা

১৮ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনপত্রে গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনপত্র পূরণ ও ফি জমার শুরুর তারিখ: ১৮ আগস্ট ২০২৫, সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

* আবেদনের বিস্তারিত জানতে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন

 

সূত্র: কালের কন্ঠ




মেহেরপুরের আমঝুপিতে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত ২

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি বাজার এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে দ্রুতগতির দুই প্রাইভেটকার রেসিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়েছে।

আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার সিনেমা হলপাড়ার হাফিজের ছেলে ফেরদৌস (১৯) ও পলাশপাড়ার ওহি (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর শহর থেকে চুয়াডাঙ্গাগামী দুটি প্রাইভেটকার প্রতিযোগিতা (রেসিং) করছিল। হঠাৎ আমঝুপি বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মার্সেল শোরুমের সাইনবোর্ডে ধাক্কা মারে, পরে লাইম কফি হাউজের দোকান ভেঙে পাশের বটগাছে সজোরে আঘাত হানে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর অপর প্রাইভেটকারে থাকা যাত্রীরা আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনাটি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাউদ্দিন আহমেদ বলেন, রাত গভীর হওয়ার কারণে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গুরুতর আহত দুজনকে তাদের সঙ্গীরাই নিয়ে গেছে বলে জানা গেছে।
প্রাইভেটকারটি সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে এবং বর্তমানে এটি পুলিশ হেফাজতে রয়েছে। আশপাশের দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।




স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ আগস্ট) রাতে এ তথ্য জানা গেছে।

এর আগে এ-সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে ১ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করার কথা। গত ২৪ জুলাই উপদেষ্টা পরিষদ সেই খসড়া অনুমোদন করে।

নতুন এ সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। প্রার্থীরা সবাই হবেন নির্দলীয়, যা এখন স্বতন্ত্র নামে পরিচিত।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন।

সূত্র: কালের কন্ঠ