চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সদের অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস। এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্নআউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিসেস) মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করেন।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শনান্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং রেঞ্জ ডিআইজি, খুলনা প্রদত্ত নির্দেশনা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।




মেহেরপুরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

স্বপ্নবাজ তরুণদের নিরলস প্রচেষ্টায়, জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে “স্বাবলম্বী প্রজেক্ট” এর আওতায় মেহেরপুরে
প্রত্যন্ত গ্রামের অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার আয়োজনে গতকাল বুধবার মেহেরপুরের কাথুলী মোড়ের খান কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের মূল লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করা।

জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আশাদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে শুধু একটি পরিবার নয়, গোটা সমাজ উপকৃত হয়। জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার (রেজিঃ) কাজী মো: আবুল মনসুর, শহর সমাজসেবা অফিসার
মোঃ সোহেল মাহমুদ, মেডিকেল অফিস ডাঃ মোঃ রোকনুজ্জামান প্রমুখ।

এসময় জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং নানা আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে জেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান সিফাত মেহনাজ।

পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. তরিকুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের ইউনিট লেভেল অফিসার সাব্বির হোসেন, যুব প্রধান শান্ত প্রমুখ।

এছাড়াও এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের আর সি ওয়াই আব্দুল্লাহ আল মামুন, সদস্য মোঃ ফয়সাল হোসেন, মোঃ নাসির হাসান, ওবায়দুল্লাহ, ফারহান ইসরাকসহ স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




গাংনীতে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর খুন

মেহেরপুররের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাই সবুজের ছুরিকাঘাতে চাচা শ্বশুর ইলিয়াস হোসেন (৪৫) খুন হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে গাড়াবাড়িয়া গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন গাড়াবাড়িয়া স্কুল পাড়ার মৃত নেককার আলীর ছেলে। জামাই সবুজের বাড়ি একই উপজেলার ষোলটাকা গ্রামে। মরদেহ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা ঘাতক সবুজকে আটক করে রেখেছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম,  গাংনী থানা ও স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, মাদকাসক্ত সবুজ ভোরের দিকে তার শশুর বাশারের বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এসময় চাচা শশুর ইলিয়াছ হোসেন তাকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘাতক সবুজ আহম্মেদ ইলিয়াছ হোসেনের পেটে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। এদিকে ঘাতককে আটকিয়ে নিজেরা বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের বিক্ষুব্ধ লোকজন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এ্ই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছেছে। তার মরদেহ মেহেরপুর মর্গে রয়েছে এবং ঘাতককে স্থানীয়দের কাছে থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মহেশপুরে বিনামূল্যে সনোফিল্টার বিতরণ

ঝিনাইদহের মহেশপুরে মাশউক এর উদ্যোগে উপজেলা প্রকল্প এলাকায় বিনামুল্যে সনোফিল্টার বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ মে) সকাল ১০ টায় সংস্থার মহেশপুর প্রকল্প কার্যালয় চত্বরে “সাসটেইনেবল প্রিভেনশন অফ আর্সেনিক পয়জনিং ইন মহেশপুর সাব ডিষ্ট্র্রক্ট, ঝিনাইদহ ডিসট্রিক্ট” প্রকল্পের মহেশপুর উপজেলার আর্সেনিক আক্রান্ত ও ঝঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন “সনোফিল্টার” বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।

বিশেষ অতিথি শাহ আবুল আওয়াল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, মাশউক কুষ্টিয়া এবং মোঃ তৌহিদুল করিম, প্রজেক্ট ম্যানেজার, মাশউক, মহেশপুর প্রজেক্ট, ঝিনাইদহ। অনুষ্ঠান পরিচালনা করেন কুশল লাহিড়ী, হিসাবরক্ষক, মাশউক, মহেশপুর প্রজেক্ট, ঝিনাইদহ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প এলাকার উপকারভোগী ও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার বলেন, বে-সরকারী উন্নয়ন সংস্থা মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) তার মূল এলাকায় আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহের জন্য আর্সেনিক মুক্ত করন সনোফিল্টার বিনামুল্যে সরবরাহ করে অনেক বড় মহতি কাজ করছে।

তিনি আরও বলেন, আর্সেনিক একটি নিরব ঘাতক যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। এ থেকে বাঁচার জন্য আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পান করা প্রয়োজন। মাশউক এর কর্মীদের শেখানো পদ্ধতিতে ফিল্টারটি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করবেন। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে তার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করেন। বিশেষ অতিথী শাহ্ আবুল আওয়াল বলেন, মাশউক এর দেওয়া আর্সেনিক মুক্তকরণ সনো ফিল্টার পানিতে থাকা সব ধরনের ক্ষতিকারক এবং বিষাক্ত পদার্থগুলোকে বিশেষ করে আর্সেনিক ও ম্যাঙ্গানিজ কে সহনীয় মাত্রায় নিয়ে আসে যা ব্যবহার ও পান করার উপযোগী।

সর্বশেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরণ সনোফিল্টার বিতরন করার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।




ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খাতায় অনিয়ম পেয়েছে দুদক

মেহেরপুর বিআরটিএ অফিসে দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেসের জন্য ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদকের একটি টিম।

বুধবার দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত কাযার্লয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে একটি টিম প্রথমে ছদ্মবেশে এবং পরে দাপ্তরিকভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খাতাপত্রে কিছু অনিয়ম পাওয়া গেছে, তবে অন্যান্য অভিযোগের কোন প্রমান পাওয়া যায়নি।

তিনি জানান, অভিযোগ ছিল যে, দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকার বিনিময়ে লাইসেন্স প্রদান করা হয়। এই অভিযানের প্রেক্ষিতে অভিযানের আধা ঘণ্টা আগে আমরা ছদ্মবেশে মেহেরপুর বিআরটিএ অফিস পযার্লোচনা করি। তবে আজ দালালের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় অতিরিক্ত টাকা আদায় করা হয়। আমরা সেবা গ্রহীতাদের জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা এমন কোনো হয়রানির কথা জানাননি। এছাড়া, সেবা গ্রহণে হয়রানি বা অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগেরও সুস্পষ্ট প্রমাণ পাইনি।

তিনি আরো বলেন, তবে পরীক্ষায় পাস-ফেল নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে আমরা বিগত কয়েক মাসের খাতা ও রেজাল্ট শিট পর্যালোচনা করেছি এবং কিছু অনিয়ম পেয়েছি। সেটিও যাতে ভবিষ্যতে না হয় সেজন্য আমরা সতর্ক করেছি।

এসময় দুদকের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান, বিআরটিএ এর পরিদর্শক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।




মেহেরপুরে জেলা পর্যায়ে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত জেলা পর্যায়ের সীরাত প্রতিযোগিতা ও সনদসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ তার বক্তব্যে বলেন, “তোমরা নতুন, তোমরা তরুণ। তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। তোমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, সততা ও আদর্শ নিয়ে বড় হবে, এবং পড়ালেখার মাধ্যমে মা-বাবার স্বপ্ন পূরণ করবে।”

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম সিরাজুম মুনীরের সভাপতিত্বে ও মোহাম্মদ তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য অফিসার আব্দুল আল মামুন, খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, ফিল্ড অফিসার ওবাইদুর রহমান প্রমুখ।




মেহেরপুরে জেলা যুবদলের প্রস্তুতি সভা

আগামী ১৬ মে “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং ১৭ মে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করতে প্রস্তুতি সভা করেছে মেহেরপুর জেলা যুবদল।

বুধবার দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আব্দুল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের, মোশারফ হোসেন তপু, এস. এ. খান শিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, সাধারণ সম্পাদক সাইদুর সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলামসহ জেলা যুবদলের সকল ইউনিটের নেতাকর্মীরা।

সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী।




গাংনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

মেহেরপুর-কুস্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে মাইক্রোবাসের অপর তিন যাত্রী।

নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), গাঁড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিনুজ্জামান (৪৫) ও সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৪৫)।  আহত হয়েছেন গোলাপি খাতুন, ফজিলা খাতুন ও আলফাতুন নেছা নামের আরো তিন নারী।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে মেহেরপুর-কুস্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসে থাকা সবাই আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় আক্তার বানু মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতের দিকে চালক জামাল উদ্দিন ও শাহিন মারা যান।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, গাঁড়াডোব ও শ্যামপুরের ওই হতাহতরা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য রাত ১২ টার দিকে কুষ্টিয়া যাচ্ছিলেন। গাংনী উপজেলার শুকুরকান্দি নামক ওই স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, চালক জামাল উদ্দিন মাইক্রোবসটির মালিক। নিহতদের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি বানী ইসরাইল।




পিরোজপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন 

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল পাঁচটার সময় সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বলিয়ারপুর হাট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ 

কর্মী সম্মেলনে সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান বিট্টুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, বিএনপি নেতা সৌরভ হোসেন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মাহমুদুল হাসান মিলন, আমঝুপি ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা মিন্টু, আবুল খয়ের, সিরাজ মল্লিক, আবুল হোসেন, রাজু মিয়া, মুন্তাজ আলী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাজির আহমেদ সহ পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিরোজপুর ইউনিয়নের বিএনপি’র কর্মী সম্মেলনে ৮ নং ওয়ার্ডের সভাপতি রাজু মিয়া রাজা, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৯নং ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাবলু নির্বাচিত হন।