আজ এসএসসি ও সমমান পরীক্ষা

আজ হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেরপুর জেলার সদর উপজেলায় ৫ টি কেন্দ্রে ৩২১৭ জন, গাংনী উপজেলায় ১০ টি কেন্দ্রে ৪২৯০ জন ও মুজিবনগর উপজেলায় ২ টি কেন্দ্র ও একটি উপকেন্দ্রে মোট ৯১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিস।

মেহেরপুর জেলা শিক্ষা অফিসার হযরত আলী জানান, পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী আগমীকাল বৃহষ্পতিবার যশোর শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে তিনটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সকল কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, হল সুপার, ট্যাগ অফিসার, কক্ষ পরিদর্শকসহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। নকলমুক্ত ও সর্বোচ্চ সুশৃঙ্খলভাবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।




ফ্রান্সের মাঠে দুয়ো শুনতে হলো আর্জেন্টাইন বিশ্বজয়ীকে

পিএসজির দর্শকরা আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে ক্লাবে খেলার সময়ই ছাড় দেননি। আর্জেন্টিনার বিশ্বজয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেজ, যিনি আবার নানা কারণে ফ্রান্সের চক্ষুশূলও হয়েছেন নানা সময়, তাকে কেন ছাড় দেবে? দেয়নি। অ্যাস্টন ভিলার হয়ে পার্ক দেস প্রিন্সেসে যখন খেলতে নেমেছিলেন পিএসজির বিপক্ষে, তাকে ফ্রান্সের গ্যালারি ‘বরণ’ করে নিল একগাদা দুয়ো দিয়ে।

মার্তিনেজ তার স্বভাবসুলভ কাজটাই করেছিলেন। লেকিপে তার উপাধি দিয়েছিল ‘উস্কানি বিশেষজ্ঞ’। তিনিও তাই করেছিলেন।

ফ্রান্সের মাটিতে যখন পা রাখল ভিলা, তখন মার্তিনেজের মাথায় শোভা পাচ্ছিল একটা ক্যাপ। যেখানে আর্জেন্টিনার হয়ে তার জেতা চারটি শিরোপার লোগো ছিল। এরপর মাঠে যখন নামলেন, তখন করে বসলেন আরেক কাণ্ড। আর্জেন্টিনার রঙে মাথার চুলের এক পাশ রাঙিয়ে রেখেছিলেন তিনি।

মার্তিনেজের সঙ্গে ফ্রান্সের ‘শত্রুতার’ কারণ ২০২২ বিশ্বকাপ। সেবার শিরোপা জেতার পর গোল্ডেন গ্লাভস নিয়ে ‘অশ্লীল’ অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। এরপর উদযাপনের সময় কিলিয়ান এমবাপেকেও খোঁচা দিয়েছিলেন তিনি। মূলত সে কারণেই ফরাসিদের চক্ষুশূল হয়ে যান তিনি।

এরপর গেল বছর ফ্রান্সে খেলতে গিয়েছিলেন উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচ। লিলের বিপক্ষে সে ম্যাচে অবশ্য পেনাল্টি শ্যুট আউটে গড়ায়। যাতে আবারও নায়ক বনে যান তিনি।

ভিলার কোচ উনাই এমেরি তাকে নিয়ে বলেন, ‘সে এখন পরিণত, দায়িত্ববান। দিন যত গড়াচ্ছে, সে তার আবেগটাও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পাঁচ ছয় বছর আগে যখন সে ভিলায় এসেছিল, তখন পরিস্থিতিটা পুরোপুরি আলাদা ছিল।’

তবে ম্যাচের আগে আর ম্যাচে তার উস্কানিমূলক কাজ ইঙ্গিত দিচ্ছে বিপরীত দিকেই। যে কারণে গত রাতেও তাকে শুনতে হলো একগাদা দুয়ো।

ফ্রান্সে দুয়ো অবশ্য মেসিও শুনেছেন। ২০২২ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর, কিংবা ২০২২ বিশ্বকাপ জেতার পর পিএসজিতে ফিরে এসে ব্যাপক দুয়োর মুখে পড়তে হয়েছিল মেসিকে।

সূত্র: যুগান্তর




চেক জালিয়াতি মামলায় সাংবাদিক সুমনের জেল-জরিমানা

মেহেরপুরে চেক জালিয়াতি মামলায় আফসারুল হাসান সুমন (সুমন সাংবাদিক) কে এক বছরের কারাদণ্ড ও ৯৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার বিকালে মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এমদাদুল হক এ রায় দেন। সাজাপ্রাপ্ত সুমন মেহেরপুর শহরের বড় বাজার এলাকার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে।

জানা গেছে, সুমন ২০২৩ সালের ২০ আগস্ট ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে মেহেরপুর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাড়ার ফারুক হোসেনের ছেলে হাসানুল মারুফ এর ৯৫ হাজার ৩৮৭ টাকা পাওনা বাবদ রূপালী ব্যাংক শাখার একটি চেক প্রদান করেন। পরে ওই চেকের অনুকূলে কোন টাকা না থাকায় চেকটি ডিজ অনার করা হয়।

পরে হাসানুল মারুফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিজ্ঞ আদালত আফসারুল হাসান সুমন (সুমন সাংবাদিক) কে এক বছরের কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ৯৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

মামলা রাষ্ট্রপক্ষে এ পি পি মখলেছুর রহমান খান স্বপন এবং আসামি পক্ষে রুত সোভা মন্ডল কৌশলী ছিলেন। সাজাপ্রাপ্ত সুমন পলাতক রয়েছে।




কোটচাঁদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন স্থানীয় কৃষি অফিস।

বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে এ সব সামগ্রী বিতরন করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম,কৃষি অফিসার জাহিদ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল সাকিব, টিপু সুলতান।

এ বছর তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে পাঁচ কেজি উফসি আউশ ধানের বীজ, দশ কেজি করে ডিওপি ও দশ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

এ ছাড়া দুইশ জন চাষির মাছে ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি করে ডিওপি ও পাঁচ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।




মেহেরপুরের বারাদীতে ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন

মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের রাজনগর ১ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল পাঁচটার দিকে রাজনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য হাফিজুর রহমান হাফি।

জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এছাড়াও এসময় জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি এস এ খান শিল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান, রাকিবুল ইসলাম সজল, আকশেদ আলী, মাহাবুল হাসান মিলন জনিসহ বারাদী ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১ নং ওয়ার্ড বিএনপি’র কমিটিতে সভাপতি শাহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাবদ্দীন নির্বাচিত হন।




গাংনীতে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না সামসুল হক (৬৫) নামের এক বৃদ্ধের। পথেই ঘাতক ট্রাক কেড়ে নিলো তার প্রাণ।

বুধবার (৯ এপ্রিল) সকালে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-নবীনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামসুল হক গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর গ্রামের বাসিন্দা। তার ছেলে শামীম হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে তার বাবা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে একটি পাখিভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে নওপাড়া বাজার পার হয়ে নবীনপুরের কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।




দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সুপার নিহত

দামুড়হুদা উপজেলার কুনিয়াচাঁদপুর মাদ্রাসার সুপার মাওঃ সামসুল আলম (৬০) সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার মোক্তারপুর গ্রামের মাঠে অবস্থিত রেড-২ ইট ভাটার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওঃ সামসুল আলম দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লার গ্রামের মৃত. নিছার উদ্দিন মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, নিজ কর্মস্থল কুনিয়াচাঁদপুর মাদ্রাসা থেকে মোটরসাইকেল যোগে মাওঃ সামসুল আলম বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে বুধবার দুপুর একটার দিকে তিনি মোক্তারপুর রেড-২ ইট ভাটার কাছে পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক্টর তাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পৃস্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।




হরিণাকুণ্ডুতে গণঅধিকার পরিষদের কর্মীসভা ও পৌর কমিটি গঠন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গণঅধিকার পরিষদের পৌর শাখার আহবানে কর্মীসভা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮এপ্রিল) বিকালে সংগঠনটির পৌর শাখার কার্যালয়ে মকলেচুর রহমান টোকন মিয়ার সভাপতিত্বে ও সাইদুর রহমান এর সঞ্চালনায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে থেকে নেতা কর্মীরা এতে অংশগ্রহণ করেন। কর্মীসভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মকলেচুর রহমান টোকন মিয়াকে আহ্বায়ক ও সাইদুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত পৌর আহ্বায়ক ও সদস্য সচিব পৌর সম্মেলন সফল করার লক্ষ্যে সকল নেতা কর্মীদের কাধে কাধমিলিয়ে কাজ করার আহব্বান জানান।

এছাড়া পৌর গণঅধিকার পরিষদের আয়োজনে আগামী ২৬ এপ্রিলের জনসভা প্রাণবন্তসহ সফল করতে একযোগে কাজ করার জন্য পৌর এলাকা ও উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের আহব্বান জানান।




মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর কোর্ট রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেসার্স সাগর স্টোরে অনুমোদনবিহীন আইললি (জুস) বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ১৫ কার্টন শিশুখাদ্য ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম।




ইসরাইলি পণ্য বয়কটে ঝিনাইদহে ক্যাম্পেইন

ইসরাইলি সকল পণ্য বয়কটে ঝিনাইদহ সদর উপজেলার ৭ নং মহারাজপুর ইউনিয়নের সকল মুসলিম নাগরিকের পক্ষে বিষয়খালী বাজারে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বাদ মাগরিব বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ গেট থেকে এ বিশেষ ক্যাম্পেইন এশার আজান পর্যন্ত চালানো হয়। সেসময় বাজারের সকল ব্যবসায়ীদেরকে ইসরাইলি পণ্য বিক্রি না করার জন্য বিশেষ ভাবে আহ্বান করা হয়।

বিশেষ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজী, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদুল ইসলাম মাজু, বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আনিছুর রহমান, মিঞা অটো রাইস মিলের স্বত্বাধিকারী সাজেদুল ইসলাম সাজু মিঞা, সাংবাদিক বসির আহাম্মেদ, হাফেজ মাওলানা মুফতি আল-মামুন, ব্যবসায়ী দবির আলীসহ অসংখ্য ইউনিয়নের মুসলিম নাগরিকবৃন্দ।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, দখলদার ইসরাইল নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে। বিশ্ব বিবেক আজ স্তব্ধ। বিশ্ব মুসলমান নেতৃত্ব কোনো ভূমিকা রাখছে না। ইসরাইলকে রুখতে প্রয়োজনে মার্কিন ও ইসরাইলের উৎপাদিত সকল পণ্য বয়কট করতে হবে।

আরও বলেন, প্রতিবাদের ভাষা হবে সংযত। সংঘাত সৃষ্টি করে প্রতিবাদ করার চেয়ে আমরা ইসরাইল ও মার্কিনী সকল পণ্য বয়কট করব। ইসরাইলের সন্ত্রাসী কর্মকান্ড রুখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।