দর্শনায় ইয়াবাসহ গ্রেফতার-১

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২পিচ ইয়াবা ট্যাবলেটসহ জোহরা বেগম জহুরাকে (৫০) গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত জোহরা বেগম দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া উত্তর পাড়ার হাসমত আলীর স্ত্রী।

জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় দর্শনা আকন্দবাড়িয়ায় ।

এ সময় দর্শনা থানার চৌকস এস আই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ বেচাকেনার সময় হাতেনাতে জহুরা বেগমকে গ্রেফতার করে। পরে তার শরীর তল্লাশি করে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেছে। গতকালই জহুরা বেগমকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে।




বাগেরহাটে দেশীয় অস্ত্রসহ ঝিনাইদহের ১১ সন্ত্রাসী গ্রেপ্তার

বাগেরহাট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার যৌথ অভিযানে ঝিনাইদহ জেলার ১১অস্ত্রধারী সন্ত্রাসী ৪টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন, ১০রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র ও মাইক্রোবাসসহ ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার পুলিশ সুপার তৌহিদুল আরিফের নেতৃত্বে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম টিম, মোল্লারহাট থানা পুুলিশ ও জেলা বিশেষ শাখা মোল্লারহাট জোনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গত ২৬ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোল্লাহাট থানাধীন ঢাকা টু খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর ঝিনাইদহ জেলার মহেশপুর থানা হইতে আসা একটি হায়েস মাইক্রোবাস থামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে মাইক্রোবাসে আগত ব্যক্তিদের তল্লাশী করে ০৪টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ০১টি সেভেন গিয়ার চাকু, একটি ক্ষুর ও ০১টি দা উদ্ধারপূর্বক মাইক্রোবাসে থাকা ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়।

আটককৃতরা হলো, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ৬ জন তারা হলেন কসাইডাঙ্গা গ্রামের মৃত কদম আলীর ছেলে কাউসার আলী (৪৩) আব্দুল মুমিনের ছেলে আতাউর রহমান (৩০) ধান হড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আবুল হোসেন (৪৩) ও মৃত নুরুল ইসলামের ছেলে ইমদাদুল হক (৩১) এবং নুরুল আলমের ছেলে মাসুম পারভেজ (২২), গয়েশপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জনি মিয়া (২৭)।

৪ জনের বাড়ি হরিণাকুন্ডু উপজেলায় তারা হলো বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ মেহেদী হাসান (২৩) সাবেক বিন্নি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ খোকন বিশ্বাস (৪৫) ও আনিসুর রহমান শাহের ছেলে সেলিম শাহ (৩৪) সাড়াবাড়িয়া গ্রমের আবুল বাশার মন্ডল এর ছেলে খোকন মন্ডল (৩৫) ও ১জন হল ঝিনাইদহ সদর উপজেলার পৌরসভাধীন হামদহের অধীর চন্দ্র দাসের ছেলে প্রশ্ন প্রসেনজিৎ চন্দ্র দাস।

আসামীরা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা নিয়ে বিদেশী অস্ত্রশস্ত্র সহ মাইক্রোবাসযোগে ঝিনাইদহ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আসছিল মর্মে প্রাথমিকভাবে জানা যায়। গেপ্তারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।




মুজিবনগর পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মুজিবনগর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে আজ শুক্রবার সকালে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে এফসিডিও’র অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাধ্যমে উক্ত সভায় রাজনৈতিক, ধর্মীয় এবং নৃগোষ্ঠীগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
যশোর অঞ্চলের ফিল্ড সমন্বয়কারী মো: আশরাফুজ্জামান ও পিএফজি মন্বয়কারী মো: ওয়াজেদ আলী খান সভায় মূল বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। পরিকল্পনাসমূহ হলো পিস ফ্যসিলিটেটর ব্যাসিক ট্রেনিং (পিএফবিটি) বাস্তবায়ন, ইয়ুথ লিডারশিপ ডেভলপমেন্ট ট্রেনিং এবং পিস ইভেন্ট বাস্তবায়ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা জনাব মো: সাবদার আলী। সঞ্চালনা করেন পিস অ্যাম্বাসেডর মুনশী মো: মোকাদ্দেস হোসেন।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামী বালাদেশের সেক্রেটারি মো: খাইরুল বাশার, পেশ ইমাম হাফেজ মো: মতিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজ, সাংবাদিক ডালিম, সনাতন ধর্মের প্রতিনিধি ও শিক্ষক শ্যামল কুমার, পিস এ্যাম্বাসেডর ঝরনা খাতুন, ইউপি সদস্য রেহানা খাতুন, শিল্পি খাতুন, খ্রীষ্ঠান ধর্মের প্রতিনিধি লরেন্স মন্ডল ও মারিও সুশিত মন্ডল, প্রতিবন্ধি ব্যাক্তি মো: নজিবর রহমান সহ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। উল্লেখ্য প্রশিক্ষণের জন্য অনাগ্রহি সদস্যদের বাদ দিয়ে আগ্রহী সদস্যদের নিয়ে কমিটি রিফরমেশন করা হয়। উপস্থিত সকল অংশগ্রহণকারী শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন।

এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল-মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সব মানুষের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভার শেষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মো: সাবদার আলী সবাইকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং প্রশিক্ষিত জ্ঞ্যান কাজে লাগিয়ে সম্প্রীতির মুজিবনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।




মুজিবনগর থানাসহ মেহেরপুরের ৫ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

মেহেরপুর মুজিবনগর থানা, শেখ রাসেলের নামে দুটি মিনি স্টেডিয়াম, মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছহিউদ্দীন টেক্সটাইল ভকেশনাল ইনষ্টিটিউটসহ দেশের ৯৭৭টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার।

পরিবর্তিত প্রতিষ্ঠানের কয়েকটির নামকরণ করা হয়েছে এবং কিছু প্রতিষ্ঠানের নামকরণ করা হয়নি। প্রতিটি প্রতিষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম থাকায় পরিবর্তন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।




মেহেরপুরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৭৮

মেহেরপুরে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার যশোর বোর্ডের অধীনে এইচএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা শুরু হয়েছে।

মেহেরপুর জেলার তিনটি উপজেলার সাতটি কেন্দ্রে মোট ৪ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ৪১৭৭ জন, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষার্থী ৯১১ জন, এইচএসসি (ভোকেশনাল) ২৭৩ জন এবং আলিম পরীক্ষায় ১৪৪ জন। তবে প্রথম দিন ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

যশোর শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মেহেরপুর জেলায় মোট ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

গতকাল বৃহস্পতিবার জেলার তিনটি উপজেলার সাতটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় ৬২ জন, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় ৯ জন এবং আলিম পরীক্ষায় ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে, পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।




মেহেরপুরে ইয়াবা, হেরোইনসহ আটক-১

মেহেরপুর জেলা শহরের গোরস্থানপাড়ায় অভিযান চালিয়ে মো. রহমত বিন হাছেম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সেনাবাহিনীর লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোরস্থানপাড়ার রহমত বিন হাছেমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ পুরিয়া হেরোইন এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রহমত বিন হাছেমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




মুজিবনগরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

মুজিবনগরে পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতি (পিএসকেএস) সমৃদ্ধি কর্মসূচি এবং উপজেলার বাগোয়ান ইউনিয়নে স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় গ্রামীন জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় এবং পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতি (পিএসকেএস) এর বাস্তবায়নে,  উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস ক্লাব প্রাঙ্গনে এই স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শরিফুল ইসলাম এবং গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সুপ্রিয়া গুপ্তা রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন।

আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে ১৫৫ জন্য রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।




আমঝুপিতে মউকের উদ্যোগে মানববন্ধন ও র‍্যালি

মেহেরপুরের আমঝুপিতে “নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন, ন্যায়বিচার এবং ক্ষতিপূরণ” শীর্ষক এক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

আন্তর্জাতিক নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন কাউন্সিলের পরামর্শে এবং ঢাকাস্থ বাংলাদেশ মানবাধিকার সুরক্ষা কমিটি-২ ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের কারিগরি সহায়তায় ও প্রত্যক্ষ উদ্যোগে এবং মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক কারণে নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পুনর্বাসন, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।

বক্তারা বলেন, মতের অমিল, ভিন্ন মতাদর্শ, রাজনৈতিক বিরোধিতা কিংবা স্বৈরাচারী মানসিকতার ব্যক্তি, রাজনৈতিক প্রতিপক্ষ বা অতীতে কিছু উচ্চাকাঙ্ক্ষী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা অনেকেই সামাজিক, মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। চাঁদাবাজি, হুমকি, অপহরণ, গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে, যার প্রভাব ভুক্তভোগী ছাড়াও তার পরিবারের উপরও পড়ে।

মানবাধিকারকর্মী মোছা. ফাহিমা আক্তারের নেতৃত্বে আয়োজিত এই মানববন্ধন ও র‌্যালিতে মেহেরপুরের সুশীল সমাজের প্রতিনিধি, নির্যাতনের শিকার ব্যক্তিদের কাউন্সেলিংয়ে নিয়োজিত সমাজকর্মী এবং মউকের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।




চাকরী স্থায়ীকরণের দাবিতে ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীদের কর্মবিরতি

চাকরি স্থায়ীকরণ, বয়সসীমা শিথিলসহ ৪ দফা দাবীতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা।

বৃহস্পতিবার সকালে ৩য় দিনের কর্মসূচী হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয় লাইন সহকারীরা। সেসময় আন্দোলকারীরা তাদের দাবী সম্বলিত নানা দাবী তুলে শ্লোগান দেন। এই কর্মসূচীতে লাইন সহকারী ইমামুল হক রকি, রিপন হোসেন, শাহীন আলম, শাকিল আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, জীবনের ঝুকি নিয়ে বিদ্যুৎ অফিসে কাজ করলেও তারা বেতন ভাতা পান না। আমাদের দিয়ে কাজ করানোর পরও কর্তৃপক্ষ চাকরি স্থায়ী করছেন না। বক্তারা, চলমান নিয়োগ সংশোধন ও লাইন সাহায্যকারী (গ্যাটিস) শ্রমিকদের চাকরী স্থায়ীকরণ, বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল, বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকরী স্থায়ী ও মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারের সদস্যের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদাণের দাবী জানান।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে গেলেও আজও তা পুরণ হয়নি। বর্তমানে আমরা নতুন কর্মসূচী হাতে নেওয়ার পর একটি মহল আমাদেরকে নানা ভাবে হেনস্থা করছে। এমনি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে দেশের কয়েকটি স্থানে। দ্রুত এসব বন্ধ ও তাদের দাবী পুরণ করা না হলে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেন।




ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাঁচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনজুর মোর্শেদ, সিভিল সার্জন ডা: মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।