মেহেরপুরের আমঝুপি আইডিয়াল স্কুলে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় স্কুল মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।

আমঝুপি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মারুফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ আবুল কালাম আরিফ, ম্যানেজিং কমিটির সদস্য ডা. আবুল হান্নান, হাফিজুর রহমান, আব্দুল কাদের, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান এবং প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মিনী জোহরা খানম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কামরুদ্দোজা আশিক।

ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলার অংশ হিসেবে কেক কাটা, পুতুল নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সবাইকে আনন্দিত করে।




দর্শনায় বৈশাখী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন এবং খেলোয়াড়দের মাঝে ফুটবল ও দাবার সেট বিতরণ অনুষ্ঠান।

বুধবার বিকেল ৫টায় কেরু অ্যান্ড কোম্পানির মাঠে আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজনে আট দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর।

টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ও দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক আহম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান, বিএনপি নেতা মোমিনুল ইসলাম, ফরমান আলী, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক ফুটবলার সাইফুল ইসলাম হুকুম, আশরাফুজ্জামান বেল্টু প্রমুখ।

অনুষ্ঠানে ওসি শহীদ তিতুমীর খেলোয়াড়দের মাঝে ফুটবল ও দাবার সেট বিতরণ করেন। অতিরিক্ত একটি ফুটবল উপহার দেন সাইফুল ইসলাম হুকুম।

বক্তারা বলেন, মাদকমুক্ত দর্শনা গড়া এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং অবসর সময়ে দাবার মতো মানসিক খেলার প্রতি আকৃষ্ট করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউল পরিষদের আহ্বায়ক মনিরুজ্জামান ধীরু।




মেহেরপুর-চুয়াডাঙ্গায় আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

মেহেরপুর-চুয়াডাঙ্গায় আজ বুধবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ২৮। আজ বিকাল ৩টার সময় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানা গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তদরের আবহাওয়া সহকারী জামিনুর রহমান জানান, আজ মৌসুমের সর্বোচচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি পরিমাপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা হবে। আগামী ২/৩ দিন এ রকম আবহাওয়া বিরাজ করবে। ২৭ এপ্রিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, বাতাসের আদ্রতা গতকালের থেকে আজ অনেক কমছিলো, যার ফলে শরির ঘাম হচ্ছে না। গতকাল বাতাসের আদ্রতা ছিল ৬৭ এবং আজ বাতাসের আদ্রতা রয়েছে ২৮।




মেহেরপুরে প্রাণের সকল পণ্য ডেলিভারি বন্ধ ঘোষনা পরিবেশক সমিতির

জেলা পরিবেশক সমিতির সভায় প্রাণ বেভারেজ গ্রুপের কুষ্টিয়া অঞ্চলের টি.এস.এম আনিসুর রহমান খারাপ আচরণ করায় প্রাণ গ্রুপের সকল পণ্য ডেলিভারি বন্ধের ঘোষণা দিয়েছে পরিবেশক সমিতি।

আজ বুধবার মেহেরপুর জেলা পরিবেশক সমিতির কার্যালয়ে এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তারা জানায়, অভিযুক্ত টি.এস.এম এর উপযুক্ত বিচার না করা হলে ২৪ এপ্রিল থেকে মেহেরপুরে প্রাণের সকল পণ্য ডেলিভারি বন্ধ থাকবে। সভায় প্রাণ গ্রুপের বিভিন্ন গ্রুপের ডিলারবৃন্দরা সহমত পোষণ করে স্বাক্ষর করেন।

মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি হাশেম আলীর সভাপতিত্বে সভায় আরএন টেডার্স এর স্বত্ত্বাধীকারী সদরুল ইসলাম নাহিদ, পরিবেশক সোমেল রানাসহ সমিতির সদস্য ও প্রাণ গ্রুপের পরিবেশকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রাণ বেভারেজ গ্রুপের কুষ্টিয়া অঞ্চলের টি.এস.এম আনিসুর রহমান আরএন ট্রেডার্স এর ছাড়পত্র ছাড়াই অন্যজনকে ডিলার নিয়োগ দিয়েছেন। তার প্রতিবাদে পরিবেশক সমিতি টি.এস.এম কে নিয়ে একটি সভায় মিলিত হন। সভা চলাকালীন টি.এস.এম আনিসুর রহমান পরিবেশক সমিতির সদস্যদের সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগ করেছেন পরিবেশক সমিতির সদস্যরা।

তার প্রতিক্রিয়ায় ২৩ এপ্রিলের মধ্যে টি. এস. এম -এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে ২৪ এপ্রিল থেকে প্রাণের সকল গ্রুপের পণ্য ডেলিভারি ও মালামাল আনলোডিং বন্ধের হুমকি দেন।




ঝিনাইদহে ঘাতক ট্রাকের চাপায় প্রাণ গেল নৈশ প্রহরীর

ঝিনাইদহ শহরের হামদহ আলহেরা মোড়ে ট্রাকের চাপায় বাদল মোল্লা (৫৫) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুণ্ডু উত্তর পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে এবং সে আলহেরা মোড় এলাকায় নৈশ প্রহরীর দায়িত্ব পালনকারী।

স্থানীয়রা জানায়, ভোরে দায়িত্ব পালনের এক পর্যায়ে রাস্তার পশ্চিম পাশে দাড়িয়ে ছিল বাদল মোল্লা। সেসময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় বাদল মোল্লা।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করে।




আইপিএলের পরই বিয়ে করছেন কি না, প্রশ্নের জবাবে কী বললেন শুবমান

শুবমান গিলের ব্যক্তিগত জীবন তার ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায়। শেষ কিছু দিনে সে আলোচনা কিছুটা থিতিয়ে গেলেও বিষয়টা আবারও সামনে নিয়ে এসেছেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। জিজ্ঞেসই করে বসলেন, বিয়ে করছেন নাকি!

ঘটনাটা ঘটেছে গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের আগে। ইডেন গার্ডেনে সেদিন প্রি-ম্যাচ সঞ্চালনার সময় মজার ঘটনাটা ঘটল। ড্যানি মরিসন হঠাৎ করেই শুবমান গিলকে ব্যক্তিগত প্রশ্ন করে বসেন— ‘তোমাকে দারুণ লাগছে, বিয়ের ঘণ্টা কি শোনা যাচ্ছে? কী ব্যাপার, সামনে বিয়েটাও সেরে ফেলছো নাকি?’

মরিসনের এই প্রশ্ন শুনে মুহূর্তের জন্য অস্বস্তিতে পড়ে যান গিল। একটু ইতস্তত করে হালকা হাসি দিয়ে বলেন, ‘না না, এমন কিছুই না।’ তাঁর সেই নড়াচড়ায় আর হাসির ভঙ্গিমাতেই বোঝা যাচ্ছিল প্রশ্নটা মোটেই প্রত্যাশিত ছিল না।

এই হালকা মজার মুহূর্তে অবশ্য অনেকেই হাসিতে মেতে উঠেছিলেন। তবে অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় মরিসনের এমন ব্যক্তিগত প্রশ্নকে মোটেও ভালোভাবে নেননি। তাদের একাংশের মতে, ম্যাচ-পূর্ব আলোচনায় খেলাধুলার প্রসঙ্গেই থাকা উচিত, ব্যক্তিগত বিষয়ে নয়।

গিল এ বছর আইপিএলে ব্যাট হাতে বেশ ভালো ছন্দে আছেন। সাত ম্যাচে তার সংগ্রহ ২১৫ রান, গড় ৩৫.৮৩ এবং স্ট্রাইক রেট ১৪৯.৩০। ইতিমধ্যে দুটি হাফসেঞ্চুরি করে ফেলেছেন, সর্বোচ্চ রান অপরাজিত ৬১।

অন্যদিকে গুজরাট টাইটান্স দারুণ ছন্দে রয়েছে। সাত ম্যাচে পাঁচটিতে জয় পেয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা। নেট রান রেট +০.৯৮৪। শেষ ম্যাচে তারা দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে এসেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

বিয়ের গুঞ্জন নিয়ে যতই মজা চলুক না কেন, মাঠে গিলের মনোযোগটা ঠিকই ব্যাটে-বলে আছে। তার প্রমাণও দিচ্ছেন তিনি ধারাবাহিকভাবে।

সূত্র: যুগান্তর




শৈলকুপায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলক নগর গ্রামের প্রবাসী টিপু সুলতানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

সিংঙ্গাপুর প্রবাসী টিপু সুলতানের বাবা আইনুদ্দিন শেখ জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরেছিল। রাত ৩টার দিকে একদল ডাকাত বাড়ির গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মেওে ফেলার ভয় দেখিয়ে সব কিছু হাতিয়ে নেয়।

ডাকাতদল ঘর থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছে টিপু সুলতানের পরিবার।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এরকম ডাকাতির ঘটনা ঘটলে তারা তো রাতেই আমাকে জানাতো। তারপরও পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।




মুজিবনগরে বসত ভিটার জায়গা নিয়ে সংঘর্ষে আহত-৪

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামে বসতভিটার জায়গা নিয়ে আপন চাচা ভাতিজার সংঘর্ষে উভয়পক্ষের চারজন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাইরুল ইসলামের বাড়ির সামনে কথাকাটাকাটির একপর্যায়ে মৃত ইয়াসিন আলীর ছেলে মুখলেছুর রহমান হামলা চালায় বলে অভিযোগ রয়েছে । পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ভবানীপুর গ্রামে মৃত চমৎকার মন্ডল এর ছেলে খায়রুল ইসলাম( ৬০) খায়রুল ইসলামের ছেলে সাব্বির হাসান (২০) এবং মৃত ইয়াসিন মন্ডলের ছেলে মুকলেসুর রহমান (৫২) এবং আরোজ আলীর ছেলে আশিক ইসলাম (২০) আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা শেষে খায়রুল ইসলাম ও ছেলে সাব্বির হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজে রেফার্ড করেন। মোখলেসের পক্ষে আশিক মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছে।

সংঘর্ষের বিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষ থানায় কোন অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




কুষ্টিয়ার মিরপুরে স্টেশন মাস্টার পদায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের পদ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে শূন্য রয়েছে। স্টেশন মাস্টার না থাকায় নানা জটিলতার মধ্য দিয়ে চলেছে স্টেশনের কার্যক্রম।

এ প্রেক্ষিতে স্টেশন মাস্টার পদায়নসহ স্টেশনের বিভিন্ন উন্নয়ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে মিরপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট হস্তান্তর করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন— মিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের অধ্যাপক শাহ আক্তার মামুন, পৌর বিএনপি নেতা আব্দুর রশিদ, মিরপুর উপজেলা নাগরিক কমিটির মুখপাত্র ও সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির হিমু, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মো. আব্দুল গফুর ও ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, বিএনপি নেতা ইব্রাহিম আলীসহ অনেকে।

বক্তারা বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে স্টেশন মাস্টার পদায়নসহ স্টেশনের অন্যান্য দাবি পূরণ করতে হবে, অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।’ বক্তারা অবিলম্বে মিরপুর স্টেশনে স্টেশন মাস্টার নিয়োগ এবং স্টেশনের আধুনিকায়নের জোর দাবি জানান।

উল্লেখ্য, প্রায় এক মাসের অধিক সময় ধরে মিরপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের পদটি শূন্য রয়েছে। তবুও স্টেশনের কার্যক্রম কোনোভাবে পরিচালিত হচ্ছে।




গাংনী উপজেলা নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার অনাকাঙ্ক্ষিত বদলির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় গাংনী উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণ এ মানববন্ধনে অংশ নেন এবং ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ বাতিলের দাবি জানান।

বক্তারা বলেন, ইউএনও প্রীতম সাহা গাংনীর সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করেছেন। তিনি দারিদ্র্য ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, এমনকি চলমান এসএসসি পরীক্ষার্থীদের বাসায় রাতের বেলায় গিয়ে তাদের খোঁজ নিয়েছেন। তাঁর নেতৃত্বে গাংনীতে বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে, যা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তাঁরা ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ দ্রুত বাতিলের দাবি জানান।

উল্লেখ্য, গতকাল সোমবার খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. পারভেজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও প্রীতম সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁর স্থলাভিষিক্ত হবেন বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন।