মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে ৩ জন আসামিকে গ্রেফতার হয়েছে। এর মধ্যে সদর থানা পুলিশের অভিযানে ১ ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ২ জন রয়েছে।

গতকাল রবিবার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোররাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হলো, হরিরামপুরের মোঃ খাকছারুল ইসলামের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৯), মেহেরপুর সদর থানার মামলা নম্বর: ৯; তারিখ: ০৭ এপ্রিল, ২০২৫ আইনের নাম ও ধারা: ৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

মুজিবনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো, রশিকপুরের মোঃ মরজেদ আলীর ছেলে মোঃ নাহিদ ইসলাম (২৩) এবং
দারিয়াপুরের মোঃ আবু বক্করের ছেলে দারিয়াপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশিকুর রহমান (২৭)।

গ্রেফতাকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। জেলার সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।




শুটিং সেটে পরিচালকের বকা খাওয়া নিয়ে যা বললেন শ্রাবন্তী

ওপার বাংলার সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই মুহূর্তে নিজের কাজ নিয়ে ব্যস্ত। সামনেই তার অভিনীত দুটি গুরুত্বপূর্ণ ছবি মুক্তির কথা। যার মধ্যে একটি ঐতিহাসিক ছবি ‘দেবী চৌধুরানী’, যেখানে তার অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। এই ছবির লুক ইতোমধ্যেই দর্শকদের মনে ধরেছে।

আর অপরটি উইন্ডোজ প্রযোজনা সংস্থার হয়ে প্রথম কাজ ‘আমার বস’। সম্প্রতি এই ছবির টিজার প্রকাশ্যে আসে। ছবির টিজারে এক ঝলকে যা দেখা গেল, তা নিয়ে অবশ্যই কৌতুহল তৈরি হবে দর্শকদের মধ্যে।

এছাড়া সামনেই মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘আমার বস’। সেখানেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।

নন্দিতা কড়া ধাঁচের পরিচালক। তাই শ্রাবন্তী কখনো বকা খেয়েছেন কিনা সম্প্রতি একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে হাসিমুখেই অভিনেত্রী বলেন, না, আমাকে একবারের জন্যও বকা খেতে হয়নি। পরের বার যখন কাজ করব, তখন বকা খাব কিনা জানি না, তবে এবার খাইনি। যদিও বকা খেতে আপত্তি নেই জানিয়ে শ্রাবন্তী বলেন, বকা খাওয়াটাও কিন্তু উচিত। তবেই তো বুঝতে পারা যাবে ভুলটা কোথায়। তবে ভগবানের আশীর্বাদে আমি বকা খাইনি।

সেই কিশোরী বয়স থেকেই টালিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত শ্রাবন্তী। সেটে পরিচালকই বস। এ রকম টক্সিক বস পেয়েছেন কখনো—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ পেয়েছি। এনওসি দিয়ে বেরিয়েও এসেছি। তিনি বলেন, আসলে আমি টক্সিসিটি নিতে পারি না, সে কারণেই ছেড়ে বেরিয়ে আসি।

তবে সেই পরিচালকের নাম না জানিয়ে শ্রাবন্তী বলেন, তার নাম বলছি না, ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনা ঘটেছিল।

সূত্র: যুগান্তর




গাজায় ইসরায়েলি বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে মেহেরপুর পৌরসভার সামনে সাধারণ জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন আসিফ নাজ সুলতান।

বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। বিশ্ব মানবতার এই সংকটময় সময়ে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, গাজায় শুধু মুসলমানরা নয়, বরং গোটা বিশ্ব মানবতাই আক্রান্ত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবৈধ দখলদার ইসরায়েল স্বাধীন ফিলিস্তিনের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। তারা শুধু যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি, বরং পুরো গাজা উপত্যকা দখলের ঘোষণা দিয়েছে। বিশ্বনেতাদের অবশ্যই এই ন্যাক্কারজনক হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ফয়সাল হোসেন, ইশতিয়াক উদ্দিন অর্ণব, রোকন খন্দকার, সুরুজ, জাহিদ, রাহিদুজ্জামান, রজনী, সাদিয়া এবং অন্যান্য সাধারণ জনগণ।




ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে ‘গাংনী উপজেলা ছাত্র সমাজ পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বড়বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মোজাহিদুল ইসলাম, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, সাংবাদিক রাশিদুল ইসলাম বোরহান, গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওন, স্থানীয় সমাজসেবক বশির আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আমির হামজা ও আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, গাজায় গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিরব। মানবাধিকার কোথায়? আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একজন মুসলিম হিসেবে লজ্জা লাগে যে, আমরা এখনও এই অমানবিক অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় হতে পারিনি।

তারা ইসরায়েলের সব ধরণের পণ্য বর্জনের জন্য ছাত্র-ছাত্রীসহ সকলের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মেহেরপুর শহর ও মুজিবনগরেও পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।




বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকার, যন্ত্রটির বিশেষত্ব কী?

আকারে একদম ক্ষুদ্র। ছোট্ট একটি চালের দানার মতো তার আকার। এর মধ্যেই দিব্যি ভরে দেওয়া হয়েছে সব যন্ত্রপাতি। আর সেটি বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকার হিসাবে তৈরি করে চমকে দিয়েছেন আমেরিকার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। কীভাবে তৈরি করলেন এমন যন্ত্র, যা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বিজ্ঞানীরা? চলুন জেনে নেওয়া যাক—

‘নেচার’ জার্নালে এই গবেষণার খবর প্রথম প্রকাশিত হয়। সেখানে গবেষকরা লিখেছেন— সাময়িকভাবে ব্যবহারের জন্যই এত ছোট পেসমেকার তৈরি করা হয়েছে। বিশেষ করে শিশুদের কথা মাথায় রেখেই যন্ত্রটি তৈরি করা হয়েছে। জন্মগতভাবে হার্টের সমস্যায় ভুগছে— এমন শিশুর শরীরে সেটি স্থাপন করা সহজ হবে। বড়দের জন্য যে পেসমেকার রয়েছে, তা শিশুর শরীরে বসানো যায় না। সে ক্ষেত্রে অস্ত্রোপচারেও সমস্যা হয়। তাই এত ছোট যন্ত্র তৈরির কথা ভাবা হয়।

হৃৎস্পন্দন যদি অনিয়মিত হয়ে যায়, তখন পেসমেকার বসানোর প্রয়োজন হয়। হৃৎস্পন্দন সঠিক ছন্দে রাখার বৈদ্যুতিক যন্ত্রই হলো পেসমেকার। হার্টের নিজস্ব পেসমেকার বা এসএ নোড যথেষ্ট পরিমাণে বা গতিতে স্পন্দন তৈরি করতে না পারলে বা হৃৎপিণ্ডে তড়িৎ পরিবহণের রাস্তা বন্ধ হয়ে গেলে, তখন পেসমেকার বসিয়ে হৃৎপিণ্ডের গতি নির্দিষ্ট মাত্রায় নিয়ে যাওয়া হয়।

পেসমেকার স্থায়ী ও অস্থায়ী দুই রকমই হয়। স্থায়ী পেসমেকার তাদেরই বসানো হয়, যাদের হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে গেছে কিংবা দীর্ঘকালীন হার্টের সমস্যা রয়েছে। অস্থায়ী পেসমেকার সাধারণত হার্ট অ্যাটাক বা হৃৎস্পন্দন আচমকা খুব কমে গেলে তখন বসানো হয়। প্রয়োজন শেষ হলে সেটি শরীর থেকে বারও করে নেওয়া হয়। কিন্তু এই প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ।

গবেষক জন এ রজার্স জানিয়েছেন, ছোট্ট পেসমেকারটি এমনভাবে তৈরি যে, প্রয়োজন ফুরিয়ে গেলে সেটি নিজে থেকেই শরীরে মিশে যাবে। অস্ত্রোপচার করে বার করার প্রয়োজন পড়বে না। শিশুদের ক্ষেত্রে এমন পেসমেকার বসানো সহজ ও নিরাপদ। সাধারণত শিশুদের শরীরে পেসমেকার বসালে তা শিশুর উচ্চতা ও ওজন পরিবর্তনের সাপেক্ষে বদলানোর প্রয়োজন পড়ে। আবার অনেক ক্ষেত্রে বড় হওয়ার সঙ্গে সঙ্গে হৃৎস্পন্দন স্বাভাবিক পর্যায়ে চলে এলে আর পেসমেকারের প্রয়োজন পড়ে না। তাই বারবার অস্ত্রোপচারের চেয়ে এমন পেসমেকারই নিরাপদ।

সূত্র: যুগান্তর




মেহেরপুর স্টেডিয়াম মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে মেহেরপুর জেলা স্টেডিয়ামে বাণিজ্যমেলা বন্ধের দাবি জানানো হয়।

তারা বলেন, দীর্ঘদিন মেহেরপুরে খেলাধুলা বন্ধ রয়েছে, মেহেরপুর শহরে খেলার জায়গা নাই স্টেডিয়ামে মেলা হলে খেলোয়াররা খেলার জায়গা পাবে না। খেলার মাঠ বাদে অন্য কোথাও মেলা স্থানান্তর করার দাবি জানান তারা।

সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ এস লিটন, আমিরুল ইসলাম অলডাম, মাসুদুল ইসলাম প্রমূখ।

এই সময় জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা এবং ক্রীড়া প্রেমী মানুষরা সেখানে উপস্থিত ছিলেন।




সেই ‘ভুল শুধরে’ পুরোনো রূপে সিরাজ

মাসকয়েক আগেও যিনি তিন ফরম্যাটের ক্রিকেটে চেনা মুখ ছিলেন, তিনিই হলেন ব্রাত্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দলে জায়গা হলো না, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ছেড়ে দিল। মোহাম্মদ সিরাজের সামনে তখন ‍দুটি পথ খোলা—হয় লড়ো, নয় ভাগো। ভারতের তারকা পেসার লড়লেন। ভুল শুধরে পুরোনো রূপে ফিরলেন।

আইপিএলে বোলিংয়ে আগুন ঝড়াচ্ছেন সিরাজ। গতিতে তোপ দাগছেন, ভেতর-বাইরে দুদিকে করাচ্ছেন সুইং—সাফল্যও আসছে তাতে। পর পর দুই ম্যাচে সেরার পুরস্কারও নিজের করেছেন সিরাজ। এরপরই দল থেকে বাদ পড়ার কথা বলেছেন, সঙ্গে শুনিয়েছেন ফেরার প্রত্যয়ের কথা।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রোববার চার ওভারে ৪ উইকেট নিয়েছেন সিরাজ, খরচ করেছেন মোটে ১৭ রান। আগের ম্যাচে সাবেক দল আরসিবির ওপরও চড়াও হয়েছিলেন গুজরাট টাইটান্সের পেসার। গতকাল সেরার পুরস্কার নিয়ে সিরিজ বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া হজম হয়নি।’

ভারতের তারকা পেসার তবে পথ হারাতে চাচ্ছেন না, লড়ছেন দৃঢ়চিত্তে, ‘ধাক্কা খেলেও হতাশ হইনি। নিজের ফিটনেস নিয়ে খেটেছি। যে ভুল করছিলাম, তা শোধরানোর চেষ্টা করেছি। এখন বোলিং আমি উপভোগ করছি।’

নিজের শক্তি-সামর্থ্যে বিশ্বাস রাখছেন সিরাজ, আইপিএলকে জবাব দেওয়া কিংবা ফেরার মঞ্চ হিসেবে দেখছেন ৩১ বর্ষী তারকা, ‘পেশাদার ক্রিকেটার হিসাবে যখন অনেক দিন ধরে জাতীয় দলে খেলার পর বাদ পড়েন তখন মনে একটা সন্দেহ তৈরি হয়। নিজের দক্ষতা নিয়ে সন্দেহ হয়। আমারও হয়েছিল। কিন্তু ধীরে ধীরে তা কাটিয়ে উঠেছি। নিজেকে বুঝিয়েছি, ভাল খেললে আবার ফেরা সম্ভব। এখন সেটাই হচ্ছে। দুদিকে বল সুইং করানোর থেকে ভাল অনুভূতি আর হয় না।’

সিরাজের দল গুজরাট ৪ ম্যাচে তিন জয় তুলে আছে শীর্ষ দুইয়ে। তিন ম্যাচে গুজরাটের সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস। চার ম্যাচে সিরাজ নিয়েছেন ৯টি উইকেট। এখন পর্যন্ত উইকেটশিকারীদের তালিকায় শীর্ষ দুইয়ে আছেন সিরাজ। ১০ উইকেট নিয়ে তালিকার এক নম্বরে আফগান স্পিনার নূর আহমেদ। ৯টি উইকেট ঝুলিতে পুরেছেন দিল্লির মিচেল স্টার্কও।

সূত্র: যুগান্তর




মুজিবনগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার থেকে আট কবর সড়কের মধ্যবর্তী বল্লভপুর গুড়িতলার মাঠে প্রধান সড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) সকালে রাস্তার পাশে একটি নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন এবং তার আনুমানিক বয়স ৫০ বছর। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




দর্শনায় পূর্নাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে এডিবি’র প্রতিনিধি দলের পরিদর্শন

চুয়াডাঙ্গার দর্শনায় পুর্নাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে দর্শনা স্থল শুল্ক স্টেশন ও জয়নগর আইসিপি এলাকা পরিদর্শন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র উচ্চ পর্যায়ের টিম।

আজ রবিবার দুপুরে দর্শনা কাস্টমস শুল্ক স্টেশন ও বন্দর এলাকা পরিদর্শন করে ৪ সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন, প্রধান আঞ্চলিক সহযোগিতা বিশেষজ্ঞ এবং মিশন নেতা, আঞ্চলিক সহযোগিতা ও ইন্টিগ্রেশন ইউনিট, দক্ষিণ এশিয়া বিভাগ মাসাতো নাকানে, সিনিয়র প্রকল্প কর্মকর্তা (পরিবহন), পরিবহন সেক্টর অফিস হুমায়ন কবির, প্রকল্প প্রস্তুতি বিশেষজ্ঞ (আন্তর্জাতিক), ব্যক্তিগত পরামর্শদাতা এডিবি কাজী মোহাম্মদ আশরাফুল মুনিম, ডেপুটি কমিশনার, এনবিআর এবং ব্যক্তিগত পরামর্শদাতা, এডিবি, মোঃ মেরাজুল আলম সম্রাট এবং দর্শনা শুল্ক স্টেশনের এসিস্ট্যান্ট কমিশনার আব্দুস সাত্তারসহ রেভিনিউ ও সহকারী রেভিনিউ কর্মকর্তাগন, বিজিবির দর্শনা আইসিপি কমান্ডার জাকির হোসেন, ইমিগ্রেশন অফিসার রমজান আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভারতের গেদে ল্যান্ড পোর্ট সোসাইটির মুখ্য পরামর্শদাতা সুব্রত সাহা, দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক সাংবাদিক রেজাউল করিম লিটন, আশরাফুল হক উলুম, হাজী নজরুল ইসলাম, পলাশ আহমেদ প্রমুখ।

দর্শনা পুর্নাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন প্রজেক্টের পরিকল্পনা সম্পর্কে সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ দ্রুততার সাথে কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে তাগিদ দেন প্রতিনিধি দলটি।

দর্শনা স্থলবন্দর প্রজেক্টের কার্যক্রম সম্পন্ন হলে বাংলাদেশ ও ভারত উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র অর্থায়নে সাউথ এশিয়ান সাবরিজিওনাল ইকোনমিক্যাল কো অপারেশন (সাসেক) প্রোগ্রামের অধীনে দর্শনায় নির্মিত হতে যাচ্ছে আধুনিক ল্যান্ড পোর্ট ও এনবিআর’র কাস্টমস হাউজ ও ট্রেনিং সেন্টার।




মুজিবনগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

মুজিবনগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এর আয়োজনে, দিবসটি উপলক্ষে আজ রবিবার সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি পলাশ মন্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব রকিব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সংস্থার সদস্য ও প্রেসক্লাবের সহসভাপতি খাইরুল বাশার, ক্রীড়া সংস্থার সদস্য জহিরুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ এবং তরুণ ও যুব সমাজের প্রতিনিধি বৃন্দ।

আলোচনা সভায় উপজেলা ক্রীড়া সংস্হাকে আরো গতিশীল করা, উপজেলার খেলার মাঠ গুলোকে সংস্কার করা, বিভিন্ন খেলার আয়োজনে মাধ্যমে তরুন ও যুব সমাজকে খেলা মুখি করে মোবাইল আসক্তি, অনলাইন জুয়া, মাদকে প্রতিরোধ করার বিষয়ে বক্তব্য তুলে ধরে আলোচনা করেন অতিথিরা।