কুষ্টিয়ায় বালু তোলার সময় অস্ত্রধারীদের গুলি, আহত ১

কুষ্টিয়ায় গড়াই নদীতে বালু তোলার সময় মুখোশধারী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সবুজ আলী (৪২) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ সময় তারা বালুর ঘাটের ক্যাশ কাউন্টার থেকে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানখার পরিস্থিতি শান্ত রয়েছে।

গুলিবিদ্ধ সবুজ আলী ঢাকা মিনাপাড়া এলাকার শহীদুল বিশ্বাসের ছেলে। তিনি বালুর ঘাটের ম্যানেজার। ঘটনার পরে গুলিবিদ্ধ সবুজকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সবুজ আলী বলেন, রাত আনুমানিক ১১টার দিকে প্রায় ৮ থেকে ১০ জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্রসজ্জিত হয়ে বালুর ঘাটে আসে। তারা গুলি করতে করতে আসেন। এসময় আমার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। ৩ থেকে ৪ জনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। এ ঘটনায় জড়িতদের শাস্তি চাই।

এ বিষয়ে বালুর ঘাটের শ্রমিক ও প্রত্যক্ষদর্শী লালু আহমেদ বলেন, আমরা বালুর ঘাটে কাজ করছিলাম। এসময় রাত ১১টার দিকে চারপাশ থেকে ভারি ভারি অস্ত্রপাতি নিয়ে গুলিবর্ষণ করতে করতে আসে ৮ থেকে ১০ জন মুখোশধারী সন্ত্রাসী। সবুজকে ধরে তার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এসময় তারা প্রায় দুই লাখ টাকা লুটপাট করে নিয়ে গেছে। মুখোশধারী ৭ থেকে ৮ জনকে দেখেছি। তাদের মধ্যে তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখেছি। সবাই মুখোশধারী। কাউকে চিনতে পারিনি। তারা কারা সেটা ধারণা করতে পারছি। তবে জড়িত সবার বিচার চাই।

৪ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায়, মুখোশধারী তিনজন আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করতে করতে দৌড়ে আসেন। এতে আতঙ্কিত হয়ে ট্রাকের চালক ও বালু ঘাটের শ্রমিকরা পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে মুখোশধারী ৫ জনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। তারা গুলি করতে করতে আসেন এবং গুলি করতে করতে চলে যান।

বালু অপসারণের ইজারাদার রাকিব হোসেন বলেন, সন্ত্রাসীরা ম্যানেজারের পায়ে গুলি করে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। আমরা টেন্ডারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের বালি অপসারণ কাজ পেয়েছি। বৈধভাবে আমরা ব্যবসা করছি। বৈধভাবে বালু উত্তোলন করছি, বৈধভাবে ঘাটের টেন্ডার পেয়েছি। কিন্তু সেখানে কাজ করা এক শ্রমিককে ধরে নিয়ে গেছে মুখোশধারী সন্ত্রাসীরা। আমরা কাউকে চিনতে পারিনি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত। তিনি হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বালুর ঘাটে মুখোশধারীদের গুলিতে একজন আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। সেখানকার পরিস্থিতি শান্ত স্বাভাবিক রয়েছে।




আমরা খুবই সৌভাগ্যবান যে তোমাকে পেয়েছি: রাধিকা

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মা হওয়া নিয়ে তার নাকি অতিরিক্ত আবেগ নেই। বরং জীবনটাকে জীবনের মতো করেই দেখতে চান তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

একটি গণমাধ্যমের এক প্রতিবেদেনে বলা হয়েছে একদিকে যেমন এক নতুন মায়ের লড়াই, তেমনই একজন নারীর নিজের মতো করে বাঁচতে চাওয়ার। মঙ্গলবার বিকালেই রাধিকা নেটিজেনদের মাঝে শেয়ার করে নিলেন তার ভালোবাসার কথা।

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাধিকার স্বামী বেনেডিক্ট টেলরের জন্মদিন ছিল। সেখানে ভালোবাসার মানুষকে শুভেচ্ছা জানিয়ে রাধিকা শেয়ার করে নিয়েছেন একটি ছবি, যেখানে মুঠো পাকিয়ে রেখেছে তার মেয়ে। আর সেই মুঠোতেই নিজের মুঠো নিয়ে গিয়ে ঠেকিয়ে রেখেছেন ব্রিটিশ সংগীতশিল্পী বেনেডিক্ট টেলর।

বাবা-মেয়ের এই মিষ্টি ছবির সঙ্গে রাধিকা লিখেছেন ‘বড় হাতের মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা তোমাকে খুব ভালোবাসি এবং আমাদের খুবই সৌভাগ্য যে তোমাকে পেয়েছি। বোঝাই যাচ্ছে, নিজের সঙ্গেই জুড়ে নিয়েছেন ছেলের বক্তব্য।

হ্যাশট্যাগে রাধিকা লিখেছেন ‘ফেভারিট পারসন’ (প্রিয় মানুষ) শব্দবন্ধও। অভিনেত্রীর পোস্টে তার অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন বেনেডিক্টকে। এক অনুরাগী সংগীতশিল্পীকে উল্লেখ করেই লিখেছেন ‘শুভ জন্মদিন পাপা।’

উল্লেখ্য, ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে থাকা শুরু করেন রাধিকা আপ্তে। পরে ২০১২-১৩ সালের সময় তারা বিয়ে করেন। এর প্রায় ১২ বছর পর ২০২৪ সালে মা হয়েছেন রাধিকা।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেহেরপুর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী বিএএম।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলন আয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ডেন্ট মোঃ শফিউল আদমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনার রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী বিএএম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন এর উপ-পরিচালক মোঃ খাদেমুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মেহেরপুরের উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন।




ওপেনিং না তিনে, বাবরের ব্যাটিং পজিশন জানালেন রিজওয়ান

মোহাম্মদ আমির যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন, পাকিস্তানের আরও কয়েকজন সাবেকের মতও ছিল একই, ‘ওপেনিংয়ে নয়, বাবর আজম যেন তিনে ব্যাট করেন।’ তবে পাকিস্তানের ক্রিকেট বোর্ড সেই পরামর্শ মানেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর উদ্বোধনী ব্যাটার হিসেবেই খেলবেন।

পাকিস্তানের তারকা ব্যাটারের ব্যাটিং পজিশনের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে পাকিস্তানের অধিনায়ক জানিয়েছেন, ওপেনিংয়ে বাবরের ওপরই আস্থা রাখছে তার দল।

পুরোনো রূপে নেই বাবর। ওয়ানডেতে শেষবার সেঞ্চুরি পেয়েছেন তাও অনেকদিন। ওপেনিং ছেড়ে তিনে নেমে ব্যাট করছিলেন বেশ কিছুদিন। তবে রানের ধারায় ফিরতে পারেননি। তাই আবারও তাকে ওপেনিংয়ে নামানো হচ্ছে।

কেন বাবর ওপেন করবেন সেই ব্যাপারে যুক্তিও দিয়েছেন রিজওয়ান, ‘বাবর ওপেন করবেন। মিডল অর্ডারে আমাদের ডানহাতি-বামহাতি কম্বিনেশন প্রয়োজন। বাবর তার পজিশনে দলকে সন্তুষ্ট করেছেন। সে একজন গ্রেট খেলোয়াড়। পাকিস্তান তার থেকে সর্বোচ্চটা চাচ্ছে। আশা করি সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত কিছু করবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে বাকি মাত্র কয়েক ঘণ্টার। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আজ বিকালে পাকিস্তানের মোকাবিলা করবে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচের ফল নিজেদের পক্ষে আনতে মরিয়া মোহাম্মদ রিজওয়ানের দল। এতটুকু ছাড় দিতে প্রস্তুত নন মিচেল স্যান্টনাররাও। হাড্ডাহাড্ডি লড়াইটি শুরু হবে বিকাল ৩টায়।

জয়-পরাজয়ের খেরোখাতায় এগিয়ে যেতে পাকিস্তান পূর্ণ শক্তির দল নিয়ে নামবে। হারিস রউফ চোট কাটিয়ে ফিরেছেন। ফখর জামান থাকছেন দলে। ওপেনিংয়ে বাবরের সঙ্গে তাকে দেখা যেতে পারে। ব্যাটিংয়ে সাউথ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান নামবেন পরে। লম্বা ব্যাটিং লাইন আপে পাকিস্তান স্পিনারও রাখছে দুজন। ম্যাচে তিনজন পেসার খেলাতে পারে টিম পাকিস্তান। সেক্ষেত্রে নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির সঙ্গে থাকবেন হারিস রউফ।

সূত্র: যুগান্তর




দুই দিনের রিমান্ডে হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঝিনাইদহ আদালতে হাজির করা হয়। সদর আমলি আদালতের বিচারক মো. ফারুক আযম এ রিমান্ড মঞ্জুর করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. মুক্তার হোসেন। তিনি জানান, ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামি ছিলেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মিয়াজী।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে যশোরের রুদ্রপুর এলাকার শ্যামলছায়া পার্ক থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় সালাহউদ্দিন মিয়াজী। এর আগে ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন তিনি।




হোটেলে গোপন ক্যামেরা আছে কিনা বুঝবেন যেভাবে

হরহামেশা এই অপরাধটি দেখা যায়। হোটেলে ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও তুলে রাখছে কেউ। অবকাশযাপন করতে গিয়ে তাতেই পড়তে হয় বড় বিপদে। তবে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল রুমে গোপন ক্যামেরা আছে, সেটা সহজেই বুঝতে পারবেন। স্মার্টফোনের সাহায্যেই ধরে ফেলতে পারবেন রুমের গোপন ক্যামেরা।

যেভাবে জানবেন রুমে ক্যামেরা আছে—

ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে ঘরে রাখা গোপন ক্যামেরা চিহ্নিত করা সম্ভব। এজন্য ঘরের আলো নিভিয়ে দিতে হবে। এরপর ঘরের যে অংশে ক্যামেরা লুকানো থাকতে পারে, সেই জায়গায় ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে হবে। এর মধ্যে অন্যতম হলো এয়ার ভেন্ট, স্মোক ডিটেক্টর, অ্যালার্ম ক্লক অথবা আয়না। ছোট্ট একটি রিফ্লেক্টিভ গ্লিন্ট অথবা লেন্সের মতো সারফেস খুঁজতে হবে কিছু সন্দেহজনক বিষয় চোখে পড়লে সেই জায়গাটি খুঁটিয়ে দেখতে হবে।

স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে ইনফ্রারেড আলো চিহ্নিতকরণ পদ্ধতি অনুসরণ করতে পারেন। এজন্য প্রথমে আলো একেবারে নিভিয়ে দিতে হবে। এরপর স্মার্টফোনের ক্যামেরা অ্যাপ খুলতে হবে। ক্যামেরা কোথায় গোপন করা থাকতে পারে, সেখানে ধীরে ধীরে ক্যামেরা প্যান করতে হবে। ক্যামেরা স্ক্রিনে ছোট্ট পালসিং ডট অথবা গ্লোয়ের দিকে নজর দিতে হবে। এই ইনফ্রারেড আলোই হিডেন ক্যামেরার উপস্থিতি চিহ্নিত করবে।

স্মার্টফোনের জন্য তৈরি বিশেষ অ্যাপ ব্যবহার করে গোপন ক্যামেরা শনাক্ত করা সম্ভব। এই অ্যাপগুলো ইনফ্রারেড আলো, চৌম্বকক্ষেত্র এবং অস্বাভাবিক সংকেত শনাক্ত করতে পারে। নির্ভরযোগ্য একটি অ্যাপ ডাউনলোড করে সেটির মাধ্যমে রুমের সন্দেহজনক স্থান পরীক্ষা করতে হবে।

অনেক গোপন ক্যামেরা ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। স্মার্টফোন দিয়ে রুমের ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত যন্ত্র শনাক্ত করা সম্ভব। স্মার্টফোনের ওয়াই-ফাই সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যুক্ত যন্ত্রগুলোর তালিকা দেখতে হবে।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে জামায়াতের ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবিতে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে হোটেল বাজার মোড়ে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচির নেতৃত্ব দেন মেহেরপুর জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খাঁন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি।

দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি।

তারা আরো বলেন, স্বৈরাচারের আমলে গ্রেপ্তার আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক।

এ সময় নায়েবে আমীর মাওলানা মাহাবুবল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, বায়তুলমাল সেক্রেটারি জার্জিস হুসেইন, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য গাংনী ২ আসনের সংসদ প্রার্থী নাজমুল হুদা, গাংনী উপজেলা আমীর ডাঃ রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, জেলা শিবির সভাপতি শাখাওয়াত হোসেন, জেলা সুরা পরিষদের সদস্য এনামুল হক বকুলসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।




মহেশপুরে অবৈধ মাদকদ্রব্য ও সীমান্ত পারাপারকারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধ মাদকদ্রব্য ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিকদের আটক করেছে বিজিবি।

বিজিবি’র মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৬ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১১টার সময় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মেদিনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৩/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের আম বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫০/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাংগা গ্রামের ভুট্টা ক্ষেতের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তাছাড়া একই দিন রাত সোয়া ৩টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ একই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৪৯/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারগোপালপুর গ্রামের ড্রাগন বাগানের নিকট ধানক্ষেতের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় মদ এবং ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এছাড়াও ওই দিনই রাত সাড়ে ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৭৫ হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের পাঁকা রাস্তার উপর হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তাছাড় একই তারিখে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাটিলা, বাঘাডাংগা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর এবং কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা হতে নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ১২ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।




সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের জন্য বিধিমালা চূড়ান্ত করল পিএসসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস-সহ সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের জন্য বিধিমালা খসড়া চূড়ান্ত করেছে। পিএসসি বলছে, বিধিমালাটি পরীক্ষার্থীবান্ধব করা হয়েছে। এতে সুপারিশকৃত প্রার্থীদের হয়রানি বন্ধ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। পিএসসির এক বৈঠকে এ বিধিমালাসহ আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।

সোমবার পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়া বিধিতে সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে, কোন কোন পরিস্থিতিতে একজন প্রার্থীকে সরকারি চাকরির জন্য অনুপযুক্ত ঘোষণা করা যাবে। কেন অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে তা–ও প্রার্থীকে জানানোর প্রস্তাব বিধিমালায় রাখা হয়েছে। অনুপযুক্ত ব্যক্তিকে পুনর্বিবেচনার জন্য আবেদনের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে বিধিতে। নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে অনুপযুক্ত প্রার্থীর বিষয়ে পুনঃ তদন্তের সুযোগ রাখা হয়েছে।

সরকারি চাকরি আইন–২০১৮–এর অধীন একটি বিধিমালা হিসেবে সব শ্রেণির সরকারি কর্মচারীর জন্য এটি জারি করার জন্য সুপারিশ করা হয়েছে। বিধিমালাটি জারি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সার্বিক বিবেচনা করবে। বিসিএসসহ সব সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এ বিধি প্রয়োজ্য হবে।

এছাড়া নন-ক্যাডার বিধিমালা ২০২৩ সংশোধনের বিষয়ে পিএসসি নীতিগতভাবে সম্মত হয়েছে। পরের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। পরীক্ষাটি তিনটি ধাপে প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

সূত্র: যুগান্তর




ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু হয়ে পায়রা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর, সমাবেশ পরিচালনা করেন সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আব্দুল হাই, কাজী ছগীর আহম্মেদ, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক, কালীগঞ্জ নায়েবে আমীর মাওলানা মোঃ আবু তালিব, হরিনাকুণ্ডু উপজেলা আমীর বাবুল হোসেন, শৈলকূপা উপজেলা আমীর অধ্যাপক এস এম মতিউর রহমান, ঝিনাইদহ শহর আমীর এ্যাডঃ ইসমাইল হোসেন, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ ঝিনাইদহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা আমীর ঝিনাইদহ-২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবু বক্কর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হচ্ছে। বর্তমান সরকারের আমলে এই প্রথম জামায়াতে ইসলামী রাজপথে নামতে বাধ্য হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সকল প্রকার জুলুম নির্যাতন থেকে রেহাই পাবে। যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে। কিন্তু শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামীসহ অনেকেই মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। তার মুক্তি না হওয়ায় দেশবাসী বিস্মিত ও হতবাক। সুতরাং খুব দ্রুত তাকে মুক্তি দিতে হবে।

বক্তারা আরো বলেন, আওয়ামী সরকার দলীয় লোকদের দ্বারা তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সাক্ষ্য প্রদান করা হয়েছে যা অবাস্তব ও হাস্যকর। ২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হওয়ার পরও এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। জামায়াত স্বৈরশাসনামলে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। স্বৈরশাসনমুক্ত বাংলাদেশে জামায়াত এখনো বৈষম্যের শিকার।