গাংনীতে ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ১

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ভারতীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ মোশারফ হোসেন (৩৬) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার(১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মোশারফ হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, মোশারফ হোসেনের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার দোকান ও বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে একটি ভারতীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় মেহেরপুর আর্মি ক্যাম্প ও র‍্যাব-১২ এর সদস্যরা তাকে আটক করেন।

আটক মোশারফ হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রেসক্লাবের অফিস কক্ষে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন সভাপতি এবং মানবজমিন প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অন্যান্য পদের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামরুজ্জামান লিটন নির্বাচিত হন। বাকি পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি এম রবিউল ইসলাম রবি (দেশ রুপান্তর), সহ সম্পাদক পদে সাদ্দাম হোসেন (চ্যানেল-২৪.), দপ্তর সম্পাদক পদে রাজিব হাসান(৭১ টিভি), ক্রীড়া সম্পাদত পদে খাইরুল ইসলাম নিরব (আমাদের সময়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ আলী (সময় টিভি)।

এছাড়া নির্বাহী সদস্য পদে আজাদ রহমান (প্রথম আলো), আব্দুল হাই (ভোরের ডাক), এম রায়হান (জনকণ্ঠ), নিজাম জোয়ার্দ্দার (এটিএন বাংলা), এম সাইফুল মাবুদ, রফিকুল ইসলাম মন্টু এবং মিরাজ জামান রাজ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এ্যাড. সুভাষ বিশ্বাস মিলন এবং সহকারী কমিশনার ছিলেন এ্যাড. বদিউজ্জামান ও এ্যাড. আব্দুল আলিম।

প্রেসক্লাবের ২৮ জন সদস্যের মধ্যে ২৭জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অবাধ সুষ্ঠু এবং উৎসব মূখর পরিবেশে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।




চরমপন্থি নিয়ে চাঞ্চল্যকর আলোচনায় মেহেরপুর-কুষ্টিয়া !

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে একজন প্রবাসী সাংবাদিক মেহেরপুর-কুষ্টিয়া এলাকার চরমপন্থি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে লাইফ সাপোর্ট দিয়ে অস্ত্রোপচার করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছিলেন, হাদিকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দিতে হয়। তার মাথার ভেতরে গুলি থাকার পাশাপাশি কানের আশেপাশেও গুলির আঘাত রয়েছে।

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন আল-জাজিরার সংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলের চরমপন্থি গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে।

সায়ের আরও জানান, পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বায়েনের হ্যান্ডলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থি গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে।

সুব্রত বায়েন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সঙ্গে কথা বলেছে। পরবর্তীতে সুব্রত বায়েনের মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক বিডিআর মামলার পলাতক আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাঈদ ও দিপুর সঙ্গে কথা বলিয়ে দেয়।

প্রবাসী এই সাংবাদিক বলেন, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবিলা করাই একমাত্র উপায়।

আল জাজিরার সাংবাদিক ‍জুলকারনাইন সায়েরের এই স্ট্যাটাস গুরুত্বের সাথে তুলে ধরে দেশের কয়েকটি মিডিয়া সংবাদ প্রকাশ করেছে।
হাদির ‍গুলিবিদ্ধ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়।

তার দাবি, ‘এই দুইজন প্রায় দুই সপ্তাহ আগে হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়।

এদিকে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান, তারা সব তথ্য যাচাই করে দেখছেন।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে অস্ত্রধারীরা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদিসহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন।

তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে দুজন এসে ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন।




আলমডাঙ্গার চিৎলায় গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা 

আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের মরজেম আলি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় চিৎলা সরকারি কবরস্থানের পাশে মুচিপাড়ার মাঠের মধ্যে এক নির্জন স্থানে এই ঘটনাটি ঘটে।

গ্রামবাসী সুত্রে জানা গেছে, চিৎলা গ্রামের শুকুর আলির মেয়েকে বিবাহ করে দীর্ঘদিন ধরে ঘরজামাই হিসেবে মরজেম আলি বসবাস করছিলেন। তিন কন্যা সন্তানের পিতা এই মরজেম আলি পারিবারিক কলহের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় গাংনী তদন্তকেন্দ্রের পুলিশ মরজেমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা জেলা হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে।




চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৭তম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।

গত ৯ই ডিসেম্বর নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস স্মরণে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়।

আসরে স্বরচিত কবিতা পাঠ করেন, আব্বাস উদ্দিন, লতিফা রহমান বনলতা, ফুয়াদ আল মুকতাদির, মর্জিনা খাতুন, চিত্ত রঞ্জন শাহা চিতু, খালেকুজ্জামান, হুমায়ুন কবীর, মো: আবু নাসিফ খলিল, মিম্মা সুলতানা মিতা।

পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন, ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর, গোলাম কবীর মুকুল ও আবু নাসিফ খলিল।

আসরে উপস্থিত ছিলেন, রাবেয়া খাতুন রাবু। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯৭তম পর্বের সমাপ্তি ঘটে।




নিবার্চন কমিশনকে অভিনন্দন জানিয়ে দশর্নায় আনন্দ মিছিল

জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষনা করার পর দশর্না পৌর বিএনপি নিবার্চন কমিশনকে অভিনন্দন জানিয়ে দশর্নায় আনন্দ মিছিল করেছে।

শুক্রবার সন্ধ্যায় দশর্না সরকারি কলেজের সাবেক জিএস ও দশর্না বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল ও দশর্না পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বযক কমিটির সদস্য ইকবাল হোসনের নেত্রীত্বে এ আনন্দ মিছিলটি বের হয়।

দশর্না পুরাতন বাজার থেকে আনন্দ মিছিলটি বের হয়ে দশর্না শহর প্রদক্ষিণ করে। মিছিলে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয় এবং জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নিবার্চন কমিশনকে দশর্না পৌর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জনানো হয়।

এ সময়ে মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপি’র আরিফ উজ্জামান আরিফ, অপু সুলতান, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুবদলের নেতা ইকবাল হোসেন, দশর্না কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ইকবাল, মৎসজীবি দলের সদস্য সচিব শাহীন আহম্মেদ। এছাড়া আরো উপস্থিতি ছিলেন, নসীর উদ্দীন, আব্দুল জলিল ও রবিউল ইসলাম রবি প্রমুখ।




আলমডাঙ্গার ঘোলদাড়ীতে গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার

আলমডাঙ্গা ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পাইকপাড়া গ্রামের ফিরোজকে গাঁজাসহ গ্রেফতার করেছে।

গত বৃহস্পতিবার দিনগত রাতে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, উপজেলার বড় পাইকপাড়া গ্রামের মাহাবুল হকের ছেলে ফিরোজ আলী (৩০) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈলের নেতৃত্বে ঘোলদাড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফিরোজের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে।




আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদল নেতা আটক

আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ লিখন নামের এক ছাত্রদল নেতা গ্রেফতার হয়েছে।

আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প হারদী ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ লিখন নামের একজন ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর ক্যাপ্টেন তোফাজ্জেল হকের নেতৃত্বে গভীর রাতে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বাবুপাড়ার একটি টংঘর ঘিরে ফেলে অভিযানে অংশ নেয় সেনা ও পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে টংঘরের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল, এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সময় সেখানেই অবস্থানরত মৃত তারাচাঁদের ছেলে মোঃ লিখন হাসান হিরক(২৬) কে আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পুলিশ জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরায়েল জানান, সেনাবাহিনীর নির্দেশনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।




সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ডা: আবুল কাশেম

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইএনটি কনসালটেন্ট ডা: আবুল কাশেম সহকারি অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ডা: আবুল কাশেম মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

ডা: আবুল কাশেম ১৯৯৭ সালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে বরিশাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। ইএনটি বিষয়ে তিনি উচ্চতর ডিগ্রি এফ সি পি এইচ সম্পন্ন করেছেন দীর্ঘদিন ধরে তিনি মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইএনটি স্পেশালিস্ট হিসেবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

তাঁর এ পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন ১৯৯৭ এসএসসি ব্যাচের বন্ধু ও সহকর্মীরা ।




মেহেরপুরের ৪ নং ওয়ার্ডের হঠাৎ পাড়ায় বিএনপি’র উঠান বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে মেহেরপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ৪ নং ওয়ার্ডের হঠাৎপাড়ায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

জেলা মহিলা দলের সভাপতি সায়েদাতুন্নেসা নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের মনোনীত পার্থী মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা দল এবং ৪নং ওয়ার্ডের বিএনপি কর্মীরা।