দামুড়হুদায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দামুড়হুদা উপজেলার চারুলিয়া (খাঁ পাড়া) গ্রামের মতেহারের ছেলে ইমরান শেখ (৩০) এবং একই গ্রামের মৃত জামাল উদ্দিন শেখের ছেলে সবুজ শেখ (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনের দিকনির্দেশনায় গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভগিরাথপুর এলাকার আমিরুলের রাইচ মিলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য ১০ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

দামুড়হুদা মডেল থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন বলেন, “ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”




প্রবীণ হিতৈষী সংঘ মেহেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

প্রবীণ হিতৈষী সংঘ, মেহেরপুর জেলা শাখার আহ্বানে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে নির্বাচন পরিচালনা করেন নুরুল আহমেদ। নির্বাচনে সমসংখ্যক প্রার্থী থাকায় এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সর্বসম্মতিক্রমে সকল প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন সভাপতি: মো. আব্দুল কালাম, সহ-সভাপতি: মো. রফিক উল আলম, মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক: বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুস সামাদ, সাইদুজ্জামান খান সেন্টু, অর্থ সম্পাদক: আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক: প্রফেসর আব্দুল মমিন, সমাজ ও সাংস্কৃতিক সম্পাদক: মীর রওশান আলী, প্রচার প্রকাশনা, তথ্য ও গবেষণা সম্পাদক: মো. আমান উল্লাহ, নির্বাহী সদস্য: আব্দুস সালাম, মো. আশাবুল হক, মো. খালেদ সাইফুল্লাহ, মো. ফজলুল হক, মো. ইউছুফ হোসেন, আল তাজ, মো. মমতাজ উদ্দিন এবং হিতেন্দ্রনাথ বিশ্বাস।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদ, নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. মাহাতাব আলী ও অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমানের স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।




গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব গাঁজা ও টাকাসহ আটক

মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে ১শ গ্রাম গাঁজা ও নগদ ৫৩ হাজার ১শ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।

শনিবার রাতে তাকে আটক করা হয়। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রায়।

আটক ছাত্রনেতা শাকিল আহমেদ গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ছেলে।

ওসি উত্তম কুমার রায় জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে উদ্ধার হওয়া ৫৩ হাজার ১০০ টাকার বিষয়ে তদন্ত চলছে।




কালিগঞ্জের লিচু বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রাজবাড়ি গুঞ্জনগর মাঠে একটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার বিকেলের দিকে মোস্তফা মোর্শেদের লিচু বাগানে ফল গাছে ওষুধ দিতে গিয়ে কোলা বাজার এলাকার বাসিন্দা কিনু দাস প্রথম ঝুলন্ত লাশটি দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।

প্রথমে কেউ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে না পারলেও পরে জানা যায়, মৃত ব্যক্তি শৈলকূপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৮)। তিনি কালিগঞ্জ ভূষণ স্কুলের পাশে ঝন্টুর বাড়িতে ভাড়া থাকতেন এবং পেশায় দিনমজুর ছিলেন। জসিম উদ্দিনের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধারের সময় মৃত ব্যক্তির পকেট থেকে একটি বাটন মোবাইল ফোন পাওয়া গেছে, যা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




একই দিনে মেহেরপুরের দুই বিএনপি নেতার মৃত্যু

মেহেরপুরে একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে গাংনী ও মুজিবনগর উপজেলার দুই বিএনপি নেতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃতরা হলেন, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মাইলমারী গ্রামের বাসিন্দা মফিজুর রহমান বাচ্চু এবং মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবরপাড়া ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছমির উদ্দিন মোল্লা।

শনিবার রাতে পৃথক সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করেন। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম মফিজুর রহমান বাচ্চু ও ছমির উদ্দিন মোল্লার রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা।




মেহেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি চুরি-ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উসকানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে আইনের আলোকে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মুনীর প্রমুখ।




মেহেরপুরে কালের কণ্ঠর ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে পালন করা হয়েছে পাঠক প্রিয় দৈনিক কালের কণ্ঠর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ শনিবার বিকালে স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

কালের কণ্ঠ মেহেরপুর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিনের সভাপতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধাক্ষ ও গবেষক প্রফেসর আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও জৌষ্ঠ সাংবাদিক তোজাম্মেল আযম, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক বশির আহমেদ, বসুন্ধরা শুভ সংঘ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম, নারী উদ্যেক্তা সুখী ইসলাম,কালবেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফি ।

অনুষ্ঠানে, সাংবাদিক ফয়েজ আহমেদ, সাকিব হাসান রুদ্র, ইয়াসির ইউসুফ ইমন, রাফি হাসান প্রমুখ।

প্রফেসর আবদুল্লাহ আল আমিন বলেন, ১৬ বছর ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কালের কণ্ঠ ভুমিকা রেখে চলেছে। বহুত্ববাদি সমাজ গঠনে কালের কণ্ঠ নিরলসভাবে কাজ করে চলেছে।




গাংনীতে সড়ক পার হতে গিয়ে বাঘডাসার মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক পার হতে গিয়ে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মেছোবাঘের( বাঘডাসা) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টায় গাংনী–মেহেরপুর আঞ্চলিক সড়কে চেংগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত রাতে হঠাৎ সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মেছোবাঘটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণীটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি চলে যায়। পরে স্থানীয় লোকজন মৃত মেছোবাঘটি সড়কের পাশ থেকে সরিয়ে রাখেন।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

মেহেরপুর জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিন হোসেন বলেন, নিহত মেছোবাঘটি পূর্ণবয়স্ক ছিল। মেছোবাঘটি সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটি মাটিচাপা দেওয়া হয়।

তিনি আরো বলেন, এলাকাটি বন্যপ্রাণীর চলাচলের পথ হিসেবে পরিচিত। এ কারণে সড়কে যানবাহন চলাচলের সময় আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মেহেরপুর পৌর কলেজের অধ্যাপক ও ভুগোল ও পরিবেশবিদ মাসুদ রেজা বলেন, গতি নিয়ন্ত্রণ ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ কার্যকর উদ্যোগ না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।




মেহেরপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, মেহেরপুর প্রোগ্রামের নিজস্ব উদ্যোগে এবং ‘বাঁচাও’ এর আর্থিক সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলায় প্রতিবন্ধী, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার অনুষ্ঠিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, মেহেরপুর প্রোগ্রামের প্রশাসক মো. সফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা ম্যানেজার সোহেল আহমেদ। এ সময় ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, মেহেরপুর প্রোগ্রামের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মেহেরপুর সদর উপজেলার পাশাপাশি জেলার মুজিবনগর ও গাংনী উপজেলায় আরও ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত মৌসুমজুড়ে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।




আমরা আলমডাঙ্গার সন্তান সংস্থার পক্ষ থেকে ইউএনও’র কাছে কম্বল প্রদান

ঢাকাস্থ “আমরা আলমডাঙ্গার সন্তান” সংস্থার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ২৫০টি শীতবস্ত্র (কম্বল) আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের কাছে এসব কম্বল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডা. মনজুরুল ইসলাম বেলু, ডা. ওবায়দুল্লাহ, সুইট এগ্রোভেট লিমিটেডের পরিচালক রফিকুল হুদা, নজরুল ইসলাম, শেখ মনজুরুল ইসলাম রঞ্জু, রফিকুল হক বাবলুসহ অন্যান্যরা।

কম্বল প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সে চিন্তা থেকেই গভীর রাতে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।

এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।

এ সময় ঢাকাস্থ “আমরা আলমডাঙ্গার সন্তান” সংস্থার পক্ষ থেকে মীর আব্দুল মতিন চৌধুরী, খন্দকার রায়হান আসলাম ও আব্দুল্লাহ আল মামুন সোহেল শীতার্ত মানুষের জন্য কম্বল দিয়ে প্রশাসনকে সহযোগিতা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।