ঝিনাইদহ সদর হাসাপাতালের ছয় কোটি টাকার টেন্ডার

শর্তেও বেড়াজালে পড়ে ঝিনাইদহ সদর হাসপাতালের ছয় কোটি টাকার টেন্ডারে অংশ নিতে পাচ্ছেন না সাধারন ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকরা। বঞ্চিত ঠিকাদারী প্রতিষ্ঠান এমএস এন্টারপ্রাইজের মালিক মৌসুমি আক্তার মিথিলা বাদী হয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন। যার বিবাদী করা হয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসক, হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জনকে।

ঠিকাদারদের অভিযোগ, বর্তমান তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান শর্ত আরোপ করে তার পছন্দের এক ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ পাইয়ে দেওয়ার জন্য দেনদরবার প্রায় চুড়ান্ত করেছে।

জানা গেছে, ২৫০শয্যা ঝিনাইদহ সদর হাসপাতালের- ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য রোগীদের ঔষুধ, যন্ত্রপাতি, ব্যান্ডেজ গজ কাপড়, লিলেন কাপড়, কেমিক্যাল ও আসবাপত্র সরবরাহের জন্য দরপত্র আহবান করা হয়। কিন্তু সেখানে বিভিন্ন শর্ত আরোপ করে দেওয়া হয়েছে। যাতে করে সাধারন ঠিকাদারীগন এই কাজে অংশ নিতে না পারে। অভিযোগ রয়েছে রাজশাহীর এক ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান দেনদরবার শেষ করেছে। এমনকি ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে হাসপাতালের ই-টেন্ডারের গোপন পাসওয়ার্ড সরবারহ করেছেন।

মাগুরার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মামুন ড্রাগর্সের মালিক আজিজুল হক অভিযোগ করেন, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক যে শর্ত দিয়েছেন। তা বিগত দিনে বাংলাদেশের কোনো হাসপাতালে এমন শর্ত দেওয়া হয়নি।

তিনি আরও জানান, ঠিকাদারী কাজে অংশ নেওয়ার জন্য ৯৬টি আইটেমের স্যাম্পল দিতে হবে। কিন্তু এই স্যাম্পল নিতে ৫/৬ লাখ টাকার খরচ হবে। যদি কাজ না পাই তাহলে পরবর্তীতে কোম্পানী থেকে নেওয়া ওই স্যাম্পল ফেরৎ নেবে না। ফলে এই কাজে আমরা অংশ নিতেও পারছি না।

এছাড়াও নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক রাজশাহীর টোটন এন্টারপ্রাইজকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ঢাকায় বসে মোটা অংকের টাকা ঘুষ গ্রহন করে তাকে কাজ পাওয়ায়ে দেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছেন।

এব্যাপারে তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান ও হিসাবরক্ষক ফেরদৌস হোসেনকে একাধিকবার মোবাইলে ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি।

ঝিনাইদহ জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মিথিলা ইসলাম জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের টেন্ডার সংক্রান্ত বিষয়ে আমার কোনো দায় দায়িত্ব নেই। তাই এবিষয়ে আমি কিছু বলতে পারবো না।




মহেশপুরে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতীয় সীমান্ত পারাপারের সময় ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৫৮ বিজিবি।

সোমবার (১৩ জানুয়ারি) মহেশপুর বিজিবির মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১২ জানুয়ারি রবিবার, রাত ১১ টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ নতুনপাড়া বিওপি’র দায়িত্বরত এলাকার সীমান্ত পিলার-৬৬/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের হালিমের আম বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটককৃত মদ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যপারে মহেশপুর থানায় মাদকদব্য আটকের মামলা করা হয়েছে।




এসএসসি পাসে ওয়ালটনে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির এসি বিভাগ সার্ভিস এক্সপার্ট পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২২ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম : সার্ভিস এক্সপার্ট জনবল নিয়োগ : ৩০ জন অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ৩ বছর

বয়সসীমা : ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল : দেশের যে কোনো স্থানে

বেতন : আলোচনা সাপেক্ষে

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : এসি ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনায় দক্ষতা। অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২২ জানুয়ারি ২০২৫

সূত্র: কালবেলা




মেহেরপুরে জেলা বিএনপি’র পথসভা ও লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল চারটার টার দিকে মেহেরপুর সদর উপজেলা বারাদী ইউনিয়নে জেলা বিএনপি’র আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান ও যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।

এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাবেক সহ-সভাপতি এম এ কে খাইরুল বাশার, হাফিজুর রহমান হাফি, সহ-সভাপতি ওমর ফারুক লিটন, জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান, ছাত্রনেতা আব্দুল লতিফ, মোশিউল আলম দিপু, নাহিদ আহম্মেদ, ইসমাইল শাহ, জনিসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নেতারা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে তাদের সমর্থন কামনা করেন।




হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তে পারে সিআইএ: জাকারবার্গ

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) মতো গোয়েন্দা সংস্থাগুলো হোয়াটসঅ্যাপ বার্তা পড়তে পারে। মেটার সিইও মার্ক জাকারবার্গ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) জো রোগান এক্সপেরিয়েন্স পডকাস্টে এমন তথ্য জানিয়েছেন ফেসবুকের এই প্রতিষ্ঠাতা। খবর নিউজবাইটের।

প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ বা অন্যান্য গোয়েন্দাসংস্থার কাছে ব্যবহারকারীর স্মার্টফোন বা অন্যকোনো ডিভাইস গেলে তারা সেই ডিভাইসের বার্তা বা তথ্যে সরাসরি অ্যাকসেস করতে পারে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টাকার কার্লসনের সাক্ষাৎকারের আয়োজনের চেষ্টা সম্পর্কে রোগানের একটি প্রশ্নের প্রেক্ষাপটে এসব মন্তব্য করেছেন জাকারবার্গ।

গত বছরের ফেব্রুয়ারিতে, তিন বছরের ব্যর্থ প্রচেষ্টার পর পুতিনের সঙ্গে কথা বলতে সফল হওয়ার কথা বলার সময় কার্লসন তার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার জন্য মার্কিন কর্তৃপক্ষ, অর্থাৎ এনএসএ এবং সিআইএকে দায়ী করেছিলেন।

কার্লসনের মতে, সংস্থাগুলো তার বার্তা এবং ইমেল ট্যাপ করে তার উপর গুপ্তচরবৃত্তি করেছিল। সেইসঙ্গে মিডিয়াতে তার উদ্দেশ্য ফাঁস করেছিল। যা মস্কোকে তার সঙ্গে কথা বলতে ভয় দেখিয়েছিল।

এনিয়ে রোগান জাকারবার্গকে ব্যাখ্যা করতে বলেছিলেন যে বার্তাগুলো সুরক্ষিত করার জন্য এনক্রিপশন সুরক্ষা ব্যবস্থা করার পরও এটি কীভাবে ঘটতে পারে।

এর জবাবে জাকারবার্গ বলেন, এনক্রিপশনের যে জিনিসটি সত্যিই ভালো তা হলো এটি এমনভাবে তৈরি যাতে পরিষেবাটি পরিচালনাকারী কোম্পানিও এটি দেখতে পায় না। তাই আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে মেটা সার্ভারগুলো সেই বার্তার বিষয়বস্তু দেখতে পাবে না।

এনিয়ে জাকারবার্গ বলেন, কেউ যদি মেটার ডাটাবেস হ্যাক করে তবুও তারা ব্যবহারকারীদের ব্যক্তিগত টেক্সট অ্যাকসেস করতে পারবে না। তবে তিনি উল্লেখ করেছেন এনক্রিপশন আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে ডিভাইসে সংরক্ষিত বার্তাগুলি দেখা থেকে বিরত রাখে না।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে সমাজসেবার সহকারি পরিচালকের বদলীর দাবিতে মানববন্ধন

মেহেরপুর সমাজসেবার সহকারি পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির বদলীর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র জনতা।

সোমবার (১৩ই জানুয়ারি ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন তাহসিন রাব্বি, মাহাফুজুর রহমান সুইম, হাফিজুর হক প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর ফজলে রাব্বি নানা অনিয়ম দুর্নীতিতে জড়িত। জেলা সমাজসেবাকে সে দুর্নীতির আতুরঘর বানিয়েছে। ইতোপূর্বে বিভিন্ন গণমাধ্যম তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে বিগত ও বতর্মান জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তারপরও তার বিরুদ্ধে কোন ব‍্যবস্থা নেওয়া হয়নি। এই দুর্নীতিবাজকে মেহেরপুর থেকে দ্রুত বদলী করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে।




শীতে ত্বকের সমস্যায় নিতে পারেন যেসব ঘরোয়া সমাধান

শীত মানেই ত্বকের সমস্যা। শীতে বাতাসের কারণে শীতের তীব্রতা তো আছেই, শুষ্কতা এবং আদ্রতার অভাবে ত্বককে রুক্ষ, খসখসে এবং নিষ্প্রাণ করে তোলে।

ত্বক তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারাতে থাকে; সাথে নানা সমস্যা শুষ্কতা, ফাটল, রুক্ষভাব এবং কালচে দাগ দেখা দেয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে রয়েছে ঘরোয়া সমাধান। যা হতে পারে সহজ এবং প্রাকৃতিক উপাদানের মাধ্যমে। জেনে নেয়া যাক উপায়গুলো কি-

মধু

মধু শীতকালে ত্বককে নরম এবং আর্দ্র রাখার জন্য অত্যন্ত কার্যকরী। প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, যা ত্বকে আর্দ্রতা প্রদান করে এবং শুষ্কতা দূর করে। মধু ত্বকের ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে। শীতের সময় যখন ত্বক আর্দ্রতার অভাবে সান্ধ্য ও ক্লান্ত হয়ে পড়ে, তখন মধু ব্যবহার করলে ত্বক হয়ে ওঠে কোমল, স্বাস্থ্যকর এবং উজ্জ্বল।

এছাড়া শীতকালীন একটি সহজ প্রাকৃতিক ওষুধ হলো কমলার রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগানো। এটি ত্বকের ময়শ্চারাইজেশন বাড়ায় এবং ত্বকের পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। আবার মধু ও টকদই মিশিয়ে একটি প্যাক তৈরি করে ত্বকে লাগানোও বেশ কার্যকরী। এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

বেসন

সাধারণত আমাদের ঘরোয়া রান্নার একটি অপরিহার্য উপাদান বেসন। কিন্তু অনেকে জানেন না, তা ত্বকচর্চারও এক গুরুত্বপূর্ণ উপাদান। শীতকাল ছাড়া বছরের অন্য সময়েও ত্বকে মসৃণতা আনতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেসন কার্যকরী। এটি ত্বকের মৃত কোষগুলো পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। বেসন, টকদই, হলুদ মিশিয়ে একটি প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করলে তা ত্বকের শুষ্কতা দূর করে ও উজ্জ্বলতা আনে। অন্যদিকে, বেসন এবং কাঁচা দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি মেশালে তা ত্বককে গভীরভাবে পুষ্টি দেয় এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে। বেসন ত্বককে নরম এবং সজীব করে তোলে।

অ্যালোভেরা

অ্যালোভেরা হলো এক প্রাকৃতিক মহাওষুধ। যা শীতকালে ত্বকের জন্য অত্যন্ত উপকারী। অ্যালোভেরার জেলটি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি ত্বককে আর্দ্র রাখে এবং শুষ্কতা, দানাযুক্ত ত্বক প্রশমিত করতে সাহায্য করে। অ্যালোভেরা ত্বকের ক্ষত বা ফাটলও দূর করে এবং শীতের মধ্যে ত্বককে নরম ও মসৃণ রাখে।

অ্যালোভেরা জেল এবং মধু মিশিয়ে এটি ত্বকে লাগাতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে সজীব করে তোলে। এছাড়া, অ্যালোভেরা ত্বকের চুলকানি ও রাশ দূর করতে সাহায্য করে এবং ত্বককে প্রশান্তি দেয়।

টমেটো

শীতকালীন সহজলভ্য তরকারি। শীতে ত্বকের ওষুধ হিসেবে কাজে লাগাতে পারেন।টমেটো একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। টমেটো ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে এবং ত্বকের পিগমেন্টেশন দূর করতে কার্যকরী। এতে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে যা ত্বকের ক্লান্তি ও শুষ্কতা কাটিয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে। শীতের সময় ত্বকে অ্যান্টি-এজিং প্রভাবও সৃষ্টি করতে পারে টমেটো।টমেটোর রস এবং মুলতানি মাটি মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে। আপনি টমেটোর রস সরাসরি ত্বকে ব্যবহার করেও উজ্জ্বলতা পেতে পারেন

পানি পান করুন

পানির অভাবে শীতকালে ত্বক শুষ্ক হতে পারে, আর্দ্রতা হারিয়ে যেতে পারে। এটি মূলত ত্বককে ভিতর থেকে শুকিয়ে ফেলে। এর ফলে ত্বকে শুষ্কতা এবং রুক্ষতা সৃষ্টি হয়। তাই, শীতকালে আমাদের ত্বকের ভিতর থেকে হাইড্রেটেড থাকা অত্যন্ত জরুরি। সারাদিন প্রচুর পানি পান করুন, এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

এছাড়া, শীতকালে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও ত্বককে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত জরুরি। সঠিক সানস্ক্রিন ত্বকের বয়স বাড়ানো, ত্বকের পিগমেন্টেশন এবং সানবার্ন প্রতিরোধ করতে সাহায্য করে। স্নানের পরে নিয়মিত ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে যাতে ত্বক আর্দ্র এবং সজীব থাকে।

শীতকালে ত্বকের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরোয়া প্রতিকারগুলো ত্বককে আর্দ্র ও স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে, যাতে ত্বক শীতের তীব্রতা মুক্ত থাকতে পারে। মধু, বেসন, অ্যালোভেরা, টমেটো এবং প্রচুর পানি পান করার মাধ্যমে আপনি আপনার ত্বককে সুন্দর এবং উজ্জ্বল রাখতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ত্বককে ভালবাসা, যত্ন নেওয়া এবং সঠিকভাবে প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহার করা।

সূত্র: যুগান্তর




মেহেরপুরের বাড়িবাঁকায় তারুণ্যের মেলা অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে তারুণ্যের মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

তিন দিনব্যাপী চলমান এই মেলায় বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন সংস্কৃতির নানা উপকরণ প্রদর্শন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐতিহ্যের প্রতি আগ্রহ দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী। শিক্ষার্থীদের তৈরি প্রদর্শনী দেখে তিনি অত্যন্ত খুশি হন এবং তাদের প্রশংসা করেন। তিনি তার বক্তব্যে বলেন, এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে।

এসময় বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দুসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মেলা ঘিরে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরাও মেলায় অংশ নেন এবং শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন।




প্রেম করছেন করণ জোহর, বিল মেটায় তার সঙ্গী!

বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরকে আলোচনার কমতি নেই। তার প্রেম কিংবা সম্পর্ক সব কিছুতেই আগ্রহ দেখান ভক্তরা। এর বড় কারণ হচ্ছে, এখনও সিংগেল লাইফ কাটাচ্ছেন নামজাদা এ নির্মাতা। এবার বুঝি সেই প্রতীক্ষার অবসান ঘটল। করণ নিজেই জানালেন, প্রেম করছেন তিনি!

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এসে নিজের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ এর কথা জানালেন করণ জোহর। তিনি নাকি এমন একজনের সঙ্গে প্রেম করছেন, যে নাকি তার সমস্ত কথা শোনে। শুধু তাই নয়, আবার বিভিন্ন বিলও নাকি মিটিয়ে দেয়! তবে কে সেই করণের প্রেমিকা?

করণ জানান, তিনি বেশ কিছু দিন যাবৎ ‘ইনস্টাগ্রাম’-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তিনি লেখেন, ‘আমি ইনস্টাগ্রামের সঙ্গে প্রেম করছি। ও আমার কথা শোনে। আমি যাতে নিজের স্বপ্ন সফল করতে উদ্যত হই, সেই দিকে নজর রাখে। কখনও আবার বিলও মিটিয়ে দেয়। ওকে ভালো না বেসে পারা যায়? করণের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হতে দেখা যায়। এতে অবশ্য কিছুটা হতাশ হন তার ভক্তরা।

কিছুদিন আগেই বন্ধুদের নিয়ে এক পার্টিতে গিয়েছিলেন করণ। নজর কেড়েছিল তার টিশার্টে লেখা বার্তা। তার টিশার্টে লেখা ছিল ‘নেপো কিড। ‘নেপো’ আসলে নেপোটিজমের অপভ্রংশ, যার অর্থ ‘স্বজনপোষণ’।

পরিবারতন্ত্র নিয়ে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। শুধু তারকা সন্তানদেরই তিনি সুযোগ দেন, এমন অভিযোগও রয়েছে তার দিকে। তবে সে সব নিয়ে নিজেই মশকরা করেন করণ। তাই এদিনও নিন্দুকদের খোঁচা দিতেই এমন টিশার্ট বেছে নিয়েছিলেন তিনি।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে এক রাতে সর্বহারা হলো ২৬ জন

ঝিনাইদহ সদরের সর্ব বৃহৎ বাজার হাটগোপালপুরে ২৬ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দিবাগত রাতে দোকানগুলোর দরজার তালা কেটে চুরি ক্যাশবক্স ভেঙে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে।

স্থানীয় পুলিশ ক্যাম্পের কয়েকশ গজ দূরের বাজারে এ রকম চুরির ঘটনা জনমনে নানা রহস্য তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, ওই বাজারের মোট ২৬টি দোকানে চুরি হয়েছে। এসব দোকান থেকে ক্যাশবক্স ভেঙে নগদ টাকা, গামেন্টস সামগ্রী, ওষুধ ও অন্যান্য মালামাল নিয়ে যায় চোরের দল।

স্থানীয় পদ্মকর ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস বলেন, গত কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি ডাকাতির কথা শুনে আমাদের বাজারের ব্যবসায়ীদের সর্তক থাকতে বলেছিলাম। দুর্ভাগ্যবশত একই রাতে ২৬ টি দোকানে চুরি হয়ে গেল। দাগী অপরাধী ও মাদাকাসক্তদের গ্রেপ্তার না করলে চুরি-ডাকাতি আরো বেড়ে যাবে।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মুহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ওই বাজারে চুরির ঘটনায় স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যসহ বাজারের পাহারাদারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উন্মোচন করা হবে।