অপারেশনে ডেভিল হান্ট কোটচাঁদপুরে একজন আটক

ডেভিল হান্ট অপারেশনে কোটচাঁদপুরে একজনকে আটক করেছেন যৌথ বাহিনী। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক।

গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে স্থানীয় ফুলবাড়ি সমাজ কল্যান বাজার থেকে আটক করা হয় বলে জানিয়েছেন ওসি কবির হোসেন মাতুব্বর।

জানা যায়, গেল তিন দিন ধরে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় কোটচাঁদপুরেও চলছে অভিযান। গেল তিন দিনে ওই অপারেশনে যৌথবাহিনি হাতে একজন আটক হয়েছে। তিনি হলেন সাইফুল ইসলাম (৩০)। সে কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত মহাসিন মেম্বরের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার (এসআই) জোহা বলেন, শহিদুল ইসলামকে গেল ২৪ সালের একটি মামলায় আটক করা হয়েছে। মামলা নাম্বার ৩৫,তারিখ -২৭-১০-২৪। ওই মামলায় এই প্রথম একজন আটক করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এটা ঝিনাইদহ সদর থানার একটি মামলার আসামি। আমরা তাঁকে ধরতে সহায়তা করেছি মাত্র।

তিনি বলেন, শহিদুল ইসলামকে ফুলবাড়ির সমাজ কল্যান বাজার থেকে আটক করা হয়। সে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন তিনি।




দর্শনায় আট কেজি গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার এক

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও ৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম টিপু সুলতান (৪৬)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুন পাড়ার বাসিন্দা, আফাজ মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে রাঙ্গিয়ারপোতা নতুন পাড়ার খেদের মন্ডলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

অভিযানকালে টিপু সুলতানকে গ্রেফতার করা হয় এবং তার কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে প্রত্যেকটি ১ কেজি ওজনের ৮টি প্যাকেট গাঁজা ও ৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মাসুদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন এবং গ্রেফতারকৃত টিপু সুলতানকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”




হোয়াটসঅ্যাপ হ্যাকড, বুঝবেন যেভাবে

যত বেশি নিরাপত্তা, তত বেশি ফাঁক ফোকর। এমনই হয়েছে। সম্প্রতি মেটা দাবি করেছে তাদের অন্যতম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাকারদের কবলে পড়েছে। মেটা বলেছে, হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে ইসরাইলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশন। এর মধ্যে সাংবাদিক, রাজনৈতিক সহ অনেক লোকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে।

এরপরই নড়েচড়ে বসেছে সবাই। নিরাপদ মনে করে যারা হোয়াটসঅ্যাপকে ব্যবহার করত, তারা এবার সতর্ক হচ্ছে। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাকারদের কবলে—এর কিছু উপায় বাতলে দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

* খেয়াল করুন কোনো অজানা কন্টাক্ট চ্যাট লিস্টে আছে কি না। আগে ফোনে নম্বর সেভ করতে হয়। তারপর সেটা অ্যাপে আসে। কিন্তু ইউজার যদি নিজ থেকেই বিভিন্ন নম্বর হোয়াটসঅ্যাপে সেভ হতে দেখেন, তাহলে বুঝতে হবে অ্যাপ হ্যাক হয়েছে। নাহলে এমনটা হবে না।

* অজানা কন্টাক্টের সঙ্গে চ্যাট যদি থাকে। ইউজার যদি নিজে কোনো মেসেজ না পাঠান, তাহলে তা বন্ধুবান্ধব বা পরিবারের কারো কাছে যাওয়া সম্ভব নয়। কন্টাক্টের সঙ্গে যদি আপনাআপনিই চ্যাট হয়, তাহলে সেটা হ্যাক হওয়ার লক্ষণ। কারণ অন্য কোনোভাবে কন্টাক্টের কাছে চ্যাট যাওয়ার সম্ভাবনা নেই।

* যদি বারবার চেষ্টা করেও কেউ হোয়াটসঅ্যাপে লগ ইন করতে না পারেন, তাহলে সম্ভবত অন্য কেউ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছে। তাহলে বুঝতে হবে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। আসলে যার অ্যাকাউন্ট তিনি আর লগ ইন করতে পারছেন না।

* বারবার যদি আপনার ফোনে ভেরিফিকেশন কোড আসে। যদি দেখেন হোয়াটসঅ্যাপ বারবার ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে, তাহলে বিষয়টা অবহেলা করা উচিত নয়। কারণ স্বাভাবিক ক্ষেত্রে এমনটা হয় না। বুঝতে হবে, অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে।

সূত্র: যুগান্তর




দর্শনায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

দামুড়হুদা কুড়ুলগাছি ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান হিরো (৩৫) মোটরসাইকেল দূর্ঘটনায় আহত অবস্থায় আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৮ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত সোমবার রাত ৯ টার দিকে দর্শনা-মজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারসূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি আনন্দবাজার পাড়ার আসাদুল হকের ছেলে।

তিনি গত সোমবার রাত ৯ টার দিকে দর্শনা থেকে কুড়ুলগাছি নিজ বাড়িতে আসার পথে চন্ডিপুর গ্রামের স্কুলের নিকট মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পোলের সাথে ধাক্কা মারে। এসময় তিনি পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে গ্রামের ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। পরের দিন সকালে শরীরের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদ তিতুমীর ঘটনা সম্পর্কে বলেন, রাজশাহী থানা আমার কাছে জানতে চেয়েছিল তিনি সড়ক দূর্ঘটনায় আহত হয়েছিলেন কিনা। আমি জানিয়ে দিয়েছি।




স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন বিভাগ সহকারী ডিপো ইনচার্জ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পদের নাম : সহকারী ডিপো ইনচার্জ বিভাগ : ডিস্ট্রিবিউশন পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/এমএসসি/এমবিএ অন্যান্য যোগ্যতা : এমএস অফিসের ভালো দক্ষতা অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর

চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল : ঢাকা (মহাখালী) বেতন : আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: কালবেলা




মেহেরপুরের আমঝুপিতে তৃণমূল মডেল একাডেমীতে শিশুবরণ

শিশুদের বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশ তৈরি ও তাদের মনকে আরও প্রফুল্ল করতে বিভিন্ন বিদ্যালয়ে চলছে শিশুবরণ অনুষ্ঠান।

এরই অংশ হিসেবে বুধবার সকাল ১০টার দিকে গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান তৃণমূল মডেল একাডেমীর আমঝুপি শাখায় ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিশুদের বরণ উপলক্ষে শিশুবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানব উন্নয়ন কেন্দ্র (মউক) গণসাক্ষরতা অভিযানের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যালয়ের এস.এম.সি কমিটির সভাপতি মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর ম্যানেজিং ডাইরেক্টর ও মউকের নির্বাহী প্রধান জনাব আশাদুজ্জামান সেলিম।

স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সহকারী শিক্ষক মো. আজিজ ইসলাম। এছাড়া বক্তব্য দেন মউকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন ও প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।

অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করা হয়। তৃণমূল মডেল একাডেমী মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

অনুষ্ঠানে একাডেমীর ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথিরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থাপনা করেন মানবাধিকার কর্মী সাদ আহম্মেদ।




হঠাৎ ওজন বেড়ে যাওয়া যেসব রোগের লক্ষণ

ওজন কমানো নিয়ে বিস্তর প্রস্তুতি মানুষের। স্থুলতা কে পছন্দ করে, তবে নানা কারণে ওজন বাড়তে পারে। কিন্তু যখন আপনি অনেক চেষ্টা করছেন, ডায়েট চার্ট ফলো করে খাবার খাওয়া কমিয়েছেন কিন্তু ওজন কমার বদলে বেড়েই যাচ্ছে! এমন পরিস্থিতিতে পড়লে আগে ভাগেই সতর্ক হোন। এক্ষেত্রে কিছু রোগ বাসা বাঁধতে পারে শরীরে।

হুট করেই ওজন বেড়ে যাওয়ার নানা কারণ থাকতে পারে। এর মাঝে অন্যতম কয়েকটি সামনে এনেছে ভারতের কয়েকটি গণমাধ্যম।

* মানসিক অবসাদ

তীব্র মাত্রায় স্ট্রেস ও মানসিক অবসাদের শিকার হয়ে থাকেন তাহলে অস্বাভাবিক হারেই ওজন বৃদ্ধি পেতে পারে। ফলে স্ট্রেস কিংবা অবসাদ, অবহেলা না করা সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নাহলে বাড়বে সমস্যা।

* থাইরয়েড

যদি সব নিয়ম মেনে চলার পরেও দেখেন ওজন নিয়ন্ত্রণে থাকছে না তাহলে একবার থাইরয়েড চেক করিয়ে নিন। থাইরয়েডের কারণে অতিরিক্ত ওজন বেড়ে যায়। এই রোগটি পরে ভয়ঙ্কর আকারে রূপ নিতে পারে।

* হরমনের ক্ষরণ

শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণে অসামঞ্জস্য দেখা দিলেও আচমকা ওজন বেড়ে যাতে পারে। তাই দ্রুত ওজন বাড়লে বিষয়টা অবহেলা করবেন না।

* ওভারি টিউমার

ওভারি কিংবা ইউটেরাসে টিউমার হলে ওজন বাড়তে পারে মারাত্মকভাবে। অতএব কোনোভাবেই আচমকা ওজন বেড়ে যাওয়ার লক্ষণ অবহেলা করা উচিত নয়।

অতিরিক্ত ওজন কারোরই কাম্য নয়। সবার সুষ্ট জীবন কাম্য এবং তার জন্য একটা সবার আগে যেটা প্রয়োজন তা হলো সঠিক ওজন। আমাদের জীবনের ধরণ পাল্টাছে। সেটার জন্য সব থেকে বেশি যেটা লক্ষণীয় সেটা হলো ওজন বেড়ে যাওয়া। এই ওজন থেকে হতে পারে নানা ধরনের রোগ তাই সঠিক ওজন রাখা অত্যন্ত দরকারি।

সূত্র: যুগান্তর




গাংনীতে ১৪ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

১৪ কেজি গাঁজাসহ আজিবুর রহমান (৬৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আজিবুর রহমান গাংনী উপজেলার সীমান্তবর্তী কাথুলি গ্রামের মৃত নিচিন শেখের ছেলে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি’র ধলা বিওপি ক্যাম্পের হাবিলদার মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল টিম আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৪/২ এস এর বাংলাদেশের অভ্যন্তরে ধলার বিল নামক স্থান থেকে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করেন।

হাবিলদার মোহাম্মদ আলী জানান, গতরাত ১২ টার সময় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৪/২ এস এর নিকট মাদক পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল টিম অবস্থান করছিলো।

চারজন মাদক পাচারকারি গাঁজার প্যাকেট নিয়ে কাঁটাতারের সীমান্ত পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকছিলেন। এসময় বিজিবি’র টহল টিম তাঁদের ধাওয়া দিলে গাঁজার প্যাকেট ফেলে তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও আজিবুর রহমানকে আটক করা হয়।




দেশি খেলোয়াড়রা বিদেশিদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই

আসছে মাসে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ– ডিপিএল। তবে এবারের আসরে কোনো বিদেশি খেলোয়াড়কে আনা যাবে না। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

ঢাকা প্রিমিয়ার লিগে ঐতিহ্যগতভাবেই বিদেশি ক্রিকেটারদের মেলা বসে। গেল শতকের শেষ দিকে এই টুর্নামেন্টে এসে খেলে গেছেন খ্যাতনামা সব ক্রিকেটার, বিশ্বকাপজয়ী খেলোয়াড়দেরও দেখা গেছে ঢাকার মাঠে। শেষ অনেক দিন ধরে বড় কোনো নামের দেখা মেলে না এখানে। এবার সে পথও বন্ধ হয়ে যাচ্ছে।

মূলত এবারের এই আসরে স্থানীয় ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও আগের নিয়মই বহাল রাখার পক্ষে চেষ্টা চালাচ্ছে বেশ কিছু ক্লাব। তবে সে চেষ্টা অন্তত এবারের আসরে ধোপে টিকবে না।

সিসিডিএম সূত্রে জানা গেছে এবারের আসর নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, যা আগামী তিন সপ্তাহে বদলে যাবে না। বেশ কিছু ক্লাব বিদেশি খেলোয়াড়ের নিয়ম ফেরানোর পক্ষে ছিল, তবে আলোচনার পর লিগটাকে বিদেশিমুক্ত রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সেটাকেই লিগের জন্য বেশি উপকারী মনে করা হচ্ছে।

সম্প্রতি নির্বাচকের পদ ছেড়ে আবাহনীর প্রধান কোচ হওয়া হান্নান সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘শেষ দুই তিন বছরে বিদেশি খেলোয়াড়ের মান পড়ে গেছে অনেকটাই। আমাদের দেশি খেলোয়াড়রা বিদেশিদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। তো আমাদের ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়াটাই ভালো মনে হচ্ছে।’

সূত্র: যুগান্তর




মেহেরপুরে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা

এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিল খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, টিটিসির প্রিন্সিপাল আরিফ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ প্রমুখ।