জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের ২০২৫-২৭ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় জীবননগর প্রেসক্লাবের আয়োজনে রেস্টুরেন্ট থ্রি স্টারের কনফারেন্স রুমে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসেন কচি আনুষ্ঠানিকভাবে কমিটির সভাপতি এমআর বাবু ও সাধারণ সম্পাদক নূর আলমকে শপথ পাঠ করান। কমিটির অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার মূল আদর্শ সত্য, ন্যায় ও নিরপেক্ষতা অটুট রেখে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান।

শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কনফারেন্স প্রাঙ্গণে ছিল প্রাণবন্ত পরিবেশ। উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক প্রকাশক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, দৈনিক চুয়াডাঙ্গা প্রত্রিকা পত্রিকার সম্পাদক মাওলানা আজিজুর রহমান।

শপথ গ্রহণ করেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার মামুনউর রহমান, আন্দোলনের বাজার পত্রিকার মুন্সী রায়হান উদ্দিন, দৈনিক সংগ্রাম পত্রিকার মাজেদুর রহমান লিটন, মাথাভাঙ্গা পত্রিকার নারায়ণ ভৌমিক, দৈনিক মানবজমিন পত্রিকার হুমায়ুন কবির, আকাশ খবর পত্রিকার বশির উদ্দিন বিশ্বাস, সকালের সময় পত্রিকার এম আই মুকুল, দৈনিক দেশের বানী পত্রিকার জাহাঙ্গীর আলম, দৈনিক এই আমার দেশ পত্রিকার মুন্সী খোকন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মিঠুন মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আকিমুল ইসলাম, দৈনিক জনবানী পত্রিকার জামাল হোসেন খোকন, মনিরুল ইসলাম প্রমুখ।




দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের ধানের শীষের পক্ষে শোডাউন ও দোয়া মাহফিল

দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ধানের শীষের পক্ষে শোডাউন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকাল ৪টার দিকে দর্শনা রেলইয়ার্ড থেকে শোডাউন বের হয়ে দর্শনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন যশোর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ।

বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন ওলামা ছাত্রদলের নেতা হাফেজ আসিফ রোমান।

এ সময় উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মোফাজ্জল হোসেন মোফা, সহসভাপতি মোঃ রায়হান, সহসভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান সাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন নিশান, সাংগঠনিক সম্পাদক লিখন হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব হোসেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রিফাত, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমসহ দর্শনা পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।




দর্শনায় ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের গণসংযোগ

চুয়াডাঙ্গার দর্শনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পক্ষে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চাওয়া ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা বাস স্ট্যান্ডে এ কার্যক্রম সম্পন্ন হয়।

গণসংযোগ পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাবু তরফদার। এ সময় তিনি বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

তিনি বলেন, “চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিজিএমই সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে এলাকার ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।”

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ ফারুক, প্রচার সম্পাদক শওকত আলি লিটন, শ্রমিকদল নেতা ও দর্শনা থানা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন মোল্লা, শ্রমিক দল নেতা খন্দকার মুন্নাফ, জেলা শ্রমিক দলের সদস্য আব্দুর রাজ্জাক, শ্রমিক দল নেতা জহুরুল ইসলাম, জাহাঙ্গীর, সোহরাব হোসেন, নাদের হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।




মেহেরপুর-১ আসনে সিপিবি থেকে মনোনয়ন পেলেন অ্যাড. মিজানুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনয়ন পেয়েছেন এ্যাডভোকেট মোহা: মিজানুর রহমান।

গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন ।

অ্যাডভোকেট মিজানুর রহমান দীর্ঘদিন ধরে আইনজীবীর পেশায় নিযুক্ত এবং সিপিবি মেহেরপুর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জানিয়েছেন, শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠাকে প্রাধান্য দিয়ে একটি বিকল্প রাজনীতি গড়ে তোলার চেষ্টা করবেন। এছাড়া বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও পদক্ষেপ নেবেন।




আলমডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় কিশোরের মৃত্যু

আলমডাঙ্গায় সড়ক পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় কিশোরের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু হাজামপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ইজিবাইক চালক দ্রুত ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

নিহত শিশির আহমেদ মিহিন (১২) ডাউকি ইউনিয়নের হাজামপাড়ার আক্তার ফারাজীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় মিহিন সড়কে পড়ে গেলে গাড়িটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মিহিনের মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় মিহিনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মা বারবার মূর্ছা যাচ্ছেন বলেও জানা গেছে।

এ ঘটনায় আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় কিশোরটি আহত হয় এবং পরে কুষ্টিয়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা অপমৃত্যুর মামলার প্রস্তুতি নিচ্ছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




দর্শনায় দারুল হিকমা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির বার্ষিক প্রদর্শনী

দর্শনায় দারুল হিকমা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির আয়োজনে বার্ষিক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলা, ইংরেজি, অ্যারাবিয়ান, অঙ্ক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদান করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। প্রাথমিক শিক্ষার মান নিম্নমুখী হয়ে পড়ে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ অথচ পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছিল। প্রাথমিক শিক্ষার বইয়ে মানহীন গল্প-কাহিনী যুক্ত করে একটি বিভ্রান্তিকর শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়।

বক্তারা আরও বলেন, দর্শনা দারুল হিকমা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির মতো প্রতিষ্ঠানগুলো শিশুদের বাংলা, ইংরেজি, অ্যারাবিয়ান, অঙ্ক ও ধর্মীয় শিক্ষায় আলোকিত করছে যা সত্যিই প্রশংসনীয়। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে তারা তাদের সন্তানদের উন্নতমানের শিক্ষায় শিক্ষিত করতে আগ্রহী।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে একাডেমির ভবনের সামনে বার্ষিক প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির অন্যতম নেতা ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মোঃ মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবিলনগর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক, পিএইচডি গবেষক মোঃ আরিফুল ইসলাম হাওলাদার, চুয়াডাঙ্গা সদর উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল আওয়াল, দর্শনা পৌর জামায়াতে ইসলামী সভাপতি সাদিকুজ্জামান অপু, দর্শনা প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল, বিশিষ্ট সমাজসেবক আয়ুব আলী, মোঃ আমিনুল ইসলাম, বিএনপি নেতা ইস্থানুল ইসলাম, সমাজসেবক নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।




গাংনীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাংনীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যার পর পৌর বিএনপির উদ্যোগে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের বাসভবনের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মারুফ পলাশের সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা সভাপতি আমজাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, গাংনী মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ নাসিরুদ্দিন, কৃষকদলের জেলা আহ্বায়ক মাহবুবুর রহমান, কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আবেগঘন কণ্ঠে আমজাদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য ও জাতির জন্য সারাজীবন কাজ করেছেন। আজ তিনি শারীরিকভাবে সংকটাপন্ন। তিনি শুধু বিএনপির নেত্রী নন, দেশের সর্বস্তরের মানুষের কাছে এক গ্রহণযোগ্য অভিভাবক। তার রোগমুক্তির জন্য সবাই দোয়া করছেন।” তিনি গাংনীবাসীসহ দেশের সকল মানুষের কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।




দর্শনায় কেরুজ সবুজ সংগঠনের কর্মী সমাবেশ

দর্শনায় কেরুজ সবুজ সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ, র‍্যালি ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সবুজ সংগঠনের কার্যালয়ে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের কর্ণধর ফিরোজ আহম্মেদ সবুজের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেরু মিল হাউজের ফোরম্যান রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহম্মেদ সবুজ বলেন, “আগামী নির্বাচন গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী হবে। তাই কোনো ধরনের বিভ্রান্তিতে কান দেওয়ার প্রয়োজন নেই। যে যাই বলুক আপনারা স্থির থাকবেন। নির্বাচন পিন্স তৈয়ব আলী বন্ধ করেছে, তারা বন্ধ করে এখন নিজেরাই নাটক সাজাচ্ছে।”

সমাবেশে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক হাফিজ। তিনি বলেন, “সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পিন্সের চাকরি রয়েছে মাত্র দুই মাস। তাই সে যার-তার নামে আবোল-তাবোল কথা বলছে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মফিজুল ইসলাম, আবু সাঈদ, বাবর আলী, ইসমাইল হোসেন, হুন্ডুরাস বাবু, রবিউল ইসলাম সুমন, ডিস্টিলারি ফোরম্যান সিদ্দিক, মাজেদুর রহমান ডাবলু, মানিক, সেলিম, মান্নান, বদিয়ার রহমান, আবু সাঈদ রতনসহ সংগঠনের শত শত নেতাকর্মী। অনুষ্ঠানে প্রায় ৩০০-৪০০ নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিএর সাবেক মেম্বার হারিজুল ইসলাম। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন রাসেল উদ্দীন টগর।




আলমডাঙ্গায় প্রাক্তন প্রধান শিক্ষক মনোয়ারুল হুদার মৃত্যুবার্ষিকী পালন

হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনোয়ারুল হুদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুদা পরিবারের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার আসরবাদ হাটবোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর হুদা পরিবারের সদস্য ও এলাকাবাসীর মিলনমেলায় অনুষ্ঠানস্থল পরিণত হয় এক আবেগঘন পরিবেশে।

অনুষ্ঠানে হুদা পরিবারের শতাধিক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হুদা, ওমরুল হুদা, কদরুল হুদা, নূরুল হুদা ডিউক, দিপু মাহমুদ, মেজর (অব.) রেজা সাঈদ আল হুদা, কপোত হুদা, রজত হুদা, মঞ্জুরুল হুদা বটুল, রফিকুল হুদা মুংলা, শরিফুল হুদা রুনু, ডা. আরিফুল হুদা, রাকিবা নাজনীন হুদা, খাদিজা হুদা, আতাউল হুদা, মতিউল হুদা, সোহেল হুদা, শাহিন হুদা, তুহিন হুদা, আহসান হুদা, আজমত হুদা, ইসমাইল হুদা ও ইউনূস হুদা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী মনিরদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মহাম্মদ, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলু, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মমতাজুর মুর্শিদ কলিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে হুদা পরিবারের প্রয়াত ইজ্জত উল্লাহ, ডা. রিয়াজ উদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদাসহ সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি অসুস্থ প্রফেসর কামরুল হুদা, হামিদা বেগম, শমরুল হুদা, নাজনিন হুদা বিথীসহ অসুস্থ সকলের রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।




মেহেরপুরে ইসলামি ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও মানবপাচার প্রতিরোধে ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টাই জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। কোরাআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক মো: আবু বকর, স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ওবায়দুর রহমান, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার্স ট্রেইনার মোঃ আঃ হামিদ।

সভায় বক্তারা বলেন, সমাজে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামি ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাই সামাজিক অশান্তি দূর করতে ও সুস্থ সমাজ গঠনে সবাইকে ধর্মীয় মূল্যবোধে ফিরে আসার আহ্বান জানান তারা।