মেহেরপুরের মোমিনপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম এর জানাযায় মানুষের ঢল

মেহেরপুর সদরের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক (ধর্মীয়) মাওলানা সিরাজুল ইসলাম (ছোট হুজুর) এর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার বাদ যোহর মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে মোমিনপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। বার্ধক্য জনিত কারণে তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে পাঁচটায় নিজ বাড়ীতে  মৃত্যুবরণ করেন।

মাওলানা সিরাজুল ইসলাম ১৯৭৪ সালে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তার নিজ জেলা নোয়াখালী। ২০১৮ সালে তিনি চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত, ছোট ভাইয়ের সাথেই তিনি বসবাস করতেন। তিনি ছিলেন, পরহেজগার, খোদা ভীরু, পরোপকারী, সহজ সরল সাদা মনের মানুষ । তিনি তার সারাজীবনের সঞ্চয় দিয়ে এতিম ও দরিদ্র বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করেন এবং তিনটি মাদ্রাসা নির্মাণ করেন বলে জানান স্থানীয়রা। অনেক ছাত্রকে লেখাপড়ার খরচ চালিয়ে প্রতিষ্ঠিত আলেম করেছেন।  তিনি এলাকার সুধী জনদের প্রিয়পাত্র ছিলেন।

তার একজন ছাত্র বলেন, হুজুর ব্যক্তিজীবনে একেবারেই সাদামাটা জীবন যাপন করেছেন, এক দুই সেট কাপড়েই তিনি বছর পার করতেন। তার ছিল না কোনো ব্যাংক ব্যালেন্স, জীবনের সমস্ত ইনকাম তিনি এভাবেই ব্যয় করে গেছেন। তিনি একজন নির্লোভ ও দুনিয়া বিমুখ মানুষ ছিলেন, তার একমাত্র ধ্যান-জ্ঞান শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। শেষ জীবন পর্যন্ত দুনিয়ায় কোনো মোহ তাকে আকৃষ্ট করতে পারেনি। শেষের দিকে তিনি কিছুটা মানষিক ভারসাম্য হীনতায় ভুগলেও মসজিদেই তার মনটা সব সময় পড়ে থাকতো। মসজিদেই আল্লাহর ধ্যানে সময় পার করতেন।

তার মৃত্যুর খবরে জানাযায় হাজারো মানুষের ঢল নামে। জানাযায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা জামায়াতের আমীর মাওলানা তাঁজ উদ্দীন খান, আলহাজ্ব মাওলানা তালিব উদ্দীন, বারাদী মাদ্রাসার মুহতামীম শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী  সিরাজুস সালেকীন।

এ-সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, আপামর জনতা ও তার হাতে গড়া অসংখ্য হযরত মাওলানা উপস্থিত ছিলেন।




বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরামের মেহেরপুর সদর উপজেলা কমিটি গঠন

বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরামের মেহেরপুর সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

মেহেরপুর বেসরকারি বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সভার মাধ্যমে ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে

সভাপতি এবং টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফজলুল হককে  সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আখতারুজ্জামান।

কমিটি গঠন অনুষ্ঠানে জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান।




মেহেরপুরে পৃথক অভিযানে অবৈধ ইটভাটার ৫ লাখ টাকা জরিমানা

মেহেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে গাংনী উপজেলার বামন্দী এলাকায় অবস্থিত আরএফএল ব্রিকসে ১ লক্ষ ও সদর উপজেলার সুবিদপুর এলাকার খান ব্রিকস এবং মুজিবনগর উপজেলার জবা ব্রিকস ইটভাটায় ৪ লাখ টাকা মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে আরএফএল ব্রিকসে ফিক্সড চিমনি ব্যবহার এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৬/১৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর আনসারী এবং জয়া ধর মুমুর নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর এলাকার খান ব্রিকস এবং মুজিবনগর উপজেলার জবা ব্রিকস নামক ইটভাটায় কোনো ধরনের লাইসেন্স বা অনুমোদন ছাড়াই ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি কেটে ব্যবহার করছিল, যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫ নং ধারার লঙ্ঘন। আইন লঙ্ঘনের দায়ে ওই দুইটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




ঝিনাইদহে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

ঝিনাইদহ সদরের খড়িখালী আদর্শ গ্রামে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাশে এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সেবাসংঘের ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে খড়িখালী আদর্শ গ্রামের দাসপাড়ায় আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.তপন কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিষয়খালী সাহিত্য পরিষদের সভাপতি মোঃ আহম্মদ রাকিব, সাংবাদিক ময়না খাতুন, শাহাজান আলী প্রমূখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালন করেন সেবা সংঘের নির্বাহী পরিচালক আনিছুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক তার গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন। সভাপতিসহ অন্যান্য বক্তাগণ আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে সচেতন থাকার আহব্বান জানান।




মেহেরপুরে শীতার্ত মানুষের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

মেহেরপুরের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মেহেরপুর।

আজ শনিবার জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মেহেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী টুম্পা সরকার।

এই শীতে অসহায় ও দুস্থ মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে পুনাক সভানেত্রী বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো পুনাকের একটি নিয়মিত সামাজিক দায়িত্ব। শীত মৌসুমে যাতে কেউ কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সহ-সভানেত্রীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।




কোটচাঁদপুরে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

কোটচাঁদপুরে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের কুশকুড়ি মাঠ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার রাতে কোটচাঁদপুর মডেল থানার পুলিশের একটি টহল দল এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রের বিষয়ে তথ্য পায় পুলিশ।

এরপর কোটচাঁদপুর মডেল থানার এসআই (নি.) অপু বিশ্বাস সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে দেশীয় তৈরি ৫টি অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে চা-পাতি, ছুরি ও হাসুয়া।

এর আগে গত ১৫ জানুয়ারি রাতে কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের মতিয়ার সর্দারের বাগান এলাকা থেকে র‍্যাব পরিত্যক্ত ও মালিকবিহীন দুটি ইয়ারগান উদ্ধার করে।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া কোনো মালামালের ক্ষেত্রে মামলা হয় না, জিডি করা হয়। শুক্রবার রাতে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো থানায় এনে একটি জিডিমূলে সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অস্ত্রগুলোর বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কেউ এগুলো জড়ো করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।




মেহেরপুরে মোটর শ্রমিক ড্রাইভারদের প্রশিক্ষণ কর্মশালা

মেহেরপুরে মোটর শ্রমিক ড্রাইভারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ, ট্রাফিক বিভাগের আয়োজনে আজ শনিবার সকালে মোটর শ্রমিক ড্রাইভারদের প্রশিক্ষণ কর্মশালায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় ২০১৮ সালের সড়ক পরিবহন আইন যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সড়ক ও মহাসড়কে যানবাহন চালানোর সময় সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি পরিচালনার জন্য ড্রাইভারদের প্রতি আহ্বান জানান। দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআই (প্রশাসন) আব্দুল হান্নানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মেহেরপুর জেলার বিভিন্ন পরিবহন খাতের মোটর শ্রমিক ড্রাইভারগণ।

কর্মশালায় ড্রাইভারদের নিরাপদ ড্রাইভিং, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা এবং যাত্রীসেবায় পেশাদারিত্ব বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।




আমঝুপি নূরানি ও হাফিজীয়া মাদরাসার অভিভাবক সমাবেশ

মেহেরপুরের আমঝুপি নূরানি ও হাফিজীয়া মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় আয়োজিত এ অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন শামসুল হুদা শিশির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের গেমস শিক্ষক শরিফ উদ্দিন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সভা সভাপতি আছাদ খান এবং সাধারণ সম্পাদক মো: মিথুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক উমর ফারুক। সমাবেশে মাদরাসার তিনজন হাফেজকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন মো: আব্দুর রহমান তামিম, মো: সামির এবং মো: সাইদ।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।




মেহেরপুর কাচাঁবাজারে সবজির বাজার স্থিতিশীল

মেহেরপুর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে কিছু সবজি ও নিত্যপণ্যের দামে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কম-বেশি দেখা গেছে। শীতকালীন সবজির দাম স্বাভাবিক রয়েছে।

গতকাল শুক্রবার মেহেরপুর কাঁচাবাজার পরিদর্শন করে প্রত্যেকটা সবজি, মাছ, মাংস ও মুরগির দাম ওঠানামা লক্ষ করা গিয়েছে।
পাইকারি বাজারে নতুন আলু ২৫ টাকায় অপরিবর্তিত, পেয়াজের দাম কমে ৩০ টাকায়, রসুন ৫০ টাকায় , কাচা মরিচ ৯০ টাকা স্থিতিশীল, আদা ১৩০ টাকা।

বেগুন ৪৫ টাকা স্থিতিশীল, শিম ও মূলা ১০ ও ৩০ টাকায় স্থিতিশীল, পটল ১১৫ টাকায় স্থিতিশীল, টমেটো ও শশা ৭০ টাকায় স্থিতিশীল, পেঁপে ২০ টাকায় স্থিতিশীল রয়েছে।

শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ২০ টাকা কেজি, বাধাকপি ১৫ টাকা কেজি ও পালংশাক ১৫ কেজিতে বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে নতুন আলু ৩০ টাকায় অপরিবর্তিত, পেয়াজ ৬০ টাকা থেকে কমে ৪০ টাকায় , রসুন ৬০ টাকায় অপরিবর্তিত, কাচা মরিচ ১২০ টাকায় স্থিতিশীল, আদা ১৬০ টাকা।

বেগুন ৬০ টাকায় অপরিবর্তিত , শিম ও মূলা ১৫ ও ৪০ টাকায় স্থিতিশীল, পটলের দাম ১৪০ টাকায় অপরিবর্তিত, টমেটো ৮০ টাকায় অপরিবর্তিত , শশা ৯০ টাকা, পেঁপে ৩০ টাকায় স্থিতিশীল রয়েছে।

শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ৩০ টাকা কেজি, বাধাকপি ২৫ টাকা কেজি ও পালংশাক ১০ টাকা কমে ২০ কেজিতে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে রুই ২০০টাকা , তেলাপিয়া ১৫০ টাকা, পাঙাস ১৫০ টাকা, সিলভার ১৩০ টাকা, জিওল ৩০০ টাকা, ইলিশ ৬০০-৩০০০ টাকা, বাগদা চিংড়ী ৭০০ টাকা,গলদা চিংড়ী ৭০০ টাকা, দেশি চিংড়ী ৮০০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মুরগীর বাজারে ব্রয়লার মুরগি ১৮০, সোনালি মুরগি ২৬০ টাকা , লেয়ার মুরগি ২৭০টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷
ছাগলের মাংস ১১০০ টাকায় এবং গরুর মাংস ৭৫০ টাকায় অপরিবর্তিত।

সবজি বিক্রেতারা বলেন, অন্য সকল সবজির দাম মোটামোটি ঠিকই আছে, শুধু কাঁচা মরিচের দাম বেশি। শীতকালে মেহেরপুরে মরিচ হয় না, তাই বাইরে থেকে মরিচ আমদানি করতে হয়। পরিবহন খরচ তারপর লেবার খরচ দিয়ে দোকান পর্যন্ত নিয়ে আসতে বেশি টাকায় কেনা পরে যায়। আমার নিরুপাই হয়ে বেশি দামে বিক্রি করি।

বাজারে আসা ক্রেতারা বলেন, সকল সবজির দাম ঠিক আছে, দুই-একটা সবজির দাম একটু ওঠানামা আছে। কিন্তু কাঁচা মরিচের দাম গত সপ্তাহের মতোই বেশি।

মেহেরপুর তহ-বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, আবহাওয়া পরিবর্তন এবং সরবরাহ সংকটের কারণে কাঁচা মরিচ আর পটলের দাম বেড়েছে। এই সময়ে আমাদের মেহেরপুরে কাঁচা মরিচ এবং পটল হয় না। এছাড়া অন্যান্য সকল সবজির দাম স্থিতিশীল রয়েছে।




আলমডাঙ্গায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাকিব আল হাসান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫ টার দিকে শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ যুবককে গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার  করে।

গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) মোঃ বাবলু খাঁন, সংগীয় অফিসার ফোর্সসহ শ্যামপুর গ্রামের কুলু মিয়ার বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে  ২৮ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।