মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট দিপুসহ তিনজন গ্রেফতার 

মেহেরপুরের অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট দেলোয়ার হোসেন দিপু ও সুমনসহ তিনজনকে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ।

আজ সোমবার বিকালে মুজিবনগর থানাধীন মেহেরপুর-আটকবরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড, দুটি পেনড্রাইভ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মুজিবনগরের টঙ্গী গোপালপুরের বিল্লাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন দিপু (৪০),  সদর উপজেলার পিরোজপুর গ্রামের রেজাউল খন্দকারের ছেলে  সুমন আলী (৩৮) ও গোপালপুর মাঝপাড়ার সিরাজুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (২৩)।

পুলিশ প্রেস রিলিজে জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গ্রামের সহজ-সরল বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করার কথা স্বীকার করেছে। তারা নিজেরাও দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার প্লাটফর্ম পরিচালনা করে আসছে এবং জুয়া খেলায় আসক্ত।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ দেলোয়ার হোসেন দিপুর বিরুদ্ধে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানায় একাধিক মামলা রয়েছে এবং মোঃ সুমন আলীর বিরুদ্ধে মুজিবনগর থানায় একটি মামলা বিচারাধীণ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর জেলার মুজিবনগর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।




আলমডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আলমডাঙ্গা উপজেলায় আটা বোঝাই লাটাহাম্বার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুইজন আহত হন।

গতকাল সোমবার আনুমানিক দুপুর ১২টার সময় আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ ব্রিজ মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা সদরগামী একটি মোটরসাইকেল মুন্সিগঞ্জ খুদিয়াখালি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আটা বোঝাই একটি লাটাহাম্বার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক ও আরোহী গুরুতর আহত হন।

দূর্ঘটনার পরেই লাটাহাম্বার চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক ইকতার আলী (৪০)-কে মৃত ঘোষণা করেন। নিহত ইকতার আলী কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদাহ চিতলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে। বর্তমানে তাঁর মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোটরসাইকেল আরোহী শিশু জামিলা খাতুন (১১)। সে একই উপজেলার পয়ারী গ্রামের মোঃ জয়নালের মেয়ে।

এদিকে, জামিলা খাতুনের মা সাগরি খাতুন (২৯) মেয়ের দুর্ঘটনার খবর শুনে অপর একটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলের দিকে আসার পথে মেয়ের অবস্থা দেখে মানসিক ধাক্কায় পড়ে গিয়ে সামান্য আঘাত পান।




বারাদী বাজারের আন্নাচ মার্কেটে শিশু নার্সিং ইসলামী একাডেমির উদ্বোধন 

মেহেরপুর সদর উপজেলার বারাদীতে শিশু নার্সিং ইসলামী একাডেমির শুভ উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার বিকেলে বারাদী বাজারস্থ আন্নাচ মার্কেট বিল্ডিয়ে শিশু নার্সিং ইসলামী একাডেমির শুভ উদ্বোধন করা হয়।

কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সিনিয়র শিক্ষক আলহাজ্ব হযরত মাওলানা তালিব উদ্দীন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আফারুল ইসলাম ডাবলু।

একাডেমির প্রিন্সিপাল মাওলানা মুফতি শামীম রেজা বলেন, এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি অভিজ্ঞ ক্বারী দ্বারা কুরআন, ফিকহ ও হিফজুল কুরআন বিভাগে শিক্ষা প্রদান করা হবে। এখান থেকে শিশুরা বাংলা, অংক, ইংরেজি ও সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন হাদিস ও দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবে। তারা ইসলামী শিক্ষা গ্রহণের মাধ্যমে নৈতিক মুল্যবোধ তৈরি ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাওলানা জাহিদুল ইসলাম, অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল মোমিন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কামরুজ্জামান মুকুল, সাবেক ব্যাংক কর্মকর্তা আতিয়ার রহমান, ডাঃ আয়নাল সহ বারাদী বাজারের ব্যবসায়ী ও সুধীজন।




আলমডাঙ্গা ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং এর সচেতনতা ক্যাম্পেইন

আলমডাঙ্গায় ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর গ্রাহক সচেতনতা ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জনগণের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ডাচ-বাংলা ব্যাংকের অনন্য উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  সোমবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় সকাল ৯টায় শুভ উদ্বোধনের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধন করেন, জনাব মুহাম্মদ তারেক সালাউদ্দিন, রিজিওনাল হেড, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, কুষ্টিয়া অঞ্চল।

এসময় উপস্থিত ছিলেন, ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ সুলাইমান হোসেন, আলমডাঙ্গা ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং এর পরিচালক আমিরুল ইসলাম মন্টু, উপজেলা এলাকার বিভিন্ন এজেন্ট ব্যাংকিং প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের পরপরই সুসজ্জিত মোটরসাইকেল বহরের মাধ্যমে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও জনবহুল এলাকায় ঘুরে বেড়ায়। র‍্যালির সঙ্গে মাইক ও ব্যানারের মাধ্যমে প্রচার করা হয় “ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং—গ্রামেগঞ্জে নিরাপদ ব্যাংকিং সেবা ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে।

নিরাপদ লেনদেনের প্রতি আস্থা বৃদ্ধি করা দিনব্যাপী এই কর্মসূচি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ গ্রাম ও বাজারসমূহে পরিচালিত হয়। মুন্সিগঞ্জ বাজার, বড়গাংনী বাজার, আসমানখালী বাজার, ভাংবাড়িয়া বাজার, হাটবোয়ালিয়া বাজার, ওসমানপুর বাজার, আলমডাঙ্গা বাজার। হাটবোয়ালিয়া বাজারে কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করেন স্থানীয় ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক মালিক মোঃ হাফিজুর রহমান।




মেহেরপুরে জামায়াত প্রার্থী তাজউদ্দিন খানের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তাজউদ্দিন খান গণসংযোগ পরিচালনা করেছেন।

গতকাল সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ট্যাংগারমাঠ ও বাবুরপাড়া গ্রামে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান জানানো হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন, মাওলানা তাজউদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব আলম, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমির সোহেল রানা, উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, কুতুবপুর ইউনিয়নের তদারকী মাওলানা জাবেরুল ইসলাম, ইউনিয়ন আমির ইমদাদুল হক, সেক্রেটারি পারভেজ হুসাইন, ট্যাংগারমাঠ ওয়ার্ড সভাপতি মমিনুল রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগে বক্তারা আসন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান এবং দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।




গাংনীতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি’র সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের দলীয় মনোনয়ন বাতিল করে জেলা বিএনপি’র সভাপতি জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

আজ সোমবার রাতে গাংনী শহরের বাসস্ট্যান্ড এলাকায় মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন মিল্টনপন্থী নেতাকর্মীরা। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

এর আগে সন্ধ্যায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন তালিকা ঘোষণা করলে, আমজাদ হোসেনপন্থী নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। অন্যদিকে, মনোনয়ন না পাওয়ায় জেলা বিএনপি’র সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

আজ রাত ৮টার দিকে ক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন।

বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে গাংনী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তৃণমূলের জনপ্রিয় নেতা জাবেদ মাসুদ মিল্টনকেই মনোনয়ন দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মনোনয়ন পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মনোনয়ন ঘোষণার পরপরই গাংনীতে বিএনপি’র ভেতরে বিরোধ প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি সামাল দিতে জেলা নেতৃত্ব ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।




মেহেরপুরে বিএনপির প্রার্থী হলেন মাসুদ অরুন ও আমজাদ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরর দুটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে ।

মেহেরপুর-১ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,  সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির মিটিং শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিকে, প্রার্থীদের নাম ঘোষনার খবর ছড়িয়ে পড়লে মেহেরপুর ও গাংনীতে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।



কোন আসনে কে হলেন বিএনপি প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর সম্ভাব্য প্রার্থী তালিকা

 

খুলনা বিভাগ

মেহেরপুর-১: মাসুদ অরুন

মেহেরপুর-২: মোহাম্মদ আমজাদ হোসেন

কুষ্টিয়া-১: রেজা আহমদ

কুষ্টিয়া-২: রাগীব রউফ চৌধুরী

কুষ্টিয়া-৩: মোহাম্মদ জাকির হোসেন সরকার

কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমি

চুয়াডাঙ্গা-১: মোহাম্মদ শরিফুজ্জামান

চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান

ঝিনাইদহ-১: (শৈলকুপা) (হোল্ড করা আছে)

ঝিনাইদহ-২: (হোল্ড করা আছে)

ঝিনাইদহ-৩: মোহাম্মদ মেহেদী হাসান

ঝিনাইদহ-৪: (পরে ঘোষণা করা হবে)

যশোর-১: মোহাম্মদ মাফিদুল হাসান তৃপ্তি

যশোর-২: মোহাম্মদ সাবিরা সুলতানা

যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত

যশোর-৪: টি এস আইয়ুব

যশোর-৫: (হোল্ড করা আছে)

যশোর-৬: কাজী রওনকুল ইসলাম

মাগুরা-১: মোহাম্মদ মনোয়ার হোসেন

মাগুরা-২: নিতাই রায় চৌধুরী

নড়াইল-১: বিশ্বাস জাহাঙ্গীর আলম

নড়াইল-২: (হোল্ড করা আছে)

বাগেরহাট-১: (হোল্ড করা আছে)

বাগেরহাট-২: (হোল্ড করা আছে)

বাগেরহাট-৩: (হোল্ড করা আছে)

খুলনা-১: (হোল্ড করা আছে)

খুলনা-২: নজরুল ইসলাম মঞ্জু

খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল

খুলনা-৪: আজিজুল বারী হেলাল

খুলনা-৫: মোহাম্মদ আলী আসগর

খুলনা-৬: মনিরুল হাসান বাপ্পি

সাতক্ষীরা-১: হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা-২: আব্দুর রউফ

সাতক্ষীরা-৩: কাজী আলাউদ্দিন

সাতক্ষীরা-৪: মোহাম্মদ মনিরুজ্জামান

রংপুর বিভাগ

পঞ্চগড়-১: ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ

পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ

ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (নিজে)

ঠাকুরগাঁও-২: (পরে সিদ্ধান্ত নেওয়া হবে)

ঠাকুরগাঁও-৩: (পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা) মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ

দিনাজপুর-১: মোহাম্মদ মনজুরুল ইসলাম

দিনাজপুর-২: মোহাম্মদ সাদিক রিয়াজ

দিনাজপুর-৩: (দিনাজপুর সদর) বেগম খালেদা জিয়া

দিনাজপুর-৪: মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া

দিনাজপুর-৫: (হোল্ড করা হয়েছে, পরে জানানো হবে)

দিনাজপুর-৬: অধ্যাপক এ. জেড. এম. জাহিদ হোসেন

নীলফামারী-১: (হোল্ড করা হয়েছে, পরে জানানো হবে)

নীলফামারী-২: এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল

নীলফামারী-৩: (হোল্ড করা হয়েছে)

নীলফামারী-৪: মোহাম্মদ আব্দুল গফুর সরকার

লালমনিরহাট-১: মোহাম্মদ হাসান রাজিব প্রধান

লালমনিরহাট-২: (হোল্ড করা হয়েছে)

লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু

রংপুর-১: মোকাররম হোসেন সুজন

রংপুর-২: মোহাম্মদ আলী সরকার

রংপুর-৩: শামসুজ্জামান শামু

রংপুর-৪: মোহাম্মদ এমদাদুল হক ভরসা

রংপুর-৫: মোহাম্মদ গোলাম রব্বানী

রংপুর-৬: মোহাম্মদ সাইফুল ইসলাম

কুড়িগ্রাম-১: সাইফুল ইসলাম রানা

কুড়িগ্রাম-২: মোহাম্মদ সোহেল হোসেন

কুড়িগ্রাম-৩: তাজুল ইসলাম

কুড়িগ্রাম-৪: মোহাম্মদ আজিজুর রহমান

গাইবান্ধা-১: খন্দকার জিয়াউল ইসলাম (মোহাম্মদ আলী)

গাইবান্ধা-২: আনিসুজ্জামান খান বাবু

গাইবান্ধা-৩: (সাদুল্লাপুর) অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক

গাইবান্ধা-৪: মোহাম্মদ শামীম কায়সার

গাইবান্ধা-৫: মোহাম্মদ ফারুক আলম সরকার

 

রাজশাহী বিভাগ

জয়পুরহাট-১: মোহাম্মদ মাসুদ রানা প্রধান

জয়পুরহাট-২: আব্দুল বারী

বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম

বগুড়া-৩: আব্দুল মহিত তালুকদার

বগুড়া-৪: মোহাম্মদ মোশারফ হোসেন

বগুড়া-৫: মোহাম্মদ গোলাম মোহাম্মদ সিরাজ

বগুড়া-৬: তারেক রহমান

বগুড়া-৭: বেগম খালেদা জিয়া

চাঁপাইনবাবগঞ্জ-১: মোহাম্মদ শাহজাহান মিয়া

চাঁপাইনবাবগঞ্জ-২: মোহাম্মদ আমিনুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ-৩: মোহাম্মদ হারুনুর রশিদ

নওগাঁ-১: মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

নওগাঁ-২: মোহাম্মদ শামসুজ্জোহা খান

নওগাঁ-৩: মোহাম্মদ ফজলে হুদা বাবুল

নওগাঁ-৪: ইকরামুল বারী টিপু

নওগাঁ-৫: (হোল্ড করা আছে)

নওগাঁ-৬: মোহাম্মদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম

রাজশাহী-১: মোহাম্মদ শরিফ উদ্দিন

রাজশাহী-২: মোহাম্মদ মিজানুর রহমান মিনু

রাজশাহী-৩: মোহাম্মদ শফিকুল হক মিলন

রাজশাহী-৪: ডিএমডি জিয়াউর রহমান (সম্ভবত এ্যাড. জিয়াউর রহমান)

রাজশাহী-৫: অধ্যাপক নজরুল ইসলাম

রাজশাহী-৬: আবু সাঈদ চাঁদ

নাটোর-১: ফারজানা শারমিন

নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর-৩: (হোল্ড করা আছে)

নাটোর-৪: মাহমুদ আব্দুল আজিজ

সিরাজগঞ্জ-১: (হোল্ড করা আছে)

সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ-৩: ভিপি আইনুল হক

সিরাজগঞ্জ-৪: (উল্লাপাড়া) এম আকবর আলী

সিরাজগঞ্জ-৫: মোহাম্মদ আমিরুল ইসলাম খান

সিরাজগঞ্জ-৬: এম এ মুহিত

পাবনা-১: (হোল্ড করা আছে)

পাবনা-২: এ কে এম সেলিম রেজা হাবিব

পাবনা-৩: মোহাম্মদ হাসান জাফির তুহিন

পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব

পাবনা-৫: মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস

 

বরিশাল বিভাগ

বরগুনা-১: মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা

বরগুনা-২: নুরুল ইসলাম মনি

পটুয়াখালী-১: এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী-২: (হোল্ড করা আছে)

পটুয়াখালী-৩: (হোল্ড করা আছে)

পটুয়াখালী-৪: (কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা) এবিএম মোশারফ হোসেন

ভোলা-১: গোলাম নবী আলমগীর

ভোলা-২: মোহাম্মদ হাফিজ ইব্রাহিম

ভোলা-৩: মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম

ভোলা-৪: মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন

বরিশাল-১: জহিরউদ্দিন স্বপন

বরিশাল-২: সরদার সাইফুদ্দিন আহমেদ সান্টু

বরিশাল-৩: (পরে সিদ্ধান্ত দেওয়া হবে)

বরিশাল-৪: মোহাম্মদ রাজিব হাসান

বরিশাল-৫: মোহাম্মদ মুজিবুর রহমান সারোয়ার

বরিশাল-৬: আবুল হোসেন খান

ঝালকাঠি-১: (পরে সিদ্ধান্ত দেওয়া হবে)

ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

পিরোজপুর-১: (পরে সিদ্ধান্ত দেওয়া হবে)

পিরোজপুর-২: আহমেদ সোহেল মঞ্জুর

পিরোজপুর-৩: মোহাম্মদ রুহুল আমিন দুলাল

 

ঢাকা ও ময়মনসিংহ বিভাগ

টাঙ্গাইল-১: (মধুপুর) ফকির মাহবুব আলম স্বপন

টাঙ্গাইল-২: আব্দুস সালাম পিন্টু

টাঙ্গাইল-৩: এ এস এম ওবায়দুল হক নাসির

টাঙ্গাইল-৪: মোহাম্মদ লুৎফর রহমান মতিন

টাঙ্গাইল-৫: (পরে ঘোষণা করা হবে)

টাঙ্গাইল-৬: রবিউল আউয়াল লাবলু

টাঙ্গাইল-৭: আবুল কালাম আজাদ সিদ্দিকী

টাঙ্গাইল-৮: আহমেদ আজম খান

জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর-২: সুলতান মাহমুদ বাবু

জামালপুর-৩: মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুর-৪: মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম

জামালপুর-৫: মোহাম্মদ ওয়ারেস আলী মামুন

শেরপুর-১: সানসিলা জেবরিন

শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী

শেরপুর-৩: মোহাম্মদ মাহমুদুল হক রুবেল

ময়মনসিংহ-১: সৈয়দ ইমরান সালেহ

ময়মনসিংহ-২: মোতাহার হোসেন তালুকদার

ময়মনসিংহ-৩: এম ইকবাল হোসেন

ময়মনসিংহ-৪: (আপাতত স্থগিত, পরে ঘোষণা করা হবে)

ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন

ময়মনসিংহ-৬: মোহাম্মদ আখতারুল আলম

ময়মনসিংহ-৭: ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান

ময়মনসিংহ-৮: লুৎফুল্লাহেল মাজেদ

ময়মনসিংহ-৯: ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহ-১০: (পরে ঘোষণা করা হবে)

ময়মনসিংহ-১১: ফখরুদ্দিন আহমেদ

নেত্রকোনা-১: ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা-২: মোহাম্মদ আনোয়ারুল হক

নেত্রকোনা-৩: রফিকুল ইসলাম হিলালী

নেত্রকোনা-৪: মোহাদ্দুজা বাবর (সম্ভবত মোদারেস বাবর)

নেত্রকোনা-৫: আবু তাহের তালুকদার

কিশোরগঞ্জ-১: (পরে ঘোষণা করা হবে)

কিশোরগঞ্জ-২: অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন

কিশোরগঞ্জ-৩: ডক্টর ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৪: মোহাম্মদ ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৫: (পরে ঘোষণা করা হবে)

কিশোরগঞ্জ-৬: মোহাম্মদ শরিফুল আলম

মানিকগঞ্জ-১: (পরে ঘোষণা করা হবে)

মানিকগঞ্জ-২: মাইনুল ইসলাম খান

মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা

মুন্সিগঞ্জ-১: শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

মুন্সিগঞ্জ-২: মিজানুর রহমান সিনহা

মুন্সিগঞ্জ-৩: (পরে ঘোষণা করা হবে)

ঢাকা-১: খন্দকার আবু আশফাক

ঢাকা-২: আমানউল্লাহ আমান

ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন

ঢাকা-৫: নবিউল্লাহ নবী

ঢাকা-৬: ইশরাক হোসেন

ঢাকা-৭: (পরে ঘোষণা করা হবে)

ঢাকা-৮: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ

ঢাকা-৯: (পরে ঘোষণা করা হবে)

ঢাকা-১০: (পরে ঘোষণা করা হবে)

ঢাকা-১১: এম এ কাইয়ুম

ঢাকা-১২: সাইফুল আলম নীরব

ঢাকা-১৩: (পরে ঘোষণা করা হবে)

ঢাকা-১৪: সাজিদা ইসলাম তুলি

ঢাকা-১৫: শফিকুল ইসলাম খান

ঢাকা-১৬: আমিনুল হক

ঢাকা-১৭: (পরে ঘোষণা করা হবে)

ঢাকা-১৮: (পরে ঘোষণা করা হবে)

ঢাকা-১৯: ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন

ঢাকা-২০: (পরে ঘোষণা করা হবে)

গাজীপুর-১: (পরে ঘোষণা করা হবে)

গাজীপুর-২: মনজুরুল করিম রনি

গাজীপুর-৩: অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর-৪: শাহ রিয়াজুল হান্নান

গাজীপুর-৫: ফজলুল হক মিলন

নরসিংদী-১: খায়রুল কবির খোকন

নরসিংদী-২: ডক্টর আব্দুল মঈন খান

নরসিংদী-৩: (পরে ঘোষণা করা হবে)

নরসিংদী-৪: সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন

নরসিংদী-৫: ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফউদ্দিন বকুল

নারায়ণগঞ্জ-১: মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু

নারায়ণগঞ্জ-২: নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জ-৩: মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান

নারায়ণগঞ্জ-৪: (পরে ঘোষণা করা হবে)

নারায়ণগঞ্জ-৫: মোহাম্মদ মাসুদুজ্জামান

রাজবাড়ী-১: আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজবাড়ী-২: (পরে ঘোষণা করা হবে)

ফরিদপুর-১: (পরে ঘোষণা করা হবে)

ফরিদপুর-২: শামা ওবায়েদ ইসলাম

ফরিদপুর-৩: নায়াব ইউসুফ আহমেদ

ফরিদপুর-৪: শহিদুল ইসলাম বাবুল

গোপালগঞ্জ-১: মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা

গোপালগঞ্জ-২: ডাক্তার কে এম বাবর আলী

গোপালগঞ্জ-৩: এস এম জিলানী

মাদারীপুর-১: কামাল জামান মোল্লা

মাদারীপুর-২: (পরে ঘোষণা করা হবে)

মাদারীপুর-৩: আনিসুর রহমান

শরীয়তপুর-১: সাইয়েদ আহমেদ আসলাম

শরীয়তপুর-২: শফিকুর রহমান কিরণ

শরীয়তপুর-৩: মিয়া নুরুদ্দিন আহমেদ অপু

 

সিলেট বিভাগ

সুনামগঞ্জ-১: আনিসুল হক

সুনামগঞ্জ-২: (পরে ঘোষণা করা হবে)

সুনামগঞ্জ-৩: মোহাম্মদ কায়সার আহমেদ

সুনামগঞ্জ-৪: (পরে ঘোষণা করা হবে)

সুনামগঞ্জ-৫: কালিমুদ্দিন মিলন

সিলেট-১: খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী

সিলেট-২: মোসাম্মৎ তাহসিনা রুশদীর

সিলেট-৩: মোহাম্মদ আব্দুল মালেক

সিলেট-৪: (পরে ঘোষণা করা হবে)

সিলেট-৫: (পরে ঘোষণা করা হবে)

সিলেট-৬: ইমরান আহমেদ চৌধুরী

মৌলভীবাজার-১: নাসিরউদ্দিন আহমেদ মিঠু

মৌলভীবাজার-২: শওকত হোসেন শকু (সম্ভবত নাসের রহমান)

মৌলভীবাজার-৩: নাসের রহমান

মৌলভীবাজার-৪: মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী

হবিগঞ্জ-১: (পরে ঘোষণা করা হবে)

হবিগঞ্জ-২: আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন

হবিগঞ্জ-৩: আলহাজ্ব মোহাম্মদ জি কে গউছ

হবিগঞ্জ-৪: এস এম ফয়সাল

 

চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়া-১: এম হান্নান

ব্রাহ্মণবাড়িয়া-২: (পরে ঘোষণা করা হবে)

ব্রাহ্মণবাড়িয়া-৩: খালেদ হোসেন মাহবুব

ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৫: মোহাম্মদ আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়া-৬: (পরে ঘোষণা করা হবে, অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবেন)

কুমিল্লা-১: ডক্টর খন্দকার মোশাররফ হোসাইন

কুমিল্লা-২: (পরে ঘোষণা করা হবে)

কুমিল্লা-৩: কাজী শাহ মোয়াজ্জেম হোসাইন কায়কোবাদ

কুমিল্লা-৪: মনজুরুল ইসলাম মুন্সী

কুমিল্লা-৫: মোহাম্মদ জসিম উদ্দিন

কুমিল্লা-৬: মোহাম্মদ মনিরুল হক চৌধুরী

কুমিল্লা-৭: (পরে ঘোষণা করা হবে)

কুমিল্লা-৮: জাকারিয়া তাহের

কুমিল্লা-৯: মোহাম্মদ আবুল কালাম

কুমিল্লা-১০: মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া

কুমিল্লা-১১: মোহাম্মদ কামরুল হুদা

চাঁদপুর-১: আনম এহসানুল হক মিলন

চাঁদপুর-২: মোহাম্মদ জালালউদ্দিন

চাঁদপুর-৩: শেখ ফরিদ হোসেন

চাঁদপুর-৪: মোহাম্মদ হারুন রশিদ

চাঁদপুর-৫: মোহাম্মদ মমিনুল হক

ফেনী-১: বেগম খালেদা জিয়া

ফেনী-২: জয়নাল আবেদীন

ফেনী-৩: আব্দুল আউয়াল মিন্টু

নোয়াখালী-১: ব্যারিস্টার এস মাহবুব উদ্দিন

নোয়াখালী-২: জয়নাল আবদিন ফারুক

নোয়াখালী-৩: মোহাম্মদ বরকত উল্লাহ বুলু

নোয়াখালী-৪: মোহাম্মদ শাহজাহান

নোয়াখালী-৫: মোহাম্মদ ফখরুল ইসলাম

নোয়াখালী-৬: মাহমুদুর রহমান শামীম

লক্ষ্মীপুর-১: (পরে ঘোষণা করা হবে)

লক্ষ্মীপুর-২: মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া

লক্ষ্মীপুর-৩: শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর-৪: (পরে ঘোষণা করা হবে)

চট্টগ্রাম-১: নুরুল আমিন চেয়ারম্যান

চট্টগ্রাম-২: সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-৩: (পরে ঘোষণা করা হবে)

চট্টগ্রাম-৪: কাজী সালাউদ্দিন

চট্টগ্রাম-৫: মীর মোহাম্মদ হেলালউদ্দিন

চট্টগ্রাম-৬: (পরে ঘোষণা করা হবে)

চট্টগ্রাম-৭: উম্মাম কাদের চৌধুরী (সম্ভবত গিয়াস কাদের চৌধুরী)

চট্টগ্রাম-৮: এরশাদুল্লাহ

চট্টগ্রাম-৯: (সংশোধন: পরে ঘোষণা করা হবে, হোল্ড)

চট্টগ্রাম-১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম-১১: (পরে ঘোষণা করা হবে)

চট্টগ্রাম-১২: মোহাম্মদ এনামুল হক

চট্টগ্রাম-১৩: সারওয়ার জামাল নিজাম

চট্টগ্রাম-১৪: (পরে ঘোষণা করা হবে)

চট্টগ্রাম-১৫: (পরে ঘোষণা করা হবে)

চট্টগ্রাম-১৬: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

কক্সবাজার-১: সালাউদ্দিন আহমেদ

কক্সবাজার-২: (পরে ঘোষণা করা হবে)

কক্সবাজার-৩: লুৎফুর রহমান কাজল

কক্সবাজার-৪: শাহজাহান চৌধুরী

খাগড়াছড়ি: আব্দুল ওয়াদুদ ভুইয়া

রাঙ্গামাটি: দীপেন দেওয়ান

বান্দরবান: সাচিং প্রু

 

তালিকা দেখুনের নিচের লিঙ্কে

202511031953 BNP.pdf – Google Drive

 




মেহেরপুরে ২১ ছাত্রী সাইকেল ও ১১ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

২০২৪-২০২৫ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিল (ইউডিএফ) প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২১ জন ছাত্রী এবং ১১ জন প্রতিবন্ধীর মাঝে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ আবদুল ছালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম।

জেলা প্রশাসক ডঃ আবদুল ছালাম বলেন, সারা দেশে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। এজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই উদ্যোগেরই একটি অংশ হিসেবে আজ এই বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অনেক ছাত্রী আছে যারা দূরত্ব বা আর্থিক কারণে নিয়মিত স্কুলে আসতে পারে না। তাদের সেই কষ্ট কিছুটা লাঘব করতে এবং উপস্থিতি নিশ্চিত করতে দরিদ্র ও মেধাবী পরিবারের ছাত্রীদের হাতে এই বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান এবং মোমিনপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার কলামনখালী বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জেলা বিএনপি সহ-সভাপতি ও কলামনখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদ চৌধুরী এবং বিএনপি নেতা মাসুদ জোয়ার্দারের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। বেশ কয়েকদিন যাবত কলামনখালী গ্রামে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আসাদ চৌধুরীর ৮ জন এবং মাসুদ জোয়ার্দারের পক্ষের ৭ জনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।