মেহেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. কাউসার আলী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মো. মুশাররফ হোসেন তপু, সদস্য মেহেদি হাসান রোলেক্স, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. লিয়াকত আলী, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, বারাদি ইউনিয়ন যুবদলের সভাপতি লাল মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো সংস্কারের আন্দোলনে সবসময় অগ্রভাগে থাকবে।

দিনব্যাপী এ আয়োজনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে মেহেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পরিণত হয় এক মিলনমেলায়।




দর্শনায় জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গা জেলার দর্শনা ঘুঘু ডাঙ্গায় ৫ দিন ধরে ৩টি পরিবার অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ফলে তারা ঘর থেকে বের হতে পারছেন না এবং স্কুল ও মাদরাসায় যেতে পারছে না মমিনসহ ওই তিনটি পরিবারের সদস্যরা।

সেলিম কসাই ও নাসির কসাই গংয়ের বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা পুরাতন বাজার দোয়েল চত্বরে এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী অংশ নেন।

ভুক্তভোগী মমিন অভিযোগ করে বলেন, আমাদের পৈতৃক জমি দীর্ঘদিন ধরে সেলিম কসাই ও নাসির কসাই গং দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করায় আমাদের পরিবারকে নিয়মিতভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইয়াছিন, জোসনা, ফাতেমা, রনি, জাহিদুল, খাদিজা, লামিয়া, আব্দুল্লাহ ও রানা সহ ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ন্যায়বিচার চাই। প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে জমি উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীরের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।




মেহেরপুরে সদর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মেহেরপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে “সদর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার সময় মেহেরপুর জেলা স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে, সমাজে শৃঙ্খলা ও ঐক্য সৃষ্টি করে। তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এবং জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মাধব চন্দ্র ভাস্কর, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ড. অশোক চন্দ্র বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা মাহবুল উল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব আতর আলী, আমদহ ইউনিয়ন চেয়ারম্যান রওশন আলী টোকন, পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল এনামুল কবিরসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও ক্রীড়ানুরাগীরা।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামে সদর উপজেলার আমদহ ইউনিয়ন ও পিরোজপুর ইউনিয়ন দল। খেলার শুরুতেই স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল উপচে পড়া।




নির্যাতনের প্রতিকার চেয়ে ঝিনাইদহে সংখ্যালঘুদের সড়ক অবরোধ

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতির ছেলে কর্তৃক হিন্দু সম্প্রদায়ের বাবা-ছেলেকে মারধরের প্রতিবাদে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের মধুপুর চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকেরা।

রবিবার রাত সাড়ে ৮টা থেকে প্রায় ৯টা পর্যন্ত তারা জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখে। এই অবরোধের কারণে মধুপুর চৌরাস্তা থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ যেয়ে বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
মারধরে শিকার রাজকুমার বিশ্বাস ও তার ছেলে তুষার বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের উত্তর কাষ্টসাগরা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী রাজকুমার বিশ্বাস জানান, তার ছেলের বউ পূজা রানী বিশ্বাসের সাথে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলামের ছেলে নিলয় ইসলামের পরকীয়ার সম্পর্ক তৈরি হয়। প্রায় ৩ মাস আগে তার ছেলের বউ নিলয়ের সাথে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সামাজিক ভাবে আলোচনার ভিত্তিতে আবার তাকে ফিরিয়ে নেওয়া হয়। এক সপ্তাহ পরে আবারও ওই ছেলে সাথে পালিয়ে যায় পুজা রানী। পরে আবারও সামাজিক সালিশির মাধ্যমে তাকে ফিরিয়ে নিয়ে ছেলে-বউমাকে যশোরের আত্মীয় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সম্প্রতি ছেলে বউমা বাড়িতে ফিরে আসলে আবারও যোগাযোগের চেষ্টা করে নিলয় এবং পুরো পরিবারকে বিভিন্ন হুমকি দিতে থাকে সে।

রাজকুমার বিশ্বাস বলেন, গতকাল রবিবার রাত সোয়া আটটার দিকে আমি ও আমার আরেক ছেলে তুষার বিশ্বাস মধুপুর চৌরাস্তা বাজারে ছিলাম এসময় নিলয় ইসলাম কিছু লোকজন সাথে করে নিয়ে এসে আমাদের মারধর করে। পরে আমাদের সম্প্রদায়ের লোক নিয়ে এদের হাত থেকে বাঁচতে সড়ক অবরোধ করি।

তুষার বিশ্বাস বলেন, নিলয় ইসলামের কারণে আমরা বাড়িতে বসবাস করতে পারছিনা। তার ভয়ে আমরা বাজার-ঘাটে চলাচল করতে পারছি না।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, কিছু সময়ের জন্য মধুপুর চৌরাস্তা বাজারে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে সেখানে সেনাবাহিনীর একটি টিম যায়, আমি যায় এবং সদর থানার পুলিশ যেয়ে তাদের ছত্রভঙ্গ করে দিই। কিছু সময়ের মধ্যেই যান চলাচলা স্বাভাবিক হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে সড়ক অবরোধের সংবাদ পেয়ে আমরা মধুপুর চৌরাস্তা বাজারে যায়। সেখানে গিয়ে দেখি আগে থেকেই সেখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেন।

পরে আমরা জানতে পারি উত্তর কাষ্টসাগরা গ্রামের নিশান বিশ্বাসের ছেলের বউয়ের সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল ইসলামের ছেলে নিলয় ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল। তারা কয়েক মাস আগে বাড়ি থেকে পালিয়েও গিয়েছিল। আজকে রাতে রাজ কুমার বিশ্বাসকে নিলয় ইসলাম ঘুশি মেরেছে সেই কারণে স্থানীয় মুসা মেম্বারের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সড়ক অবরোধ করে।

বিচারের আশ্বাসের বিষয়ে ওসি বলেন, এর আগে তারা এমন কোন অভিযোগ থানায় করেননি। তারা লিখিত অভিযোগ দিলে আমরা তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।




ঝিনাইদহে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমাবার সকালে ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আলী আজম মো: আবুবকর। এছাড়াও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এএসএম মতিউর রহমান, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান ও ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: আবু তালিব। সমাবেশটির সঞ্চালনায় ছিলেন, ঝিনাইদহ জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌর মেয়র প্রার্থী আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহমেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, হরিনাকুণ্ডু উপজেলার আমীর বাবুল হোসেন, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




আজ বিএনপির মনোনয়ন চুড়ান্ত পূর্ব খুলনা বিভাগের শেষ মিটিং 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আলোচনা, তর্ক বিতর্ক বেড়ে চলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। আজ এক নেতার অনুসারী ‘আলহামদুল্লিাহ’ স্ট্যাটাস দিচ্ছেন তো কাল আরেক নেতা পাল্টা ‘আলহামদুলিল্লাহ’ লিখে মাঠ সরগরম করে রাখছেন। কেউ লিখছেন, ‘দেখা হবে বিজয়ে’ তো কেউ লিখছেন ‘পথ দেখাবে যোগ্য নেতা’। এ ধরণের নানান উপমা, বিশেষণে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক সরগরম হয়ে থাকছে। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোন কলে আরও সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। সবমিলিয়ে কে হবেন বিএনপির কাণ্ডারি তা হয়তো সপ্তাহখানেকের মধ্যে দলটি নিশ্চিত করবেন।

আজ সোমবার শেষবারের মত খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মিটিংয়ে বসবেন দলটির শীর্ষ নেতারা। তারেক রহমান ভার্চুয়ালি সভার নেতৃত্ব দেবেন বলেও জানা গেছে। তবে যারা ডাক পেয়েছেন তারা সকলেই আশাবাদি । দলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে মাঠে কাজ করার আহবান জানানোয় হতে পারে আজকের মিটিংয়ের মূল সারমর্ম।

দলের নির্ভযোগ্য সূত্রে জানা গেছে, মেহেরপুরের দুটি আসন থেকে ৫ নেতাকে ডাকা হয়েছে এ মিটিংয়ে। বিকাল ৩ টার দিকে মিটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই ৫ নেতার মধ্যেই দুই নেতার ভাগ্য খুলবে এটা মোটামোটি নিশ্চিত হওয়া গেছে।

মেহেরপুর -১ আসন থেকে যাদের ডাকা হয়েছে তারা হলেন- সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন , জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন। মেহেরপুর-২ আসন থেকে ডাকা হয়েছে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় মনোনয়ন প্রত্যাশী নেতাদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন।

মেহেরপুর-১ আসন থেকে মিটিংয়ে ডাক পাওয়া এক নেতা জানিয়েছেন, কিছুদিন আগে মহাসচিব ডেকেছিলেন আসন প্রতি মনোনয়ন প্রত্যাশীদের। সেই ধারাবাহিকতায় এভার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডেকেছেন বিভাগওয়ারী সকল মনোনয়ন প্রত্যাশীকে। আজ সোমবার খুলনা বিভাগের সকল মনোনয়ন প্রত্যাশী নেতারা মিটিংয়ে উপস্থিত থাকবেন। মেহেরপুর -১ আসন থেকে গতবারের মত ৩ জন এবং মেহেরপুর-২ আসন থেকে ২ দুই জনকে ডাকা হয়েছে। মিটিং শেষে বোঝা যাবে কেন ডাকা হয়েছে। তবে আমার মনে হয়েছে মনোনয়ন যাকেই দেওয়া হবে তার হয়েই ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ আসতে পারে। মনোনয়ন কে পাবেন আমার মনেহয় তা চুড়ান্ত হয়েই গেছে তবে প্রকাশ হতে হয়তো সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছেন এই নেতা।




দর্শনায় আহত দুইজনের পাশে দাড়ালেন বিএনপি নেতা মশিউর রহমান

দর্শনা রামনগর গ্রামের বিএনপি কর্মী মনিরুজ্জামান রুনু গত সপ্তাহে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার মাজা থেকে রানের হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে তিনি অসহ্য যন্ত্রণায় মানবেতর জীবনযাপন করছেন।

এই দুঃসময়েও মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন দর্শনা পৌর বিএনপি’র সমন্বয় কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব মশিউর রহমান। তিনি নিজ উদ্যোগে রবিবার দুপুরে রুনুর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়াও তিনি খোজ নেন দর্শনা পৌরসভার শ্যামপুর এলাকার মোঃ বকুল হোসেনের, যিনি কিছুদিন আগে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার পায়ের হাড় কয়েক টুকরো হয়ে যায় এবং বুকের হাড় ডান পাশে ভেঙে ভিতরে ঢুকে যায়। এ সময় আলহাজ্ব মশিউর রহমান বকুলের কাছেও সহানুভূতির হাত বাড়িয়ে দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয় মানবতার পাশে দাড়ানোর নামই প্রকৃত রাজনীতি। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ একে অপরের দুঃসময়ে এগিয়ে আসুক।

উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপি’র সমন্বয় কমিটির সদস্য রেজাউল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি আরাফাত রহমান, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিংকন, ছাত্রনেতা আব্দুর রহিম মুন্না, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম সুজন, কুষকদল নেতা ইসরাফিল হোসেন ও যুবদল নেতা রকি প্রমুখ।

স্থানীয়দের মতে, আলহাজ্ব মশিউর রহমানের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।




দর্শনায় মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

দর্শনার সাড়াবাড়িয়ার মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাগলের সাথে ধাক্কা লেগে জীবন (৩৫) নামের একজন যুবক নিহত হয়েছে।নিহত জীবন দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা গ্রামের সেলিম হোসেনের ছেলে।

জানা যায়, গতকাল রবিবার বেলা ১২ টার দিকে মদনা থেকে সাড়াবাড়িয়া সড়কে যাওয়ার পথে সাড়াবাড়িয়া মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাগলের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তার মৃত্য হয়। গতকালই মদনা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।




আলমডাঙ্গায় সিনেমার কায়দায় অভিনব কৌশলে চুরি

আলমডাঙ্গা রিয়াদ কমপ্লেক্স মার্কেটে সিনেমার মতো অভিনব কায়দায় দিনে দুপুরে চুরি হয়ে গেল ত্রিশ হাজার টাকা।

গতকাল জেহালা ইউনিয়নের পুঁটিমারী গ্রামের আমানোল্লা আমান আলমডাঙ্গা সোনালী ব্যাংক থেকে ত্রিশ হাজার টাকা উত্তোলন করে রিয়াদ কমপ্লেক্স মার্কেটে আসে কাপড় কেনার উদ্দেশ্যে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় নজর রাখে চার জন অজ্ঞাত ব্যাক্তি।

বৃদ্ধা আমালোল্লাহ আমানের পিছু নিয়ে রিয়াদ কমপ্লেক্স মার্কেটে শিউলি গার্মেন্টসে আসে। কাপড় কেনার ছলনায় বৃদ্ধার দুই পাশে দুজন করে পরিকল্পনা অনুযায়ী বসে কাপড় দেখতে থাকেন। বৃদ্ধার টাকার ব্যাগ কাপড় দিয়ে ঢেকে দেয় এবং ব্লেড দিয়ে ব্যাগ কেটে টাকা বার করে নিয়ে পালিয়ে যায়।

আমানোল্লা কাপড় কেনাকাটা করে দেখে ব্যাগে টাকা নেই।হৌইচৌই শুরু হলে লোকজন জড়ো হয়। সিসি ক্যামেরা দেখে শনাক্ত করার চেষ্টা করা হয়। এ ব্যাপারে শিউলি গার্মেন্টসে কর্মচারীদের কাছ থেকে জানা যায়, তারা অজ্ঞাত চার জন ছিল। তারা কোনো নিয়মিত কাষ্টমার না। তাদের আগে কখনো দেখে নাই।তারা আলমডাঙ্গার আশেপাশের এলাকার মানুষ হতে পারে।




গাংনী পৌর বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী পৌর বিএনপি’র ৫ ও ৬ নং ওয়ার্ড শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাংনী পৌর শহরের টেপিপড়া ডিজিটাল স্কেলের সামনে উক্ত কর্মী সভার আয়োজন করে গাংনী পৌর বিএনপি।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন।

গাংনী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় কর্মীসভায় সভাপতিত্ব করেন, গাংনী পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু। গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাতারা, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন সহ অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাংনী থেকে সাবেক এমপি আমজাদ হোসেনকে গ্রীন সিগন্যাল দিয়েছে। সেজন্য আমরা তার পক্ষে অবস্থান নিয়েছি। তবে শেষ পর্যন্ত যদি ধানের শীষের মনোনয়ন অন্য কেউ নিয়ে আসতে পারে আমরা তার পক্ষেই কাজ করবো। ধানের শীষ যার, আমরা বিএনপি নেতাকর্মী সবাই তার।