সরবরাহ বাড়ায় দাম অর্ধেকে

মেহেরপুরের বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে দাম নেমেছে অর্ধেকে।

দামে এই নিম্নমুখী হওয়ায় ভয়ে রয়েছেন সবজি চাষিরা। চাষিরা বলছেন, বাজার স্বাভাবিক না হলে লাভের মুখ দেখতে পাবেন না কোনো সবজি চাষি।

মেহেরপুর বড়বাজারের সাথেই কাঁচাবাজারের আড়ত। সকাল থেকেই অন্যান্য সবজির পাশাপাশি শীতকালীন সবজি নিয়ে কাঁচাবাজারের আড়তে আসেন কৃষকরা। প্রতিদিন এভাবেই কাঁচামাল আমদানি ও বিক্রি হয় এই আড়তে।

গতকাল শুক্রবার মেহেরপুর প্রতিদিনের সাপ্তাহিক অনুসন্ধানের অংশ হিসেবে বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, পাতাকপি, শিম, বরবটি, মুলাসহ বিভিন্ন ধরনের সবজি বাজারে এসেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রায় দ্বিগুণ পরিমাণে শীতকালীন সবজি বাজারে এসেছে। এতে কমতে শুরু করেছে দামও।

গত সপ্তাহে পালং শাক কেজি প্রতি ৮০ টাকায় বিক্রি হলেও চলতি এ সপ্তাহে তা ৪০ টাকায় নেমে এসেছে। শিম ১০০ টাকা থেকে কমে ৪০ টাকা, ফুলকপি ১০০ টাকা থেকে কমে ৫০ টাকা ও বরবটি ৬০ টাকা থেকে কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুলা ১৫ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, ধনিয়া পাতা ২০ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, ওলকপি এবং বাঁধাকপি ৩৫ টাকা করে বিক্রি হচ্ছে।

অন্যদিকে আলু, কচু, লাল শাক সহ অন্যান্য সবজির দাম ২০,২০,৪০ অপরিবর্তিত রয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদাও বিক্রি হচ্ছে আগের দামেই। তবে শীতকালীন সবজির এই দাম নিম্নমুখী হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা।

সবজি চাষী আজগর আলী বলেন, চলতি মৌসুমে সার ও বালাই নাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেড়ে গেছে। এছাড়া আবহাওয়াজনিত কারণে ফসলের উৎপাদন কম হওয়ায় দাম না পেলে অনেক ক্ষতিগ্রস্থ হবো।

আরেক সবজি চাষী রাজ্জাক হোসেন বলেন, অনেক খরচ করে ফুলকপি চাষ করেছি। ফুলকপি যত্ন করে, ঠিকমতো পরিচর্যা করে বিক্রি করতে এসে দাম না পেলে অনেক ক্ষতিগ্রস্থ হবো।

অপরদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতকালীন সবজির আমদানি আরও বাড়বে বলে জানিয়েছেন আড়ত মালিকরা।




গাংনীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মেহেরপুরের গাংনীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজউদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা একসঙ্গে হাত তুলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন।




মেহেরপুরের কুলবাড়িয়াতে মাসুদ অরুনের গণসংযোগ

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়াতে গণসংযোগ করেছেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এসময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফেলেট বিতরণ করেন।




ধানের শীষে ভোট চেয়ে অ্যাড. কামরুল হাসানের গণসংযোগ  

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষে ভোট প্রার্থনার লক্ষ্যে শুক্রবার সকালে মেহেরপুর বড়বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান।

এ সময় জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার বিকালে আমদহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আলোচনা শেষে ৩নম্বর ওয়ার্ড বিএনপি’র অফিস উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান।




লোকসংস্কৃতিতে শেরে বাংলা গোল্ডেন পদক পেলেন ধীরু বাউল 

গ্রামবাংলার প্রায় হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ও লোকঐতিহ্য দেশ বিদেশে তুলে ধরা- শুদ্ধ ধারার সংস্কৃতির প্রচার প্রসার ও সংগীতের আলো ছড়ানোর অবদান হিসেবে এবার চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান মনিরুজ্জামান ধীরু বাউল শেরে বাংলা গোল্ডেন (অ্যাওয়ার্ড) পদক পেয়ে সংগীত যোদ্ধাদের মুখ উজ্জল করলেন।

গতকাল শুক্রবার বিকাল ৫ টায় ঢাকা সেগুন বাগিচা কচিকাঁচার মেলা মিলনায়তনে অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক এর ১৫২ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা অনুস্ঠান সম্পন্ন হয়। পরে দেশের বিভিন্ন অঞ্চলে স্ব স্ব কাজে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তাদেরকে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পদক, সম্মান স্মারক, সার্টিফিকেট তুলে দেয়া হয়।

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা এবং তার দৌহিত্র সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মুর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী , প্রধান আলোচক অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ ।

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব দেশের গুনিজনদের ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। পরে প্রধান ও বিশেষ অতিথি সারা দেশের  ৬৪ জেলার ৬৭ জনকে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পদক হাতে তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, এ টি এন বাংলার উপস্হাপিকা তানিয়া আফ্রিন।




আলমডাঙ্গায় চার গ্রামের জনগণের মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গায় চার গ্রামের মানুষের মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলার ইসলামপুর, কামালপুর চরপাড়া ও চকবন্ডবিল গ্রামের সাধারণ মানুষ নিজেরাই এগিয়ে এসেছেন মাদক রোধে।

গতকাল শুক্রবার বিকেল ৫ টায় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় তিন গ্রামের উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ। এতে অংশ নেন তিন গ্রামের শতাধিক নারী-পুরুষ ও তরুণ সমাজ। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি ও সেবনের প্রবণতা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অভিযোগ রয়েছে, কিছু যুবক মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, যার ফলে এলাকার তরুণ প্রজন্ম ধীরে ধীরে মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামপুর, কামালপুর চরপাড়া ও চকবন্ডবিল গ্রামের সচেতন নাগরিকেরা যৌথভাবে এ উদ্যোগ নেন।

সমাবেশের আয়োজন করেন, কুমারী গ্রামের মহি উদ্দিন, কামালপুর চরপাড়ার বাপ্পি, ইসলামপুর গ্রামের সেলিম হোসেন ও চকবন্ডবিল গ্রামের টগর। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজকর্মী সাইদুল, ঝন্টু, সাজেদুর রহমান, শফি উদ্দিন, আলম হোসেন, তাইজাল, আলফাজ, জহুরুল, মঞ্জুসহ তিন গ্রামের অসংখ্য বাসিন্দা।

সমাবেশে বক্তারা বলেন, মাদক আজ আমাদের সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আমাদের সন্তানরা এর শিকার হচ্ছে। এখন সময় এসেছে সবাইকে একসাথে দাঁড়ানোর। যে মাদক ব্যবসায়ী আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে, তাকে চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।

বক্তারা আরও বলেন, সমাজের প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চায় যুক্ত করে রাখতে পারলেই মাদক থেকে দূরে রাখা সম্ভব।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা পেলে এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব হবে।




আলমডাঙ্গায় ১১ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আলমডাঙ্গায় পুলিশের কঠোর অভিযানের ফলে ১১ মামলার সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন পলাতক থাকা জিয়াউর রহমান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর ৪টা ৩০ মিনিটে কুষ্টিয়া সদর থানার কালিশংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে , গ্রেফতারকৃত জিয়াউর রহমান আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের মাঝেরপাড়ার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের পুত্র। তার বিরুদ্ধে মোট ১১টি মামলা আদালতের ওয়ারেন্টে উল্লেখিত ছিল, যার মধ্যে ১০টি মামলায় সাজা প্রাপ্ত এবং ১টি সিআর মামলা অন্তর্ভুক্ত।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান  পিপিএম জানান, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতারের জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, এসআই (নিঃ) বাবলু খান, এএসআই (নিঃ) রোকন উদ্দিন, এএসআই (নিঃ) আসাদুল হক ও এএসআই (নিঃ) রাসেল তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন।

এলাকাবাসীর বরাতে জানা যায়, সাজাপ্রাপ্ত জিয়াউর রহমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তিনি সরোজগঞ্জ বাজারে মেসার্স খাদ্য ভান্ডার নামের ভূষি ও চাউল সংরক্ষণ গোডওয়ান পরিচালনা করতেন। তবে ব্যবসায়িক বিভিন্ন জটিলতার কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন।

আলমডাঙ্গা থানা পুলিশ আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।




গাংনীতে সাংবাদিকদের মানহানির অভিযোগ, থানায় অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকদের নামে ‘চাঁদাবাজি’ সংক্রান্ত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও প্রকাশের অভিযোগে দুইটি ফেসবুক পেজের বিরুদ্ধে গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানায় এই অভিযোগ দায়ের করেন সাংবাদিক মোঃ তোফায়েল হোসেন, সদস্য মেহেরপুর জেলা প্রেসক্লাব ও গাংনী সংবাদ ফেসবুক পেজের সম্পাদক।

অভিযোগে গাংনী উপজেলা প্রেস ক্লাব, গাংনী প্রেস ক্লাব, গাংনী রিপোর্টার্স ক্লাব এবং মেহেরপুর জেলা প্রেস ক্লাবের আরও কয়েকজন সাংবাদিকের স্বাক্ষর রয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২৬ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে গাংনী উপজেলা পরিষদের গেটের সামনে কারাবন্দি রওশন মেলেটারির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিকরা পেশাগত দায়িত্বে মানববন্ধনের সংবাদ সংগ্রহ শেষে দুপুরের খাবারের জন্য গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম কিছু অর্থ সহায়তা দেন ।

এসময় অজ্ঞাত এক ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে তা ফেসবুক পেজ “Shahidul Islam” ও “Gangnir Chokh (গাংনীর চোখ)”-এ প্রেরণ করে। পরবর্তীতে ওই দুই পেজ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে ‘চাঁদাবাজির টাকা ভাগাভাগি’ শিরোনামে উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও পোস্ট করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ভিডিওগুলো প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত, সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, যার ফলে মানহানি ও আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।

এছাড়া অভিযুক্ত পেজগুলোর বিরুদ্ধে এবং ভিডিও কোথায় থেকে ধারণ করা হয়েছে, সরেজমিনে তদন্ত করে ধারণকারীর পরিচয় উদঘাটনপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।




ঝিনাইদহে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু’ এ শ্লোগানে এ বিজ্ঞান মেলা অুনষ্ঠিত হয়।

ঝিনাইদহ নিউ একাডেমী স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগীতায় ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র আয়োজনে এ মেলায় ঝিনাইদহ সদরের ২২টি ও হরিণাকুন্ডু উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শন করেন।

এসব মডেলের মাধ্যমে তারা দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের নতুন ধারণা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর পরিচালক শরিফা খাতুন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, ঝিনাইদহ সরকারি নুরুন নাহার মহিলা কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল এনএম শাহাজালাল, ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ইমরান হোসেন, নিউ একাডেমী স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বাদশা।

এসময় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াগাছা লাল মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান, দরীবিন্নি মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান ও শহীদ স্মৃতি বিদ্যাপীঠ তৃতীয় স্থান অধিকার করে। তাছাড়া স্টল বা প্রজেক্ট দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান ও জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।




মেহেরপুরে এনসিপির কুতুবপুর ও পিরোজপুর ইউনিয়নের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র পিরোজপুর ও কুতুবপুর ইউনিয়নের সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা এনসিপ’র যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুবশক্তির সংগঠক ইঞ্জিনিয়ার সাজেদুর রহমান। সাংগঠনিক দিকনির্দেশনা ও রাজনৈতিক কর্মশালা পরিচালনা করেন, জেলা এনসিপি’র সদস্য (সংগঠন/দপ্তর) মো: হাসনাত জামান সৈকত।

এসময় আরো বক্তব্য রাখেন, কুতুবপুর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক রেজাউল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: পাইন আলী, সদস্য সচিব আনারুল ইসলাম, শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

জেল এনসিপি’র সদস্য (অর্থ) তামিম ইসলাম, সদস্য (লিয়াজু) মাহাবুব ই তৌহিদ রবিন, সদর উপজেলা এনসিপি’র সদস্য (প্রচার) মুহা: মুবারক হুসাইন, সদস্য ও আহত জুলাই যোদ্ধা ইব্রাহিম হোসেনসহ কুতুবপুর ও পিরোজপুর ইউনিয়ন এনসিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনৈতিক কর্মশালায় জুলাই সনদ, গণভোট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নাগরিক অধিকার, জনগণের ক্ষমতায়ন ও স্বৈরাচারের পথ বন্ধে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। এসময় সাংগঠনিক বিস্তৃতি ও কার্যক্রমে গতিশীলতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।