দামুড়হুদায় ২৫ বছর পর পৈতৃক জমি ফিরে পেল পরিবার

দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে দীর্ঘ ২৫ বছর মামলা চালানোর পর আদালতের রায়ে ফিরে পেল নিজের পৈত্রিক ১১.৪৭ একর জমি।

গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জজ কোর্টের অ্যাডভোকেট কমিশনার একলাছুর রহমান কাজল, অ্যাডভোকেট কমিশনার আব্দুল আল মামুন এরশাদ এজিপি, জজ কোর্টের নাজির নজরুল ইসলাম, জজ কোর্টের ওভায় প্রসেস সার্ভার হাসেম আলী আমজাদ হোসেন উপস্থিত থেকে জমিটি প্রকৃত মালিকের দখলে প্রদান করেন।

আদালতের রায়ের কপি থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলার পাঠাচোরা গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে আলম বাক্স বাদী হয়ে একই গ্রামের মৃত দেহেত্র আলীর ছেলে আফসার আলীর বিরুদ্ধে ২০০২ সালে চুয়াডাঙ্গা সাব-জজ আদালত-১-এ বদনপুর মৌজার বিভিন্ন দাগ উল্লেখ করে ১৬.৬২ একর জমির মধ্যে ১১.৪৭ একর জমির পওনা মামলার জন্য মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১/২৩)।

দীর্ঘ ২৫ বছর মামলা চালানোর পর গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আলম বাক্সের পক্ষে রায় দেন সাব-জজ আদালত-১ এর যুগ্ম জেলা জজ ইয়ারব হোসেন। পরে জমি দখলের জন্য জজ আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে জজ কোর্টের কমিশনার ও নাজির উপস্থিত থেকে ঢাকঢোল বাজিয়ে জমি প্রকৃত মালিক গোলাম হোসেনের ছেলে সালাউদ্দিন-কে বুঝিয়ে দেন।

ভুক্তভোগী সালাউদ্দিন বলেন, দীর্ঘ ২৫ বছর পর আমরা আমার বাবার জমি ফেরত পেয়েছি। বাবার জীবদ্দশায় তিনি জমি দেখতে পারেননি, এটাই আমাদের আফসোস। দীর্ঘদিন মামলা চালিয়ে মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। তাই আমি মনে করি আইন সবার জন্য সমান। আজ জমি ফিরে পেয়ে আমাদের চোখে আনন্দের অশ্রু চলে আসছে।

জজ আদালতের কমিশনার অ্যাডভোকেট একলাছুর রহমান কাজল বলেন, আমরা মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী প্রকৃত মালিকের জমি বুঝিয়ে দিতে এসেছি। এখানে কেউ কোনো বাধা প্রদান করেনি। আদালতের প্রতি সম্মান জানিয়ে আমরা কাজ করতে পেরেছি, এজন্য বিবাদীদের ধন্যবাদ জানাই। যদি বিবাদীদের কেউ কিছু বলার থাকে, তারা আদালতের মাধ্যমে দাবি করতে পারেন।




মেহেরপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৭ জন

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহিন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শাহিন এবছরের এসএসসি পরীক্ষার্থী ও মালয়েশিয়া প্রবাসফেরত কাজিপুর গ্রামের ছাদিমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শাহিন মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে কাজিপুর থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। কাজিপুর ডিগ্রি কলেজের অদূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গোপালপুর এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে তিন নারীসহ সাতজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন গাংনীর পাকুড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে ইমরান হোসেন (২৪), সদর উপজেলার আলমপুরের মোতালেব হোসেনের ছেলে রাসেল (২২), শ্যামপুরের রইস উদ্দিনের ছেলে জামাত আলী, গাংনী চৌগাছা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী রজনি (৩০), সপাকুড়িয়া গ্রামের ইয়ানুর রহমানের স্ত্রী হীরা (৩২), সদর উপজেলার দিঘীরপাড়ার মফা মন্ডলের ছেলে মন্টু (২৫)।

জানা গেছে, আলমপুর গ্রামের রাসেল মোটরসাইকেলযোগে মেহেরপুরের দিকে আসছিলেন। একই সময় ইমরান পরিচালিত একটি ইজিবাইক যাত্রী নিয়ে গাংনীর দিকে যাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেল উল্টো দিকে চলে গেলে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীসহ ইজিবাইকের যাত্রীরা গুরুতর আহত হন।




মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা ফুলসুরাত মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মেহেরপুর সদর উপজেলার আমদহ দক্ষিণ পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুলসুরাত মন্ডলকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার দুপুরে আমদহ পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

দাফন পূর্ববর্তী আনুষ্ঠানিকতায় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে মেহেরপুর সদর থানা পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন ইউএনও মোঃ খায়রুল ইসলাম। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর, এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

দাফন কার্যক্রমে অংশ নেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

রবিবার ভোরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ফুলসুরাত মন্ডল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




মেহেরপুর সদর থানার ওসিকে ইউএনও এর বিদায় সংবর্ধনা

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের পক্ষ থেকে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেছবাহ উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।




মুজিবনগরে জুলাই যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় জুলাই যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে এবং তানিশা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে বাগোয়ান ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থীকে ফ্রি ব্লাড গ্রুপিং সুবিধা দেওয়া হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জুলাই যুব উন্নয়ন ক্লাবের সভাপতি ও এনসিপি’র জেলা যুগ্ম-সমন্বয়কারী আরিফ খান, ক্লাবের সেক্রেটারি ও এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী তরিকুল ইসলাম, এনসিপি জেলা কমিটির সদস্য লালচাঁদ, মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। তানিশা ক্লিনিকের বিশেষজ্ঞ টিম ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।

জুলাই যুব উন্নয়ন ক্লাবের নেতৃবৃন্দ জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং প্রয়োজনীয় সময়ে রক্তের গ্রুপ জানা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।




ঝিনাইদহে ছোট ভায়ের বটির আঘাতে বড় ভাই নিহত

পারিবারিক দ্বন্দ্বের জেরে ঝিনাইদহ সদর উপজেলায় ছোট ভাই জুয়েলের বটির আঘাতে বড় ভাই সোহেল (৪০) নিহত হয়েছে।

বরিবার (৭ ডিসেম্বর) দুপুরে গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল এবং জুয়েল ওই গ্রামের শফি মন্ডলের ছেলে।

স্বজনদের কাছ থেকে জানাযায়, নিহত সোহেলের ছোট ভাই জুয়েল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি দীঘদিন যে টাকা পাঠিয়েছেন তা বড় ভাই সংসার চালাতে ও বড়-ঘর করে খরচ করে ফেলেছেন। গত দুইমাস আগে ছোট ভাই দেশে ফিরে এসব হিসাব নিয়ে বড় ভায়ের সাথে বাগ-বিতন্ডে জড়িয়ে পড়ে। এর মধ্যে ছোট ভাই পৃথক হয়ে টাকা পয়সার হিসাব চাইতে গেলে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

এসব নিয়ে রবিবার সকাল থেকে দুই ভায়ের মধ্যে সংঘাত শুরু হয়।

পরে বড় ভাই সোহেল বটি দিয়ে ছোট ভাইকে আঘাত করার উদ্দ্যেশে ছুড়ে মারলে ওই বটি তুলে ছোট ভাই জুয়েল বড় ভায়ের উদ্দেশ্যে ছুড়ে মারে তখন বড় ভায়ের ঘাড়ে লেগে বড় ভাই রক্তাক্ত জখম হয়।

পরে তাকে ঝিনাইদহ সদর হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেণ।

এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা শুনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। এটা পারিবারিক ঘটনা এজন্য প্রথমত কেউ বুঝতে পারেনি। মামলার আলোকে আসামী গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।




মেহেরপুরের আমঝুপিতে যুব সমাজের মাঝে ভলিবল সামগ্রী বিতরণ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের তেতুলতলা এলাকার যুব সমাজের মাঝে ভলিবল ও ভলিবল খেলার নেট উপহার প্রদান করেছে মেহেরপুর জাতীয় নাগরিক পার্টি। তরুণদের সুস্থ বিনোদন, দলগত চেতনা এবং ইতিবাচক চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নিয়মিত খেলাধুলা শুধুই বিনোদন নয় এটি তরুণদের জীবনে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সঠিক পথের দিশা তৈরি করে। মাঠমুখী যুব সমাজ স্বাভাবিকভাবেই মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য ক্ষতিকর প্রবণতা থেকে দূরে থাকে।

তারা আরও বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি একটি সুস্থ, নিরাপদ ও সমন্বিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবকরাই আগামী দিনের শক্তি তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব এবং কর্তব্য।




মেহেরপুর-১ আসনের জামায়াত এমপি প্রার্থী তাজউদ্দিন খানের গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকে সুবিদপুর গ্রামের প্রধান প্রধান সড়ক ও দোকানপাটে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর-১ আসনের প্রার্থী তাজউদ্দিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, মেহেরপুর সদর উপজেলার সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, কুতুবপুর ইউনিয়নের তদাকারী মাওলানা জাবেরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের আমির ইমদাদুল হক, সেক্রেটারি পারভেজ হুসাইনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।

গণসংযোগ কর্মসূচিতে আসন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানো এবং দলীয় প্রার্থীর পক্ষে সর্বাত্মক সমর্থন প্রদানের আহ্বান জানানো হয়।




ঝিনাইদহে বসুন্ধরা শুভ সংঘের পরিচিতি সভা ও পিঠা উৎসব 

‘শুভ কাজে সবার পাশে’ এই শ্লোগানে ঝিনাইদহ বসুন্ধরা শুভসংঘের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ডিসেম্বর) বিকালে শহরের ফজর আলী গালর্স স্কুল এন্ড কলেজ মিলিনয়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা শুভসংঘের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শুভসংঘের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, আব্দুল মতিন, অধ্যক্ষ জয়া রাণী চন্দ, সিনিয়র সহ সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শাহানুর আলম, সহকারী অধ্যাপক (অব:) কে এম সালেহ প্রমূখ। এসময় আরও উপস্থিত চিলেন সহসভাপতি সরস্বতী সাহা, তাপস কুমার কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক সবুজ আহম্মেদ,দপ্তর সম্পাদক আল নাহিয়ান, নির্বাহী সদস্য খালিদ হাসান ও এখলাছুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেয়া রাণী প্রামানিক।

অনুষ্ঠানে পরিচিতি পর্বের পরে আলোচনা সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তাগণ বলেন অতিতের ন্যায় আমাদের শ্লোগাণের সাথে সম্পর্ক রেখে আমাদের কাজ করতে হবে। শুভ কাজে সবাইকে পাশে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেণ তারা।




ঝিনাইদহে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

‘সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি’- এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে উদযাপিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস। রোববার সকালে সদর উপজেলার আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং পিকেএসএফ-এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে আরআরএফ।

ইকড়া পরিবেশ ক্লাবের সভাপতি সবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন রহমান এবং আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা শাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি কর্মকর্তা বাপ্পী অধিকারী।

অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাটি সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। চাষী পর্যায়ে জমি চাষের আগে মাটি পরীক্ষা করে জমির গুণগত মান নির্ণয় এবং সে অনুযায়ী সার ব্যবস্থাপনার ওপর জোর দেন তারা।

আলোচনা সভার শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।