মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শেখ হাসিনা ও জেলা যুবলীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি !

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহরের কলেজ মোড়স্থ স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেহেরপুর জেলা যুবলীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

ধারণা করা হচ্ছে রবিবার দিবাগত রাত ১২ টা থেকে ১ টার মধ্যে কলেজ মোড়স্থ স্মৃতিসৌধে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আওয়ামী ও যুবলীগের নেতাকর্মীরা। তবে কারা এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তা জানা যায়নি।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই দুটি পুস্পমাল্যর কয়েকটি ছবি মেহেরপুর প্রতিদিনে পৌছানো হয়েছে। পুস্পমাল্যের একটিতে লেখা রয়েছে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি শেখ হাসিনার পক্ষে, অপরটিতে লেখা রয়েছে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি মেহেরপুর আওয়ামী যুবলীগের পক্ষে। এর বেশি কিছু জানা যায়নি। ‍




মুজিবনগরে মহান বিজয় দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

মুজিবনগরে মহান বিজয় দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বিএনপির নেতা কর্মীরা।

সোমবার সকালে মেহেরপুর  জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় উপজেলা বিএনপি, উপজেলা  যুবদল, সেচ্ছাসেবকদল,কৃষকদল, ছাত্রদলসহ বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ বিজয় র‌্যালি সহকারে মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন।

অন্যদের মধ্যে বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলাম আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, সাইফুল ইসলাম , দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, সিরাজুল ইসলাম ,সেচ্ছাসেবক নেতা জেমস,মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফাহিম আহনাফ লিংকন, মুজিবনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজুর রহমান আফিরুল, উপজেলা জাসাস এর সভাপতি হেলাল খানসহ উপজেলা বিএনপি যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।




মুজিবনগরে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের দিনব্যাপী আয়োজনের প্রথম অংশে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধসহ সকল শহীদদের সম্মান জানাতে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযুদ্ধ সন্তান কমান্ড, আনসার ও ভিডিপি, টুরিস্ট পুলিশ, মুজিবনগর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা টেকনিক্যাল কলেজ, বাগোয়ান ইউনিয়ন পরিষদ।

পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ব্যাটালিয়ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আনসার ভিডিপি চৌকস দল উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম ও মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে গার্ড অফ অনার প্রদান করেন।

বিজয় দিবস উদযাপনের দ্বিতীয় অংশে বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা উদ্বোধন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




মেহেরপুরে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে ৫৪ তম মহান বিজয় দিবস।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।

এসময় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন(অব.) আব্দুল মালেক, স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রনি আলম নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, সহকারী কমিশনার মোঃ আবীর হোসেন, মোঃ সাজেদুল ইসলাম, তানজিনা শারমিন দৃষ্টি, মোঃ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিভিল সার্জন অফিস, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরেপুর সরকারি মহিলা কলেজ, জেলার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।




ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রাশেদুজ্জামান, অনুসন্ধানীতে নাজমুল সাঈদ

৯ম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড এর টেলিভিশন নিউজ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল 24 এর মেহেরপুরের স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও কুষ্টিয়ার ক্যামেরাপারসন এস আই সুমন।

আজ সকাল সাড়ে ১১ টার দিকে ডেইলিস্টার ভবনে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই অ্যায়ার্ড তুলে দেওয়া হয়। অ

ভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া এই অ্যাওয়ার্ডের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত এইস ই মাইকেল মিলার, বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ব্র্যাকের প্রধান নির্বাহী অসিফ সালেহ।

অবৈধপথে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মাফিয়াদের হাতে বন্দি হচ্ছে বাংলাদেশী যুবক। বাংলাদেশ ও লিবিয়ান কিছু নাগরিক একটি মাফিয়া চক্র তৈরি করেছেন। তাদেরকে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করে ভিডিও ধারন করা হয়। সেই ভিডিও পরিবারের সদস্যদের দেখিয়ে লাখ লাখ টাকা আদাঁয় করে চক্রটি। আর এই টাকা লেনদেন হয় দেশের বিভিন্ন জায়গার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। চক্রটি কাজ করছে সারাদেশ।

এ নিয়ে রাশেদুজ্জামানের দুই পর্বের ধারাহিক রিপোর্ট প্রচার করে চ্যানেল ২৪। ক্যামেরায় ছিলেন কুষ্টিয়ার ক্যামেরা পার্সন এস.আই সুমন।অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর নবমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো। অভিবাসন খাতে অবদান রাখাই দেশের ১৫ জন সাংবাদিককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এদিকে, অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডের পে‌য়েছেন ইন‌ডি‌পেন‌ডেন্ট টে‌লি‌ভিশ‌নের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশ। তালাশ টি‌মের অনুসন্ধানী প্রতি‌বেদক নাজমুল সাঈদ ও ভি‌ডিও গ্রাফার কাজী ‌মোহাম্মদ ইসমাইল‌কে প্রোগ্রাম ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়। তা‌দের হা‌তে পুরস্কার তু‌লে দেন ডেই‌লি স্টা‌রের সম্পাদক মাহফুজ আনাম, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই মাই‌কেল মিলার ও ব্র্যাকের প্রধান নির্বাহী আ‌সিফ সা‌লেহ।




মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ৯ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। আজ রবিবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় একদিকে অংশগ্রহণ করে ২ নাম্বার ওয়ার্ড অপরদিকে অংশ গ্রহণ করে ৯ নম্বর ওয়ার্ড। ২ নাম্বার ওয়ার্ড প্রথমে ব্যাটে গিয়ে ৯০ রানের টার্গেটে ৯ নম্বর ওয়ার্ড জয় লাভ করে।

মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাসসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

এ সময় মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুর পৌর ওয়ার্ল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সমাপ্তি করেন।

উল্লেখযোগ্য মেহেরপুর পৌর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৯টি দল অংশগ্রহণ করে। এই মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনকে ঘিরে মেহেরপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।




ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ শ্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সেবা সপ্তাহ এবং চাকুরী মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকালে ঝিনাইদহ সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’তে আন্তর্জাতিক অভিবাসী দিবস চাকুরি মেলা ও সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো: আব্দুল আওয়াল।

টিটিসি’র অধ্যক্ষ মো: রুস্তম আলীর সভাপতিত্বে সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বকুল চন্দ্র কবিরাজ, বিসিক’র উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, ডিইএমও সহকারী পরিচালক সামিউল ইসলাম সহ অন্যান্যরা।




সরকারী রাস্তার মেহগনি গাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (খএঊউ)’র আওতাধীন সরকারী রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ৫ নং কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা বারো কুদালিয়া গ্রামের রাস্তার পাশ থেকে এই গাছ কাটা হয়েছে বলে জানা যায়।

এই গাছ কাটার অভিযোগ ওই একই গ্রামের , মোঃ ছানার মন্ডলের ছেলে লিটন বিরুদ্ধে। স্থানীয়রা জানান, সরকারী রাস্তার গাছ লিটন অবৈধভাবে কেটে নিচ্ছেন, তার ভয়ে কেই তাকে প্রতিবাদ করার শাহস পাচ্ছেনা। তারা আরও বলেন গাছ গুলো কেটে ফেললে সরকারের ক্ষতি হবে পাশাপাশি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়বে। স্থানীয় জনগন নিরাপত্তা এবং সুশিতল ছায়া ও পরিবেশ রক্ষার সার্থে গাছ গুলো রক্ষার দাবী জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, গত দুই দিন ধরে ১৩ ও ১৪ ই ডিসেম্বর, রাস্তার পাশের প্রায় ৩০ টা গাছ কাটা হয়েছে। গাছ কেটে শেষে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তারা সন্দেহ করছেন যে এর পেছনে কোনো অবৈধ উদ্দেশ্য রয়েছে। উপজেলা প্রশাসনকে জানালে তারা গাছগুলো এলজিইডি’র বলে জানান এবং তারা এব্যপারে পদক্ষেপ নিবে বলে আশা করেন।

এই গাছ কাটার ব্যাপারে তাদের নিকট থেকে কোন অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন। এই বিষয়ে, এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি দেখে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন। এব্যাপারে ভিকটিম লিটন জানান গাছ গুলো আমাদের লাগানো এখন বড় হয়েগেছে তাই কেটে নিচ্ছি।




দীর্ঘ জীবনের বাড়তি সময়ের মর্মান্তিক তথ্য উঠে এসেছে গবেষণায়

বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ বয়স্ক ব্যক্তি একাধিক দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। যদিও মানুষের আয়ুষ্কাল বা জীবনকাল বেড়েছে, তবুও অনেকেই এই বাড়তি সময় সুস্থভাবে কাটাতে পারছেন না।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘায়ু পাওয়ার চেয়ে এখন বেশি জরুরি সুস্থ জীবনযাপন নিশ্চিত করা।

সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে যে, মানুষের গড় আয়ু অনেক বেড়েছে আধুনিক চিকিৎসা ও উন্নত স্বাস্থ্যসেবার কারণে। আগের তুলনায় এখন মানুষ অনেক বেশি দিন বাঁচছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দীর্ঘ জীবন কেমনভাবে কাটাচ্ছেন?

অনেকেই দীর্ঘ জীবন কাটালেও তাদের স্বাস্থ্য ভালো থাকে না, যার ফলে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং স্বাস্থ্যসেবার খরচও বাড়ে।

গবেষণায় বলা হয়েছে, এখন মানুষের আয়ুষ্কাল (লাইফস্প্যান) ও সুস্থ জীবনকালের (হেলথস্প্যান) মধ্যে অনেক ফারাক তৈরি হয়ে গেছে। বিশ্বব্যাপী এই ব্যবধান বর্তমানে প্রায় ৯.৬ বছর। অর্থাৎ, মানুষের জীবনের শেষ দশক প্রায়ই দীর্ঘমেয়াদি রোগ বা শারীরিক সমস্যায় কাটে। খবর দ্য হিন্দুস্তান টাইমস।

যুক্তরাষ্ট্রে এ ব্যবধান আরও উদ্বেগজনক। সেখানে জীবনকাল এবং সুস্থ জীবনকালের মধ্যে ব্যবধান ১২.৪ বছর। অর্থাৎ, সেখানে মানুষ তাদের শেষ বয়সে অনেক বছর ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। গবেষকরা এটিকে ‘স্বর্ণযুগের’ এক মর্মান্তিক বাস্তবতা হিসেবে বর্ণনা করেছেন, যেখানে দীর্ঘ জীবনের বাড়তি সময় কষ্টের মধ্যে কাটছে।

এছাড়া, নারীরা সাধারণত পুরুষদের তুলনায় বেশি বাঁচে, কিন্তু তাদের অতিরিক্ত সময়ের বেশিরভাগই অসুস্থতায় কাটে। বিশ্বব্যাপী এই ব্যবধান নারীদের জন্য ২.৪ বছর বেশি এবং জার্মানিতে এটি ৩.৬ বছর।

গবেষণায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মানসিক স্বাস্থ্য সমস্যা, মাদকাসক্তি, আর্থ্রাইটিস (হাড়ের ক্ষয়), পিঠের ব্যথা এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণে এই ব্যবধান তৈরি হচ্ছে। নারীরা এসব সমস্যায় বেশি ভুগছেন, যা তাদের দীর্ঘ জীবনকাল এবং সুস্থ জীবনকালকে আরও বিভক্ত করে ফেলছে।

গবেষকরা বলছেন, যেসব দেশে গড় আয়ু বেশি, সেসব দেশেই আয়ুষ্কাল এবং সুস্থ জীবনকালের মধ্যে ব্যবধান আরও বড় হচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে জীবনকাল বাড়লেও, পরবর্তী জীবনের স্বাস্থ্য মান উন্নত হয়নি। তাই সুস্থ জীবনযাপন নিশ্চিত করার দিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

সূত্র: কালবেলা




ঝিনাইদহে নারীদের মাঝে বিনামুল্যে বাছুর বিতরণ

নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে ঝিনাইদহে হতদরিদ্র পরিবারদের মাঝে বিনামূল্যে গাভী গরুর বাছুর বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহের যৌথ অগ্রসরমান সৃজক সংস্থা (জাগো)।

জাগো’র নির্বাহী পরিচালক সাজ্জাদুল শরীফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান এনডিসি। সেসময় উপস্থিত ছিলেন হরিশংকরপুর ইউনিয়নের সদস্য আব্দুল বারী, সংরক্ষিত নারী আসনের সদস্য সালমা খাতুন, জাগোর নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক এস এম নাজির আরেফিনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রামের ৫ জন নারীর মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়। এর আগে গাভী পালনের উপর ওই নারীদের ১ দিনের প্রশিক্ষণ প্রদাণ করা হয়। প্রশিক্ষণ প্রদাণ করেন সদর প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: তারেক হাসান মুসা।