মেহেরপুরে জামায়াতের এমপি প্রার্থী তাজউদ্দিন খানের গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে রুদ্রনগর গ্রামের প্রধান সড়ক ও দোকানপাটে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী তাজউদ্দিন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, রাজনৈতিক সেক্রেটারি কাজি রুহুল আমিন, মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, কুতুবপুর ইউনিয়নের তদারককারী জাবেরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের আমির ইমদাদুল হক, সেক্রেটারি পারভেজ হুসাইন, রুদ্রনগর ওয়ার্ড সভাপতি শেরেকুল ইসলাম প্রমুখ।

গণসংযোগ কর্মসূচিতে আসন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানো এবং দলীয় প্রার্থীর পক্ষে সর্বাত্মক সমর্থন প্রদানের আহ্বান জানানো হয়।




নতুন কুড়িতে বিভাগীয় পর্যায়ে সেরা পাঁচে কোটচাঁদপুরের তরিতা

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুড়ি’ গানের প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন কোটচাঁদপুরের শেখ রোদসী রায়ানা (তরিতা)। এখন সেরা দশের স্বপ্ন সফল করার পথে হাঁটছেন তিনি। সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন এই প্রতিশ্রুতিশীল ছাত্রী।

জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শিশু প্রতিযোগিতা অনুষ্ঠান ‘নতুন কুড়ি’ দীর্ঘদিন পর আবারও শুরু হয়েছে। ওই অনুষ্ঠানে নৃত্য, লোকসংগীত ও আধুনিক গানের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শেখ রোদসী রায়ানা (তরিতা)।

তিনি কোটচাঁদপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তরিতা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তার (টোকন) ও গৃহিণী নুসরাত জাহান রিনির মেয়ে।

তরিতা তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে খুলনা বিভাগের প্রাথমিক বাছাইয়ে সেরা পাঁচজনের একজন নির্বাচিত হয়েছেন। এখন তিনি সেরা দশে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, যেখানে দেশের আট বিভাগের ৪০ জন প্রতিযোগী অংশ নেবেন।

বাবুল আক্তার (টোকন) বলেন, ছোটবেলা থেকেই তরিতা সাংস্কৃতিক মনোভাবাপন্ন। সে কারণে আমরা শুরু থেকেই তাকে সাপোর্ট দিয়েছি। তার প্রথম হাতে খড়ি কোটচাঁদপুর মিতালী সংগীত একাডেমিতে। সেখানে তিন-চার বছর বয়স থেকেই সে গান শেখে। তার প্রথম সংগীতগুরু খাজা সামাদ উল্লাহ্ টুটুল।

তিনি আরও বলেন, তরিতা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছড়া গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে। ২০২৪ সালে শিল্পকলা একাডেমির আয়োজনে লোকগানে ঝিনাইদহ জেলায় প্রথম হয়েছিল। তবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এখনো শেষ হয়নি। এছাড়া ২০২৪ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় লোকগানে জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান এবং নৃত্যে প্রথম স্থান লাভ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও উপজেলা পর্যায়ে একাধিকবার প্রথম হয়েছে।

তিনি বলেন, এই প্রথম বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান “নতুন কুড়ি” তে বিভাগীয় পর্যায়ে সেরা পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে আমার মেয়ে। এখন তার স্বপ্ন সেরা দশে জায়গা করে নেওয়া। তরিতার জন্য সবাই দোয়া করবেন।

এদিকে তরিতার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন কোটচাঁদপুর মিতালী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক, কবি-সাহিত্যিক ও কৌতুক অভিনেতা মিতুল সাইফ।

তিনি বলেন, আগামীর প্রজন্মের মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। হাটি হাটি পা পা করে তরিতা আজ যে অবস্থানে পৌঁছেছে, তা অত্যন্ত গর্বের বিষয়। তার আগামীর পথচলায় আরও সাফল্য কামনা করছি।

তরিতার এই সাফল্যে কোটচাঁদপুরের সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




দামুড়হুদায় তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের উদ্যোগে তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এরই অংশ হিসেবে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা তিন দফা দাবিতে মানববন্ধন করেন।

শিক্ষক-শিক্ষিকাদের তিন দফা দাবি হলো, ২০% বাড়ি ভাতা বৃদ্ধি করতে হবে, মাধ্যমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করতে হবে ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করতে হবে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা খাতুনের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের প্রভাষক আশরাফুল আলম, আল আমিন, মিজানুর রহমান, সামসিয়া ফাহমিদা, নূরজাহান বেগম, কাজল রেখা, সিনিয়র সহকারী শিক্ষক নূরজাহান বেগম, রিপা খাতুন, রোহিণী আক্তার, বিপুল কুমার, আবু বক্কর সিদ্দীক প্রমুখ।




এক বছর ধরে গান-বাজনা হয় না ঝিনাইদহ শিল্পকলায়

এক সময় সন্ধ্যা হলেই শোনা যেত নূপুরের শব্দ। আবৃত্তিকার গলা চেতিয়ে শোনাতেন বিদ্রোহী কবিতা। শিল্পীর মধুর গানে বুঁদ হয়ে অন্য জগতে হারিয়ে যেতেন দর্শক। নাট্যকারের ব্যস্ততা ছিল মঞ্চ কাঁপানো সব ঝাঁঝালো অভিনয়ে।
সে সব এখন যেন অতীত। এখন বাজে না নূপুর, হয় না গান, আবৃত্তিকারও খুঁজে পাওয়া যায় না আবেগ আর নাট্যকার, সে তো কবেই হারিয়ে গেছেন। দর্শকদের আনাগোনা ও করতালিতে আর গমগম করে না অডিটোরিয়াম। গ্রীনরুমটাও কাটাচ্ছে নিঃসঙ্গ সময়। ধ্বংসস্তূপের মাঝে পড়ে আছে আধভাঙা মঞ্চ, চেয়ার ও আসবাবপত্রসহ সবকিছু।
এরপর থেকে সেখানে সব কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার রেশ শুধু আওয়ামী ফ্যাসিবাদের ওপরই পড়েনি, পড়েছে শিল্প ও শিল্পাঙ্গনেও। বলছিলাম ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির কথা।
জানা যায়, ১৯৯৪ সালের ৫ জুন জেলা শহরের পুরোনো জেলখানা এলাকায় ৪৫০ আসনবিশিষ্ট অডিটোরিয়ামসহ শিল্পকলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভবন নির্মাণের পর ২০০৬ সালের ১৮ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের তৎকালীন সংসদ সদস্য ও বিএনপি নেতা প্রয়াত মসিউর রহমান। ধীরে ধীরে শিল্পকলা একাডেমি এ এলাকার শিল্প ও সাহিত্যচর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়।
লালন-পাগলাকানাইয়ের পূণ্যভূমি এ জেলার ২০ লাখ মানুষের শিল্প-সংস্কৃতির ভরসাস্থল এই শিল্পকলা একাডেমি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিল্পকলা ভবনটি বেহাল অবস্থায় পড়ে আছে। ধ্বংসস্তূপের মাঝে পড়ে আছে আধভাঙা মঞ্চ, চেয়ার, আসবাবপত্রসহ সবকিছুই। দেওয়ালজুড়ে ক্ষতের দাগ, পুড়ে ছাই হয়ে যাওয়া চেয়ারগুলো এখন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে দফায় দফায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। অডিটোরিয়ামের ভেতরে ঢুকে চেয়ার, এসি, পর্দাসহ মূল্যবান যন্ত্রপাতিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভেঙে চুরমার করা হয় কোটি টাকার সাউন্ড সিস্টেম। ফ্যানগুলোও ভেঙে ফেলা হয়। লুটে নেওয়া হয় সিসিটিভিসহ মূল্যবান যন্ত্রপাতি।
গণশিল্পী সংস্থার জেলা শাখার সভাপতি আব্দুস সালাম বলেন, এ জেলার সাংস্কৃতিক কর্মীদের প্রাণকেন্দ্র ছিল শিল্পকলা একাডেমি। হামলা-ভাঙচুরের পর থেকে দীর্ঘ আট মাস ধরে সকল কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। সরকারের উচিত এ বিষয়ে নজর দেওয়া। নইলে লালন-পাগলাকানাইয়ের জন্মভূমি ঝিনাইদহে সাংস্কৃতিক কার্যক্রম মুখ থুবড়ে পড়বে।
জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন বলেন, আওয়ামী ফ্যাসিবাদের ওপর সাধারণ মানুষের ক্ষোভ থাকতেই পারে। তাই বলে দেশের অন্যতম একটি সাংস্কৃতিক অঞ্চলের শিল্পকলা একাডেমিতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা উচিত হয়নি। এতে এ জেলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত নজর দেওয়া প্রয়োজন।
জেলা কালচার অফিসার জসিম উদ্দিন বলেন, ওই দিনের ঘটনায় অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে শিল্পকলা একাডেমির। ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে কেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের দিকনির্দেশনার অপেক্ষায় আছি আমরা।
এবিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, শিল্পকলা একাডেমির ক্ষতির পরিমাণ উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। তবে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।



মুজিবনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যে র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।

মুজিবনগর উপজেলা প্রশাসন এর আয়োজনে, এবং মুজিবনগর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর বাস্তবায়নে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স, মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম রেজা, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দরা স্কুলের ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকাণ্ড থেকে বাঁচার উপায় এবং দুর্যোগ ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে আলোচনা করেন।
আলোচনা সবার শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।
র‍্যালী শেষে ছাত্রীদের হাতে-কলমে অগ্নিকাণ্ড প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা কি করব সেই সম্পর্কিত মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় ভূমিকম্প এবং অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।




ঝিনাইদহে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ

এমপিও ভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালনরত শিক্ষকদের উপর পুলিশের হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ও শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  সকাল থেকে ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ডু, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই কর্মসূচী পালন করে। শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদে হরিণাকুণ্ডুর সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ, জোড়াদহ কলেজ, প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ, হাজী আরশাদ আলী কলেজ, মানদিয়া আইডিয়াল কলেজ, পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়, দখলপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতিসহ ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন পালন করে।

এছাড়া শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবির সাথে একাত্বতা ঘোষণা করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান হরিণাকুণ্ডু আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহাবুব মুর্শেদ শাহিন।

হরিণাকুণ্ডু উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি আবুল হাসান মাস্টার জানান, এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীকরণের দাবিতে আমরা গত ৭ অক্টোবর ঢাকাতে একটি প্রোগ্রাম করেছিলাম। সেখানে আমাদের নেতাদের দাবি ছিলো জাতীয়করণের। তবে শিক্ষকদের দাবি নিয়েই যখন আন্দোলন হচ্ছে সেখানে, তাই অনাকাঙ্খি ঘটনার তীব্র নিন্দা জানান এই শিক্ষক নেতা।

ঝিনাইদহ সদরের আব্দুর রউফ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহীন রেজা জানান শিক্ষকদের উপরে হামলার তীব্র নিন্দা জানায় এবং শিক্ষকদের যোক্তিক দাবি বাস্তবায়ন করার জোর দাবি করছি। এছাড়া সদর উপজেলার ঝিনাইদহ কলেজ, উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়, কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ, ফজর আলী স্কুল এন্ড কলেজ, কালীগঞ্জের নুর আলী ডিগ্রি কলেজ, শৈলকুপার গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজসহ জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান দিনভর স্কুলে উপস্থিত থেকে কর্মবিরতি পালন করে। জেলার কিছু কিছু প্রতিষ্ঠান শিক্ষকদের উপরে হামলার প্রতিবাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করেছে। কর্মবিরতি কালে শিক্ষকরা জানান, তিনদফা দাবি বাস্তবায়ন না হলে তারা ক্লাসে ফিরে যাবেন না। অনেক ছাত্র-ছাত্রী শিক্ষকদের এই আন্দোলনের সাথে শরিক হন। এ বিষয়ে হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল বারী জানান, শিক্ষক কর্মচারীদের উপরে হামলা হলে তারা তো প্রতিবাদ করতেই পারে। এখানে আমাদের কি বলার আছে এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে।




দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‍্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” এই স্লোগান সামনে রেখে দুপুর ১২ টার সময় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পরিষদের সভাকক্ষে প্রথমে উপজেলা চত্বর থেকে র‍্যলি ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় পরবর্তীতে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সমাজ সেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

এসময় আলোচনা সভায় বক্তারা বলেন যেকোনো যে কোন দুর্যোগ মোকাবেলায় আমাদের অগ্রিম প্রস্তুতি থাকতে হবে। বজ্রপাত মোকাবেলায় আমাদের বেশি বেশি করে তালগাছ রোপন করতে হবে। যে সব দূর্যোগ থেকে অগ্নিকাণ্ড সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে নিজে সচেতন হতে হবে এবং আশেপাশের মানুষজনক সচেতন করতে হবে। এছাড়াও ভূমিকম্প ঘূর্ণিঝড়সহ অন্যান্য বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসনসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত প্রস্তুতি থাকতে হবে। দুর্যোগ সম্পর্কিত তথ্য জানানোর জন্য প্রশাসনসহ যেসব সরকারি হটলাইন নাম্বার আছে সেগুলো জনসাধারণকে জানাতে হবে।




মেহেরপুরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মেহেরপুরে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পুলিশ লাইনের পাশে এ কর্মী সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজ সাবেক ভিপি জাহাঙ্গী

বিশ্বাস। জেলা মহিলা দলের সভাপতি সায়েদাতুন্নেসা নয়নের সভাপতিত্বে এবং অর্থ বিষয়ক সম্পাদক রুপালি খাতুনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি বেদানা আক্তার পলি, সাংগঠনিক সম্পাদক ফাহিমা খাতুন, মহিলা দল নেত্রী ফিরোজা আক্তার পপি, বিউটি, রঞ্জনা, মল্লে, কল্পনা, শেফালী, তানিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মহিলা দলসহ সকল নেত্রী-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সংগঠনকে আরও গতিশীল করতে হবে।




আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

আলমডাঙ্গায় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি হোক সবার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলায় পালিত হয়েছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৫’।

সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের সচেতনতা ও প্রস্তুতি। সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিক যদি নিজের অবস্থান থেকে প্রস্তুত থাকে, তবে যেকোনো দুর্যোগ সহজেই মোকাবিলা করা সম্ভব। আমরা চাই আলমডাঙ্গাকে একটি দুর্যোগ-সহনশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে, যেখানে মানুষ আগাম প্রস্তুত থাকবে, ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে দুর্যোগ মোকাবিলা করবে।’ দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ‘দুর্যোগ ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া’ কর্মসূচিও পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, এস এফ ডি এফ এর উপজেলা ব্যবস্থাপক দীপক কুমার বসু, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজা, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শহিদুল আলম বিপুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি মহসিন মোড়লসহ ও বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।




আলমডাঙ্গায় দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকা সহ আটক-১

আলমডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুটি দেশীয় অস্ত্র, ১৪ পিস টেপেন্ডাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫৮ হাজার ৪০ টাকা-সহ শামীম রেজা সাগর (৩২)-কে আটক করেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় না। আটককৃত শামীম উপজেলার গোবিন্দপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোরে সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প হারদী আলমডাঙ্গার অফিসার বি এ-১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন এর নেতৃত্বে, এস আই আব্দুল মতিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর গ্রামের ওবায়দুর হকের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ছেলে শামীম রেজা সাগর কে আটক করা হয়। তাদের বাড়ি তল্লাশি করে দেশীয় অস্ত্র, মাদক, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে তাকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে।