যুব সমাজকে গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই -মাহমুদুল হাসান খান বাবু

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা। গতকাল শুক্রবার বিকেল তিনটায় জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মুক্তি সংঘ ক্লাবের আয়োজনে মিনাজপুর হাই স্কুল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহিন কাদির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হাসান খান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধি। এ থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরকে নয়, মেধাকেও বিকশিত করে। যে কেউ খেলাধুলার উদ্যোগ নিলে আমরা সবসময় তাদের পাশে থাকব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট, জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, হামিদুজ্জামান টিটো, সাজ্জাদ হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, সাবেক সেনা সদস্য মহাসিন আলী, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম, এবং স্বেচ্ছাসেবক রাব্বি, হাসিব, রানা, সুমন প্রমুখ।

রোমাঞ্চকর এই ফাইনাল খেলায় হাসাদহ দল ২-১ গোলে সীমান্ত ইউনিয়নের শাখারিয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম।




তৃতীয় বিয়ের অনুমতি না পেয়ে প্রবাসফেরত যুবকের আত্মহত্যা

মেহেরপুরের গাংনীতে স্ত্রীর ও পরিবারের ওপর অভিমান করে আলমগীর হোসেন (৩৮) নামের প্রবাসফেরত এক যুবক আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার ভোরে উপজেলার বামন্দী নিশিপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আলমগীর একই এলাকার নমাজ আলীর ছেলে।
নিহত আলমগীর হোসেনের প্রথম স্ত্রী আনজিরা খাতুন বলেন, আমার স্বামী মালয়েশিয়ায় থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে দ্বিতীয়বার আরও একটি বিয়ে করেছিল। সেই স্ত্রী আলমগীরকে ডিভোর্স দিয়ে ঢাকায় চলে যান। এরপর মালয়েশিয়া থেকে ফিরে এসে আলমগীর আরও একটি বিয়ে করতে চান। আমার একটি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে। কিন্তু পরিবারের কেউ সম্মতি না দেওয়ায় বেশ কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে সবার সঙ্গেই মনোমালিন্য হয়।

একপর্যায়ে তৃতীয় বিয়েতে কেউ রাজি না হওয়ায় পরিবারের ওপর অভিমান করে প্রতিবেশী ফুফুর বাড়িতে রাতে ঘুমাতে যান। সেখানে রাতের কোনো এক সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে সেখানে আত্মহত্যা করেন। এই মাসের ২২ তারিখ আবারও তার দেশের বাইরে যাওয়ার কথা ছিল।

নিহত আলমগীরের বাবা নমাজ বলেন, বর্তমানে সংসারে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এমন অবস্থায় সে তৃতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। এ নিয়ে আমাদের পরিবারের সবার সঙ্গে মনোমালিন্য হয়। পরে ভোরে আলমগীরের ফুফুর বাড়ির ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখি।

এ ঘটনায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।




মেহেরপুরের পুরাতন মদনাডাঙ্গায় কামরুল হাসানের গণসংযোগ

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের পুরাতন মদনাডাঙ্গা গ্রামে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগ কর্মসূচিতে অ্যাডভোকেট কামরুল হাসান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবিনামা সম্বলিত লিফলেট স্থানীয় জনগণের হাতে বিতরণ করেন এবং গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলমগীর খান ছাতু, সদস্য সাবেক পিপি আবু সালেহ নাসিম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ফায়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আলিফ আরাফাত খান, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, বিএনপি নেতা নাহিদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে “ধানের শীষ” প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




নতুন কুড়ি প্রতিযোগিতায় খুলনা বিভাগে তৃতীয় ও সপ্তম মালিহা তাসনিম

ঝিনাইদহের মেয়ে মালিহা তাসনিম নতুন কুঁড়ি শিশু প্রতিযোগিতায় লোকসংগীত বিভাগে খুলনা বিভাগীয় অডিশনে ৯.৭৭ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে চূড়ান্ত বাছাই পর্বে অংশ গ্রহণের সুযোগ পেয়েছে। অন্যদিকে রবীন্দ্র সংগীতে  ৬.৫০ পেয়ে ৭ম হয়েছে।

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুনকুড়ি’ গানের প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সেরা তিনে ও সাতে জায়গা করে নিয়েছেন ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পানির ট্যাংকি পাড়ার হাসান মাসুদের মেয়ে মালিহা তাসনিম।

হরিণাকুন্ডু উপজেলা সহকারী শিক্ষাকর্মকর্তা (এটিইও) হাসান মাসুদ ও ঝিনাইদহ মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক এর কন্যা মালিহা তাসনিম।

যেখানে দেশের আট বিভাগের ৪০জন প্রতিযোগী অংশ নেবেন। আগামীর প্রজন্মের মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। হাটিহাটি পাপা করে মালিহা আজ যে অবস্থানে পৌঁছেছে, তা অত্যন্ত গর্বের বিষয়। তার আগামীর পথচলায় আরও সাফল্য কামনা করছে ঝিনাইদহবাসী। মালিহার এই সাফল্যে ঝিনাইদহের সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঝিনাইদহের মেয়ে মালিহা তাসনিম এখন সেরা হওয়ার স্বপ্ন সফল করার পথে হাঁটছেন সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন এই প্রতিশ্রুতিশীল ছাত্রী।




উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজিতে ফল বিপর্যয় রোধে শিক্ষার্থীদের করণীয়

বর্তমান বিশ্বে ইংরেজি ভাষার গুরুত্ব অপরিসীম। এটি আজ শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রধান ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বায়নের এই যুগে ইংরেজি এমন এক সেতুবন্ধন, যার মাধ্যমে ভিন্ন ভিন্ন দেশ, সংস্কৃতি ও ভাষার মানুষ একে অপরের সঙ্গে সংযুক্ত হচ্ছে। শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান ও প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্যের অন্যতম চাবিকাঠি হলো ইংরেজিতে দক্ষতা অর্জন। তাই প্রতিটি শিক্ষার্থীর জন্য ইংরেজি শেখা এখন সময়ের দাবি। ইংরেজিতে সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের করণীয় বিষয়গুলো নিম্নে আলোচনা করা হলো:—

১। শিক্ষার্থীদের ক্লাসমুখী হওয়া-
ইংরেজিেত ভালো ফলাফল করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং শিক্ষক কর্তৃক প্রদত্ত পাঠ মনোযোগসহকারে শুনতে হবে। ক্লাসে সক্রিয় অংশগ্রহণ করলে পাঠ্যবিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হয় এবং ভুল ধারণা দূর হয়।

২। টেক্সট বুক ও রেফারেন্স বই পড়ার উপরে জোর দেওয়া-
অনেক শিক্ষার্থী শুধুমাত্র গাইড বইয়ের উপর নির্ভর করে যা ভুল অভ্যাস। ইংরেজিতে দক্ষ হতে হলে পাঠ্যপুস্তককেই মূল ভিত্তি হিসেবে নিতে হবে। টেক্সট ও রেফারেন্স বই পড়লে ভাষার গঠন, শব্দভাণ্ডার ও বাক্যরীতি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় এবং একজন শিক্ষার্থীকে শক্ত ভিত্তির উপর দাঁড় করায়।

৩। বেইসিক গ্রামারে দখল নিয়ে আসা-
ইংরেজিতে কথা বলা, লেখা বা অনুবাদের জন্য ব্যাকরণ অপরিহার্য। Parts of Speech, Tense, Voice, Narration, Preposition ইত্যাদি বিষয়ে সুদৃঢ় জ্ঞান অর্জন করতে হবে। ভালো ব্যাকরণজ্ঞানই ভাষাকে শুদ্ধ ও সাবলীল করে তোলে।

৪। ইংরেজি শব্দের উপরে জোর প্রদান করা-
Vocabulary হলো ভাষার প্রাণ। প্রতিদিন নতুন শব্দ শিখে তার অর্থ, উচ্চারণ ও ব্যবহার অনুশীলন করতে হবে। শব্দভাণ্ডার সমৃদ্ধ হলে লেখা ও কথোপকথনে আত্মবিশ্বাস তৈরি হয়।

৫। অনুবাদে দখল নিয়ে আসা-
বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদে দক্ষ হয়ে উঠতে হবে । এটি ব্যাকরণ ও শব্দ ব্যবহারের দক্ষতা বাড়ায় এবং সঠিকভাবে ভাব প্রকাশে সহায়তা করে।

৬। ইংরেজি বিষয়ের নয়- এমন শিক্ষকের কাছে ইংরেজি প্রাইভেট পড়া এড়িয়ে চলা-
ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। তাই ইংরেজি পড়তে হলে ইংরেজি বিষয়ের শিক্ষকের কাছেই পড়া উচিত। অন্য বিষয়ের শিক্ষক তার স্বল্প ইংরেজীর জ্ঞানে ভুল ধারণা সৃষ্টি করতে পারেন যা ভবিষ্যতে একজন শিক্ষার্থীর জন্য ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে, অপ্রিয় হলেও সত্য কথা যে আজকাল দেখা যায় অনেকাংশে একজন শিক্ষকই একাধিক সাবজেক্ট প্রাইভেট পড়ান। মনে রাখতে হবে A jack of all trades, master of none. (সব জান্তা কোনোটারই ওস্তাদ নয়।)

৭। মোবাইল ফোনে আসক্ত না হওয়া-
অতিরিক্ত মোবাইল ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে এবং পড়াশোনার আগ্রহ কমিয়ে দেয়। তাই সোশ্যাল মিডিয়া বা গেমসে সময় নষ্ট না করে শিক্ষার প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন।

৮। নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষকের কাছে প্রাইভেট না পড়া-
অনেক সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের শিক্ষককেই প্রাইভেট টিউটর হিসেবে বেছে নেয়। এক্ষেত্রে একজন শিক্ষার্থী ইন্টারনাল সব পরীক্ষায় পাস করে যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ওই শিক্ষার্থীই বোর্ড পরীক্ষায় ইংরেজিতে ফেল করেছে। অতএব প্রথম থেকেই নিজ প্রতিষ্ঠানের শিক্ষকের কাছে ইংরেজি প্রাইভেট না পড়লে একজন শিক্ষার্থী সহজে বুঝতে পারবে ইন্টারনাল পরীক্ষায় ইংরেজিতে সে কত পাওয়ার যোগ্য। কারণ যখন একজন শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানের শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে না তখন শিক্ষক খাতা মূল্যায়নের ক্ষেত্রে মায়ার চোখে দেখেন না। ফলে একজন শিক্ষার্থী যথাযোগ্য নম্বর পায় এবং পরবর্তীতে ভালো প্রস্তুতির মাধ্যমে বোর্ডের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়।

৯। সময় নষ্ট না করে নিয়মিত পড়তে বসা-
ইংরেজিতে সফলতা রাতারাতি আসে না; এটি ধৈর্য ও নিয়মিত অনুশীলনের ফল। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা ও চর্চা করলে ইংরেজিতে সফলতা অর্জন সম্ভব।

১০। মানসম্মত থ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাস করে তোলা-
দক্ষ ইংরেজি শিক্ষকের সহযোগিতায় ফ্রী হ্যান্ড রাইটিং লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ সুন্দর ও স্পষ্ট হ্যান্ডরাইটিং শুধু পরীক্ষায় নয়, লেখার দক্ষতাও বৃদ্ধি করে। নিয়মিত ইংরেজি লিখনচর্চা করলে লেখার গতি ও সঠিকতা দুটোই উন্নত হয়।

পরিশেষে, ইংরেজি শেখা কেবল পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য অপরিহার্য। সঠিক দিকনির্দেশনা, নিয়মিত চর্চা ও অধ্যবসায়ের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী ইংরেজিতে সফলতা অর্জন করতে পারবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।




মেহেরপুর-১ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন রফিক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর – ১ আসনে এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন মো:রফিকুজ্জামান রফিক।

গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এবি পার্টির কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় শেষে মেহেরপুর-১ আসনসহ ৩০টি আসনে মনোনয়ন চুড়ান্ত করা হয় এবং তালিকা প্রকাশ করা হয়।

মনোনয়ন প্রাপ্ত রফিকুজ্জামান মেহেরপুর শহরের বেড়পাড়ার প্রয়াত আব্দুল হান্নান মাস্টারের ছেলে।




মেহেরপুরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা !

মেহেরপুরে রবিউল ইসলাম (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। রবিউল বামনপাড়ার কৃষক আব্দুল গণির ছেলে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ওয়েল্ডিং বিভাগের ছাত্র ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বামনপাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। কেউ কেউ বলছেন, তিনি কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আবার কেউ কেউ ধারণা করছেন, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

অন্যদিকে, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শফিউদ্দিন জানান, রবিউল ইসলাম একাদশ শ্রেণির ছাত্র ছিল এবং একাদশ শ্রেণির কোনো ফলাফল আজকে প্রকাশ করা হয়নি।

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও প্রতিবেশী আরমান আলি বলেন, রবিউল ইসলাম এসএসসি পরীক্ষায় একবার ফেল করেছিল। এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ত। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত এবং খুব ভালো ছেলে ছিল। আত্মহত্যা করার মতো কোনো কারণ আমি দেখি না।

আজ বৃহস্পতিবার এশার নামাজের পর রবিউল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে আমদাহ কবর স্থানে দাফন করা হয়।




অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বন্ধে কঠোর অবস্থানে সরকার

অনলাইন জুয়া, পর্নোগ্রাফি ও অনৈতিক বিজ্ঞাপন প্রচার প্রতিরোধে কঠোর অবস্থান সরকারের। সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এসব অনৈতিক বিজ্ঞাপন প্রচার প্রতিরোধে কিছু জরুরি নির্দেশনা প্রদান করেছে।

আজ বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন প্ল্যাটফরম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রোমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে।

বাংলাদেশের সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর পরিপন্থী। এ কার্যক্রম তরুণ সমাজের নৈতিক বিকাশ, সামাজিক মূল্যবোধ ও পারিবারিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করে এবং রাষ্ট্রীয় নৈতিক কাঠামোর জন্য হুমকি।
বাংলাদেশের সব পত্রিকা, অনলাইন সংবাদপত্র, নিউজ পোর্টালসহ যেকোনো স্থানীয় এবং আঞ্চলিক মিডিয়া প্রতিষ্ঠান, ডিজিটাল বিজ্ঞাপন সংস্থা তাদের ডিফল্ট সাইট/অ্যাপ্লিকেশন, ব্রাউজার ভিত্তিক বিজ্ঞাপনের অংশ বিশেষ বা গুগল অ্যাডসেন্স ও অন্যান্য বিজ্ঞাপন প্ল্যাটফরমে বা কাস্টমাইজ করা বিজ্ঞাপন অংশে কোনোভাবেই পর্নোগ্রাফি, জুয়া বা গ্যাম্বলিং সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। এটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর স্পষ্ট লঙ্ঘন, যা শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়বে।

দেশের সব মিডিয়া ব্যক্তিত্ব, সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন জুয়া, বেটিং, পর্নোগ্রাফি বা অনৈতিক কোনো পণ্য, সেবা বা ওয়েবসাইটের বিজ্ঞাপন বা প্রোমোশনাল কার্যক্রমে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন। এ ধরনের বিজ্ঞাপন দেওয়া বা প্রচারে সহায়তা করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এ ছাড়া বাংলাদেশে পরিচালিত বা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য অ্যাক্সেসযোগ্য কোনো দেশি বা বিদেশি ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা ডিজিটাল প্ল্যাটফর্মে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কোনো কনটেন্ট, অ্যাড বা লিংক প্রচার বা প্রচারে সহায়তা করা যাবে না। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এ ধরনের কনটেন্ট মনিটরিং কার্যক্রম আরও জোরদার এবং প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ওয়েবসাইট বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্লকিং, জরিমানা বা আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

মোবাইল কম্পানি, আইএসপি, গুগল অ্যাডসেন্স, মেটা অ্যাডসহ আন্তর্জাতিক বিজ্ঞাপন প্ল্যাটফর্মগুলোকেও বাংলাদেশের প্রচলিত আইন ও নৈতিকতার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় আইন, পপ-আপ ব্লকিং ও ফিল্টারিং নীতি কঠোরভাবে অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইট, পত্রিকা ও নিউজ পোর্টাল, অ্যাপ ইত্যাদি ডিফল্ড এডসেন্সে না চালিয়ে বরং কাস্টমাইজড করতে হবে যাতে জুয়া, পর্ণো, গ্যাম্বলিং এবং এতদসংক্রান্ত গেইমিং বিজ্ঞাপন বা পপ-আপ না আসে। জুয়ার বিজ্ঞাপনের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলবে এবং প্রচলিত আইন ভঙ্গ করলে জনমত সাপেক্ষে সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্লক করার বিষয় সক্রিয়ভাবে বিবেচনার পাশাপাশি পাবলিক কমিউনিকেশন করা হবে।

সরকার মনে করে, একটি নৈতিক, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে সরকারি সংস্থা, মিডিয়া, প্রযুক্তি কোম্পানি ও নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য। কোনো নাগরিক বা প্রতিষ্ঠান যদি অনলাইনে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সংক্রান্ত বিজ্ঞাপন বা কনটেন্ট দেখতে পান, তাহলে অনুগ্রহপূর্বক notify@ncsa.gov.bd ঠিকানায় রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্ম বান্ধব রাখতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে।

সূত্র: কালের কন্ঠ।




মুজিবনগরে ধানের শীষের ভোট চেয়ে মাসুদ অরুণের গণসংযোগ

মেহেরপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গণসংযোগের উদ্দেশ্যে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর বাজারে পৌঁছালে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

পরে তিনি দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর, গোপীনাথপুর, গৌরীনগর ও মহিষনগর গ্রামে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে দারিয়াপুর ইউনিয়নের গ্রামবাসীসহ নারী-পুরুষ, শিশু ও সাধারণ মানুষ মাসুদ অরুণকে একনজর দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় জমায়।

এ সময় মাসুদ অরুণ মা-বোনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানান আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো এবং দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করার জন্য।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজি, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিমদ্দীন গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টুসহ দারিয়াপুর ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের বিএনপি নেতাকর্মী এবং মুজিবনগর উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।




দামুড়হুদার হাউলী ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাউলী ইউনিয়ন শাখার উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাউলী ইউনিয়ন বিএনপির আয়োজনে লোকনাথপুর সৌদিয়ান রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহিউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেকসহ হাউলী ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের সুপার ফাইভ সদস্য ও প্রবীণ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ০২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানোর আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আখতার সিদ্দিকী।