দামুড়হুদায় মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

দামুড়হুদা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৪টার সময় সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ৬নং ওয়ার্ড দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে মহিলা দলের এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

দেউলী ৬নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী আছমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপ’র সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসার আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আনছার আলী, উপজেলা বিএনপির অন্যতম নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল হক।

অনুষ্ঠানে প্রধান বক্তা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, বিএনপি সব সময় মানুষের অধিকার, মতের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য কাজ করে। আপনাদের এই আন্তরিক উপস্থিতি দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। মহিলা দল বিএনপি’র সবচেয়ে শক্তিশালী অহিংস আন্দোলনের ভিত্তি। আপনারাই ঘরে ঘরে দলের অবস্থান জানান দেন, মানুষের দুঃখ-কষ্টের কথা সবচেয়ে আগে অনুভব করেন। সামনে জাতীয় নির্বাচন। এটি সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার সময়।

আমাদের প্রিয় নেতা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু ধানের শীষের পক্ষে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেবেন। আমরা সবাই তার পাশে থেকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করব। আমি বিশ্বাস করি, আমরা যদি পরস্পরের প্রতি সম্মান রেখে এক হয়ে কাজ করি, তাহলে অবশ্যই গণতন্ত্র ফিরে আসবে। আমাদের প্রতিটি পদক্ষেপ হবে শান্তিপূর্ণ, সংগঠিত এবং মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। আপনাদের প্রতি আমার অনুরোধ, আরও শক্তভাবে দলকে সহযোগিতা করুন। আমরা জনগণের পাশে আছি এবং থাকব।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দলের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। শেষে উপস্থিত নেতা-কর্মীদের অংশগ্রহণে দলের শক্তিশালী সংগঠন গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মীসভা সমাপ্ত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ৬নং ওয়ার্ড বিএনপি’র সহসভাপতি আবু বক্কর মাস্টার।




৩৮ বছর ধরে ১ টাকার গোল্লা তৈরি করে সংসার চালাচ্ছেন দর্শনার আকছেদ আলী দম্পতি

বর্তমান সময়ে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া, তখনো দৃঢ় মনোবল ও পরিশ্রমের মাধ্যমে টিকে আছেন দর্শনার আকন্দবাড়িয়া নতুন পাড়ার প্রবীণ দম্পতি আকছেদ আলী ও তার স্ত্রী ছকিনা বেগম। দীর্ঘ ৩৮ বছর ধরে তারা স্বামী-স্ত্রী মিলে তৈরি করছেন ১ টাকা মূল্যের এই গোল্লা।

এই ছোট্ট পণ্যই তাদের সংসার চালানোর একমাত্র অবলম্বন। আকছেদ আলী জানান, জীবনের শুরুতে এই ছোট্র টং দোকান দিয়ে চায়ের পাশাপাশি এই গোল্লা তৈরির কাজ শিখেছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত তিনি সেই ঐতিহ্যবাহী পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন।

তিনি বলেন, এখন সবকিছুর দাম বাড়ছে, কিন্তু আমি এখনো ১ টাকায় গোল্লা বিক্রি করি। এতে খুব বেশি লাভ না হলেও, আমাদের সংসার চলে যায়—এইটুকুই শান্তি।”

আকছেদ আলীর হাতে তৈরি গোল্লা স্থানীয় গ্রামে বেশ জনপ্রিয়। ফজরের নামাজ পড়ে ভোর থেকে সকাল ৭ টা পর্যন্ত এ গোল্লা বানায়। গোল্লা বানাতে বানাতে প্রায় ২-৩ গ্রামের মানুষ কিনতে ভীড় জমায়। অনেকে পুরনো দিনের ঐতিহ্য ধরে রাখার জন্য এখনো তার তৈরি গোল্লাই কিনে নেন।

এলাকার মানুষ জানান, আকছেদ আলী ও তার স্ত্রীর এই পরিশ্রম ও আত্মনির্ভরতার গল্প আজ অনুপ্রেরণার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সমাজের তরুণ প্রজন্মও তাদের দেখে শিখছে পরিশ্রমের মর্যাদা ও আত্মনির্ভরতার গুরুত্ব।




চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা ৬ বিজিবি অভিযান চালিয়ে মুন্সিপুর সীমান্ত থেকে প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যর ১ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে।

জানা যায়, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মুন্সিপুর সীমান্তের কুতুবপুর পাকা রাস্তার উপর। এসময় মুন্সিপুর ক্যাম্পের সুবেদার হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র ৯৩/৩-আর হতে আনুমানিক ১২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর পাকা রাস্তার পার্শ্বে এ্যাম্বুশ করে।

পরে বিজিবি একটি মোটরসাইকেলযোগে ১ জন সন্দেহভাজন ব্যক্তিকে যেতে দেখতে পায়। এসময় তার গতিরোধ করে বিজিবি টহল দল ধাওয়া করে তাকে আটক করে। পরে বিজিবি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের জসিম উদ্দীনের ছেলে হাসেম বিশ্বাসকে (৪৮),আটক করে। পরে তার দেহ তল্লাশী করে অভিনব কায়দায় লুঙ্গির কোচের লুকায়িত অবস্থায় সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো ১টি প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্যাকেট হতে ১ টি স্বর্ণের বার জব্দ করা হয় যার ওজন ১৪০.৫৩ গ্রাম। এছাড়াও আটককৃত ব্যক্তির ব্যবহৃত ০১টি মোবাইল ফোন ও ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকালই তাকে দামুড়হুদা মডেল থানায় সুবেদার হাবিবুর রহমান বাদি হয়ে আসামীকে হস্তান্তর করেছে। এবং উদ্ধারকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




মেহেরপুর প্রতিদিনের সাবেক বিজ্ঞাপন প্রতিনিধি সরোয়ার খান আর নেই

মেহেরপুর পৌরসভার ০১নং ওয়ার্ডের হোটেল বাজার শহীদ গফুর সড়কের বাসিন্দা মরহুম মংলা ড্রাইভারের সেজো ছেলে সরোয়ার খান আর নেই। তিনি কিছুদিন মেহেরপুর প্রতিদিনের বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সাত বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তার।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে কুষ্টিয়া থেকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত পোনে ১২টার   তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সরোয়ার হোসেনের জানাজার নামাজ আজ দুপুর ২ ঘটিকার সময় হোটেল বাজার নিমতলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে পৌর কবর স্থানে দাফন করা হয়। জানাযা ও দাফন অনুষ্ঠানে তার আত্মীয় স্বজন বন্ধুসহ অসংখ্য গুণাগ্রাহী অংশগ্রহণ করেন।




আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মজিবর রহমান আর নেই

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

জানা গেছে, আলমডাঙ্গা গোবিন্দপুর নিবাসী বিশিষ্ট ইটভাটা মালিক, হার্ডওয়্যার ব্যবসায়ী ও সাবেক আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি মজিবর রহমান আজ শুক্রবার সকাল ৭ টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার এক ছেলে (সোহাগ) ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তাকে একনজর দেখার জন্য দলে দলে লোকজন, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজনেরা ছুটে আসেন।

তার মৃত্যুতে শোকাভিভূত হৃদয়ে শোকপ্রকাশ করেছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু মিঞা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপি’র সভাপতি আজিজুল হক পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওলটু, সাহিত্য পরিষদের সভাপতি ওমোর আলি মাষ্টার, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, ফিরোজ ইফতেখার প্রমুখ।

আজ শুক্রবার বাদ আসর জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন হবে গোবিন্দপুর জান্নাতুল বাকী কবরস্থানে। মজিবর রহমানের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেছেন তার পরিবার ও আত্মীয়স্বজন।




আলমডাঙ্গায় ডিএপি সার পাচারের সময় আটক, কৃষকদের ক্ষোভ

আলমডাঙ্গা উপজেলায় ৩০ বস্তা ডিএপি সার পাচারের সময় স্থানীয় জনতা এক ব্যাটারিচালিত ইজিবাইকসহ সারগুলো আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মহেশপুর মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাংবাড়িয়া ইউনিয়নের মিনারুল ইসলাম সরকারি বরাদ্দের ৩০ বস্তা ডিএপি সার অবৈধভাবে বিক্রি করেন গোপীবল্লভপুর বাজারের ব্যবসায়ী জিনারুল ইসলামের কাছে। পাচারের উদ্দেশ্যে সার বোঝাই ইজিবাইকটি মহেশপুর মোড়ে পৌঁছালে গাড়িটি বিকল হয়ে পড়ে। এ সময় স্থানীয় জনতা ও উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল বাসারের সহযোগিতায় সারগুলো জব্দ করে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসে জমা দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকেরা অভিযোগ করেন, সরকারি বরাদ্দের সার প্রকৃত কৃষকদের হাতে পৌঁছাচ্ছে না। প্রভাবশালী ব্যক্তিরা ডিলারদের কাছ থেকে সার কিনে বেশি দামে বিক্রি করছেন। ফলে কৃষকেরা নিয়মিত সার সংকটে পড়ছেন।

ভাংবাড়িয়া ইউনিয়নের কৃষক কবির হোসেন বলেন, “ভুট্টা রোপণের মৌসুম চলছে। তিন দিন ধরে সার পাওয়ার জন্য ডিলার পয়েন্টে ঘুরছি, তবুও পাইনি। বলছে সার নাই।” অন্য এক কৃষক অভিযোগ করেন, “কৃষি অফিস বলে পর্যাপ্ত সার আছে, অথচ ডিলারের কাছে গেলে বলে শেষ। তাহলে আমরা সার পাব কবে?”

উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ডিলার পয়েন্টে সার শেষ হয়ে গেছে। উপজেলা কৃষি অফিসের সঙ্গে আলোচনা করে নতুন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হবে। এদিকে স্থানীয় কৃষকেরা অভিযোগ তুলেছেন—যখন মাঠে চাষাবাদের মৌসুম, তখন এই ধরনের অবৈধ সার পাচারের ঘটনা প্রমাণ করে যে, তদারকিতে বড় ধরনের ঘাটতি রয়েছে। তাঁরা দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।




মুজিবনগরের যতারপুরে অ্যাড. কামরুল হাসানের গণসংযোগ 

মেহেরপুর সদর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামে বিএনপির গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে অ্যাডভোকেট কামরুল হাসান গ্রামের সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, মহাজনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুল হক কালু, সাধারণ সম্পাদক সোনা গাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগ কর্মসূচিতে এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়া যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।




চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত 

চুয়াডাঙ্গা ও জীবননগরে যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চুয়াডাঙ্গার ওয়েভ ট্রেনিং সেন্টার ও জীবননগর  টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।

ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় Youth Green Entrepreneurship Development Project চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সদর এবং মেহেরপুর সদর উপজেলায় বাস্তবায়ন হচ্ছে এই প্রশিক্ষণটি। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো ৫১০ জন যুবদের প্রশিক্ষণের মাধ্যমে সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। যাতে তারা পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করে। সেই সাথে কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে অবদান রাখতে পারে

জানা গেছে, ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণে সদর উপজেলার ৩০ জন যুব ২২ জন নারী ও ৮ জন পুরুষ এবং জীবননগর উপজেলায় ৩০ জন যুব ১৩ জন নারী এবং ১৭ পুরুষ  কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণে।

প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য সবুজ উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রাণ ও প্রকৃতিকে সুরক্ষিত রেখে পরিবেশ বান্ধব উদ্যোগ বাস্তবায়ন করার কৌশল, এর গুরত্ব সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ পেয়েছে এতে অংশগ্রহণকারীরা প্রত্যাশা করেন যে এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং উদ্যোগ বাস্তবায়নে অবশ্যই সবুজ বিশেষ করে জলবায়ু পরিবর্তন এর প্রভাবকে বিবেচনা, টেকসহিতা, নিরাপদ ও কর্মসংস্থান সৃষ্টি হবে।




মুজিবনগরে বিএনপির লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর হাসপাতাল বাজারের সামনে থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি মুজিবনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় গণসংযোগের পাশাপাশি সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগে মুজিবনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই-সংগ্রাম করে আসছে। আমাদের নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। এখন এমন একটি নির্বাচন দিতে হবে, যেখানে প্রশাসন দলীয়করণমুক্ত থাকবে এবং কোনোভাবেই নির্বাচন প্রভাবিত হবে না।




মেহেরপুরের আমঝুপিতে মাইক্রোস্ট্যান্ডের উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে নবনির্মিত মাইক্রোস্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে স্ট্যান্ডটির উদ্বোধন করেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, গাংনী উপশাখার সভাপতি মনি, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ, কল্যাণ সম্পাদক রেজাউল, প্রচার সম্পাদক সেন্টু, শ্রমিক নেতা রাসেল, শরিফুল, কামাল, পলাশ, রনি প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমঝুপি এলাকায় মাইক্রোস্ট্যান্ড চালুর ফলে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে এবং স্থানীয় পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ স্থানীয় চালক ও শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে মাইক্রোস্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।