গাংনীতে ৬ টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক এমপি আমজাদ হোসেন

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, সনাতনী ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে, নিরাপত্তা, শান্তি শৃংখলা ও সামাজিক বন্ধনের মধ্যে দিয়ে পালন করতে বিএনপির নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান।

গতকাল শুক্রবার সন্ধ্যার পর তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে গাংনী উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।

সাবেক এমপি আমজাদ হোসেন গাংনী উপজেলার রায়পুর দাশপাড়া কালি মন্দির পূজা মন্ডপ, চাঁদপুর দাশপাড়া কালি মন্দির পূজা মন্ডপ, আমতৈল কাল মন্দির পূজা মন্ডপ, ভোলাডাঙ্গা কালি মন্দির পূজা মন্ডপ, মানিকদিয়া কালি মন্দির পূজা মন্ডপ, শিমুলতলা কালি মন্দির পূজা মন্ডপ, ষোলটাকা কালি মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও ব্যক্তিগত তহবিল থেকে পুজা কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এসময় রাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক ও রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহিল মারুফ পলাশ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি আল হেলাল, সাংগাঠনিক সম্পাদক ফরমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, গাংনী পৌর বিএনপির সাংগাঠনিক সস্পাদক ইয়ামিন আলী বাবলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম কালাম, রাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলাম, গাংনী পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন, রাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ভিজা, গাংনী পৌর বিএনপির সহসভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আমজাদ হোসেন, রাইপুর ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন, ষোলটাকা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরমান আলী, আমতৈল গ্রাম বিএনপির সভাপতি কুরবান আলী, গাংনী পৌর বিএনপি নেতা আনিছুর রহমান লেবু, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুজা মন্ডপ পরিদর্শনকালে সাবেক এমপি আমজাদ হোসেন রাইপুর কালি মন্দির সভাপতি শ্রী শ্যামল দাশ, সাধারণ সম্পাদক রবিন দাশ, চাঁদপুর কালি মন্দির পূজা মন্ডপের সভাপতি সুশান্ত দাশ, আমতৈল কালি মন্দির পূজা মন্ডপের সভাপতি শ্রী শিপন কুমার দাশ, সস্পাদক বিনোদ কুমার দাশ, ভোলাডাঙ্গা দাশপাড়া কালি মন্দির পূজা মন্ডপের সভাপতি নৃত্য কুমার দাশ, সম্পাদক প্রভাস দাশ, শিমুল তলা দাশপাড়া কালি মন্দির পুজা মন্ডপ কমিটির সভাপতি সাধন কুমার দাশ, পুজা কমিটির সভাপতি বিকাশ কুমার দাশ, সম্পাদক সন্দিপ কুমার দাশ, ষোলটাকার পুজা মন্ডপ কমিটির সভাপতির হাতে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন।

আমজাদ হোসেন আরো বলেন, সনতানী ধর্মের মানুষ সবাই সমান। এখানে উচু নিচু জাত বলে কিছু নেই। দাশ সম্প্রদায়ের মানুষকে ছোটো ভাবার অবকাশ নেই। তিনি বলেন, দেশ নায়ক তারেখ রহমান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে মন্দিরে মন্দিরে গিয়ে খোঁজ খবর নেওয়ার নির্দেশ ও সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, কোনো দু:স্কৃতিকারি হুমকি ধামকি দিলে বিএনপির নেতাকর্মীদের জানানোর আহবান জানান তিনি।

এছাড়া পিজা বিসর্জন পর্যন্ত হিন্দু সস্প্রদায়ের মানুষকে জাগ্রত থাকারও আহবান জানান তিনি। তিনি বলেন, এদেশে হিন্দু মুসলমান এক সাথে সাম্প্রদায়ীক সম্প্রীতির সাথে বসবাস করে আসছেন।

শারদীয় দুর্গোৎসব পালনে কেউ কোনো বাঁধা দিলে বিএনপির সকল নেতাকর্মীরা সেটা প্রতিহত করবে। পুজা বিসর্জন পর্যন্ত জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

আমজাদ হোসেন আরো বলেন, মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের যায়গা থেকে হাজারো দু:খ কষ্টের মধ্যে থেকেও তারা শারদীয় দূর্গোৎসবের আয়োজন করে থাকেন সনাতনীরা।

তারেক রহমানের নির্দেশ দিয়েছেন কোথাও যেনো কোনো দু:স্কৃতিকারি দুর্ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন।




মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন

মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এক বর্ধিত সভায় ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কমিটি গঠন করা হয়।

ব্যবসায়ী মোঃ শামীমুল ইসলামকে আহ্বায়ক এবং মোঃ তৌফিকুর রহমানকে যুগ্ন-আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন মোঃ হাসেম আলী, মোঃ সালাউদ্দিন (ভোলা) এবং মোঃ মামুনুর রশিদ। দেশের চলমান পরিস্থিতিতে বাজারের শান্তি-শৃঙ্খলা বজায় ও ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনায় সহযোগিতা প্রদানের লক্ষে বর্ধিত সভা অনুষ্টিত হয়।

বর্ধিত সভার সভাপতিত্ব করেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নান। এছাড়াও এসময়, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদ ইকবাল সিমন, ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম, মোঃ আলী আকবর, মোঃ হাসান রসুল, আবু হোসেন কাকন, মোঃ রাশেদ খান, মোঃ বিল্লাল হোসেন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।




বিশ্ব ডিম দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব ডিম দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রানি সম্পদ কার্যলয় হতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।

পরে জেলা প্রানি সম্পদ কার্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ঝিনাইদহ জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ এএসএম আতিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রানি সম্পদ ও ডেইরি প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ মোঃ জসীম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল করিম, শৈলকুপা উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মামুন খান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দীন আজাদ, মহেশপুর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল কবির, কোটচাঁদপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ নোমান আলী। এছাড়া উপজেলা থেকে আগত খামারীবৃন্দ ও বিভিন্ন উপজেলা থেকে আগত প্রানি সম্পদ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে বিশ্ব ডিম দিবস পালিত

“ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি এ প্রতিপাদ্যকে ধারন করে মেহেরপুরে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০ টাই মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি আয়োজন করা হয়।

সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত), ডাঃ সৈয়দ ছাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু বক্কর, আরিফুল আলম রফিকুল ইসলাম প্রমূখ। পরে সেখানে ডিম খাওয়ানোর উদ্বোধন করা হয়।




ঝিনাইদহ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা জামায়াতের রুকন সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার  সকাল ৯টায় ঝিনাইদহ আল-হেরা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে এই সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আলী আজম মোঃ আবুবক্কারের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল আউয়ালের সঞ্চালনায় রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য ড.আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ খন্দকার আলী মহসিন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড.আলমগীর হোসেন বলেন, যারা জামায়াত শিবিরের আদর্শিক রাজনীতিকে পছন্দ করতো না, যারা জামায়াত শিবিরের রাজনীতিকে সর্বদা জনগণের সামনে খারাপ বলতো, যারা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারাই আজ জনগণের ভয়ে পালিয়ে গিয়েছে। তিনি আরও বলেন দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করলে তাদেরকে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না। তিনি পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় ঐক্য হলে এদেশের জনগণের সত্যিকারের কল্যাণ হবে বলে উল্লেখ করেণ এবং জামায়াত শিবিরকে কালের মুয়াজ্জিনের ভূমিকা পালন করার আহ্বান জানান।

প্রায় ১৫ বছর আওয়ামী সরকারের জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার জামায়াতে ইসলামী জুলাই আগস্টের ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে রুকন সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।

রোকন সম্মেলনে জামায়াতে ইসলামী জেলার কর্মপরিষদ সদস্য, জেলা শুরা সদস্যবৃন্দ, উপজেলা আমির ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ জামায়াতকে চাচ্ছে তাই আমাদেরকে ইলম, আমল ও নেতৃতের¡ যোগ্যতার পরিচয় দিতে হবে এবং পাড়া, মহল্লায়, গ্রাম ও ওয়ার্ডে ওয়ার্ডে গণ দাওয়াত পৌঁছে দেওয়ার আহবান জানান।

পরে জেলার কর্মপরিষদ সদস্য, জেলা শুরা সদস্যবৃন্দ, উপজেলা আমির ও সেক্রেটারিবৃন্দ, রুকন, মহিলা রুকনসহ সকলের উপস্থিতিতে গোপন ভোটে এ সম্মেলনে জেলা ইমারতের আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় যৌথভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ খন্দকার আলী মহসিন ও ড.আলমগীর হোসেন।




মেহেরপুর পৌর বিএনপির উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন ও পুরোহিতদের উপহার প্রদান

মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন মেহেরপুর পৌর বিএনপি নেতারা।

গতকাল শুক্রবার রাতে মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দরা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি হাবিব ইকবাল, আব্দুস ছামাদ, বিএনপি নেতা ও সাবেক কমিশনার মনি, মেহেরপুর জেলা জাসাসের সভাপতি মাহফুজুর রহমান অশেষ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক, যুবদল নেতা ঈমন বিশ্বাস প্রমূখ।

এ সময় মন্দিরের পুরোহিতদের হাতে দূর্গা উৎসব উপলক্ষে উপহার তুলে দেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

এ বিষয়ে হরিসভা মন্দিরের পুরোহিত শ্রী শ্যামল ভট্টাচার্য বলেন, পূজা উপলক্ষে জাহাঙ্গীর বিশ্বাসের এ উপহার আমাকে গর্বিত করেছে। আমি তার সফলতা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করছি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যের মেহেরপুর জেলা শাখার আহবায়ক শ্রী মাধব ভাস্কর বলেন, মেহেরপুর জেলার ৩৮ টি পূজামণ্ডপে দুর্গা উৎসব সুন্দর ও সাবলীলভাবে পালিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সকল জাতিধর্মের মানুষ আমাদের সহযোগিতা করছে। হরিসভা মন্দিরের সভাপতি শ্রী রণজিৎ দাস বলেন, পূজা অর্চনা ভালো হচ্ছে। সমাজের সকল শ্রেণীপেশার মানুষ মন্দিরে এসে সার্বিক খোঁজখবর নিচ্ছেন।




চুয়াডাঙ্গায় বাটারফ্লাই হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠিত

চুয়াডাঙ্গায় সমাজের নির্যাতিত, নিপীড়িত, অসহায়, অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সহায়তাদান সহ নানাবিধ সামাজিক উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা থেকে পরিচালিত “বাটারফ্লাই হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন” এর চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহঃস্পতিবার বিকাল ৪ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া বটতলা বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা শেষে এ জেলা কমিটি গঠন করা হয়।

এতে ফিজিওথেরাপী চিকিৎসক মোঃ শফিকুল ইসলাম জান্টুকে সভাপতি, মুন্সী শহীদুল্লাহ শহীদকে সহ-সভাপতি, মোঃ মতিয়ার রহমান মন্টুকে সাধারণ সম্পাদক, মোঃ রেজাউল হককে সহ-সাধারণ সস্পাদক, মোঃ শরিফুজ্জামানকে কোষাধ্যক্ষ, মোঃ নুরুল আলম বাকু কে সাংগাঠনিক সম্পাদক, মোঃ সায়েম হোসেনকে দপ্তর সম্পাদক, এ্যাডঃ আশরাফুল হককে আইন বিষয়ক সম্পাদক, মোঃ ইব্রাহিম আলীকে সমাজকল্যাণ সম্পাদক, আল-মামুন কে প্রচার সম্পাদক ও মাওলানা মোহাম্মদ ওসমান গনীকে কে নির্বাহী সদস্য মনোনীত করে মোট ১১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়। ইহা একটি স্বেচ্ছসেবী বেসরকারী, অরাজনৈতিক, অলাভজনক ও দাতব্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।




দামুড়হুদায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল হামিদ রেজা

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) নাজমুল হামিদ রেজা বলেন আমরা সবাই বাঙ্গালি জাতি, বাংলাদেশের মানুষ হিসেবে এটাই আমাদের বড় পরিচয়। সাম্প্রদায়িক চেতনায় নয় অসাম্প্রদায়িক চেতনায় আমরা বাংলাদেশ গড়ব। শারদীয় দুর্গাপূজা উৎসব হিন্দু ধর্মালম্বী ভাই-বোনদের সবচেয়ে বড় উৎসব এবং এটা বাঙালি সংস্কৃতির একটা অংশ। সেজন্য সকলে মিলে আমরা এই উৎসব পালন করব যেখানে কোন ভেদাভেদ থাকবে না।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দামুড়হুদা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে দামুড়হুদা সদর ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডের চিৎলা শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে এসে বক্তব্যে এসব কথা বলেন।

সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল এ সময় তিনি বলেন, আমার উপজেলায় ২০ টি পূজা মন্ডপে জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে, পূজা উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সহযোগী বিভিন্ন সংগঠন ও সংস্থা কাজ করে চলেছে, এবার শারদীয় দুর্গা পূজা উৎসবে এই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে যেভাবে হিন্দু মুসলমান ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহযোগিতা করছে এটা দেখে আমি সত্যিই অভিভূত হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সহকারী কমিশনার আব্দুর রহমান, সহকারি কমিশনার আসফাকুর রহমান, সরকারি কমিশনার সামিউল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, এনজিও ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক রুগা, দামুড়হুদা মডেল থানার অপারেশন্স ওসি (তদন্ত) হিমেল রানা, এসআই বাকি বিল্লাহ, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম বাবলু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সজিবুল ইসলাম, হাসনাত খুশবু, সৌরভ, আকাশ, চিৎলা শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি মদন কুমার হালদার, সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার হালদার, দামুড়াহুদা প্রেসক্লাবের সভাপতি সামসুজ্জোহা পলাশ, সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, বিএনপি নেতা মনজুর রহমান, যুবদল নেতা খোকন আলী, আব্দুস সালাম সহ পূজা মন্দিরে আগত অসংখ্য ভক্তবৃন্দ। আগত অতিথিবৃন্দ চিৎলা শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে আসলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দ।




আলমডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে রিভলভারসহ মোটরসাইকেল আটক

আলমডাঙ্গা উপজেলা থেকে ১টি রিভলবারসহ রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার রাতে উপজেলার কুমারী ইউনিয়নের কারিগর পাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ কর্ণেল মোহাঃ জয়নুল আবেদীন এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এতে বলা হয়, উপজেলার কুমারী ইউনিয়নের কারিগর পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার উদ্ধার করে। সেই সাথে একটি অনিবন্ধিত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও বিজ্ঞপ্তিতে জানান দায়িত্বরত ওই সেনাকর্মকর্তা। উদ্ধারকৃত মালামাল সামগ্রী আলমডাঙ্গা থানায় প্রেরণ করা হয়।




পুজার ছুটিতে বাড়ি ফেরা হলো না আলমডাঙ্গার গৌরবের

পুজার ছুটিতে আর বাড়ি ফেরা হলো আলমডাঙ্গার সোনাপট্রটির গৌরব কুমার পালের। মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে রাজশাহীর হরিপুরে গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে ট্রাকের সাথে দুর্ঘটনায় প্রাণ হারান এই যুবক। নিহত যুবক গৌরব পাল (২৯) আলমডাঙ্গার সোনাপট্রির ধীরেন্দ্র নাথ পালের ছেলে।

পরিবারিক সুত্রে জানা গেছে, গৌরব কুমার পাল চাপাইনগরের কানসার্টে পল্লি বিদ্যুতের মিটার রিডারের চাকরী করেন। পুজার ছুটি পেয়ে পরিবােের সাথে উৎসব পালনের জন্য গতকাল সকালের দিকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তিনি রাজশাহীর হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় পিষ্ঠ হয়ে গৌরব পাল ঘটনাস্থলেই নিহত হন।

সংবাদ পেয়ে তার স্বজনরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আলমডাঙ্গায় নিয়ে আসেন। মরদেহ বাড়িতে নিয়ে আসার পর এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। তাঁদের পরিবারে উৎসবের আমেজ ফিকে হয়ে শোকের ছায়া নেমে আসে। রাতে আলমডাঙ্গা মহাশ্মশানে তার দাহকার্য সম্পন্ন করা হয়।