পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের মানববন্ধন

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জামায়াত জেলা শাখা।

এ মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির তাজউদ্দীন খান।

এছাড়া জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, জেলা নায়েবে আমির মাহবুবুল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। তারা দ্রুত সময়ের মধ্যে এই পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার দাবি জানান।

এছাড়া তারা জাতীয় পার্টি নিষিদ্ধ ঘোষণা এবং আওয়ামী লীগ আমলের সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।




গাংনীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

“হাতধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের গাংনীতে বিশ্ব হাতধোয়া দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার গাংনী উপজেলা প্রশাসন ও গাংনী পৌরসভার যৌথ আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও হাতধোয়ার কৌশল শেখানো হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাংনী পৌরসভার প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু প্রমুখ।

এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

“সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলাম।

সমাজসেবা অফিসার (রেজি.) কাজী মো. আবুল মুনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সরকারি শিশু পরিবারের (বালক) উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ তৌফিকুর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মুনীর, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান, হাসপাতাল সমাজসেবা অফিসার মোছা. মেহজাবিন কামি, এবং শিশু প্রবেশন কার্যালয়ের সুরক্ষা সমাজকর্মী মোহাম্মদ মামুনুর রশিদ প্রমুখ।

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম ও সেবা প্রদান করা হবে। এর মধ্যে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে সেবা প্রদান, ভ্রাম্যমান ওয়ান স্টপ থেরাপি সার্ভিস (মোবাইল ভ্যান এর মাধ্যমে), বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ, প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা, স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম পরিচালনা, অটিজম রিসোর্স সেন্টার পরিচালনা, অটিজম ও এনডিডি কর্ণার সেবা, বেসরকারি সংগঠনের মধ্যে অনুদান প্রদান, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান প্রদান এবং অটিজম সমস্যাগ্রস্থ সন্তানদের পিতা-মাতা/অভিভাবকদের প্রশিক্ষণ উল্লেখযোগ্য।




মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে ট্রাকের ধাক্কায় ফারহানা ওয়াহেদা অমি (২৬) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা ওয়াহেদা অমি মেহেরপুর শহরের কাসাড়িপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অমি বাবার বাড়ি শহরের কাসাড়িপাড়া থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রামদাসপুরে যাচ্ছিলেন। পথে ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো ট-১৮-৪১৭৫) মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজবাহ উদ্দিন জানান, নিহতের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা-সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করা হয়েছে।




মেহেরপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মেহেরপুর পৌর শাখার ২ নম্বর ওয়ার্ডে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে মেহেরপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শামসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপ’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইমন বিশ্বাসের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা এবং সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার রিনা।

এছাড়াও উপস্থিত ছিলেন, আমদহ ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদক রাকিবা খাতুন রাখী, মহিলা দলের নেত্রী নবীনা খাতুন, পলি খাতুনসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ।

কর্মীসভায় বক্তারা বলেন, দলের তৃণমূলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে প্রত্যেক ওয়ার্ডে নারী কর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।




মুজিবনগরে ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মুজিবনগর উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল।গতকাল মঙ্গলবার উপজেলার পুরন্দরপুর গ্রামে ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় আয়োজিত সচেতনতামূলক উঠান বৈঠক পরিদর্শন করেন তিনি। বৈঠকে প্রায় ৩৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার যক্ষ্মা রোগে আক্রান্ত ও চিকিৎসাধীন প্রায় ১৫ জন রোগীর সাথে মতবিনিময় করেন এবং বলেন, এক নাগাড়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে কারো কাশি থাকলে অবশ্যই কফ পরীক্ষা করতে হবে।

তিনি অংশগ্রহণকারীদের যক্ষ্মা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের স্কুল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে টাইফয়েড টিকা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার, মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, ব্র্যাক বাংলাদেশের যক্ষ্মা (টিবি) নিয়ন্ত্রণ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংস্থাটি কমিউনিটি পর্যায়ে যক্ষ্মা রোগী শনাক্তকরণ, বিনামূল্যে ওষুধ সরবরাহ, চিকিৎসা ফলোআপ এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে।

পরে উপজেলা নির্বাহী অফিসার ব্র্যাকের রিডিং প্লাস কর্মসূচি ও মুজিবনগর এরিয়া অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচির অগ্রগতি ও সফলতা সম্পর্কে অবহিত হন এবং ব্র্যাকের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ব্র্যাক মেহেরপুর

জেলা সমন্বয়ক শেখ মনিরুল হুদা, মেহেরপুর অঞ্চল আরএম (এমএফ-দাবি), নাজমুল হুসাইন, মুজিবনগর এরিয়া ম্যানেজার (দাবি) মোঃ জসিমউদ্দিন, এরিয়া ম্যানেজার (প্রগতি) মোঃ সেলিম, টিবি কনট্রোল প্রোগ্রামের ডিএম অচিন্ত কুমার বোস, রিডিং গ্লাস কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ কামরুজ্জামান, টিবি কনট্রোল প্রোগ্রামের উপজেলা ম্যানেজার বিচিত্র, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ মিজানুর রহমান, মোঃ শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) আল-আমিন প্রমুখ।




আলমডাঙ্গা কুমারী ইউনিয়নে শরিফুজ্জামান শরিফের গণসংযোগ ও পথসভা

আলমডাঙ্গা উপজেলা কুমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করলেন শরিফুজ্জামান শরিফ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বার্তা আলমডাঙ্গা উপজেলার সকল গ্রামের মানুষের মাঝে পৌঁছে দিতে জনসংযোগ ও পথসভা করে চলেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা ১ আসনের মনোনয়ন প্রত্যাশী শরিফুজ্জামান শরিফ। তারই অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলা কুমারী ইউনিয়নে সকল গ্রামে গতকাল পথসভা ও জনসংযোগ করেন।

পথসভাকালে তিনি বলেন ধানের শীষ প্রতীকে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। বাংলার মাটি থেকে দূর্ণীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাংলার বুকে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করতে হলে আমাদের সকল ভেদাভেদ ভূলে এক হয়ে চুয়াডাঙ্গা-১ আসন থেকে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে হবে।

গণসংযোগ ও পথসভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক খন্দকার কাজী সাচ্চু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, সদস্য সচিব সাইফুল আলম কনক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, সাবেক ছাত্রনেতা হাসিবুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্যসচিব তন্ময় আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া হোসেন শান্ত।

এসময় আরও উপস্থি ছিলেন, আলমডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ২নং ওয়ার্ডের সভাপতি তানভীর আহমেদ হাসিব ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।




দামুড়হুদা সদর ইউনিয়ন জাকের পার্টির সাংগঠনিক র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়ন জাকের পার্টি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে দামুড়হুদা থানা জাকের পার্টির কার্যালয়ের সামনে চিৎলায় প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরবর্তীতে জাকের পার্টির সাংগঠনিক নির্বাচনী র‍্যালি শুরু হয়ে চিৎলা মোড় হয়ে পুনরায় কার্যালয়ের সামনে এসে রওজা যিয়ারতের মধ্যে দিয়ে শেষ হয়।

দামুড়হুদা সদর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি, কেন্দীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় উপ-প্রেস সচিব আব্দুল লতিফ খান যুবরাজ এসময় তিনি বলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হওয়ার কোন বিকল্প নেই। সাম্য ও ভাতৃত্ববোধের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় জাকের পার্টির প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন বর্তমানে কৃষক তার ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাচ্ছে না, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় ক্রমাগত অবনতি হচ্ছে। জুলুম নির্যাতনের শিকার মানুষজন তার সঠিক বিচার পাচ্ছে না। সমাজে নানা রকম বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। এ সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আগামী সাংসদ নির্বাচনে জাকের পার্টির গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শ্রেনী বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালাবা ফ্রন্টের সদস্য মাওলা মুফতি কামাল হোসেন আশিকী, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা জাকের পার্টির যুগ্ম- সাধারণ সম্পাদক রহুল কুদ্দুস, জেলা শ্রম ফ্রন্টের সভাপতি তক্কেল খাঁন, কৃষক ফ্রন্টের সভাপতি আব্দুল মজিদ, জেলা মহিলা ফ্রন্টের সাধারন সম্পাদিকা হাফিজা খাতুন,জেলা যুবফ্রন্টের সভাপতি রুস্তম মল্লিক, সাধারণ সম্পাদক তাফসির আহম্মেদ, ছাত্রী ফ্রন্টের সভানেত্রী নাসরিন খাতুন, দামুড়হুদা থানা জাকের পার্টির সাধারন সম্পাদক আব্দুল হাই মেম্বার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দামুড়হুদা থানা জাকের পার্টির সভাপতি মোনাজাত হোসেন।




দর্শনায় দিনদুপুরে দুঃসাহসিক চুরি, ২১ ভরি স্বর্ণ ও আড়াই লাখ টাকা লুট

দর্শনার কেরুজ আমতলাপাড়ায় দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের গ্রীল কেটে প্রায় ২১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে দর্শনা শহরের আমতলাপাড়ায় এ চুরির ঘটনা ঘটে।

প্রতিদিনের মতো ওই বাড়ির গৃহকর্ত্রী মনজু ঘোষ, যিনি কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা, সকাল ৮টার দিকে বিদ্যালয়ে যান। স্কুল ছুটি শেষে দুপুর ১টার দিকে বাসায় ফিরে এসে দেখেন, ঘরের ক্ল্যাসিবল গেট কেটে চুরির ঘটনা ঘটেছে।

চোরের দল ঘরের আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা, ৭ জোড়া স্বর্ণের চেইন, ১২টি স্বর্ণের আংটি, ৭ জোড়া হাতের রুলি, নাকফুলসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মনজু ঘোষ ঘরের তালা ও গ্রীল লাগিয়ে স্কুলে যান। এ সুযোগে চোরেরা পাশের বাড়ির ছাদ টপকে সিঁড়িঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর আলমারির তালা ভেঙে তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ তিতুমীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় মনজু ঘোষ দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।




গাংনীর বামন্দীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে পুকুরের পানিতে ডুবে ইয়ানুর (৫) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। ইয়ানুর চরগোয়ালগ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১১টার দিকে বামন্দী পুলিশ ক্যাম্প পাড়ার মতি হাজীর পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু ইয়ানুর মারা যায়।

স্থানীয়রা জানায়, চরগোয়ালগ্রামের ভ্যানচালক জিয়ারুল ইসলাম বামন্দী পুলিশ ক্যাম্প পাড়ায় একটি বাড়িতে ভাড়ায় ছিল। প্রতিদিনের মতো শিশু ইয়ানুর দুপুরে খেলতে বের হয়েছিল। খেলার একপর্যায়ে মতি হাজীর পুকুরে পড়ে যায়৷ অনেক খোঁজাখুঁজির পর ইয়ানুরকে দেখতে না পেয়ে তার মা পুকুর পাড়ে গিয়ে শিশুটিকে ভাসতে দেখে।

পরে স্থানীয়রা শিশু ইয়ানুরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য বাংলা ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।