গাংনীতে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিহাব হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার দুপুরে নিজ বাড়ির পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব উপজেলার মানিকদিয়া গ্রামের মাঠ পাড়ার কৃষক ওসমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শিশু শিহাবসহ তার কয়েকজন বন্ধু রাস্তার পাশের একটি ছোট্ট প্রাচীরের উপর বসে খেলাধুলা করছিল। পার্শ্ববর্তী একটি কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছিল। খেলাধুলার একপর্যায়ে শিশু শিহাব আকস্মিকভাবে প্রাচীর থেকে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরই তার উপর দিয়ে ট্রাক্টরের চাকা উঠে যায় এবং পিষ্ট হয়ে শিহাব গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই শিশুটি মারা যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




গাংনীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে চলতি ২০২৫-২৬ অর্থ বছরে আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

‎‎সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে খাদ্য গুদাম চত্বরে আমন ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়।

‎‎চলতি মৌসুমে গাংনীতে আমন ধান সংগ্রহের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪৩ মেট্রিকটন, চালের লক্ষ্যমাত্রা ৩২৬ মেট্রিকটন। ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৩৪ টাকা এবং চাল ৫০ টাকা। এর মধ্যে উপজেলা কৃষি অফিসের আওয়াতাভুক্ত   কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে এবং চুক্তিবদ্ধ চাল কল মালিকদের নিকট থেকে চাউল সংগ্রহ করা হবে।

‎‎এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন,  সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাবিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ ইশরাত জাহান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, কারিগরি খাদ্য পরিদর্শক ইকবাল হোসেন, ওসি এলএসডি মোঃ মাহমুদুল হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ ফাহিম ফয়সাল, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি মোঃ শহিদুল হক সহ উপজেলা বিভিন্ন কৃষক এবং চাল কল মালিকেরা।




ঝিনাইদহে জনসাধারনের দুধ খাওয়া উদ্বুদ্ধ করনের জন্য ফ্রি দুধ খাওয়ানো

ঝিনাইদহে জনসাধারনের দুধ খাওয়া উদ্বুদ্ধ করনের জন্য ফ্রি দুধ খাওয়ানো হয়েছে। আজ সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের আরপপুর প্রাণিসম্পদ দপ্তরের সামনে রাস্তায় ৩০০জনের মাঝে ৬০ লিটার দুধ খাওয়ানো হয়।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলেক্ষে ৬ষ্ঠ দিনের কর্মসূচী হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের, রিক্সাওয়ালা ভ্যানবাইক ও গরিব জনসাধারনের মাঝে দুধ খাওয়া উদ্বুদ্ধ করনের জন্য ফ্রি দুধ খাওয়াএবং দুধ খাওয়ার সুফল সম্বন্ধে জন সাধারনের সচেতন করারজন্য এটি অনুষ্ঠিত হয়। প্রত্যেককে ১ গ্লাস কুসুমগরম দুধ খাওয়নো হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃএ.এস.এম আতিতুজামান, ভেটেনারি অফিসার ডাঃসঞ্জীবকুমার বিশ্বাস, ঝিনাইদহের দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক মোঃআলাউদ্দীন আজাদ। এসময় জেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা ও কমচারী উপস্থিত ছিলেন।




ঝিনাইদহের পোতাহাটি গ্রামে দরিদ্রের মাঝে শীতবস্ত্র উপহার

ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের নিভৃত পল্লী পোতাহাটি গ্রামে দরিদ্রের মাঝেশীত বস্ত্র উপহার দেওয়া হয়েছে।

তারুণ্যেও অগ্রযাত্রা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সোমবার সকালে পোতাহাটি গ্রামের আব্দুল মান্নানের ওঠানে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জজ কোর্টের এপিপি, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নির্বাহী সদস ,দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক, এ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, প্রভাষক সুজাউদ্দীন, সাইদুর রহমান ও রেজাউল তরফদারসহ অন্যান্যরা। আয়োজকরা জানান শীতের শুরুতে তারা তাদেও নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন। সাধুহাটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায় ক্রমে এসব কম্বল বিতরণ করাহবে।




কোটচাঁদপুরে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কোটচাঁদপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সোহান (৩৫)। গতকাল রবিবার রাতে কোটচাঁদপুরের বলরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, বলরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিনুর ইসলাম (সোহান) রবিবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন।

এরপর বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গ্রামটির পূর্বপাড়ার একটি বাড়িতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সোমবার সকালে স্থানীয়রা তাকে বাড়ির আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ ঝুলতে দেখতে পান এবং বিষয়টি থানায় লিখিতভাবে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সোহান দুই সন্তানের জনক এবং পেশায় ডিশ লাইনের টেকনিশিয়ান ছিলেন। এর আগে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেছিলেন, তবে সেবার তিনি বেঁচে যান। কিন্তু এবার গলায় ফাঁস দিয়ে তিনি না-ফেরার দেশে চলে গেলেন।

কোটচাঁদপুরের তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান বলেন, সোহানের বাড়ি বলরামপুর গ্রামের পূর্বপাড়ায়। তিনি বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে পশ্চিমপাড়ার একটি বাসায় গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।




ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী গ্রেফতার

ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হোসেন (৪০) হত্যা মামলার আসামী রাহাত আলী (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গত শনিবার ভোররাতে সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাহাত পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গত শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি সিটিমোড়ে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে সদর থানায় মামলা করলে আসামী গ্রেফতারে অভিযান শুরু করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প।

অভিযানের অংশ হিসেবে শনিবার ভোররাতে উদয়পুর থেকে মামলার আসামী রাহাতকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।




ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

‘সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এর মধ্যদিয়ে ঝিনাইদহে আত্মপ্রকাশ ঘটলো’ সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ ঝিনাইদাহ জেলা শাখার।

গতকাল রবিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের শ্রমজীবি, সিনিয়র সিটিজেন, নাইট গার্ড, রিক্সা চালকদের মাঝে ও সোমাবার সকালে হরিণাকুণ্ডুর হরিশপুরের ভিক উদ্দিন-সারা খাতুন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই শীত বস্ত্র প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংযোগ ভলেন্টিয়ার্স প্রোগ্রামের জেলার প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান, নির্বাহী সদস্য মোঃ হাসানুর রহমান, খুরশিদ সাকলাইন কাব্য, তাজিম আহম্মেদ ও মোঃ আজমুল হুসাইন জনি। এছাড়া উপদেষ্টা মন্ডলির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (অব:) ও সাংবাদিক খুরশিদ মোহাঃ সালেহ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ শাহানুর আলম, সহকারী অধ্যাপক ড. রমজান আলী, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ও নবগঙ্গা ফিটনেস একাডেমির সত্বাধিকারী কাজী আলী আহমেদ লিকু, প্রভাষক মতিয়ার রহমান, জীবন রহমান প্রমূখ।

বিতরণ কালে প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান বলেন শিক্ষিত বেকার যুবকদের কমপিউটারের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইনে কাজ করে অত্মকর্মসংস্থান করা যেমন আমাদের প্রধান লক্ষ্য তেমনি আমাদের এই অর্জিত আয় থেকে অসহায় সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও এতিম শিশু কিশোরদের পাশে দাড়ানোও আমাদের লক্ষ্য।




ঝিনাইদহে ২৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

ঝিনাইদহ সদর উপজেলায় রবি মৌসুমকে সামনে রেখে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো উফশী ও বোরো হাইব্রিড ধান এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব সার বীজ বিতরণ করা হয়।

সোমবার (ডিসেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এসব সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূর এ নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা (সদর) জুনায়েদ হাবীব, সদর কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম।

কৃষি অফিস জানিয়েছে, আসন্ন রবি মৌসুমে উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার মোট ২৫০০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেয়া হচ্ছে। এর মধ্যে দুই হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বোরো (উফশী) ধানের বীজ ও ৫০০ কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

এছাড়া উপকারভোগী প্রত্যেক কৃষককে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেয়া হয়েছে। সবমিলিয়ে মোট ১১ মেট্রিক টন ধানের বীজ ও ৪০ মেট্রিক টন সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়।




চার দফা দাবিতে মেহেরপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি

চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

আজ সোমবার (১ ডিসেম্বর) কর্মবিরতির অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে রোববার দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এরপর বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

শিক্ষকদের চার দফা দাবির মধ্যে রয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করা, পেশাগত মর্যাদা পুনর্বহাল, বেতন-ভাতা বৈষম্য দূরীকরণসহ অন্যান্য দাবি।

শিক্ষক নেতারা জানান, দাবি আদায় হলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে।

গত ২৪ নভেম্বর থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।




কোর্স শেষ হয়নি, তবুও নেন বিএড স্কেলের বেতন

বিএড (ব্যাচেলর অব এডুকেশন) এর জাল সনদ দেখিয়ে পাঁচ বছর ধরে অতিরিক্ত বেতন নিচ্ছেন পাঁচ শিক্ষক। এতে সরকারের তহবিল থেকে প্রায় ১৪ লাখ টাকা বেশি নিয়েছেন তারা।

এ কাণ্ডের অভিযুক্তরা হলেন মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক দিলারা পারভীন , সহকারী শিক্ষক নার্গিস খাতুন, সহকারী শিক্ষক জাহানারা খাতুন এবং সহকারী শিক্ষক ফিরোজা খাতুন।

জানা গেছে, ২০১৯ সালের জুলাই মাসে সদর উপজেলার এ মাধ্যমিক বিদ্যালয়টি এমপি ভুক্ত হয়। ওই সময় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পাশের জাল সনদ দেখিয়ে তারা উচ্চতর স্কেলে বেতন নিচ্ছেন।

বিএড বাদে চার শিক্ষকের মূল বেতন স্কেল হওয়ার কথা ১২ হাজার ৫০০ টাকা এবং প্রধান শিক্ষকের বেতন স্কেল হওয়ার কথা ১৬৮০০ টাকা কিন্তু সহকারী ওই চার শিক্ষক ১৬ হাজার টাকা স্কেল এবং প্রধান শিক্ষক বাইশ হাজার টাকায় স্কুলের বেতন নিচ্ছেন।

আরও জানা গেছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর কেন্দ্র ব্যাচেলার অফ এডুকেশন অনলাইন ভার্সন মাধ্যমে বশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক দিলারা পারভিন, সহকারী শিক্ষক নার্গিস খাতুন, ফিরোজা খাতুন ও জাহানারা খাতুন যশোর টিটিসি থেকে এখনো অধ্যয়ন করছেন এবং তাদের ১ম সেমিস্টার সম্পন্ন হয়েছে।

এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখি তারা খাতুন জাল সনদ দিয়ে চাকরির নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় দুদকের করা মামলায় দুই মাস জেল খেটেছেন। এবং ওই দুই মাস স্কুলের হাজিরা খাতায় তার অনুপস্থিত থা্কলেও তাকে প্রধান শিক্ষক ওই দুই মাস বেতন দিয়েছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সাথে যোগাযোগ করা হলো তাঁকে ফোন পাওয়া যায়নি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, জাল সনদ দেখিয়ে উচ্চতর বেতন স্কেল নিয়ে বেশি বেতন নেওয়া দণ্ডনীয় অপরাধ । এ বিষয়ে তদন্ত করে যদি প্রমাণিত হয় , তবে তাদের নেওয়া অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা নেওয়ার ব্যবস্থা করাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।