দামুড়হুদায় পার্কিং থেকে ট্রাক চুরি

দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে থেকে পার্কিংরত অবস্থায় একটি খালি ট্রাক চুরি হয়ে গেছে। গতকাল শনিবার (২৩ শে নভেম্বর ) রাত ১২ টা থেকে সকাল ৭ টার মধ্যে যে কোন সময় ট্রাকটি চুরি হয়ে যায়।

জানাগেছে, দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলায় অবস্থিত হাসান পোল্ট্রি ফার্মের ট্রাকটি মাল আনলোড শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে কদম গাছের পাশে গতকাল  শনিবার দিবাগত রাত ১২ টার দিকে পার্কিং করে রাখা হয়। ট্রাকটির নাম্বার হলো ঢাকা মেট্রো- ট-১৩-৪৭৬৭।

ট্রাকটির মালিক হাসান পোল্ট্রি ফার্মের কর্ণধার আবুল হাসান বলেন, ট্রাকটি মাল আনলোড শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে কদম গাছের পাশে গতকাল শনিবার দিবাগত রাত ১২ টার দিকে পার্কিং করে রাখা হয় এসময় রাত ১২ টা থেকে সকাল ৭ টার মধ্যে যে কোন সময় ট্রাকটি চুরি হয়ে গেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।




ঢাকা ওয়াসায় চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ওয়াসা। প্রতিষ্ঠানটি ১৩টি পদে ৭০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : ঢাকা ওয়াসা পদসংখ্যা : ১৩টি লোকবল নিয়োগ : ৭০ জন

পদের নাম : সহকারী প্রকৌশলী পদসংখ্যা : ১৬টি বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) শিক্ষাগত যোগ্যতা : সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা এবিএসসি/এএমআইই (পার্ট এ অ্যান্ড বি) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

পদের নাম : সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) পদসংখ্যা : ১টি বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

পদের নাম : সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক) পদসংখ্যা : ১টি বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

পদের নাম : স্বাস্থ্য কর্মকর্তা পদসংখ্যা : ১টি বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। দুই বছরের প্র্যাকটিস অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম : সহকারী সচিব পদসংখ্যা : ১টি বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) শিক্ষাগত যোগ্যতা : অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

পদের নাম : গবেষণা কর্মকর্তা পদসংখ্যা : ৩টি বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) শিক্ষাগত যোগ্যতা : অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি।

পদের নাম : রাজস্ব কর্মকর্তা পদসংখ্যা : ৫টি বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) শিক্ষাগত যোগ্যতা : স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি।

পদের নাম : গবেষণা সহকারী পদসংখ্যা : ৪টি বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) শিক্ষাগত যোগ্যতা : স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি।

পদের নাম : হিসাবরক্ষক পদসংখ্যা : ৩টি বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম : অডিটর পদসংখ্যা : ১টি বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম : সহকারী রাজস্ব কর্মকর্তা পদসংখ্যা : ৪টি বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি এবং জরিপ, কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং জরিপ, কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অন্যূন দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম : নার্স/মেডিকেল অ্যাটেনডেন্ট পদসংখ্যা : ২টি বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেলে ডিপ্লোমা বা নার্সিং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

পদের নাম : উপসহকারী প্রকৌশলী পদসংখ্যা : ২৮টি বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) শিক্ষাগত যোগ্যতা : সিভিল, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালে অন্যূন দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: কালবেলা




হরিনাকুন্ডুতে রাতের আধারে বাড়িতে হামলা, ভাংচুর

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার দুর্লভপুর মাঝপাড়া গ্রামে মোহাম্মদ হাসানুজ্জামান নামের এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। এসময় ওই বাড়ির একটি মোটর সাইকেল, সেলাই মেশিন ও কিছু আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।

জানা যায়, গেল রাতে ওই গ্রাম থেকে রবিউল মন্ডল নামের এক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেপ্তার করে হরিনাকুন্ডু থানা পুলিশ। এরপর ওই বাড়ি থেকে নাটোরের বড়াই গ্রাম থানার অপহরণ মামলার এক আসামী গ্রেপ্তার ও এক নারীকে উদ্ধার করা হয়। এ ঘটনার জেরে রবিউলের পরিবারের সদস্যরা, এবং তাদের সমর্থক গ্রামের পারুল মন্ডল, মাসুদসহ অন্যরা গেলরাত আড়াইটার দিকে পাশ্ববর্তি বাসিন্দা মোহাম্মদ হাসানুজ্জামানের বাড়িতে হামলা করে ভাংচুর করে। পরবর্তিতে বিষয়টি প্রকাশ করলে আবারো হামলার ভয় দেখিয়ে বেরিয়ে আসে হামলাকারীরা।

এদিকে ভুক্তভোগী মোহাম্মদ হাসানুজ্জামানের স্ত্রী সোনিয়া খাতুন অভিযোগ করে বলেন, তাদের জমির পাশের তিনটি মেহগনি গাছ প্রায় ১৬ দিন আগে কাটা হয়েছিল। পরে এই কাটা গাছ আনতে গেলে মোহাম্মদ হাসানুজ্জামানকে বাধা দেয় রবিউল মন্ডল, পারুল মন্ডল, মাসুদ পাতাসহ আরো অনেকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে চাদা না পেয়ে রাতে তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও দাবি তার ।

হরিনাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, হামলার ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




২৭ কোটি রুপিতে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার পন্ত

রেকর্ডটা ২৫ মিনিটও ধরে রাখতে পারলেন না শ্রেয়াস আইয়ার। ভারতীয় মুদ্রায় ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছিলেন তিনি। কিন্তু ২৫ মিনিটের ব্যবধানে সেই রেকর্ড নিজের করে নিলেন তারই সতীর্থ ঋষভ পন্ত।

ভারতীয় মুদ্রায় পন্তকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

সর্বশেষ দিল্লি ক্যাপিটালসে খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার। রাইট টু ম্যাচ কার্ডে তাকে ধরে রাখতে পারত দিল্লি। তবে দাম অনেক হওয়ায় শেষ পর্যন্ত তাকে ধরে রাখেনি তারা।

আইপিএলের সর্বোচ্চ দামি খেলোয়াড় হবেন পন্ত এমনটা অবশ্য জেদ্দায় নিলাম শুরুর আগেই গুঞ্জন উঠেছিল।

শেষ পর্যন্ত তাই হলো। তবে তার আগে রেকর্ড গড়েছিলেন আইয়ার। গত টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানো ব্যাটার এবার খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কেনায় টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছিলেন।

তবে পন্ত দামি খেলোয়াড় হওয়ায় এখন দ্বিতীয় সর্বোচ্চ ক্রিকেটার হয়ে থাকতে হচ্ছে তাকে।

এর আগে দামি খেলোয়াড় হওয়ার পথে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দিয়েছিলেন আইয়ার। গত নিলামে তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল। এবার অবশ্য ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালস অস্ট্রেলিয়ান পেসারকে নিয়েছে।
সূত্র: কালের কণ্ঠ




২৬ কোটি ৭৫ লাখ রুপিতে আইপিএলের দামি ক্রিকেটার আইয়ার

আইপিএলের নিলামের শুরুতেই তাক লাগিয়ে দেন আর্শদ্বীপ সিং। এবারের নিলামে প্রথম খেলোয়াড় হিসেবে তার নাম ওঠার সঙ্গে সঙ্গেই দলগুলো তাকে কিনতে হুমড়ি খেয়ে পড়ে। শেষ পর্যন্ত তাকে ভারতীয় মুদ্রায় ১৮ কোটি রুপিতে রাইট টু ম্যাচ কার্ডে নেয় তার পুরোনো দল পাঞ্জাব কিংস।

তবে আইপিএলের ইতিহাসে সবকিছুকে ছাড়িয়ে গেছেন শ্রেয়াস আইয়ার।

ইতিহাস গড়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়েছেন তিনি। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব নিয়েছে তাকে। সর্বশেষবারের চ্যাম্পিয়ন অধিনায়ক তিনি। কলকাতা নাইট রাইডার্স তার নেতৃত্ব চ্যাম্পিয়ন হয়। আগের দামি ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক। গত নিলামে তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল। এর আগে এবারের আইপিএলের প্রথম নিলামেই বাজিমাত করেন আর্শদ্বীপ।

বাঁহাতি পেসের মতোই ‘মেগা নিলামে’ টাকার ঝড় তুলেছেন তিনি।

এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে পঞ্চম দামী ক্রিকেটার হয়েছেন আর্শদ্বীপ। তাকে ১৮ কোটি ভারতীয় রুপিতে নিয়েছে পাঞ্জাব কিংস। তবে সেটা রাইট টু ম্যাচ কার্ড হিসেবে। গত টুর্নামেন্টেও বলিউড নায়িকা প্রীতি জনতার দলের হয়েই খেলেছেন ২৫ বছর বয়সী পেসার।

শুরুতেই মার্কি খেলোয়াড়দের নিলাম হয়। তাতে প্রথম নাম ওঠে আর্শদীপের। এরপর তাকে নিয়ে বেশকটি দলের টাকার ঝড় ওঠে। তাতে ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ ১৮ কোটি রুপি দাম হাঁকেন সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ডে তাকে নিয়ে নেয় পাঞ্জাব। এতে করে সর্বোচ্চ দাম হাঁকিয়েও ভারতীয় পেসারকে দলে ভেড়াতে পারেনি হায়দরাবাদ। নিলামের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ভারতীয় মুদ্রায় ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কাগিসো রাবাদাকে নিয়েছে গুজরাট টাইটানস। গত টুর্নামেন্টে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার।

সূত্র: কালের কণ্ঠ




ঝিনাইদহে ৪০ শতক জমির টমেটো ক্ষেত বিনষ্ট করে দিয়েছে দুবৃর্ত্তরা

ঝিনাইদহ পৌরসভার মুরারীদহ গ্রামে এক কৃষকের ৪০ শতক জমির টমেটো ক্ষেত বিনষ্ট করে দিয়েছে দুবৃর্ত্তরা। গতকাল শনিবার (২৩ নভেম্বর) গভীর রাতে গ্রামের জিকে তলার মাঠে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক একই গ্রামের শাহ মোহাম্মদ আব্দুস সামাদ জানান, গ্রামের মাঠে তিনি ৪০ শতক জমিতে টমোটোর আবাদ করেছিলেন। গাছে ফুল ও ফল ধরতে শুরু করেছে। গতকাল শনিবার সকালে তিনি মাঠে গিয়ে দেখতে পান তার টমেটো ক্ষেত কে বা কারা বিনষ্ট করে দিয়েছে। গাছের জন্য দেওয়া মাচা কেটে দিয়েছে। এতে গাছগুলোও ক্ষতিগ্রস্থ হয়েছে।

ভুক্তভোগী কৃষক শাহ মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, গ্রামে কারো সাথে আমার কোন শত্রুতা নেই। আমি কারো এমন ক্ষতি করিনি যে তারা আমার ক্ষতি করবে। তবে আমি কয়েকদিন আগে একটা দুর্ঘটনার শালিসে স্বাক্ষী দিয়েছিলাম। আমি ধারণা করছি গ্রামের ঝন্টু মন্ডল নামের ওই ব্যক্তির বিরুদ্ধে স্বাক্ষী দেওয়ায় তিনি আমার এই ক্ষতি করেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ফসল নষ্টের ব্যাপারে শুনেছি। ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




একুশে টিভির সংবাদ পাঠিকার নিয়োগ পেলেন মেহেরপুরের নির্জনা

একুশে টেলিভিশনের সংবাদ পাঠিকা হিসেবে নিয়োগ পেলেন মেহেরপুরের সন্তান ফাতেমা ফারজানা নির্জনা।

আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১ টার সময় একটা সংবাদ পাঠের মধ্য দিয়ে একুশে টিভিতে তার নতুন পথচলা শুরু হয়।

ফাতেমা ফারজানা নির্জনা মেহেরপুরের সাবেক ছাত্রনেতা মফিজুর রহমানের কন্যা এবং গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলমের পুত্রবধু। নির্জনা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায় রয়েছে।

এর আগে দুর্নীতি দমন কমিশন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে নির্জনা ও তার দুই বান্ধবী।




এআই নির্ভর নতুন আইপ্যাড মিনি উন্মোচন

অ্যাপল তাদের নতুন প্রজন্মের আইপ্যাড মিনি উম্মোচন করেছে। নতুন ডিভাইসটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যুক্ত হয়েছে রাইটিং টুলস, উন্নত সিরি অ্যাসিস্ট্যান্টসহ একাধিক এআই ফিচার।

খবরে বলা হয়, আইফোন নির্মাতাটি এআই সক্ষমতাকে গুরুত্ব দিয়ে নতুন ডিভাইসটিকে আনছে। নতুন এ আইপ্যাড মিনিতে থাকছে অ্যাপলের এ১৭ প্রো চিপ, যা আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে ব্যবহার করা হয়েছে।

এতে রয়েছে ছয় কোরের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বর্তমান জেনারেশনের আইপ্যাড মিনির তুলনায় ৩০ শতাংশ বেশি শক্তিশালী এই সিপিইউ।

চলতি মাসেই অ্যাপল আইপ্যাডওএস ১৮.১ আপডেট এনেছে । যেখানে প্রথম ধাপের এআই ফিচার গুলো যুক্ত থাকবে। প্রাথমিক ভাবে ইউএস রিজিওনে (US Region) এবং শুধু মাত্র ইংরেজি ভাষাতে এই আপডেট কার্যকর হবে।

অ্যাপল বাড়তি ফিচার হিসেবে ইমেজ জেনারেশন টুলস জেনমোজি এবং চ্যাটজিপিটি নির্ভর সক্ষমতাগুলো আগামী কয়েক মাসের মধ্যে যুক্ত করবে। ইতোমধ্যেই ৪৯৯ ডলারে শুরু হওয়া নতুন আইপ্যাড মিনির প্রি-অর্ডার চালু হয়েছে।

আগামী সপ্তাহেই ডিভাইসটি অ্যাপল স্টোর ও ক্রেতাদের কাছে পৌঁছে যাবে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে আমরণ অনশন কর্মসূচি পালন

বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিশোধ জাতীয়করণের এক দফা দাবিতে মেহেরপুরে আমরণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রোববার (২৪ নভেম্বর) দুপুর ২ টার দিকে সদর সাব রেজিস্টারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, নকল নবীশরা সরকারি কোন বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন। কিন্তু বাস্তবে নকল নবীশরা জমির দলিলের এক পৃষ্ঠা বালামে লেখলে মাত্র ২৪ টাকা মঞ্জুরি পায়। প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় ৪০ টাকা। সেখান থেকে নকল নবীশদের দেয়া হচ্ছে ২৪ টাকা। বাকি ১৬ টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবীশদের টাকা দিয়েই তাদের চাকরি জাতীয়করণ করা সম্ভব। নকল নবীশদের দীর্ঘদিনের দাবী চাকরি জাতীয়করণ করা হোক। কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারেই রয়ে গেছি। আমাদের নুন আনতে পান্তা ফুরিই ছেলে মেয়েদের লেখাপড়া দ্রব্যমূল্যের উদ্যগতি আমাদের জীবনযাপন করা সম্ভব হচ্ছে না আমাদের এক দফা এক দাবি মেনে নিতে হবে।

এ সময় আমরণ অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী নকল নবীশ মেহেরপুর জেলা সমন্বয়ক আনোয়ার জাহিদ পিয়াস, সহ-সমন্বয়ক আব্দুল মাবুদ, হাফিজ আল আসাদ, মাহমুদা আক্তার সুমি, রোজিফা আক্তার, রিয়াদুজ্জামান, ইমরান শেখ প্রমুখ।




সৌদি আরবে ঝড় তুললেন জেমস

সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো মঞ্চ মাতাবেন জেমস। এমন খবর শোনার পর থেকেই দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয়েছিল উন্মাদনা। সেক্ষেত্রে ভক্তদের নিরাশ না করে সুর আর কণ্ঠে প্রবাসীদের ভাসালেন নগর বাউলের এই সুপারস্টার।

তিল ধারণের ঠাঁই ছিলো না আল-সুওয়াইদি পার্কে। এ যেন এক টুকরো বাংলাদেশ। জেমস যেখানে হ্যামিলনের বাঁশিওয়ালা। মাথায় লাল গামছা। পরনে কালো টি শার্ট আর নীল জিন্স। গাইলেন একের পর এক জনপ্রিয় গান। বেজে ওঠা গিটারে, সুরের উত্তাল তরঙ্গে উচ্ছ্বাস প্রবাসীদের কণ্ঠে।

শুক্রবার সন্ধ্যায় ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নেন তিনি। এদিন জেমস বলেন, ‘সৌদি আরবে আমি প্রথম এসেছি। আমি আশা করি নাই যে এতো সুন্দর আয়োজন, এতো দর্শক এখানে আছে। রিয়াদে এসে আমি সত্যিই মুগ্ধ।’

এদিন বাঙালি এই রকস্টারের গান শুনতে রিয়াদের আল-সুওয়াইদি পার্ক হয়ে উঠে কানায় কানায় পূর্ণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরআগে এতো প্রবাসী বাঙালিদের এমন মিলনমেলা সৌদির কোনো অনুষ্ঠানে দেখা যায়নি।

গান পরিবেশন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জেমস বলেন, রেমিটেন্সযোদ্ধারা অনেক কষ্ট করেন। কর্মমুখর জীবনে তাদেরকে যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম, সেই সাথে সংগীতের মাধ্যমে তাদের সাথে যে মেলবন্ধন, তারা এনজয় করল- আশা করি তারা দেশের জন্য সামনে আরো কাজ করবে ইনশাল্লাহ।

সৌদি তরুণ বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে জেমস বলেন, এখানে তারা এসেছেন, বলে আমি তাদের ধন্যবাদ জানাই। আমি এখানে বার বার আসব।

সূত্র: ইত্তেফাক