কুষ্টিয়ার ট্রাক চাপায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

কুষ্টিয়া শহর ত্রিমোহনী বাইপাসে সড়ক দুর্ঘটনায় মেজবার মন্ডল (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাতে ত্রিমোহনী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেজবার মন্ডল (৬০) কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মন্ডলপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া বিটিসিতে ডিউটি শেষ করে বাই সাইকেল যোগে বাড়ী ফিরছিলো। পথিমধ্যে ত্রিমোহনী বাইপাস সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে যান তিনি। এতে মেজবার মন্ডল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। খুব দ্রুতভাবে সিসি ফুটেজের মাধ্যমে ট্রাকটি আটকের অভিযান চলছে।

এসএম জামাল, কুষ্টিয়া থেকে।




গাংনীর রামনগরে যুবলীগের জিয়ার বল প্রদান

গাংনী উপজেলার ৪ নং বামন্দী ইউনিয়নের রামনগর গ্রামের ফুটবল খেলোয়াড়দের মাঝে বামন্দী ই্উনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক একটি ফুটবল প্রদান করেছে।

গতকাল শনিবার বিকালে রামনগর ফুটবল মাঠে বল প্রদানের সময় উপস্থিত ছিলেন, বামন্দী ইউনিয়নের রামনগর ওয়ার্ডেও ইউপি সদস্য মোঃ হাবিল, সাবেক ইউপি সদস্য মোঃ পান্না, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলীম এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্থানীয় নেতাকর্মীরা।




ঝিনাইদহে ফ্রেন্ডলি টি-২০ ক্রিকেট অনুষ্ঠিত

ঝিনাইদহে ফ্রেন্ডলি টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া সংগঠক রাইসুল ইসলাম আসাদ এর পৃষ্ঠপোষকতায় এ ম্যাচের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচ উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার।

এ সময় উপস্থিত ছিলেন শওকত মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর পরিচালক সৌরভ হোসেন, জেএসপি’র সভাপতি মিজানুর রহমান মিজু, পরিবেশক সমিতির সভাপতি ওয়ালিদ হাসান শিপার, ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল বাসার বলেন, সবলদেহ ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার গুরুত্ব দিতে হবে। এর আগে ক্রীড়া সংগঠক রাইসুল ইসলাম আসাদ এর পক্ষ থেকে খেলোয়াড়দের জার্সিসহ ক্রীড়া উপকরণ প্রদান করা হয়।




রাসূল (সাঃ) কে অবমাননার প্রতিবাদে কোটচাঁদপুরে ফ্রান্স বিরোধী বিক্ষোভ সমাবেশ

ফ্রান্সে রাসূল (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশ ও মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ ও
প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের মেইন বাসষ্টান্ড মসজিদ প্রাঙ্গন থেকে বাংলাদেশ তাহফুজে খতমে নবুওয়াত
উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে মেইন বাসষ্টান্ড চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা তাহফুজে খতমে নবুওয়াতের সভাপতি মাওলানা আমান-উল্লাহ্ধসঢ়; আমান, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল
হাসান, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল সহ স্থানীয় ওলামা। সমাবেশে ফ্রান্সের প্রধান মন্ত্রী বিরোধী স্লোগান ও ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন মসজিদের হাজার হাজার ধর্ম প্রাণ মুসুল্লী অংশ গ্রহন করেন। এদিকে বিক্ষোভ
সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোটচাঁদপুর থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়।




জীবননগরে শিকড় সমাজ কল্যাণ সংস্থার উপজেলা কমিটি গঠন

জীবননগরে সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় জীবননগর পৌর সভার বসতীপাড়ায় সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার কাযলয়ে মাসিক আলোচনা সভা শেষে জীবননগর উপজেলা কমিটি গঠন করা হয়।

সকলের সম্মতিক্রমে জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামান, সহ-সভাপতি নিশান, সাধারন সম্পাদক লাবনী আক্তার, যুগ্ন সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদ ঐশ্বয সাহা প্রিয়া, অথ সম্পাদক কবির আল চপল, প্রচার সম্পাদক সাদিয়া, ত্রান বিষায়ক সম্পাদক রিয়াজ, শিক্ষা বিষায়ক সম্পাদক স্বণা, নিবাহী সদস্য মিম, সম্রাট, জাহিদ, ফরহাদ, বাপ্পি, হাসান, শিলা, ওমর আলী, মুন, সোহাগ।

এ সময় উপস্থিত ছিলেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি সাব্বির সামি মুহিত, সহ-সভাপতি চাষী রমজান, সাধারন সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য মফিজুল ইসলাম প্রমুখ।




ব্যাগভর্তি স্বর্ণের বার জব্দ শাহ আমানতে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে সোনার একটি বড় চালান আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজি১৪৮ ফ্লাইটের সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্বর্ণের বার পাওয়া গেছে। এখন গণনা করা হচ্ছে। চালানটিতে আনুমানিক ১৬০টি সোনার বার থাকতে পারে বলে জানান তিনি।

সূত্র- বিডি প্রতিদিন




মেহেরপুর গোভীপুরে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দোয়া মাহফিল

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মাদ্রাসার লিল্লাহি বোর্ডিং এর শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে গোভীপুর দাখিল মাদ্রাসা প্রঙ্গনে এ দোয়া ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থা কোষাধাক্ষ্য আরেফিন রেজা কোয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার রমজান আলী, জাহাঙ্গীর হোসেন।
পরে সেখানে দোয়া ও দুপুরের খাবার পরিবেশন করা হয়। ভালোভাবে মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করে সেই জন্য তাদের দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এসময় ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু, সদস্য বেল্লাল হোসেন, শান্ত, নবাব ও মাদ্রাসার ছাত্র ও তাদের পরিবারের লোকজন দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।




গাংনীতে বিএনপি নেতা মিল্টনের জন্মদিন উপলক্ষে আলোচনাসভা

মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের ৫১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া’র অনুষ্ঠানের আয়োজন করে গাংনী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।
গতকাল শুক্রবার বিকেলে গাংনীস্থ বিএনপির কার্যালয় ও জাভেদ মাসুদ মিল্টনের অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশাদুজামান বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজামান গাড্ডু, আব্দুল আওয়াল, ইনসারুল হক ইনসু, সহসভাপতি শহিদুল ইসলাম নাসির, সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক কাউন্সিলর সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক এনামুল হক, বিএনপি নেতা জাফর আকবার, সেলিম, জামাল, ছাত্রদলের নেতা সাইদুর রহমান ও বিপ্লব হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন




শ্রীলঙ্কার শর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না: পাপন

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত মেনে দেশটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এখনই ঘরোয়া ক্রিকেট শুরু করা হবে বলেও জানান তিনি।

সোমবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কার কঠিন শর্তে খেলতে রাজি নয় বাংলাদেশ। চিঠিতে বিষয়টি লঙ্কান বোর্ডকে জানিয়েছেন তারা।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে ২৭শে সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু টাইগারদের কঠিন শর্ত বেধে দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। শ্রীলঙ্কায় গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের। এই সময়ে কোনো অনুশীলন করতে পারবেন না তারা। এমনকি খাবারের জন্যও রুম থেকে বের হতে পারবেন না। গতকাল এক চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমনটাই জানায় এসএলসি। তবে বিসিবি আজ ফিরতি চিঠিতে লঙ্কান বোর্ডকে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।
এখন লঙ্কান বোর্ড কী জবাব দেয়, সেই অপেক্ষায় আছে বিসিবি।

উল্লেখ্য, শ্রীলঙ্কা সিরিজের সূচিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। খসরা সূচি অনুযায়ী প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২৩ অক্টোবর।

সূত্র-বিডি প্রতিদিন




ছহিউদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রলীগ’র মাস্ক বিতরণ ও ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী দের সহযোগিতা

শনিবার দুপুরে ছহিউদ্দীন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ভর্তি সহযোগিতার পাশা পাশি মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নবীন ভর্তিচ্ছু এক ছাত্র শিশির আহম্মেদ এর সাথে কথা বললে তিনি বলেন,আমাদের এই করোনা মহামারী সময় ভর্তি হতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল কিন্তু ছহিউদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রলীগ আমাদের পাশে দাড়িয়েছেন। এতে আমরা অনেক উপকৃত হচ্ছি।

এই সময় ছহিউদ্দীন ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ একরামুল আজীম,সহকারী অধ্যাপক লুৎফর রহমান ছাত্র-ছাত্রীদের মাস্ক পরিধান করিয়ে দেন। এছাড়া ছাত্র-ছাত্রীদের মাঝে করোনা মহামারী সম্পর্কে সচেতন বক্তব্য রাখেন।

এই সময় উপস্থিত ছিলেন,ছহিউদ্দীন কলেজ
ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ:এস.এম রাতুল,ইস্তেখার আলম রুদ্র,অনিক প্রমুখ।