কৃষি ব্যাংকের ডিএমডি হলেন মেহেরপুরের কৃতি সন্তান খালেদুজ্জামান জুয়েল

বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যস্থাপক থেকে উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মেহেরপুরের কৃতি সন্তান মোহাঃ খালেদুজ্জামান জুয়েল।

গত ১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়।

মোহাঃ খালেদুজ্জামান বাংলাদেশ ব্যাংক রিক্রুয়েটমেন্ট কমিটি (বিআরসি) কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে ২০০১ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এ উর্ধ্বতন কর্মকর্তা পদে যোগদান করেন। তিনি হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এ দিনাজপুর ও ফরিদপুর রিজিয়নের রিজিওয়ানাল ম্যানেজার এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জোনাল ম্যানেজার (বিভাগীয় প্রধান) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, সদর দপ্তরের অডিট ও আদায় বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন পদে হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এ নিষ্ঠা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২২.০৩.২০২১ তারিখে মহাব্যবস্থাপক হিসাবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক-এ যোগদান করেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর ও ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক এবং বিকেবি স্টাফ কলেজের অধ্যক্ষ হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

 প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও পরিচালন) এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) হিসাবে দায়িত্ব পালন কালীন বাংলাদেশ কৃষি ব্যাংকের অপারেশন ও প্রশাসনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জনাব মোহাঃ খালেদুজ্জামান যথাক্রমে ১৯৮৭ ও ১৯৮৯ সালে গাংনী মাধ্যমিক বিদ্যালয় ও কুষ্টিয়া সরকারী কলেজ হতে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ১ম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ হতে ১৯৯২ সালে বিএসসি (সম্মান) ও ১৯৯৩ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পববর্তীতে তিনি ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ এমবিএ ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও, তিনি পেশাগত আন্তর্জাতিক ডিগ্রি Certified Information Systems Auditor (CISA) অর্জন করেন। মোবাইল ব্যাংকিং, ব্যাংকিং সেক্টরে সুসাশন, আর্থিক সেক্টরে ব্যাংকিং বিনিয়োগ, ব্যাংকিং সেক্টরে জাল-জালিয়াতি রোধে ফরেনসিক একাউন্টিং, বাংলাদেশের উদিয়মান অর্থনীতে ব্যাংকিং বিনিয়োগের ভূমিকা ইত্যাদি বিষয়ে তাঁর জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে উল্লেখ যোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন।

মোহাঃ খালেদুজ্জামান ১৯৭১ সালে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন সৎ, নিষ্ঠাবান, দক্ষ, কর্মঠ ও আন্তরিক ব্যক্তিত্ব। তিনি মেহেরপুর জেলার গর্বিত ও কৃতী সন্তান। তিনি পারিবারিক জীবনে দুই সন্তানের জনক।




মুজিবনগরে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

মুজিবনগরে গোপালনগর কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১১ এপ্রিল সকাল দশটায় গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অফিস প্রাঙ্গনে এই সাধারণ সভা  অনুষ্ঠিত হয়।

গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের লিমিটেড এর সাবেক ম্যানেজার মাহফুজ আলমের সঞ্চালনায়,

সাধারণ সভার প্রধান অতিথি ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমবায় এর ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু , গোপালনগর কো-অপারেটিভ ইউনিয়নের সহ-সভাপতি সাফায়েত হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আবু নাঈম ডালিম, সদস্য ইনসান আলী ও আনিদুল ইসলাম সহ গোপালনগর অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারী এবং গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৩৮১৭ জন সদস্যা ও সদস্যবিন্দু।

গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে গড়ে ওঠে। । এই ক্রেডিট ইউনিয়ন স্বচ্ছতার মাধ্যমে বিভিন্ন স্কিম এর আওতায় তাদের ৩৭৭০ জন সদস্যদেরকে সেবা দিয়ে যাচ্ছে।




মেহেরপুরে কাল বৈশাখি ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতি

মেহেরপুর জেলার  কয়েকটি গ্রামের উপর কালবৈশাখী ঝড়সহ শিলা বৃষ্টি হয়েছে। এতে আম,লিচু ভুট্টাসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে আম,লিচু ঝরে পড়ে । এছাড়াও মাঠের ফসল ভুট্রা,কলা ক্ষেত,লাউয়ের মাচা ও সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, শিলাবৃষ্টিতে ভুট্টা, আম, লিচু, টমেটোসহ বিভিন্ন প্রকার সব্জির ক্ষেত ভেঙ্গে গেছে।
মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে প্রায় ২ হাজার ২ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে বলে জেলা কৃষি বিভাগ নিশ্চিত করেছেন।



মেহেরপুরে বিদেশি অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

মেহেরপুরের গাংনী থেকে বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গাংনীর লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে ৭.৬৫ মিমি সাইজের একটি বিদেশি পিস্তল (Made in USA), দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। লাল্টু বিশ্বাসের এক ভাই ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে মারা গেছেন এবং আরও এক ভাই পদ্মবিল দখল নিয়ে সংঘর্ষে মারা গেছে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্বসহ একাধিক অভিযোগ রয়েছে।

অভিযানটি পরিচালনা করেন ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রওশন ও লেফটেন্যান্ট মিনহাজ এবং গাংনী থানা পুলিশের একটি টিম। লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত লালটুকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।




মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহতের ঘটনায় মামলা; একমাত্র আসামি পলাশ

মেহেরপুর—চুয়াডাঙ্গা সড়কে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার চালক সাজ্জাদ হোসেন পলাশকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার নিহত ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান সোহাগের চাচা সাইদুজ্জামান বাদী হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় মেহেরপুর সদর থানায় মামলা করেন। যার মামলা নম্বর—০৭, তারিখ ০৪/০৪/২০২৫ ইং।

আসামী সাজ্জাদ হোসেন পলাশ মেহেরপুরের গাংনী ‍উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের মালিকও তিনি। তিনি মেহেরপুর পশুহাট সংলগ্ন ভুট্টা ক্রয় কেন্দ্রে বিপি কর্পোরেশনের মালিক।

নিহতরা হলেন, সদর উজলপুর গ্রামের হাসান মোল্লায় ছেলে এনআরবিসি ব্যাংকের রুপনগর শাখার অফিসার আক্তারুজ্জামান ওরফে শোভন, তার অপর বন্ধু মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আল ইমরান, গাংনী উপজেলার ধানখোলা গ্রামের ভ্যানচালক আলী হাসানের ছেলে শিশু জুবায়ের হাসান।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট কার চালক পলাশ হোসেন বেপরোয়া গতিতে আমঝুপি থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। এসময় ভ্যানচালক আলী হাসান তার পরিবারের লোকজন নিয়ে ভ্যানযোগে আমঝুপির দিকে যাচ্ছিলেন। প্রাইভেট চালক প্রথমে পাখিভ্যানের সাথে সজোরে ধাক্কা মারলে ভ্যানের সকল যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে প্রাইভেট কারটি মোটরাসাইকেলকেও ধাক্কা দেই। এতে মোটরসাইকেলের দুই আরোহী আক্তারুজ্জামান শোভন ও তার বন্ধু আল ইমরান রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্বক আহত হন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান মারা যান। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় আল ইমরানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও জুবাইয়ের হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। রাজশাহীতে নেওয়ার পথে সন্ধ্যার দিকে পাবনার মধ্যে শিশু জুবায়ের হোসেন মারা যান। আল ইমরান রাত ৯ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। এই ঘটনায় আহত ভ্যানচালক আলী হাসান বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে, প্রাইভেট চালক পলাশ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে, দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সেখানে দেখা যায়, যে তিনজন নিহত হয়েছে তারা সবাই তাদের সঠিক সাইডে ছিল এবং আসামী তার গাড়ী হইতে বাহির হয়ে দ্রুত পালিয়ে যায়। মামলার বাদীর অভিযোগ করে এজাহারে লিখেছেন আসামী পরিকল্পিতভাবে তাদের হত্যা করেছে। তাই আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।




মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক গ্রেফতার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

আজ শুক্রবার রাত ১০ টার দিকে গাংনী উপজেলা শহরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গাংনী থানা পুলিশের তদন্ত অফিসার আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রায় আধাঘন্টা ব্যাপি তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এসময় এমএ খালেকের বাড়ির সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটা জানা যায়নি।

এম এ খালেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলায় গ্রেফতার হয়ে কয়েক মাস হাজত বাসের পর জামিনে ছাড়া পেয়ে বাড়িতেই অবস্থান করছিলেন।

আজ শুক্রবার এমএ খালেকের নাতি ছেলের আকিকা উপলক্ষ্যে পারিবারিক অনুষ্ঠান চলছিল বলে জানান পরিবারের লোকজন।




গাংনীতে ইউপি মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলিউল আজিম শাহিনের বিরুদ্ধে চাল, তেলসহ সরকারি নানান সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বামন্দী-কাজিপুর সড়কের নতুন ব্রজপুর গ্রামবাসী সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সবধরনের যানচলাচল বন্ধ করে দেয়। প্রায় আধাঘন্টা ব্যাপি এই ব্যস্ততম সড়কটি সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল

গ্রামবাসী অভিযোগ করে বলেন, শাহিন মেম্বর নতুন ব্রজপুর গ্রামবাসীকে চাল, তেলসহ সরকারি নানান সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে ১৫-২০ জনের কাছে থেকে আড়াই থেকে তিন হাজার টাকা নিয়েছে। ঈদের সামনে সেসব সুবিধা দূরে থাক জনপ্রতি ভিজিএফের ১০ কেজি চাউলও দেয়নি। যার কারণে গ্রামবাসী সকলে রাস্তায় নামতে বাধ্য হয়। মেম্বারের শাস্তির দাবি জানাচ্ছি।




মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩; চালকের বিচারের দাবিতে মানববন্ধন

পবিত্র ঈদুল ফিতরের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় প্রাইভেট কার চালক সাজ্জাদ হোসেন পলাশের বিচারের দাবিতে মেহেরপুরের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়। এতে নিহত আখতারুজ্জামান শোভনের পরিবারের পক্ষ থেকে নাহিদ এবং নিহত আল ইমরানের পরিবারের পক্ষ থেকে আনিসুর রহমান বক্তব্য রাখেন।

এছাড়া মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, আখতারুজ্জামান, এইচ আর রজব, সাংবাদিক মুজাহিদ আল মুন্না, রেজাউল ইসলাম, মাহফুজ, এস এম তমাল, রাসেল আহমেদ, আকাশ, হাসানসহ অন্যান্যরা।

বক্তারা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে ন্যায়বিচারের দাবিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং সোচ্চার হন।




মেহেরপুুরে ঈদের ২য় দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত

ঈদের দ্বিতীয় দিনে মেহেরপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশু ও নারীসহ ৪ এবং অন্য দুর্ঘটনায় ৬ জনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে আল আমিন হোসেন(৩৪) ও তার স্ত্রী রাবেয়া খাতুনকে(৩০) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল কলেজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তাদের ছেলে আরাফাত হোসেন(১০) ও মেয়ে আরশি খাতুন (৫) মারাত্বক আহত হন।

মেহেরপুুরে ঈদের ২য় দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত

মেহেরপুুরে ঈদের ২য় দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত

স্থানীয় তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও পরে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।

জানা গেছে, আল আমিন হোসেন তার স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে মুজিবনগর থেকে ঘুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার তেরাইল ডিগ্রি কলেজের অদূরে নির্মাণাধীন কালভার্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তি খাদে পড়ে সবাই গুরুতর আহত হন। আহতাবস্থায় সবাইকে উদ্ধার করে

মেহেরপুুরে ঈদের ২য় দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত

মেহেরপুুরে ঈদের ২য় দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে কর্তব্যরত চিকিৎসক স্বামী ও স্ত্রীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এছাড়া তাদের দুই ছেলে মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

এছাড়া রাত ১০ টার দিকে একই সড়কের মালশাদহ জোড়া ব্রীজের কাছে অপর একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।

এর আগে বিকালের দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আলাদা মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।




স্পট মেহেরপুর: ঈদের দিন চারসহ সপ্তাহে সড়কে প্রাণ গেল ৫ জনের

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে প্রাইভেটকার ভ্যান ও মোটরসাইকেল ত্রি-মুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা, শিশুসহ ৩ জন নিহত ও অন্তত ২ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, সদর উজলপুর গ্রামের হাসান মোল্লায় ছেলে এনআরবিসি ব্যাংকের রুপনগর ব্রাঞ্জের অফিসার আক্তারুজ্জামান ওরফে শোভন, তার অপর বন্ধু মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আল ইমরান, গাংনী উপজেলার ধানখোলা গ্রামের ভ্যানচালক আলী হাসানের ছেলে শিশু জুবায়ের হাসান।

এঘটনায় আহত হয়েছেন নিহত জুবায়ের হোসেনের পিতা ভ্যানচালক আলী হাসান, প্রাইভেট কার চালক পলাশ হোসেন।
আজ সোমবার বিকেলে ৫ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্রিটিশ আমেরিকান টোবাকো কার্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

অপর দুর্ঘটনাটি ঘটে গত রবিবার সন্ধ্যায় ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া-কচুইখালী সড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে গাংনী উপজেলার কসবা গ্রামের শাহীন আলীর ছেলে স্কুল ছাত্র জাভেদ আলী নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন এবং গাংনী থানার ওসি বানী ইসরাইল।
জানা গেছে, প্রাইভেট কার চালক পলাশ হোসেন বেপরোয়া গতিতে আমঝুপি থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। এসময় ভ্যানচালক আলী হাসান তার পরিবারের লোকজন নিয়ে ভ্যানযোগে আমঝুপির দিকে যাচ্ছিলেন। প্রাইভেট চালক প্রথমে পাখিভ্যানের সাথে সজোরে ধাক্কা মারলে ভ্যানের সকল যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে প্রাইভেট কারটি মোটরাসাইকেলকেও ধাক্কা দেই। এতে মোটরসাইকেলের দুই আরোহী আক্তারুজ্জামান শোভন ও তার বন্ধু আল ইমরান রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্বক আহত হন।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান মারা যান। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় আল ইমরানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও জুবাইয়ের হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। রাজশাহীতে নেওয়ার পথে সন্ধ্যার দিকে পাবনার মধ্যে শিশু জুবায়ের হোসেন মারা যান। আল ইমরান রাত ৯ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। এই ঘটনায় আহত ভ্যানচালক আলী হাসান বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে, প্রাইভেট চালক পলাশ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

গতকাল রবিবার সন্ধ্যায় গাংনী উপজেলার কসবা-কছুইখালি রাস্তায় মোটরসাইকেল ও ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হলে মোটরসাইকেল চালক কসবা গ্রামের শাহীন আলীর ছেলে স্কুল ছাত্র জাভেদ আলী মারাত্বক আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে সোমবার ভোররাতের দিকে মারা যায় স্কুল ছাত্র জাভেদ আলী।

এর আগে গত ২৫ মার্চ সন্ধ্যায় গাংনী-কাথুলি সড়কের চৌগাছার আদুর নাবিল ফার্নিসাসের সামনে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে সাগর মিয়া (২৪) নামের এক সৌদি প্রবাস ফেরত নিহত হয়েছেন। সাগর মিয়া গাংনী থেকে তার নিজ গ্রাম ভাটপাড়াতে ফিরছিলেন। নাবিল ফার্নিসাসের নিকট পৌছানো মাত্র বিপরীত থেকে আসা একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। এসময় গরুতর আহত সাগর মিয়াকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।

এনিয়ে গত এক সপ্তাহে ব্যাবধানে মেহেরপুর জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন।