এখানে কারও জমিদারি চলবে না,  দেশটা সবার : ইশরাক

বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে অভিযোগ করে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, এই মাটি সবার। ক্ষমতাসীনরা দেশটাকে দখল করে নিয়েছে। এখানে মানুষের ভোটাধিকার নেই। এ দেশে কারও জমিদারিত্ব আমরা মানব না।

বুধবার দুপুরে পশ্চিম হাজারীবাগের ঝাউচর বাজার থেকে প্রচার শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটে অনিয়মের অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে জানিয়ে ইশরাক বলেন, এ দেশে মানুষের কথা বলার অধিকার নেই, বাকস্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই। সব অধিকার হরণ করা হয়েছে। আমরা বলে দিতে চাই– এটি আর আমরা মানব না।

‘ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মানব না, কোনো বাধা মানব না। ঢাকা শহরে কোনো সন্ত্রাসীকে আমরা স্পেস দেব না। এই দেশটা আপনাদের, এই দেশটা আমাদের সবার। আমরা কারও জমিদারিত্ব মানব না’-যোগ করেন বিএনপির মেয়র প্রার্থী।

পুলিশকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, আমি পুলিশ প্রশাসনকে বলব– আপনারা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। নির্বাচন কমিশনকে যে সাংবিধানিক দায়িত্ব দেয়া হয়েছে সেটি পালন করেন। আপনারা জনগণের পক্ষে থাকেন।

ঢাকা উত্তর (ডিএনসিসি) সিটির বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে হামলার প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, আমাদের উত্তরের মেয়রপ্রার্থীর গণসংযোগে পেছন থেকে কাপোরুষিত হামলা চালানো হয়েছে। হামলার প্রায় ২৪ ঘণ্টা হতে চললেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার দেখতে পাইনি।

গণতন্ত্র ফিরিয়ে আনতে ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১ ফেব্রুয়ারি একটা সুবর্ণ সুযোগ এসেছে আমাদের অধিকার রক্ষা করার। মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল জনগণ হবে দেশের মালিক, রাষ্ট্রের মালিক। মহান মুক্তিযুদ্ধের সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার আবার সুযোগ এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার প্রমুখ।

 

আরো পড়ুন –মেহেরপুরে প্রশাসনের কর্মচারীদের পদবী পরিবর্তনের দাবিতে কর্মবিরতি অব্যহত




আলমডাঙ্গায় বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রাম থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি ও একটি চাপাতিসহ সাঈদ মালিতা (৪০) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

বুধবার সকালে গোপন সংবাদে তাকে আটক করা হয়। আটক সাঈদ মালিতা তিওরবিলা গ্রামের আলাউদ্দিন মালিতার ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, ‘সাঈদ মালিতা দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী। সে এলাকায় টাইগার নামে পরিচিত। সে এলাকায় চাঁদাবাজী, অপহরণ, হত্যা, গুমসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শুধুমাত্র আলমডাঙ্গা থানায় তার বিরুদ্ধে চারটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।’

মেপ্র/ইএম




মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কৃল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফয়েজুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন, সকল শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। হাতে কলমে কাজ না শিখলে চাকরি পাওয়া যাবে না। জেলা প্রশাসক আরো বলেন, বর্তমানে যারা হাতে কলমে কাজ শিখতে পারবে তারা কেউ বসে থাকবে না এবং বেকার থাকবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল আলম, সি আই শামিমুল কবির, রঞ্জিত কুমার মন্ডল।

এর আগে জাতীয় সংগীতের সুরে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে নবীনদের কে ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। একই সঙ্গে এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় ব্যবহৃত উপকরণ তুলে দেওয়া হয়।

মেপ্র/ ইএম




৫-জির গতি উঠল সেকেন্ডে ১ দশমিক ৬ জিবি

দেশে প্রথমবারের মতো আয়োজিত ডিজিটাল বাংলাদেশ মেলার ৫-জি প্রদর্শন করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে ৫–জি নেটওয়ার্কের গতি পরীক্ষা করে দর্শনার্থীদের দেখানো হচ্ছে। এ লক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নেটওয়ার্ক যন্ত্রপাতিও বসিয়েছে প্রতিষ্ঠানটি।
মেলা ঘুরে দেখা গেছে, মেলায় বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন। অনেকেই ৫–জি সেবা সম্পর্কে জানার জন্য হুয়াওয়ের প্যাভিলিয়নে ভিড় করছেন। অনেকেই ইন্টারনেটের গতি দেখে বিস্ময় প্রকাশ করছেন।
হুয়াওয়ের কর্মকর্তারা বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ওপরে নেটওয়ার্কিং যন্ত্রপাতি বসিয়ে তাঁদের ডিভাইসের মাধ্যমে ৫–জি দেখাচ্ছেন তাঁরা। ৫-জি ব্যবহারে সেকেন্ডে ১ দশমিক ৬ জিবি গতিতে তথ্য স্থানান্তরের (ডেটা ট্রান্সফারের) অভিজ্ঞতা পাওয়া গেছে। ৫-জির উন্নয়ন ও গবেষণায় হুয়াওয়ের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে এটি সম্ভব হয়েছে।
এর আগে ২০১৮ সালে দেশে ৫-জি সেবা পরীক্ষা করেছিল হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। তখন ৮০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার করে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৪ জিবি পর্যন্ত ইন্টারনেট গতি পাওয়া গিয়েছিল। এবার ৮ ভাগের ১ ভাগ তরঙ্গ ব্যবহার করে প্রতি সেকেন্ডে ১.৬ জিবির বেশি গতি উঠেছে।
হুয়াওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫–জির অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় গত ১০ বছর কাজ করছে হুয়াওয়ে। এ ক্ষেত্রে চার বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে তারা।
মেলায় দেখা গেছে, দর্শনার্থীরা রিয়েল টাইম ভিআর উপভোগ করছেন। ৫-জি নেটওয়ার্কে ভিআর হেডসেট পরলে নিজেদের বরফের ওপর স্কিইং করার অভিজ্ঞতা নিতে পারছেন। এ ছাড়া ৫–জি প্রযুক্তিতে রোবটিক প্রযুক্তি যেভাবে কাজ করবে, তা দেখানো হচ্ছে।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের বিপণন পরিচালক নাজমুল হাসান বলেন, উন্নত প্রযুক্তি ও ভার্চ্যুয়াল রিয়েলিটির সরাসরি অভিজ্ঞতা দিতে হুয়াওয়ে এ আয়োজন করেছে।
আজ শনিবার রাত আটটায় শেষ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ মেলা। সবার জন্য উন্মুক্ত মেলার আয়োজক ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সহযোগিতায় রয়েছে বিটিআরসি, বিটিসিএল, টেলিটক, বিএসসিসিএল, বিসিএসসিএল, ডাক বিভাগ ও আইএসপিএবি। মেলায় বিভিন্ন তথ্যপ্রযুক্তি ও আইএসপিসহ ৮২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ২৫টি স্টল, ২৯টি মিনি প্যাভিলিয়ন ও ২৮টি প্যাভিলিয়ন রয়েছে।




গুগল সার্চের যা জেনে রাখবেন

স্মার্টফোন, কম্পিউটার বা অন্য কোনো যন্ত্র থেকে গুগল সার্চে কিছু খুঁজলে গুগল তা সংরক্ষণ করে রাখে। এ নিয়ে প্রতিষ্ঠানটির ব্যাখ্যা হলো, সার্চ ফলাফলের মানোন্নয়নের জন্য এমনটা করা হয়। এর খারাপ দিকটা হলো, আপনি যা খুঁজবেন, গুগল আপনাকে তার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখাবে। আবার ব্যবহারকারীর সার্চ করার ধরন অনুযায়ী ফলাফল দেখায়।
অনেকেই আছেন যাঁরা চান না গুগল তাঁদের তথ্য সংরক্ষণ করে রাখুক। এই তথ্য ‘সার্চ হিস্ট্রি’ নামে পরিচিত। সুবিধাটি বন্ধ করার ব্যবস্থাও রেখেছে গুগল। উইন্ডোজ বা ম্যাক—কম্পিউটার যেটাই হোক, নিচের ধাপগুলো অনুসরণ করুন।

*যেকোনো ব্রাউজার থেকে সুধ ctivity.google.com/myactivity ঠিকানার ওয়েবসাইটে যান।
* ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন।
* লগইন হয়ে গেলে Web and App Activity অংশে ক্লিক করুন।
* পাশে থাকা টগল বোতাম চেপে সেবাটি বন্ধ করুন।
* এই অংশ থেকে অবস্থান এবং ইউটিউবে কিছু খোঁজার তথ্য সংরক্ষণ করার সেবা বন্ধ করা যাবে।
স্মার্টফোন থেকে
* অ্যান্ড্রয়েড বা আইওএস যন্ত্রে গুগল অ্যাপ চালু করুন।
* নিচের বার থেকে গড়ৎব অপশন নির্বাচন করুন।
* Activity Ask Search activity অপশনে ট্যাপ করে Web & App Activity টগল বোতামটি বন্ধ করে দিন। সূত্র: গ্যাজেটসনাউ




ই-পাসেপার্ট মুজিববর্ষের উপহার – প্রধানমন্ত্রী

ই-পাসপোর্ট যুগে প্রবেশ করল বাংলাদেশ। এই প্রকল্পের ফলে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যাবে।’ ‘ই-পাসপোর্ট জাতির জন্য মুজিববর্ষের একটি উপহার।

আজ বুধবার ২২ জানুয়ারি সকাল ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই সর্বপ্রথম ই-পাসপোর্ট চালু করতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য ৯৬ সাল থেকে আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম। তখন শেষ করতে পারিনি। পরে ক্ষমতায় এসে সেগুলো করি। আজকে প্রায় সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সেব দিতে সক্ষম হয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ই-পাসপোর্ট জাতির জন্য মুজিববর্ষের একটি উপহার। এ পর্যন্ত বিশ্বের ১১৮টি দেশে ই -পাসপোর্ট চালু হয়েছে। ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট যুগে প্রবেশ করল।’ তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তির জ্ঞানসম্পন্ন শিক্ষিত জাতি হিসেবে বাংলাদেশ যেন গড়ে উঠতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশকে উচ্চমর্যাদায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের সঙ্গে যাঁরা সম্পৃক্ত তাঁদের সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের মধ্য দিয়ে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সবাই। প্রাথমিক পর্যায়ে রাজধানীর আগারগাঁও, যাত্রাবাড়ী ও উত্তরা পাসপোর্ট অফিসে এই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে দেশের সব কেন্দ্র থেকেই ই-পাসপোর্ট সরবরাহ করা হবে।

মেপ্র/জাতীয়




এল নতুন নকিয়া স্মার্টফোন

দেশের বাজারে নকিয়া ২.৩ মডেলের নতুন স্মার্টফোন আনল ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুন স্মার্টফোনের উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস ও নকিয়ার কর্মকর্তারা।
নকিয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্টফোনটিতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত ক্যামেরা। স্মার্টফোনটির ব্যাটারি দুই দিন পর্যন্ত চলবে। ৬.২ ইঞ্চির এইচডি প্লাসের স্ক্রিনের ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করা হয়েছে।
নকিয়া ২.৩ এর ডুয়েল ক্যামেরা এবং এর ‘রিকমেন্ডেড শট’ অপশন নতুন একটি ফিচার, যা ব্যবহারকারীকে সেরা ছবি বেছে নিতে সাহায্য করবে। দুই বছরের ওএস হালনাগাদ এবং তিন বছরের মাসিক সুরক্ষা হালনাগাদের সুবিধা আছে এতে।
ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন ছাড়াও সেটটিতে আছে বায়োমেট্রিক ফেস রিকগনিশন সুবিধা। এটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা।
অনুষ্ঠানে ‘নকিয়া ৮০০ টাফ’ মডেলের সেটের ঘোষণাও দেওয়া হয়। এর দাম ১০ হাজার ২৫০ টাকা।




মুখে দুর্গন্ধ দূর করার ঘরোয়া ৫ উপায়

অনেকের মুখে দুর্গন্ধ হয়। মুখের দুর্গন্ধ নিজের জন্য যেমন বিরক্তকর, তেমনি আশপাশের মানুষের জন্য বিরক্তকর। তাই মুখের দুর্গন্ধ অবশ্যই দূর করতে হবে।

 

হয়তো আপনি মুখের দুর্গন্ধের সমস্যায় ভোগেন। শরীরের জন্য এটা ক্ষতিকর না হলেও শরীরের নানা সমস্যার লক্ষণ হতে পারে। আর অন্য কারও সঙ্গে কথা বলতে গেলে মুখের দুর্গন্ধ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

 

মুখের দুর্গন্ধের পেছনে কারণ হতে পারে মুখগহ্বরে বা পেটে জন্মানো জীবাণু। আরও একটি কারণ হতে পারে শরীরে পানির পরিমাণ কমে যাওয়া।

 

আসুন জেনে নিই মুখে দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়-

 

১. দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করতে হবে। কারণ খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে থাকে। আর খাবারের জন্মানো জীবাণু পরে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। তাই প্রতিবার খাবার খাওয়ার পর বা দিনে অন্তত দুবার দাঁত মাজতে হবে।

 

২. জিভ পরিষ্কার করতে হবে। দাঁত মাজলেই যে মুখের সব জীবাণু চলে যাবে, এমন নয়। প্রতিবার দাঁত মাজার সময় জিভটাও পরিষ্কার করুন।

 

৩. ধূমপান ছাড়ুন। আপনি কি জানেন, ধূমপানের কারণে মুখে মারাত্মক দুর্গন্ধ হতে পারে। কারণ এতে আপনার মুখের ভেতর শুকিয়ে যায়। আর মুখের মধ্যে জন্মানো জীবাণুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

 

৪. ক্ষত সারান মুখের ঘা বা ক্ষতের কারণে দুর্গন্ধ হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে এই আলসার দ্রুত সারে।

 

৫. ডাক্তারের পরামর্শ নিন। এসব ছাড়াও আরও নানা রকম কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। তাই অনেক পদ্ধতি অবলম্বন করেও ফল না পেলে চিকিৎসকের পরামর্শ নিন।

 

তথ্যসূত্র: বোল্ডস্কাই




স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন

স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক ৪ লাইট আনল ট্রানশান বাংলাদেশ। এতে ৬ দশমিক ৫২-ইঞ্চি ডট নচ স্ক্রিন ও ৪০০০ এমএএইচ ব্যাটারি সুবিধা রয়েছে।

টেকনো স্পার্ক ৪ লাইটে রয়েছে ১৬ গিগাবাইট রম। ফোরজি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোনটির সামনে ও পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এ২২ কোয়াড-কোর প্রসেসর ফোনটির র‌্যাম ৩ গিগাবাইট।
টেকনো স্পার্ক ৪ লাইট স্মার্টফোনটির দাম বাজারে ৮ হাজার ৯৯০ টাকা।




সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৪০

সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ইরাক সীমান্ত বরাবর হিজান শহরের কাছে এই হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে এমন তথ্য জানা গেছে। তবে হামলার বিষয়ে মার্কিন জোটের এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান বলেন, শনিবার সকালে এই হামলা হয়েছে। আবু আল-হাসান গ্রামের বাড়িঘরে হামলা করলে এই প্রাণহানি ঘটে।

তিনি বলেন, বিমান হামলায় ৪৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭টি শিশু ও ১২ নারী রয়েছেন। তবে হামলায় নিহত পুরুষরা জঙ্গি কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

সিরীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে জানা গেছে, আবুল হাসানের কাছে দুর্গম অঞ্চল বুখানে বিমান হামলায় ৪০ জন নিহত হয়েছেন। চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে আইএস-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আমাকও ৪০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

ইউরোপ থেকে দিইর এল-জোহরে যুদ্ধ পর্যবেক্ষণকারী ওমর আবদু লেইলা বিমান হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, মৃতের সংখ্যা নির্ণয় করা খুবই কঠিন।

গত সেপ্টেম্বরের শুরু থেকে কুর্দিশ নেতৃত্বাধীন সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেস ও মার্কিন জোট ওই অঞ্চলটিতে আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করে।

গত ১০ সেপ্টেম্বর থেকে হামলায় অন্তত ১৯১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৫টি শিশু ও ৪৫ নারী রয়েছেন।

 

 

 

 

সুত্র-যুগান্তর

আরো পড়ুন –ঝিনাইদহে এলইডি সার্চ লাইট ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান