মেহেরপুরের আমঝুপিতে প্রথমবারের মত হতে যাচ্ছে শ্রী শ্রী রটন্তী কালী পূজা

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শ্মশান ঘাট পূজা মন্দিরে প্রথমবারের মত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী শ্রী শ্রী রটন্তী কালী পূজা।

আগামী ২৩ জানুয়ারী থেকে ২৫ জানুয়ারী এ পূজা অনুষ্ঠিত হবে। পূজায় ধুপধুনো আর বাদ্য বাজনায় জানাবে মায়ের আগমনী বার্তা। মানব মনে জাগিয়ে তুলবে আনন্দঘন পূর্ন শিহরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রী শ্রী রটন্তী কালী পূজা কমিটির সভাপতি অনীল গোসাঁই। কমিটির সাধারণ সম্পাদক অসিত কুমার বিশ্বাস বলেন, আমরা প্রথমবারের মত এই পূজার আয়োজন করেছি। ২৩ তারিখ বিকাল ৪ টায় শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সন্ধায় প্রতিমা স্থাপন, ৬টায় শুভ উদ্বোধন, রাত ৯টায় পূজা শুরু হবে, রাত ১২টায় অঞ্জলী প্রদান, রাত ১টায় বলিদান।




মেহেরপুরে উপজেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে আন্ত:প্রাথমিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মেহেরপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা: ফজলে রহমান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলমগীর, জাহিদুল ইসলাম।

প্রতিযোগীতায় ১০০ মিটার দৌড়ে শোলমারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব, দীর্ঘ লাফ উজলপুরের সুলাইমান, উচ্চ লাফ শোলমারীর মাহফুজ, ভারসাম্য দৌড় পিরোজপুরের ফয়সাল, অংক দৌড় গোপালপুরের নাহিদ, কবিতা আবৃতি গোভীপুরের আফলিন জাদিদ দিহান, চিত্রাংকন তেরঘরিয়ার উজায়ের, নৃত্য বড়বাজারের ইয়াছিন, পল্লিগীতিতে ইছাখালির আলিফ হোসেন, একক অভিনয়ে রাধাকান্তপুরের দেলোয়ার, উপস্থিত বক্তৃতা বিএম এর মাবরুব রাইম, খ গ্রুপের ১০০ মি. দৌড় খোকসার মহিমা খাতুন, দীর্ঘ লাফ খোকসার মহিমা খাতুন, উচ্চলাফ রাজাপুরের সুরাইয়া, ভারসাম্য দৌড় মেহেরপুর পৌর অহনা মিম, রিলে দৌড় খোকসার মিম্মা খাতুন, বল নিক্ষেপ শোলমারীর নুপুর, অংক দৌড়ে রাইপুরের আরশি সুলতানা।




আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

গতকাল আলমডাঙ্গা এটিম মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর মোহাম্মদ জকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মাহামুদুল হাসান চঞ্চল, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফিসার সামসুজ্জোহা।

শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক ও সম্পাদক আশরাফুল আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সকহারী শিক্ষা অফিসার আশরাফ উল আলম, জি এম কামাল, হুমায়ন কবীর, শামীম সুলতান, রফিকুল ইসলাম, রশিদুল ইসলাম, প্রধান শিক্ষক রকিবুস সালেহীন, হারেজ উদ্দিন, শিক্ষক মোল্লা ফেরদৌস উল আলম রিজবী, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান।

পরে প্রধান অতিথি সকল প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক ও সম্পাদক আশরাফুল আলম বিভিন্ন স্কুল থেকে আসা সকল ছাত্রছাত্রীদের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমার ফারুক ও বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মাহামুদুল হাসান চঞ্চলের সহযোগীতায় দুপুরে খাওয়ার ব্যবস্থা করেনে।




কোটচাঁদপুরে মুক্তিযোদ্ধা ও দুস্থ্ শীতার্তদের মাঝে কম্বল ও সেলাইমেশিন বিতরণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মুক্তিযোদ্বা ও দুস্থ্য অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা সদস্য ও দুস্থ্য অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চলের নিজস্ব তহবিল থেকে দুস্থ্য এবং প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এবং রেল মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, পৌর আ.লীগের যুগ্ন-আহ্বায়ক শহিদুজ্জামান সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলামসহ পৌর ও উপজেলা আ.লীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।




চুয়াডাঙ্গার কুলপালার যুবক ইয়ারুল হাঁসের ডিম হতে বাচ্চা ফুটিয়ে স্বাবলম্বী

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের আবদুস সাত্তারের ছেলে ইয়ারুল (৩২) হাঁসের ডিম হতে বাচ্চা ফুটিয়ে স্বাবলম্বী হয়েছে।

জানাগেছে, প্রায় দুই বছর আগে ২০০ টি ডিম হারিকেনের তাপ দিয়ে বাচ্চা ফুটানোর প্রক্রিয়াটি শুরু করে। প্রথম দিকে সে শতকরা ৮০% সফলতার মুখ দেখে। এটি তার কাজকে আরও উৎসাহিত করে তোলে। এরপরে সে তার বাসার পিছে একটি ছোট হ্যাচারি স্থাপন করে। এবং পর্যায়ক্রমে সে এই হ্যাচারিটাকে আরও বড় করে তোলে।

এখন তার হ্যাচারিতে প্রতিমাসে ১৫ থেকে ২০ হাজার বাচ্চা উৎপাদন করে। প্রায় পাঁচ কাঠা জমির উপরে তার হ্যাচারিটি স্থাপন করেছে। এখন তার হ্যাচারিতে পাঁচটি ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন আছে। যার একেকটির মূল্য ৬০ হাজার টাকা। তার হ্যাচারিতে ৬ থেকে ৭ টি যুবক কর্মরত রয়েছে। প্রতি মাসে এখন তার ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা আয়।

হ্যাচারির মালিক ইয়ারুল ইসলাম বলেন, আমি এটি করার আগে বেকার ছিলাম। বর্তমানে আমি হ্যাচারি স্থাপন করে বেকার জীবন দূর করে স্বাবলম্বী হয়েছি।

তিনি আরো জানান, আমার হ্যাচারিতে উন্নত জাতের খাকি ক্যাম্বেল, ডিংজিং, বেইজিং হাঁসের বাচ্চা পাওয়া যায়। যারা বেকার জীবনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তারাও এটিকে পেশা হিসেবে নিতে পারেন। এবং বেকার জীবন দূর করতে পারেন।




মেহেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গাংনী থানার ওবাইদুর রহমান

মেহেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গাংনী থানার ওবাইদুর রহমান।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে মেহেরপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত সব কর্মকর্তা ও ফোর্সের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলার পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলী এ ঘোষণা দেন।

আদালতের পরোয়ানাভূক্ত আসামি গ্রেফতার, সন্ত্রাস দমন, মাদক ও অপরাধ নির্মূলসহ আইনশৃঙ্খলার উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাকে ২০১৯ সালের মেহেরপুরের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

এসপি এসএম মুরাদ আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান রহমান।

এসময় সদর, মুজিবনগর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ও বিভিন্ন স্তুরের পুলিশ কর্মকর্তারা ও অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মেপ্র/ আরপি




গাংনীতে পথরোধ করে শ্রমীকদের উপর হামলায় ৭জন আহত

মেহেরপুরের গাংনী উপজেলার ইকুড়ি গ্রামে পথরোধ করে গাংনী ইমারত নির্মাণ শ্রমীকদের উপর হামলা করেছে বলে জানা গেছে।

রবিবার বিকেলে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের ইকুড়ি নামক স্থানে ঈদগাহের সামনে এ হামলার ঘটনায় ৭জন নির্মাণ শ্রমীক আহত হয়। আহতরা সকলে গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের বান্দিা।

তারা হলো খাঁ পাড়ার জান মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর (৩০), মসজিদ পাড়ার মৃত নফছদ্দিনের ছেলে নছরুদ্দিন (৪৫), মৃত আফেল উদ্দিনের ছেলে ছালাম (৪৭), শেখ পাড়ার মৃত কাফিরুলের ছেলে রঞ্জু(৪২), শেখপাড়ারর মৃত এলাহি বক্স’র ছেলে হারুন (৩০),নজরুদ্দিনের ছেলে নাজমুল(১৬) ও জাফের এর ছেলে লিটন (২০)।

আহতরা জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে একটি বিল্ডিং এর ঢালাই কাজ শেষ করে সকলে ট্রলি করে বাড়ি ফিরছিলো। গাংনীর হেমায়েতপুর বাজার পার হয়ে তাদের সামনে থাকা ইকুড়ি গ্রামের রাইতাল হকের ছেলে রাজা নামের এক ব্যাক্তি বিস্কুট বিক্রয় করা একটি গাড়ি (অবৈধ আলগামন গাড়ি টিন দিয়ে ঘেরা) শ্রমীকদের গাড়ির সামনে থেকে বেপরোয়াভাবে চালিয়ে আসছিল ও হঠাৎ করে বার বার ব্রেক করছিল।

Meherpurএতে করে বিপরীত দিক থেকে আসা একটি মটোরসাইকেলও দূর্ঘটনার কবল থেকে অল্পের জন্য বেঁচে গেলেও শ্রমীকদের ট্রলিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফলে শ্রমীকদের কয়েকজন সামান্য আহত হয় বলে তারা জানান। এ

ঘটনায় স্থানীয়রা আলগামন চালক রাজাকে বকাঝকা করে। এতে করে সে স্থানীয়দের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে বিস্কুট বিক্রেতা শ্রমীকদের দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

Meherpurনির্মাণ শ্রমীকরা কিছুক্ষণ পর গাংনীর দিকে রওনা দিলে ইকুড়ি গ্রামে ঈদগাহের সামনে রাস্তায় গাছ ফেলে রাজার নেতৃত্বে আট থেকে দশ জন হাতে লাঠি সোঠা নিয়ে তাদের গতি রোধ করে অতর্কিত হামলা করে। এতে ৭জন শ্রমীক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

গাংনী ইমারত নির্মাণ শ্রমীক সমিতির সভাপতি হাফিজুল ইসলাম বলেন আমাদের শ্রমীকদের উপর যারা হামলা করেছে তাদের বিচার চাই। এ ব্যাপারে তিনি গাংনী থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন বিষয়টি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মেপ্র/ইএম




ঝিনাইদহে ফেন্সিডিল পাচারের সময় প্রতিবন্ধীসহ ২ জন আটক

৫ বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙ্গে যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের রবিউল হোসেনের ছেলে জালাল হোসেন (৩৫)। এরপর থেকে চলার শক্তি হারিয়ে ফেলেন তিনি। চলেন হুইল চেয়ারে।

এই প্রতিবন্ধীতাকে পুঁজি করে শুরু করেন মাদক ব্যবসা। কেউ দেখলে বোঝার উপায় নেই তার শরীরে অভিনব কায়দায় রাখা হয় ফেন্সিডিল।

রোববার জীবননগর থেকে ইজিবাইক যোগে শরীরের সাথে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময় কোটচাঁদপুরের কাগমারী এলাকা থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ জালাল হোসেন ও ইজিবাইক চালক রাজু মন্ডলকে আটক করে ডিবি।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জীবননগর থেকে কোটচাঁদপুরের কাগমারী এলাকা দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল আলীম, এএসআই ওবাইদুর রহমান, রবিউল ইসলাম কাগমারী এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় একটি ইজিবাইকে তল্লাসী করে প্রতিবন্ধী চাদর ও পোশাকের নিচ থেকে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।




ঝিনাইদহে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদাণ করা হয়েছে।

রোববার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ অুনষ্ঠানের আয়োজন করেন জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহবুব আলম মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, জাহিদুজ্জামান মনা, মুন্সী কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে তার নি:শর্ত মুক্তি দাবী করেন।

আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদাণ করা হয়।

মেপ্র/ইএম




মেহেরপুরের শালিকায় পছন্দের লোক নিয়ে কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

মেহেরপুর সদর উপজেলার শালিকা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে গোপনে পছন্দের লোক নিয়ে কমিটি গঠন করা অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আব্দুর রবের বিরুদ্ধে।

নিজের পছন্দের লোক দিয়ে কমিটি গঠনের চেষ্টায় তিনি যৎসামান্য অভিভাবকদে আমন্ত্রণ জানিয়ে কমিটি গঠনের মিটিং করলে বিষয়টি এলাকাবাসীর সামনে আসে।

স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিজের পছন্দ মতো লোক দিয়ে কমিটি গঠনের পায়তারা করছেন বলে তিনি কাউকে কিছু জানানোর প্রয়োজন মনে করেননি। এদিকে তার এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় ব্যাক্তিবর্গরা ক্ষোভ প্রকাশ করেছেন। কমিটির সভাপতি ম্যানেজ কওে সরকারি বরাদ্দ ছাড় করানো যায় সেই উদ্দেশ্যে প্রধান শিক্ষক পছন্দের লোকজন নিয়ে কমিটি গঠনের পাঁয়তারা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব জানান, কমিটি গঠনের জন্য যাবতীয় যে সব কর্মকান্ড করার দরকার তা করা হয়েছে। এখানে অনিয়ম করে কমিটি গঠন করা হয়নি। তবে তিনি বলেন কমিটি নিয়ে একটি পক্ষ অভিযোগ তুলছে এটা আমাদের কানে এসেছে।

এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, কমিটি অভিভাবকদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। তবে নির্দিষ্ট সময়ে প্রার্থী না পাওয়ায় অভিভাবকদের মৌখিক সমর্থনে কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।

মৌখিকভাবে সমর্থন দেওয়ার সময় বিদ্যালয়ে ২৪ জন অভিভাবকের স্বাক্ষর দেখিয়ে তিনি বলেন এরাই এই কমিটির বিষয়ে সমর্থন করেছেন।

আরো জানা যায়, বিদ্যালয়ে প্রায় আড়াইশ জন শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে থেকে মাত্র ২৪ জনের উপস্থিতিতে পছন্দেও চার জন অভিভাবক সদস্যদেও নাম ঘোষনা করে তাদের মৌখিক সমর্থনে কমিটি গঠনের ব্যাপারেও স্থানীয়রা কৌতুহল ও ক্ষোভ প্রকাশ করেন।

ভোটের তফশিল প্রচার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিভাকদের বিভিন্ন গ্রামের নয়টি স্পটে আমরা তফশিলের পোষ্টার মেরে দিয়েছিলাম।

কোন বহুল প্রচলিত প্রত্রিকায় তফশিল প্রকাশ করার নিয়ম আছে কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন প্রত্রিকায় প্রকাশ করা যেত তবে আমরা তা করিনি। কেন করা হয়নি এর কোন সদুত্তর তিনি দিতে পারেননি। তবে তফশিল প্রকাশ করার আগে কমিটির রেজুলেশন দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।

প্রধান শিক্ষক আব্দুর রব বলেন কমিটি নিয়ে একটু ঝামেলা চলছে তাই যাদেরকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে তাদেরকে ও যারা অভিযোগ তুলেছে উভয়ের কাছেই তিন দিনের সময় চাওয়া হয়েছে। তিনদিন পরে বলা যাবে আসলে কমিটি কিভাবে হবে আর কারা আসবে।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন বলেন, শালিকা বালিকা প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে কমিটি গঠন নিয়ে ঝামেলা হচ্ছে শুনেছি। কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষকদের কোন অনিয়ম পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেপ্র/ইএম