বাংলাদেশীকে ধরার কথা স্বীকার করেনি বিএসএফ

মেহেরপুর সদর উপজেলার শোলমারী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে থেকে মিলন আলী নামের এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা এমন খবরের পর বিজিবি -বিএসএফ পতাকা বৈঠকে বিএসএফ ধরে নিয়ে যাওয়াও কথা স্বীকার করেনি।

শুক্রবার সকাল ১১টার দিকে শোলমারী খাঞ্জিরপুর সীমান্ত এলাকার জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএসএফ কে বিজিবির পক্ষ থেকে বিষয়টি জানানো হলে তারা অস্বীকার করেন।

শোলমারী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, পতাকা বৈঠকে বিএসএফ তাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি আরো জানান, ঘটনার দিন বিকেলে মিলনা তার পরিবারের সাথে ঝগড়া করে । এ কারণে অভিমান করেও সে বাড়ি থেকে চলে যেতে পারে বলে তিনি ধারণা করছেন।

গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের করিমপুর থানার নন্এদনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে মিলনের পরিবার। এঘটনার পর থেকে বিজিবি ওই বাংলাদেশীকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে। আজ বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠকের কথা রয়েছে।

আটক বাংলাদেশী মিলন আলী শোলমারী গ্রামের বিশ্বাস পাড়ার মার্জেন আলীর ছেলে। তবে এ ঘটনার পর থেকে মিলন আলী বাড়িতে ফিরেনি এবং তাকে কোথাও খুজে পাওয়া যায়নি।

মেপ্র/ইএম

আরো পড়ুন: মেহেরপুরের শোলমারী সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ !




মেহেরপুরের শোলমারী সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ !

মেহেরপুর সদর উপজেলার শোলমারী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে থেকে মিলন আলী নামের এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। তবে বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিলেও ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত নয় বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের করিমপুর থানার নন্এদনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে মিলনের পরিবার। এঘটনার পর থেকে বিজিবি ওই বাংলাদেশীকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে। আজ বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠকের কথা রয়েছে।

আটক বাংলাদেশী মিলন আলী শোলমারী গ্রামের বিশ্বাস পাড়ার মার্জেন আলীর ছেলে।

শোলমারী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, আমরা এখনো নিশ্চিত নয় যে তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে। তবে আমরা জানার পর বিএসএফকে চিঠি দিয়েছি। চিঠির জবাবে তারা ক্যাম্প কমান্ডার লেভেলে পতাকা বৈঠকের জন্য সীমান্তের জিরো পয়েন্টে এসেছেন।

মেপ্র/ইএম




যৌন ব্যবসার অভিযোগে দুই অভিনেত্রীসহ পরিচালক গ্রেপ্তার

নবীন কুমার প্রেমলাল আরিয়া নামের এক কাস্টিং পরিচালককে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ। তার বিরুদ্ধে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

৩২ বছর বয়সী ওই পরিচালকের বিরুদ্ধে শহরে যৌনচক্র চালানোর অভিযোগ রয়েছে। সেইসঙ্গে ১৮ ও ২৫ বছর বয়সী দুই অভিনেত্রীকেও এই ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত নবীন ওই দুই অভিনেত্রীকে ৬০ হাজার রুপি ভাড়ায় বিভিন্ন স্থানে পাঠাতেন।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, বন্ধুদের সহায়তায় পাঁচ বছর ধরে যৌন ব্যবসা পরিচালনা করে আসছিলেন নবীন। তার দুই বন্ধু অজয় শর্মা ও বিজয়কেও খুঁজছে পুলিশ। পুলিশ কর্মকর্তা সন্দেশ রেওয়ালে বলেন, একজন ছদ্মবেশী ব্যক্তি নবীন কুমারের সঙ্গে যোগাযোগ করে। এ সময় নবীন দুই নারীকে ৬০ হাজার রুপির বিনিময়ে তার কাছে পাঠাতে রাজি হন। সেইসঙ্গে ওই ব্যক্তিকে হোটেলে রুম ভাড়া নিতে বলেন।

পরবর্তী সময়ে দুই নারীসহ নবীন নির্দিষ্ট স্থানে পৌঁছালে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। জবানবন্দি গ্রহণের পর ওই দুই নারীকেও আটক করা হয়। অনুসন্ধানে জানা যায়, ওই দুই নারীর বাড়ি দিল্লিতে এবং গত বছর থেকে তারা যৌন ব্যবসার সঙ্গে জড়িত।

মেপ্র/ ইন্টারনেট




পুঁজিবাজার উন্নয়নে ছয় সল্পমেয়াদী পদক্ষেপ

পুঁজিবাজার উন্নয়নে ছয়টি স্বল্পমেয়াদি পদক্ষেপ নিয়েছে সরকার। পরে দীর্ঘমেয়াদি পদক্ষেপও নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে বিএসইসি ও পুঁজিবাজারের সঙ্গে সম্পর্কিত অন্য পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেন। ওই আলোচনার পরই বিএসইসি বিজ্ঞপ্তিটি দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারের উন্নয়ন নিয়ে সরকার অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকার মনে করে, দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একটি গতিশীল ও শক্তিশালী পুঁজিবাজার অপরিহার্য। পুঁজিবাজার উন্নয়নে যে ধরনের সাহায্য দরকার, সরকার ধারাবাহিকভাবে তা করে যাবে। পুঁজিবাজার বিকশিত করতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মসূচির বিষয়েও আলোচনা হয়। স্বল্পমেয়াদি বিষয়গুলো শিগগিরই বাস্তবায়নের বিষয়ে মতামত প্রকাশ করা হয়।

ছয়টি পদক্ষেপ হচ্ছে: পুঁজিবাজারে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি, মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে ঋণসুবিধার ব্যবস্থা করা, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও দেশীয় বাজারে আস্থা সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা এবং বাজারে মানসম্পন্ন আইপিও বাড়াতে বহুজাতিক ও সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্তকরণের উদ্যোগ নেওয়া।

মেপ্র/প্রআ




বাসরের ফুল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবু বরের

রাত পোহালেই বিয়ে, প্রস্তুতিও প্রায় শেষ। এমনই সময় বাড়িতে খবর এলো সড়ক দুর্ঘটনায় হবু বর তন্ময় বিশ্বাসের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে।

নিহত তন্ময় বিশ্বাস সদর উপজেলার কলোমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে। তার মৃত্যুতে বর ও কনে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল জেলা সদরের হাট-বাকুয়া গ্রামের একটি মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তন্ময় বিশ্বাসের। বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ। এমন সময় সে ঝিনাইদহ শহরে আসছিল বাসর ঘরের ফুল কিনতে। হঠাৎ রাত ৮টার দিকে খবর এলো সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মকর্তা রউফ মোল্লা জানান, মোটরসাইকেল ঠেকিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তন্ময় বিশ্বাস। এ সময় অজ্ঞাত যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে লাশটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মেপ্র/ইএম

আরো পড়ুন: মু‌জিবনগ‌রে গৃহবধু‌কে শ্বাস‌রোধ ক‌রে হত্যার অ‌ভি‌যোগ 




চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জে শীতবস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গা সদর উপজেলা নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এলাকার ৫০০ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, বুরো বাংলাদেশের পাবনা বিভাগীয় ব্যবস্থাপক সাইদুর রহমান রিপন ও কুষ্টিয়া আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন মিঞা।

মেপ্র/ আরপি




ঝিনাইদহ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী চাকরী মেলা

‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে চলছে দিনব্যাপী চাকরী মেলা।

বৃহস্পতিবার সকালে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় টিটিসি’র অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার।

এছাড়াও বক্তব্য রাখেন, স্ট্যান্ডার্ড গ্রুপের এইচ আর এ্যাডমিন আশরাফুল আলম, জামান জুট ডিভারশিফড মিলস’র ম্যানেজার আবুল বাসেদ প্রমুখ।

আয়োজকরা জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী এ মেলায় প্রাণ, আরএফএল, এসিআই গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপসহ দেশের ১৪ টি কোম্পানী এখানে স্টল প্রদর্শণ করে।

টিটিসি থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা বেকার যুবক যুবতীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করেন।

কোম্পানীগুলো স্বাক্ষাতকার গ্রহণ ও তাদের যোগ্যতা যাচাই করে কোম্পানীর শুন্যপদে নিয়োগ প্রদাণ করেন।

দিনব্যাপী এ চাকরী মেলায় জেলার ৬ টি উপজেলা থেকে আসা ২ শতাধিক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

মেপ্র/ আরপি




জালনোট প্রতিরোধে মেহেরপুরে সচেতনতা মূলক কর্মশালা

বাংলাদেশ ব্যাংকের আয়োজিত জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মেহেরপুরের গাংনী উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের খুলনা বিভাগীয় উপ মহাব্যবস্থাপক মোঃ আলাউদ্দীন হোসেন ও গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম।

মেপ্র/ আরপি




গাংনীতে কৃষকের কলা ক্ষেত কর্তন করেছে দুর্বত্তরা

মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামে চান মিয়া নামের এক কৃষকের এক বিঘা কলা ক্ষেতে ঝুলন্ত কলার কাদি কর্তন করেছে দূবিত্তরা।

আজ বৃহস্পতিবার ভোরে এ কাদি গুলো কেটেছে বলে অভিযোগ করেন ক্ষেত মালিক। ক্ষেত মালিক ঢেপা গ্রামের নুর মোহাম্মদের ছেলে চান মিয়া জানান, এক বিঘা জমি গ্রামের একজনের নিকট থেকে বর্গা নিয়ে কলার আবাদ করা হয়েছে। খরচ-খরচা করে কষ্ট করে কলা গুলো গাছ গুলোর পরিচর্যা করা হয়েছে।

কলা গুলো বেশ হয়েছে, অল্প কয়েকদিন পরেও বিক্রয় করা যেত কিন্তু এর মধ্যে গতকাল রাতে কে/ কাহারা এ ক্ষতি সাধন করেছেন।

তিনি আরো বলেন, প্রতি দিনের মতই সকালে ক্ষেতে গিয়ে জমির অধিকংশ কলা গাছ গুলোর কাদি গুলোকে নিচে পরে থাকতে দেখতে পায়। এসময় নিজের ক্ষয়ক্ষতির বর্ণনা দেন তিনি।

এছাড়াও তিনি অভিযোগ করে বলেন কয়েকদিন আগে একটি ছাগল পন্টে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় একজনের সাথে শত্তুতার সৃষ্টি হয়েছে। তাছাড়া আমার তেমন কারোর সাথে শত্তুতা নেই বলেও নিশ্চিত করেন।

মেপ্র/ আরপি




মু‌জিবনগ‌রে গৃহবধু‌কে শ্বাস‌রোধ ক‌রে হত্যার অ‌ভি‌যোগ

মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে সালমা (২০) নামের এক পুত্রবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত দশটার দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
সালমা কোলা গ্রামের মোঃ শফিকুল ইসলামের মেয়ে ।

মুজিবনগর সোনাপুর নিজ বাড়িতে পুত্রবধূর লাশ রয়েছে এমন সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ।

শ্বশুর মোঃ হেকমত আলী একজন কৃষক ও শাশুড়ি মোছা: আরোবি খাতুন। স্বামী হিরন বলেন আমার স্ত্রী বাচ্চা না হওয়ার কারণে বাবা,মা সমস্যা করতো। আমার বাবা-মা বলতো তোর বউ একটা খারাপ মেয়ে এর কখনো বাচ্চা হবে না ।

আমি একজন দিন মজুর বেকারিতে কাজ করি। বাড়িতে আমার স্ত্রী একা থাকে তখন আমরা আমার বাবা-মা আমার স্ত্রী ওপর অত্যাচার করে।

গতরাতে আমি কাজ থেকে বাড়ি ফিরে রাত দশটার সময় দেখি আমার স্ত্রী সালমা লাশ গলায় ওড়না পেচিয়ে ঝুলছে।
আমি বাবা,মা কে জিজ্ঞেস করলে তারা কোন কিছু উত্তর করেনি বলে আমরা কিছু জানি না।

এস আই পলাশ কুমার রায় বলেন তদন্ত ফলাফল হাত না পাওয়া পযন্ত কিছু বলা যাচ্ছেনা।

এলাকা বাসীর কাছ থেকে আর জানা যাই শ্বশুর হেকমত আলী পুএবধূকে কু প্রস্তাব দেওয়া রাজি না হওয়ায় তাকে শ্বাস রোধ করে হত্যা করেছে বলে অভিযোগ গ্রাম বাসীর।শ্বশুর হেকমত আলী ও শাশুরি আরবি খাতুন পালাতক বলে জানা যায়।

আমার বিয়ে বয়স ২ বছর। গত ৭/৮ মাস থেকে আমার বাবা মা আমার স্ত্রীর উপর অত্যাচার করতো বাচ্চা না হওয়ার কারনে।

মেপ্র/একেপি

আরো পড়ুন: বাসরের ফুল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবু বরের