গাংনীর সাহেবনগর থেকে ৩৫ বোতল ফেন্সডিল সহ আটক-১

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রাম থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত হলো উপজেলার কাজিপুর গ্রামের মধ্যো পাড়ার ইনামুলের ছেলে সাইফুল ইমলাম (৩০)।

পুলিশ সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক পাচারকারী সাইফুল ইসলাম মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সাহেবনগর দক্ষিণ পাড়ায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার ও এ এস আই আহম্মেদ আলি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে মাদক মামলা দায়ের পূর্বক মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

মেপ্র/ আরপি




গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদায় ও বরণ অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৪টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারিবৃন্দদের আয়োজনে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ি সিভিল সার্জন থেকে পদন্নতি প্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের উপ- পরিচালক ডা. শামীম আরা নাজনীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: রিয়াজুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. মো: নাসির উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারি মো: আসাদুল ইসলাম লিটন।

ইপিআই কর্মকর্তা আব্দুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. বুধাদিপ্ত দাস।

মানপত্র পাঠ করেন ডা. শাকিলা আফরোজ ও ডা. সাদনান সাকিব।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও তরজমা করেন মওলানা আজমাইন হোসেন।

মেপ্র/ আরপি




হরিণাকুন্ডুতে ভাই ভাই ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক নার্সকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাই ভাই ক্লিনিকের মালিক আসমত আলীর বিরুদ্ধে।

বুধবার দুপুরে ওই নার্স ক্লিনিক মালিকসহ দুই জনের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

নার্স জানান, উপজেলা শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত ভাই ভাই ক্লিনিকে দীর্ঘ ৭ মাস যাবৎ কাজ করছেন ওই নার্স।

গত ৩ মাস ধরে ক্লিনিক মালিক আসমত আলী বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন তাকে। এক পর্যায়ে গর্ভবতী হয়ে গেলে বিয়ের জন্য চাপ দেন তিনি। এতে আসমত আলী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ১৪/১৫ দিন আগে জোরপূর্বক গর্ভপাত করান তাকে।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, ওই নার্সকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেপ্র/ আরপি




ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতি নদী থেকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়ে। সে মহেশপুরের পলিয়ানপুর গ্রামের সবুর আলীর ছেলে হৃদয় হোসেন।

ঝিনাইদহের কোটচাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক জানান, বুধবার সকালে মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে এক বাংলাদেশেী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সকালে নদীতে স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।

মৃত হৃদয় হোসেন অবৈধভাবে ভারত থেকে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছিল।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারন জানা যাবে বলেও পুলিশ জানায়।

মেপ্র/ আরপি




ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ঝিনাইদহের মহেশপুর ও কালীগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছে। বুধবার সকালে মহেশপুর উপজেলার বজরাপুর ও কালীগঞ্জ উপজেলার ঘিঘাটি গ্রামে এ দূর্ঘটন ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, সকালে মহেশপুর উপজেলার বাজরাপুর এলাকায় আলমসাধু ও বিদ্যুতের পোল বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই কামাল হোসেন নামের একজন মারা যায়।

আহত হয় আরও ৪ জন। সেখানে থেকে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে খলিলুর রহমান নামের একজনের শারীরিক অবস্থান অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

এদিকে সকালে কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি এলাকায় দ্রুতগামী মাইক্রোবাস চাপায় রনি আহম্মেদ নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

সে শাহপুর ঘিঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল।

মেপ্র/ আরপি




কুড়ুলগাছিতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে ইউনিয়ন পর্যায়ে আন্ত:প্রাথমিক বিদ্যালয়ের দুইদিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৩টার দিকে বুইচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোঃ এনামুল করিম ইনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজা, প্রতিযোগীতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শাহানাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি সকল ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়নের সকল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মেপ্র/ইএম




কোটচাঁদপুর-জীবননগর সড়কে লংভেহিকেল-আলমসাধু সংঘর্ষে নিহত ১,আহত ৪

ঝিনাইদহের কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কে বিদ্যুতের পোল বোঝাই লং ভেহিকেল-আলমসাধু সংঘর্ষে ১ জন নিহত ও ৪ আলমসাধু যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরতর আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কের বর্জাপুরে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক লংভেহিকেলের গাড়ী চালক ও হেলপার কে আটক করেছে পুলিশ।

পুলিশসূত্রে জানাযায়, বুধবার সকাল ১০টার দিকে কোটচাঁদপুর থেকে আলমসাধু বোঝাই কয়েকজন দিন মজুর জীবননগর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বর্জাপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পোল বোঝাই একটি লংভেহিকেল গাড়ী আলমসাধু গাড়ীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন (৩২) নামে এক দিন মজুর নিহত হন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এদের মধ্যে দুজনার অবস্থার অবনতি হলে তাদেরকে যশোর জেনারেল হানসপাতালে রেফার্ড করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় ঘাতক গাড়ী এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

মেপ্র/আরজেএম

আরো পড়ুন –
আর্থ সামাজিক উন্নয়নের অংশিদার হতে চায় গাংনীর সন্ধানী সংস্থা




আর্থ সামাজিক উন্নয়নের অংশিদার হতে চায় গাংনীর সন্ধানী সংস্থা

বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তিতে গাংনীর সন্ধানী সংস্থা এলাকার আর্থ সামাজিক উন্নয়নকে আরও বেগবান করে এলাকার জনগোষ্ঠির ইতিবাচক পরিবর্তন ও উন্নত জীবন যাপনে সহায়তা করবে।

মেহেরপুরের গাংনী উপজেলায় সংস্থাটির খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠন সন্ধানী স্কুল এন্ড কলেজে একটি “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার” স্থাপন করা হয়েছে। যেখানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে লেখা ও মুক্তিযুদ্ধ’র ইতিহাস নিয়ে অনেক বই। শিক্ষার্থীরা এখান থেকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারবে বলে মনে করেন সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান।

তিনি বলেন, এ বছর থেকেই শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালনের ক্ষণ গণনা এবং জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের উন্নয়নের নতুন এক লক্ষ্যে পৌছবে। তেমনই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানই শুধু নয় সন্ধানী সংস্থার প্রতিটি শাখায় এ এলাকার আর্থ সামাজিক উন্নয়নেও বড় ধরণের ভুমিকা পালন করে আসছে এমনটিই মনে করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: হাবিবুর রহমান।

এই এলাকার পিছিয়ে পড় জনগোষ্ঠির শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক জীবন যাত্রার মান উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে চলেছে সন্ধানী সংস্থা। সন্ধানী সংস্থা জাপানি সাহায্য পুষ্ট একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মেহেরপুরের গাংনী উপজেলার নিভিৃত পল্লী করমদি পূর্ব পাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকল্প শুরু করে ১৯৮৮ সালে। এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়ে একটি দোতালা ভবন নির্মান করা হয়।

সন্ধানী সংস্থার মাধ্যমে এলাকায় সার্বিক উন্নয়নে যিনি নিঃশ্বার্থভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি করমদি গ্রামেরই কৃতি সন্তান মৃত নুরুল ইসলামের ছেলে জাপান প্রবাসি ড. মো: মখলেছুর রহমান।
তিনি জাপান ইউনিভার্সিটি অব ইকোনোমিক্স জাপান এ প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। মুলত এই কৃতি সন্তানের কারণে বর্তমানে এ এলাকায় সন্ধানী স্কুল এন্ড কলেজ নামের একটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিবছরই যে কোন পরীক্ষায় কৃতিত্বের সাথে জেলার সেরা ফলাফল বয়ে আনতে স্বক্ষম হয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সন্ধানী সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দু’বছর পর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শুরু করে। যাতে করে পিছিয়ে পড়া গ্রামটি শিক্ষায় ভবিষ্যৎ প্রজন্ম আগ্রহী হয়ে সমাজে আলো ছড়াতে পারে। সংস্থাটি শিক্ষার পাশাপাশি নারীদের ভাগ্য উন্নয়নে ১৯৯২ সালে সেলাই প্রশিক্ষণ শুরু করে। প্রশিক্ষণ নিয়ে অনেক নারী আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

সন্ধানী সংস্থার প্রতিষ্ঠাতা মো: মখলেছুর রহমান জাপানে কর্ম ব্যাস্ত জীবন অতিবাহিত করলেও তাঁর মন পড়ে থাকে বাংলাদেশের উন্নয়ন ভাবনায়। তিনি শিক্ষার পাশা পাশি এলাকার মানুষকে স্বাস্থ্য সেবা দিতে এ উপজেলার করমদি গ্রামে এস এস (সন্ধানী সংস্থা) হাসপাতাল প্রতিষ্ঠিত করেছেন। নিভৃত পল্লীর মানুষকে সাধারণ চিকিৎসার জন্য নির্ভর করতে হতো স্থানীয় হাতুড়ি চিকিৎসকদের কাছে। তারা ব্যার্থ হলে আসতে হতো রোগীদের ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ১৯৯৪ সালে ঐ গ্রামে সন্ধানী সংস্থার এস এস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হয়। তখন থেকে ঐ এলাকার মানুষকে আর গাংনীতে আসতে হয়না আবার হাতুড়ি চিকিৎসকের হাত থেকেও রেহায় পেয়েছেন এলাকার মানুষ।

গাংনী উপজেলার নিভৃত পল্লীতে শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়ন কর্মসুচি চালু করে গ্রামে সাধারণ মানুষকে আলোর পথ দেখিয়ে নারীদের ভাগ্য উন্নয়নে ভুমিকা রাখার পর সন্ধানী সংস্থা তার পরিসর বড় করে শহর এলাকায় যাতে গোটা উপজেলার মানুষ উপকৃত হতে পারে। তারই ধারাবাহিকতায় ১৯৯৯ সালে সন্ধানী স্কুল এন্ড কলেজ চালু করে গাংনী মহিলা কলেজ রোডে যা বর্তমানে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের অন্তভূক্ত। সন্ধানী স্কুল এন্ড কলেজ চালু হওয়ার পর থেকে উপজেলায় শিক্ষায় এক নতুন দিগন্ত শুরু হয়। সন্ধানী স্কুল এন্ড কলেজ শুরু থেকেই প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার্থীরা সফলতার সাথে তারা লেখ পড়া শেষ করে বর্তমানে অনেকে নিজ নিজ পেশায় আলো ছড়িয়ে যাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বর্তমানে অনেকে দেশ বিদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যজিষ্ট্রেট কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছাড়াও সফলতার সাথে অনেক পেশায় নিয়োজিত আছেন।

সন্ধানী সংস্থা মুলোত শিক্ষা ও স্বাস্থ্য’র উন্নয়নকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কারণ শিক্ষা যেমন একটি জাতির মেরুদন্ড তেমন সুস্বাস্থ্য ছাড়া একটি শিক্ষিত কর্মক্ষম জাতি আশা করা সম্ভব নয়। তাই এ সংস্থাটি ২০০২ সালে পুষ্টি ও পূনর্বাসন প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় বিনামুল্যে হত দরিদ্রদের মাঝে গাভি গরু দেওয়া হয়। উদ্দেশ্য গাভি গরুর বাছুর হওয়ার পর থেকে যে দুধ পাওয়া যাবে সেখান থেকে পুষ্টি পাবে হতদরিদ্র মানুষ জন ও গাভী থেকে যে বাছুর হবে প্রথম বাছুরটি বাদে পরবর্তিতে ঐ গাভি থেকে যা আসবে সবই ঐ হতদরিদ্র পরিবারটি ভোগ করবে। এভাবেই সন্ধানী সংস্থা এলাকার হত দরিদ্র মানুষের পুষ্টি ও পুনর্বাসনের কাজ করে আসছে। প্রায় ২’শ ৫৯টি পরিবারের মাঝে গাভি গরু প্রদান করেছে সন্ধানী সংস্থা।
এছাড়াও সন্ধানী সংস্থা পোভার্টি এলিভেশন, সন্ধানী ইনফরমেশন সেন্টার চালু করেছে অনেক আগেই।

এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে যোগ হয়েছে নার্সিং ইনস্টিটিউট। সন্ধানী নার্সিং ইনস্টিটিউট ২০১৬ সাল থেকে বেশ সফলতার সাথে কার্যক্রম চলছে। নার্সিং ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা খুব সহজেই সফলতার মুখ দেখছে। নার্সিং ইনস্টিটিউট খুব অল্প সময়ে যাত্র শুরু করলেও এখান থেকে বের হওয়ার সাথে সাথে তারা কর্মসংস্থানে যোগ দিতে পারবে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মহাঃ আবু জাফর মনে করেন সমাজের সকল শ্রেণী পেশার জন সাধারণের শিক্ষা স্বাস্থ্য ও আর্থ সামাজিক জীবন যাত্রার মান উন্নয়ন করবে। তিনি বলেন আমাদের সমাজের মানুষকে সচেতন করে উন্নত জীবন যাপন যাতে করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান বলেন, সন্ধানী সংস্থা আসলে সমাজে আলো ছাড়িয়ে যাচ্ছে বলে আমি মনে করি। কারণ সন্ধানী স্কুল এন্ড কলেজ প্রতিবছরই শিক্ষা ও সাংস্কৃতিতে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। তিনি মনে করেন সন্ধানী সংস্থা এলাকার সকল শ্রেণী পেশার জনসাধারনের উন্নত জীবন যাপনে সহায়তা করবে।

অধ্যক্ষ মো: হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে আমাদের দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার যেমন কাজ করে যাচ্ছে তেমন আমরাও দেশের উন্নয়নে অংশীদার হতে এ এলাকার আর্থ সামাজিক জীবন যাত্রার মান উন্নয়ন করে দেশের উন্নয়নে অংশিদার হতে চাই।




প্লাস্টিকের বস্তা ব্যবহার ও সংরক্ষনের দায়ে গাংনীতে দু’জনকে জরিমানা।

পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার ও সংরক্ষনের দায়ে দু’জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ মহিদুল হক ও মাহামুদুল ইসলাম।

রবিবার দুপুর ১২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের বজলু চাতালের মালিক আঃ রাজ্জাকের ছেলে বজলুকে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা বব্যবহারের দায়ে ৫ হাজার টাকা ও একই গ্রামের জাকারিয়ার ছেলে রকিবুল ইসলামকে প্লাস্টিকের বস্তা সংরক্ষনের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারগণ জানান প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় পাট পরিদর্শক মহশীন শিকদার উপস্থিৎ ছিলেন।

 

মেপ্র/আরজেএম

 

আরো পড়ুন –ঝিনাইদহে কৃষকের ধান বিক্রির চেক ছিনতাইয়ে বাঁধা দেওয়ার বাড়ী-ঘর ভাংচুর




জোড়পুকুরিয়ায় এসবি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা

মেহেরপুরের গাংনী- কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া বাজারের অদুরে এসবি পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৪০) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গাড়ির সামনের অংশ দুমড়ে গেছে বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জোড়পুকুরিয়া বাজারের অদুরে জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে গাড়ির সুপার ভাইজার জয়নাল ও হেল্পার স্বপন এর মাথায় আঘাত লাগে।

সুপার ভাইজার জয়নাল জানান, গাড়িতে দু’জন যাত্রি ছিল তারা অক্ষত রয়েছে। তবে ড্রাইভার মিলনের চোখে ঘুমের ভাব দেখে তাকে সজাগ রাখতে তার পাশে ইঞ্জিন কভারে বসে কথা বলতে থাকি।

এ সময় জোড়পুকুরের জ্যেতি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌছেল ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মেপ্র/ আরপি